![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভীরুল হাকিম মিরাজের ব্লগ
ভর মাপার একক হল কিলোগ্রাম আর দৈর্ঘ্য মাপার একক মিটার। এভাবে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য ভিন্ন ভিন্ন একক রয়েছে।
একজন লোক কতটা সম্পদশালী তা মূল্যায়ন করার জন্য আমরা দেখী তার কত সম্পদ আছে! কত অর্থবিত্ত আছে। আবার একজন জমিদার কে মূল্যায়ন করা হয় তার জমির পরিমান দিয়ে।
লোকটা কতটা সৎ তা নিরুপন করতে হয়- তার সততা, ন্যায়পরায়ণতা দিয়ে।অন্যদিকে একটা লোক কতটা শিক্ষিত তা পরিমাপ করি তার ডিগ্রী ও প্রতিষ্ঠান দিয়ে।
অর্থাৎ প্রতিটা সাবস্টান্সকে পরিমাপ করার জন্য আমরা ভিন্ন ভিন্ন ধ্রুবককে ব্যবহার করি।আমরা যেমন সেকেন্ড দিয়ে ভর পরিমাপ করতে পারিনা তেমনই একটার ইউনিট দিয়ে অন্য সাবস্টান্স পরিমাপ করতে পারিনা। যদি করতে যাই তবে আমাকে নিশ্চই পাগল বলবেন।
অথচ আমারা সেই কাজই অবিরাম করে যাচ্ছি সমাজে। হয় আমারা সবাই পাগল হয়েগেছি অথবা আমরা পরিমাপের এককই জানিনা!
অবাক হচ্ছেন।
জীবনে সফলতার একক কি? এটা একটা জটিল প্রশ্ন!
এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কারো মতে হয়তো টাকা ইনকাম করা, কারো কাছে ভালো চাকুরী করা বা কারো কাছে ক্ষমতাবান হওয়া আবার কারো কাছে হয়তো জিবনে সুখী হওয়াটাই বড় সফলতা। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন মত হবে। আমার মতে সফলতা একমাত্র সাবস্টান্স যা পরিমাপের কোন ইউনিট নেই। আপনি যা হতে চান তা হতে পারাই সফলতা!
সেটা যাই হোক।
কিন্ত সমস্যাটা হল বর্তমানে আমরা সব কিছু কে একটা একক দিয়ে পরিমাপ করছি। একটা মানুষ সফল কি ব্যর্থ, সৎ কি অসৎ, শিক্ষিত কি মূর্খ, সব কিছুই পরিমাপের একক এখন টাকা!
সমাজটা এমন হয়ে গেছে, টাকা থাকলে আপনি শিক্ষা পাবেন, ভালো সার্টিফিকেট পাবেন, ক্ষমতা পাবেন, মানুষের চোখে সৎ হতে পারবেন, সম্মান পাবেন।
তারমানে হল, আমরা সম্মানের একক, সফলতার একক, শিক্ষার একক, ক্ষমতার একক সব কিছুর একক বানিয়ে দিয়েছি টাকাকে।
এটা একটা সমাজের মূল্যবোধ ধ্বংস হয়ে যাওয়ার চিত্র। টেকনোলজিকাল এডভান্সমেন্ট আর স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের তোড়ে আমরা নিজেদের অস্তিত্ব ভুলেগেছি, পরিচয় ভুলে গেছি। পরিবর্তন আর প্রতিযোগিতায় আমরা অন্ধের মত ছুটছি। প্রতিযোগিতার রেসে ভুলে যাই ছুটটা আমরা কেন শুরু করেছিলাম। লক্ষ্য ভুলে দৌড়টাই প্রধান হয়ে উঠে এক সময়।
আপনার চলার প্রয়োজনের বাহিরের টাকা শুধুই অর্থ পরিমাপের একক ছাড়া কিছুই নয়। টাকা কে সফলতার একক বানানো উচিত নয়। টাকা কখনও শিক্ষার একক হতে পারেনা। সম্মানের একক হতে পারেনা।
আদতে যে শিক্ষার একক টাকা হয়ে যায় সেই শিক্ষা থেকে নিশ্চয় প্রকৃত একক শেখা সম্ভব নয়।
©somewhere in net ltd.