নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুদিরাম

আমার আমি

খুদিরাম › বিস্তারিত পোস্টঃ

নীল আকাশ

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৭

মনরে আকাশে ঘন মঘে জমেছে
এক পশলা বৃষ্টির অপেক্ষায়,
হেটে চলছি আমাবর্ষার অন্ধকারে।

বৃষ্টি শেষে নীল আকাশকে
ধরে রাখবো রং তুলি ক্যাম্পাসে,
পূর্ব আকাশে হেসে উঠবে নতুন সকাল।

বাড়ি থেকে বের হয়েছিলাম কিছু আলোকিত দিনের খোজে,
খুজে চলছি, খুজে পাচ্ছি না।
আমার মত আরো অনেকে
ভির জমিয়েছে সে মিছিলে।

দিন শেষে শান্ত পুকুড়ের গায়ে ঢিল মারি,
রাস্তার পাথরটিকে লাথিমেরে দুরে সরিয়ে দিই।
একটা দীর্ঘ নিস্বাস বেরিয়ে আসে বুকের খাচা ভেঙ্গে।
আমি বের হয়েছিলাম কিছু আলোকিত দিনের খোজে।

হাটতে হাটতে এক ফাকা রাস্তায়, দাড়ালাম মাঝ রাতে
লেম্পষ্টের নিচে সুরু ফুটপথে, তর্কে বোসলাম মনের সাথে।
লেম্পষ্টের আলো আমার ডান পাশে চাপ দিতেই
আমার ছায়া দীর্ঘ হয়ে উঠলো।
সে চেচিয়ে বোল্ল- আর একটু দূরেই তোমার সে সূর্যের দিনগুলো।

তখনি মনের আকাশ ফেটে বৃষ্টি,
শ্রবনের টাপুর টুপুর শব্দ চারিদিকে।
আমি রং তুলি ক্যাম্পাস নিয়ে নীল আকাশের অপেক্ষায় আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.