নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত এখন ও অর্জন হয়নি কিছুই। তবে একটা অর্জন হয়েগেছে!! অন্যায় আর অন্যায়কারীর প্রতিবাদ করতে শিখেগেছি!!! সে যেই হোক।।

মি্রাজ

তানভীরুল হাকিম মিরাজের ব্লগ

মি্রাজ › বিস্তারিত পোস্টঃ

যুক্তির বিপরীতে অস্র

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:২২

ন্যায় আর অন্যায়ের ব্যাপারটা আপেক্ষিক। একই কাজ কারও কাছে ন্যায় আবার কারও কাছে অন্যায়। এমন বহু ব্যাপারই আছে যা আমাদের সমাজে ন্যায় আবার অন্য সামাজে সেটাই অন্যায়। তবু কিছু বিষয়ে মনেহয় বিশ্ববাসী একহতে পেরেছে, যেমন- হত্যাকে পৃথিবীর সর্বত্রই অন্যায় মনে কারা হয়।
শুধু রাষ্ট্র বিচার ব্যবস্থার মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড দিতেপারে। যদিও রাষ্ট্রের এই ক্ষমতার সাথেও পৃথিবীরসব মানুষ একমত নয়। তার মানে আমাদের কাছে ন্যায় অন্যায়ের স্যুপারিওর এমন কোন বিষয় নেই যা নিয়ে পৃথিবীর সকল মর্তকুল একমত হতে পারে।

তার মানে ন্যায় অন্যায়টা ইউনিক নয়।

তাহলে এর মাপকাঠি কি হবে? আইএস দুইটা দেশের বিশাল অংশ দখল করে নিজেরা একটা রাষ্ট্র ঘোষণা করে দিল। সেখানে তাদের তৈরি আইন অনুযায়ী অন্য ধর্মানুসারী দের হত্যা করছে। তাদের মতে এটি অন্যায় নয় !
কিন্তু আমাদের মতে চরম অন্যায়।

আমাদের দেশে যারা ব্লগারদের হত্যা করছে তাদের সাথে এসব ব্লগারের বিরোধ টা মতের। টাকা পয়সার নয়। এদের কাউকে অর্থের জন্য হত্যা করা হয়নি। যারা হত্যা করছে তারা মনে করছে এদের হত্যা করা উচিত এবং অন্যায় নয়। অন্যায় মনে করলে তো হত্যাই করা হতনা।
আমারা যারা এ সমাজে বাস করছি তারা আবার মনে করছি যারা হত্যা করেছে তারা অন্যায় করেছে। আইন অনুযায়ী তাদের শাস্থিও মৃত্যুদণ্ড অর্থাৎ হত্যা।
তারমানে হত্যাকারীরা ন্যায় মনে করে বিরোধী মতের ব্লগার ও লেখকদের কে হত্যা করছে। আবার আমরা ন্যায় মনে করে হত্যাকারিদের হত্যা করছি অর্থাৎ আমরাও হত্যাকারী !!

তাহলে কি দাঁড়াল ব্যাপারটি !
ন্যায় অন্যায়ের সর্বজনীন কোন ব্যাখ্যা নেই।
আমার মতে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস হল- ইউনিটি অব “ল”

আমরা আজও ন্যায় অন্যায় গুলোকে আলাদা করতে পারিনি। বিভিন্ন মতবাদ তৈরি করে সাধারন মানুষের মাথার দখল নিতে চাচ্ছি। যে যত বেশি মাথা দখলে নিতে পারছে তার আইন তত মজবুত।

তাহলে সমস্যাটা আমাদের মাথায় আমরা যারা মাথাগুলো বিভিন্ন মতালম্বিদের কাছে বিক্রি করে দিচ্ছি। আপনার ধড়ের উপর যে মাথা সেটি যে একান্তই আপনার তা নিশ্চিত করুন। কারও কাছে বিক্রি না করে নিজের বিবেক খাটান, মনেরাখবেন পৃথিবীর সবচেয়ে বড় আদালত আপনার বিবেক।
কালকের হত্যাকাণ্ডের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল- নিহত ফয়সালের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হকের ছেলে হত্যার প্রতিক্রিয়া। ক্ষুব্ধ, হতাশ এই বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো বিচার চাই না। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যাঁরা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছেন, যাঁরা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছেন, উভয় পক্ষ দেশের সর্বনাশ করছেন। উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক। এটুকুই আমার কামনা। জেল-ফাঁসি দিয়ে কী হবে।

এই লোকটিই আমার মানসিক যন্ত্রণার অবসান ঘটালেন। যথেষ্ট হয়েছে। এবার বন্ধ করুন। আপনার মতবাদ আপনার পকেটে রাখুন, সকাল বিকাল স্যালাইন বানায়া খান। অন্যকে খাওয়াতে যাবেননা প্লিজ।
অন্যের লেখা পছন্দ নাহলে পড়বেননা।
অন্যের বিশ্বাস পছন্দ নাহলে মানবেননা।
তাকে হত্যা করবেননা প্লিজ
তার হত্যার বিচার চেয়ে আপনাকে হত্যা করে (মৃত্যুদণ্ড) আমাকে হত্যাকারি বানাবেন না।
যুক্তির বিপরীতে যুক্তি দিন ।
যুক্তিকে চাপতি দিয়ে খণ্ডান যায়না। যুক্তিকে চাপাতি দিয়ে কোপালে খুনই ছড়াবে।

সবশেষে বলবো- ইউনিটি অব ‘ল’ তে আসুন। যে সমাজে আছেন সে সমাজের আইন কে শ্রদ্ধা করুন। নিজের মাথা নিজের হেফাজতে রাখুন। হেফাজতে ইসলাম অথবা দূর’হ ইসলামের কাছে বিক্রি করে দিবেন না।

উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হোক। এটুকুই আমার কামনা। জেল-ফাঁসি দিয়ে কী হবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৩

পিচ্চি হুজুর বলেছেন: সবচেয়ে বড় কথা হইল দেশের সাধারণ মানুষের কোন মাথা ব্যাথা নাই, আমি ভাল আছি সবাই এই নীতিতে চলে। সুতরাং আম জনতা সক্রিয়ভাবে প্রতিবাদ করবে এই আশা করা বোকামী। সবাই এখন এস্কেপ মেকানিজম খুজে সুতরাং আম জনতা বলবে তুমি মরছ আমাদের কি, আমরা ত আর লিখি নাই, আমাদের কে মারবেও না।
যারা মারতেছে তারাও আম জনতার এই এটিটিউড খুব ভালভাবেই জানে, তাদের ত পোয়াবারো। বকধার্মিক মুসলমানদের দেশে এই ই হয়। সুতরাং চাপাতী চলবেই দেখা ছাড়া আর কিছুই করার নাই।

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

মি্রাজ বলেছেন: মাথা থাকলে তো ব্যাথা করবে। ধড়ের উপর একটা মাথা থাকলেই সেটা যে নিজের তা ঠিক নয়। তাই একবার লিখেছিলাম- প্রতিদিন যে মাথায় যত্ন করে শ্যাম্পু করছেন ও ব্রাস করছেন তা করার আগে একবার ভাবুন সেটা কি আপনার?

সবাই তাদের মাথাগুলো বিভিন্ন মতবাদের কাছে বিক্রি করে দিচ্ছে।

যারা এই ব্যাপারগুলো ঘটাচ্ছে তারা সিরিয়া বা আফগান থেকে আসা কেউ নয়, এদেশের ই লোক। আমার আপনার ভাই।।

তাই সবার আগে বলবো- মাথা বিক্রি বন্ধ হোক !!

মন্তব্যের জন্য ধন্যবাদ পিচ্চি হুজুর

২| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৫

কলাবাগান১ বলেছেন: "যুক্তিকে চাপতি দিয়ে খণ্ডান যায়না। "

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

মি্রাজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ কলাবাগান১

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৩

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: যতদিন আমজনতা একত্র হয়ে এর বিরুদ্ধে রুখে দাড়াবেনা ততদিন এর থেকে রেহাই পাওয়া অসম্ভব!

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

মি্রাজ বলেছেন: হুম
কিন্তু তার আগে আমজনতার মাথা বিক্রি বন্ধ নিশ্চিত করতে হবে!

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সৈয়দ জায়েদ আহমদ

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

জেকলেট বলেছেন: মন্তব্যকারীরা লেখকের লেখারা মুল থিমটাই বুঝতে পারেন নাই। এই হত্যা হত্যা খেলা আর কত?? আজকে যে দল বা মত এই হত্যাকান্ডগুলো ঘটাচ্ছে আগামীকাল যদি এরা রাষ্ট্র ক্ষমতায় যা্য় এবং আজকে যারা যুক্তির কথা বলছে তাদের যদি মত প্রকাশের পথ রুদ্ব হয়ে যায় তাহলেও একি ঘটনাগুলো উল্টভাবে ঘটবে। এর প্রমান স্বাধীন বাংলায় অনেকবার হয়েছে। আমরা এই সকল হত্যাকান্ডের অবসান চাই। আর কোন হত্যাকান্ড না। এই রক্তের স্রোত বন্ধ হউক।
"তারমানে হত্যাকারীরা ন্যায় মনে করে বিরোধী মতের ব্লগার ও লেখকদের কে হত্যা করছে। আবার আমরা ন্যায় মনে করে হত্যাকারিদের হত্যা করছি অর্থাৎ আমরাও হত্যাকারী !!"
"সবার শুভবুদ্ধির উদয় হোক" প্লিজ।

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

মি্রাজ বলেছেন: এই পয়েন্টাই ফোকাস করতে চাচ্ছিলাম-
অন্য একটা লেখায় বলেছিলাম - যেখানে মুসলিম এক্সট্রিমিজমদের শক্তি বেশী সেখানে তার ধর্ম মানতে বাধ্য করছে। ক্ষেত্রবিশেষে না মানলে হত্যা ও করছে।
আবার যারা কোন ধর্মে বিশ্বাস করেননা সেই এক্সট্রিমিজমরা ও এই ভেবে খুশি হওয়ার কোন কারন নাই যে- আমারা যেহেতু কোন ধর্ম মানিনা তাই কাউকে মানতে বাধ্য ও করিনা। তাদের যদি ক্ষমতা ও শক্তি থাকতো তারাও মানুষকে বাধ্য করতো ধর্ম না মানতে। একদিন তাদের ক্ষমতা আসলে তারাও ঠিক একই কাজ অন্যদের মতই করবে।

তাই সব এক্সট্রিমিজম বন্ধ হোক, হত্যার অবসান হোক।


সবাই সবার স্বাধীন মত প্রকাশ করুক, যুক্তির বিপরীতে যুক্তি দিক, চাপাতি চালানো বন্ধ হোক।


আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ জেকলেট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.