নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরা গাছের মতো, অন্য কবির ছায়ায় বাড়ে না।

মিছিলখন্দকার০০৭

কবি

সকল পোস্টঃ

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

সন্ধ্যা
.......
সন্ধ্যার মধ্যে
একটা পরিত্যক্ত ধুলোর বাড়ি
স্মৃতির বারান্দা নিয়ে দাঁড়িয়ে থাকে।
যার উঠানে দাঁড়িয়ে থাকে
প্রাচীন শৈশব,
সামান্য বাতাসে ওড়ে চুল,
শিশ বাজায় ঠোঁটে

প্রতিটা সন্ধ্যায় হৃদয় মোচড় দিয়ে ওঠে!

লিরিক
......
সবদিন
উড়াল রঙিন
প্রজাপতি বলে হেসে,
কথা বলা পাখি
উড়াল শেখাবে...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সব পৃথিবীর বিষে মহাকাশ নীল
.............................
এই পৃথিবীতে বসে দেখি যতো রঙ
মানুষের আচরণে নানান ভড়ঙ,
অন্যসব পৃথিবীতে এই চলে বুঝি
জানতে বিস্তারে, খুব এলিয়েন খুঁজি।

সেসব পৃথিবী তবে ভূমিকম্পে নড়ে?
বাইরে প্রেমিকা থাকে, বউ থাকে ঘরে?
দশটা...

মন্তব্য১ টি রেটিং+১

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

জানাজা
.......
ভেতরে কে গো তুমি ঝরা পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছো মর্মর ধ্বনি তুলে?
শীতের এমন ভুলে ভেঙে যাচ্ছে পাতার শুষ্ক প্রাণ
রাতের নৈঃশব্দ ভেঙেচুরে যায়

তাতে
কুয়াশা কুয়াশা দিনে আমাকে দাঁড়াতে হলো নিজের জানাজায়!

গুমোট
..............
সন্ধ্যা...

মন্তব্য২ টি রেটিং+০

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১

১৩ নভেম্বর সকাল সোয়া ৮টার লাইভ
................................
পুলিশের গাড়ি
সাইরেন বাজাইতে বাজাইতে
নূর হোসেনের বিবর্তন
বহন করিতে করিতে
নারায়ণগঞ্জে যায়।
এই নূর হোসেনের খোলা বুকে
\'স্বৈরাচার নিপাত যাক\' লেখা নাই
তার বদলে রহিয়াছে বুলেট প্রুফ জ্যাকেটে,
তাতে লেখা র‌্যাব,
মাথায় হেলমেট।
এই...

মন্তব্য২ টি রেটিং+০

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ফুলসহ ফুলদানি
.............
বহু নরক বাদে
ছবিতে তাকে দেখলাম,
হাত রেখেছে কার কাঁধে-
কী তার নাম-
জানি সব জানি,
এই জানার মধ্যেই হারিয়ে ফেলেছি
ফুলসহ ফুলদানি!

*রচনাকাল: ২০১১ সাল
অভয়ারণ্য
.........

এই কংক্রিট শহরে
আজ থেকে আমি এক বনভূমি।
শিরায় শিরায় নদী-
মাছ খলবল করবে...

মন্তব্য০ টি রেটিং+১

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

আশ্চর্যতম সন্ধ্যা
...............
পৃথিবীর নিঃসঙ্গতম গোধূলীরে আমি দেখেছি
কতো যে শীতকালে,
তার মধ্য থেকে কোন ধুধু-দূরের হট্টগোলে
তুমি পাখি খালি উড়ে গেছো,
তাতে সন্ধ্যা আরও গাঢ় হতে গিয়ে নামে
রকমারি রাত।

নিজের কাঁধেই নিজে হাত রেখে বসে থাকা
দূরপাল্লার...

মন্তব্য৪ টি রেটিং+২

কবিতা

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

১। সূর্য
.......
মেহগনি পাতায় অথৈ রোদ
পিছলে যায়
পিছলে পিছলে পড়ে নিচে
খড়ের গাদায়।
তার পাশে মেঠোরাস্তা-
ধুলায়
যার পায়ের দাগ
সূর্য তাকে খুঁজতে খুঁজতে যায়
পশ্চিমে, সন্ধ্যায়।

২। ঠাণ্ডা মুখ
..........
নেকড়ের লোমশ হাত লাগা গা ছমছমে
একটা রাত এসে জানাবে
ঘুমের...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০

১। ভোর
………
সারা রাত জাগার পর
ঘুমানোর আগে
সূর্যের আশ্চর্য জেগে ওঠা
পুনরায় দেখে নিতে চাই।
সে চাওয়ার মধ্য দিয়ে
বয়ে যায় শ্রীমন্ত নদী,
নদীর উরুতে গিয়ে বসি।
দেখি,
পাখিরা উড়তে উড়তে
ভোর নিয়ে আসে
আমাদের...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

নিঃসঙ্গতা
১। নিঃসঙ্গতা
.........
অসুখের দাগলাগা একগাদা ফাইল নিয়ে ডজনখানেক পরীক্ষার জন্য সরকারি হাসপাতালের এক ভবন থেকে আরেক ভবনে সাড়ে সাত ঘণ্টা ধরে একা একা ছোটাছুটির নামই নিঃসঙ্গতা!

২। উদ্বায়ী
.......
ক্রমান্বয়ে মিশে যাচ্ছি হাওয়ায়।
কোথায়...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

১। প্রভাতের গভীর প্রদেশ
...........................
সকালের মৌনতা থেকে উঠে আসা
একটা ভাবনা খুব দুলছে মধুর হাওয়ায়,
নিঃশব্দে।
অপার্থিব।
যে দেখেছে, জানে না কি-
এ শুদ্ধতার জন্যই কিনা কাঙ্খিত পীড়ন, মনে।
ক্রমাগত ধাবমান সূর্যকিরণ তাকে
অযাচিত পৃথিবীমুখী করে দেয়।
তবে...

মন্তব্য১ টি রেটিং+০

মিছিল খন্দকারের কবিতা

২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

শরীরে বিদ্যুৎ চমকায়
............
এই যে ঘূর্ণিঝড়
পাতা ওড়ে
সন্ধ্যাটা বাঁশঝাড় হয়ে শনশন করে বাজে।
জানালার কাঁচে লাগে বৃষ্টির ছাট,

বুকের মধ্যে বোনের
ছোটো সে নরম পায়ের দাগ,
তাতে জমে ওঠে পানি!

বাইরে ঝড়,
ধুলো ওড়ে, পাতা-
শরীরে বিদ্যুৎ চমকায়!

আচানক ফুঁয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

মিছিল খন্দকারের কবিতা

২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২২

স্মৃতির মিউজিক
..................
সেই সব শুষ্ক পাতারা আজ আবার উড়ে উড়ে আসে! আর বাতাসে সরসর করে করে করে, কানে খুব বাজে। কেন আসে? কেনবা বাজায় তারা এমন স্মৃতির মিউজিক?
তারা সব ঝরে...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

মৃত্যু থেকে ফিরে
........................

কাঁটার সকাশে ফুলের খাতির, ফুলের মনের কীট
জীবনের কিছু কুটিল আঁটুনি হয়ে আছে ফস্কা গিঁট
ফস্কানোর আগে এক গিঁট দিয়েছে গলায় ফাঁস। তাতে
সামান্য হয়েছে পান করা মৃত্যুর নির্যাস। মুখে লেগে
আছে...

মন্তব্য১ টি রেটিং+১

কবিতা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২২

পড়ে আছি
.............
হুলস্থুল শীত পৃথিবীতে...

মন্তব্য৫ টি রেটিং+১

কবিতা

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১

(হাউ ডেয়ার)

নম নম শুভ্র জবা তম সাষ্টাঙ্গ প্রনাম
চোখে কম দেখে ভাবি সূর্যে আলো কম
তাওতো অহংকারী; কুয়ায় বসিয়া
সেটাই পৃথিবী ভাবি কিংবা এশিয়া
দুটো লাফ দিয়ে ভাবি শিখে গেছি ওড়া
আসলে ব্যাঙই আমি কিংবা...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.