নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরা গাছের মতো, অন্য কবির ছায়ায় বাড়ে না।

মিছিলখন্দকার০০৭

কবি

মিছিলখন্দকার০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

মৃত্যু থেকে ফিরে
........................

কাঁটার সকাশে ফুলের খাতির, ফুলের মনের কীট
জীবনের কিছু কুটিল আঁটুনি হয়ে আছে ফস্কা গিঁট
ফস্কানোর আগে এক গিঁট দিয়েছে গলায় ফাঁস। তাতে
সামান্য হয়েছে পান করা মৃত্যুর নির্যাস। মুখে লেগে
আছে ফেনা তার কিছু, চোখে লেগে ক্রুর চেহারার যম
ফিরে আসা গেলো- এটা হলো শেষে চিন্তাজুড়ে উপশম।
এখন চাইলে বলা যেতে পারে ঘটনার ঘনঘটা
যম-দূত ছিল খালি গায়ে, নাকি জামা ছিল হাতাকাটা
মুখ ঢাকা ছিল? রেগে নাকি, চোখে মাখা ক্রূর অট্টহাসি?
জান নিয়ে ব্যাটা খায় নাকি, ঘরে বাক্সে ভরে পাশাপাশি
রেখে দেয় কাছে, ইচ্ছে হলে হেসে বের করে নেয় মুঠে।
জানে লেগে থাকা স্মৃতিকনা নখে দেখে কিনা খুটে খুটে।
বুকে ফাঁটা-চেড়া দেখে ভাবে- শালা, সেরেসুরে ওঠ্ আগে-
আজ ছেড়ে দিয়ে চোখে চোখে রাখি, ফের নেয়া যাবে বাগে!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:২২

আমি সাজিদ বলেছেন: বাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.