নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরা গাছের মতো, অন্য কবির ছায়ায় বাড়ে না।

মিছিলখন্দকার০০৭

কবি

মিছিলখন্দকার০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

সন্ধ্যা
.......
সন্ধ্যার মধ্যে
একটা পরিত্যক্ত ধুলোর বাড়ি
স্মৃতির বারান্দা নিয়ে দাঁড়িয়ে থাকে।
যার উঠানে দাঁড়িয়ে থাকে
প্রাচীন শৈশব,
সামান্য বাতাসে ওড়ে চুল,
শিশ বাজায় ঠোঁটে

প্রতিটা সন্ধ্যায় হৃদয় মোচড় দিয়ে ওঠে!

লিরিক
......
সবদিন
উড়াল রঙিন
প্রজাপতি বলে হেসে,
কথা বলা পাখি
উড়াল শেখাবে এসে

যাই, দূর নদীতে
ঢেউ এনে দিতে
পথে পথে সাবধানে
আমাদের গাইছে কারা গানে

এই সুর তবে
বহুদূর যাবে
নদীর সঙ্গে চলে
কিছু কথা তাই না বলা থাক
বাকিটা দিয়েছি বলে।

ঝিকঝিক
............
যেকোনো চলন্ত রেলগাড়ি,
দেখতে দেখতে
হুট করে মরে যেতে পারি।

ঘুমন্ত শিশুর মুতে ভিজছে ভুবন
..................

কোথাও নিশ্চিত শান্তি নিজমনে একাকি ঘোরে।

এখানে বেড়ার ফোকর থেকে ঢুকে পড়ে জোৎস্না ফড়িং,
শিশুর ঘুমন্ত মুখে বসে; সাবধানে ঘষে তুলতে চায়
জন্মসূত্রে পাওয়া তার দারিদ্র্যের কষ।

নির্দয় শীতের রাত-
মা তার বাবার কোলের মধ্যে সেঁদিয়ে রয়েছে,
ঘুমশরীরে তাদের মিশে আছে খাটালের হিম।

অভাবের শ্যাওলা জমেছে সংসারে
তাতে বারবার পিছলে পড়ছে ত্রয়ী অভাজন

ভোর রাতে ঘুমন্ত শিশুর মুতে ভিজছে ভুবন!

*২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি লেখা

জন্মান্তরবাদ
.............
ধরি, জন্মান্তরবাদ সত্য হলো
আর এমন ঘটলো-
আমাদের যে বোন গণধর্ষণে
মরেছে পুলিশ হেফাজতে,
মরেও নাজেহাল পতিতার অপবাদে
পরজন্মে সে হয়ে গেলো এ দেশের প্রধানমন্ত্রী
এবং প্রধানমন্ত্রীর ভাগ্যে যদি উল্টা ঘটনা ঘটে
তবে কেউ আক্ষেপ করে বলতেই পারেন,
দেখো, পূর্বজন্মে যে প্রধানমন্ত্রী ছিলো
এ জন্মে তার দুর্ভগ্যই বটে।

*রচনাকাল : ২০০৫ সাল

রাইটার্স ব্লক
........
মনে হচ্ছে
মাস দুই ধরে-
কবরের পাশে বসে আছি,
নিজেকে দাফন করে।

রাষ্ট্র
...
রাষ্ট্র একটা ব্যবসা প্রতিষ্ঠান। ধর্ম তার সাইনবোর্ড।
জনগণ, দেশপ্রেম ও গণতন্ত্র তার মূলধন।
সরকার ও তার শরিকরা এর শেয়ার হোল্ডার।

হাওয়ায় বাতাস করে শন শন শন
..............................
নিজেকে খ‍াওয়ার পর মুখ মুছে ফিরে
চুপ। অক্লেশে পৃথিবীর পাশে বসি, ধীরে।
কোথায় এসেই যেন বলছি ফেরা
চারপাশ ’নেই’ দিয়ে ঘেরা।
দরজায় ঝোলে অতিশয় তালা
অথচ দেয়াল নেই সেইসব ঘরে, সঠিক নিরালা।
বসে বসে ঘরের দুয়ারে
খেয়ে নেয়া নিজেকেই মনে পড়ে
ভেতরে সেতারে নড়েচেড়ে বাজে মন
হাওয়ায় বাতাস করে শন শন শন!

ধূর
....
বুকের মধ্যে খালি পায়ে একটা নদী হাঁটে
পাশে
পাখির কিচিরমিচিরে ঠাসা ছেঁড়া-ছেঁড়া বন
এসবের উপরে
ওড়াওড়ি ডানায় ভাসা রোদোজ্জ্বল কয়েকটা আকাশ
নিচে সারি সারি রাশভারী তরকারি বাগান
কৃষকের আনন্দিত ভাঙাবাড়ি
মাছের দখলে থাকা আয়নাপুকুর-
তাই বলে মরার শহরে
আমি কোনো গ্রাম নাকি, ধূর!

*২০১৪ সালের ৫ এপ্রিল লেখা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.