নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

মুসলমানদের যে-কোনো প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণ না হয়ে কেন জিহাদ হয়ে ওঠে?

০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ২:২০




আজকে ঢাকার বিরাট অংশ সাইকেলে চষে বেরিয়েছি, ইজরায়েলবিরোধী বিক্ষোভের কারণে চরম জনদুর্ভোগ ছিল। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা গোলচত্বরে অবস্থান নেয়। এছাড়া পুরো রাস্তাজুড়ে ছিল মিছিল। যানবাহন যেতে পারছিল না।

ফিলিস্তিনে ইসরায়েলের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হবে খুবই ভালো কথা, সেটা নিজের দেশের মানুষের ক্ষতি করে কেন? কেন গোলচত্বরে অবস্থান নিতে হবে? কেন রাস্তাজুড়ে মিছিল করে এগোতে হবে? রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো যেত না? জনদুর্ভোগ হয়েছে, জরুরিসেবার বাহন আটকে থেকেছে যানযটে, কর্মঘণ্টা নষ্ট হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে বাংলাদেশের। এই বিক্ষোভে দেশের মানুষের ক্ষতি ব্যতিত ইসরায়েলের কিছুই আসবে-যাবে না।

এবার বিক্ষোভের প্রসঙ্গে আসি। এই বিক্ষোভটা হওয়ার প্রয়োজন ছিল ইসরায়েলের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ, কিন্তু হয়ে গেছে মুসলমানের বিক্ষোভ। অন্য ধর্ম বা মতের মানুষও অংশ নিয়েছে বিক্ষোভে, কিন্তু সেটা আমলে না নিয়ে ইসলামপন্থীরা বিক্ষোভকে কেবল মুসলমানের বিক্ষোভ বানিয়ে ফেলেছে তাদের কর্মকাণ্ডে। নিজের চোখ আর কানকে তো অবিশ্বাস করতে পারি না। বিক্ষোভে গলার রগ ফুলিয়ে জ্বালাময়ী কণ্ঠে ‘ইসলামী স্লোগান’ দিতে দেখেছি। শুধু বাংলাদেশের মুসলমানরাই ‘ইসলামী স্লোগান’ দিয়েছে তা নয়, আরও কিছু দেশের ভিডিও চোখে পড়েছে, সেখানেও ‘ইসলামী স্লোগান’ দিয়েছে, জ্বালাময়ী কথা বলেছে, ইসলাম কায়েমের কথাও বলেছে।

বাংলাদেশে তো আরেক ধাপ এগিয়ে ভাঙচুর আর লুটপাটও হয়েছে। বাটার শোরুম লুট হয়েছে, কেএফসি-পিৎজা হাট ভাঙচুর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলেকে পিটিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আল-কায়েদা জঙ্গি বিন লাদেনের ছবি প্রদর্শন করেছে বিক্ষোভে।

এখন যদি বলি মুসলমানের কোনো প্রতিবাদ মিছিলই দিন শেষে নিরীহ প্রতিবাদ মিছিল থাকে না, তা হয়ে ওঠে সাম্প্রদায়িক এবং সহিংস, হয়ে ওঠে জিহাদ, তাহলে কিছু মানুষের খুব মন খারাপ হবে আর আমার গায়ে সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দেবে।

একবার ভেবে দেখুন তো আজকের প্রতিবাদ অন্যভাবে হতে পারত না? সব সময় কথা বলতে হয় না। নীরব থেকেও প্রতিবাদ করা যায়। আজকে যদি সারাবিশ্বেই প্রতিবাদ সমাবেশে কোনো বিদ্বেষপূর্ণ জ্বালাময়ী বক্তৃতা না হতো, কোনো সহিংস ঘটনা না ঘটতো, যদি ইসলাম কায়েমের বাসনা প্রকাশ না করত, জিহাদের ডাক না উঠত, লাদেনের ছবির প্রদর্শন না হতো, কেবল হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকত মানুষ, কেবলই নীরবতা পালন করত, গাজা ও রাফায় নিহত মানুষদের প্রতি শ্রদ্ধা জানাত, সেটা আরও বেশি আবেদন তৈরি করত না? সেটা মানুষের মনের আরও গভীরে পৌঁছাত না?

নীরবতার পরিবর্তে উগ্র কর্মকাণ্ড প্রদর্শন করে তারা আবারও প্রমাণ করেছে যে- মুসলমানরা এমনই, লুণ্ঠনপরায়ণ, চোর, সহিংস, জিহাদী। এই বার্তাটাই অন্য সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে গেছে। এরপর কোনো সভ্য মানুষ মুসলিমদের পক্ষে কোনো বিক্ষোভে যেতে কুণ্ঠাবোধ করবে। বিক্ষোভে বিন লাদেনের ছবি প্রদর্শন করা মানে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে- মুসলমানরা সন্ত্রাসী লাদেনের পক্ষে, জঙ্গি সংগঠন আল-কায়েদার পক্ষে, মুসলমানরা আসলে জিহাদী।

দিনশেষে বিক্ষোভকারীরা আসলে ইসরায়েলের পক্ষেই কাজ করেছে। ইসরায়েল সারাবিশ্বের বিক্ষোভের এইসব ফুটেজ সংগ্রহ করে জনমত নিজের পক্ষে নিতে যুক্তি দেখাতে পারবে যে- ‘দ্যাখো, মসলমানরা কতটা সন্ত্রাসী, আমরা ঠিক কাজ-ই করছি।’

সারাবিশ্বের মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে যে মুসলমানরা জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, তারা সহিংস সম্প্রদায়। ভালো মুসলমান আর মন্দ মুসলমানকে একই পাল্লায় রাখবে। ভালো মুসলমানদেরকেও মানুষ বিশ্বাস করতে চাইবে না। মুসলমানদের কর্মকাণ্ডই আগামী পৃথিবীকে দুই ভাগে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে- একদিকে মুসলমান আর আরেকদিকে পৃথিবীর অন্যান্য সম্প্রদায়।

আজকের পরে যদি কেউ বলে যে- জিহাদী মুসলমানদের শিক্ষা দিতে ইসরায়েল ঠিক কাজ করছে! এর কী জবাব দেবেন? নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই তো এই কথা বলার প্রেক্ষাপট তৈরি করে দিলেন!
মুসলমানদের যে-কোনো প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণ না হয়ে কেন জিহাদ হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে মুসলমানদেরকেই, সমাধানও তাদেরকেই করতে হবে।

৭ এপ্রিল, ২০২৫

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:৪৭

নকল কাক বলেছেন: আমার লেখা গল্প "এ্যমবুশ" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ

০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৭

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:৫৩

অগ্নিবাবা বলেছেন: আল্লাহ যার যেই কাজ দিয়েছে সে সেই কাজই করে, সাকিব ভাই ক্রিকেট খেলে, তারেক ভাই চুরি করে, মুমিন ভাই জিহাদ করে।

০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

মিশু মিলন বলেছেন: চুরি আর জিহাদের জোয়ারে সাকিবদের অবদান আড়ালে চলে যায়।

৩| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:২৯

সৈয়দ কুতুব বলেছেন: বকোয়াজ আলোচনা ! ইসরায়েল নিজেই স্টেট টেরোরিজম চালাচ্ছে। যত দোষ মুসলমানদের তাই না ? ভারতে সামান্য 'Chaava' মুভি দেখে হিন্দুরা মুসলিমদের সাথে দাঙ্গা করতে গিয়েছে।

৪| ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: ধার্মিকরা কোনোদিন ভালো হবে না।

০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

মিশু মিলন বলেছেন: কোনো লক্ষণ নেই। ধন্যবাদ।

৫| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৬

অগ্নিবাবা বলেছেন: আমি হিন্দু হইলে কুতুব ভাইরে এভাবে জবাব দিতাম, যে সব হিন্দুরা চাভা সিনেমা দেখে মুসলমানদের মারতে গেছে তারা কেহই সহি হিন্দু নয়, তারা সবাই অপরাধী, অপরাধীর কোনো ধর্ম হয় না, হিন্দুধর্ম শান্তির ধর্ম এই ধর্মে জঙ্গীবাদের স্থান নেই। এই উত্তরটা অবশ্য মডারেট মুমিনদের কাছ থেকেই শেখা।

০৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

মিশু মিলন বলেছেন: কুতুবদের মন্তব্যের আর কোনো জবাব দিয়ে সময় নষ্ট করতে চাই না। কারণ কুতুবরা বিজ্ঞান, সত্য ও যুক্তির বাইরে অবস্থান করে।

৬| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৩

সামছুল আলম কচি বলেছেন: গতকালের প্রতিবাদ অবশ্যই আরও সংগঠিত ও শৃঙ্খলার সাথে করা যেত, যা আপনার লেখার ০৬ নং প্যারায় বলা হয়েছে। সুন্দর কথা। তবে ৯৫% মুসলমানের দেশে ইসলামী স্লোগান, ইসলামী ব্যক্তিত্বদের ছবি আসাটা-ই স্বাভাবিক নয় কী। এটা তো উদীচির সাংস্কৃতিক যা্ত্রা্ বা সানজিদা ম্যাডামের শেষকৃত্য নয় যে রবীন্দ্র সংগীত গাইবে !!! লাদেন তো এখনও পৃথিবীর অন্যতম এক বীর, যার অনুসারীরা দখলদার আমেরিকাকে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়েছে !! মুসলিম এবং অন্যান্য ধর্মের মধ্যে বিভাজন এ পৃথিবীতে প্রথম এবং শেষবারের মতো টেনেছে ; আমেরিকার ট্রাম্প এবং ভারতের মোদী তাদের প্রথম টার্ম থেকেই !!! খুব ভালো করে পর্যালোচনা করে লি: লি: লি:খুন।

৭| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:২৯

রোবোট বলেছেন: ইজরাইলের সেনাবাহিনীতেও মুসলমান আছে। ফিলিস্তিনেও খ্রীষটান আছে। ইসরাইলী বাহিনি অনেক চার্চও গুডিয়ে দিয়েছে, গত ১-২ বছরে।

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০১

মিশু মিলন বলেছেন: হুম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.