নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আরো আলো.. আজ আমরাই ছড়াব......

তিতাকথা মিঠাকথা

আমি নির্বাক......................

তিতাকথা মিঠাকথা › বিস্তারিত পোস্টঃ

আরে ভাই মক্কেল চাইলে কি হাগামুতারেও একটা খাবার জিনিস হিসেবে দেখায় দেবার ব্যবস্থা করতে হবে নাকি?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩

আরএফএল বদনার বিজ্ঞাপন দেখলাম মাত্র।



বদনার প্লাস্টিকে নাকি এন্টিমাইক্রোবিয়াল এডিটিভ (জীবানু প্রতিরোধক উপাদান) ব্যবহার করা হয়েছে, আর তাই স্বাস্থ্যসম্মত।



মার্কেটিং এবং এডভার্টাইযিং ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে একটা বিষয় বলতে চাই।



আমার স্বল্প জ্ঞান যা বলে তাতে করে বিজ্ঞাপন তৈরির একেবারে প্রাথমিক উদ্দেশ্য হলো পণ্য সম্পর্কে সঠিক ধারণা এবং অনন্য বৈশিষ্ট্যগুলো নির্ভুল ভাবে ক্রেতাদের সামনে তুলে ধরে সেই পণ্যের জন্য চাহিদা তৈরি করা। দুইটা বিশেষণ এখানে ব্যবহার করেছি। সঠিক এবং নির্ভুল। মনে রাখা জরুরি।



আর ক্রেতাকে বোকা বানিয়ে পণ্য বিক্রির একটা উপায় বের করার জন্য আবোল তাবোল বোঝানোটা একটা বিশাল ক্রাইম। আর এই ক্রাইমের পেছনে পণ্য উৎপাদক কোম্পানির পাশাপাশি মার্কেটিং এজেন্সিও সমানভাবে দায়ি।



এসব চলতে থাকলে মানুষ একসময় বিজ্ঞাপনের উপর থেকে বিশ্বাস তো হারাবেই পাশাপাশি মার্কেটিং এজেন্সিগুলো ধান্দাবাজ হিসেবে আখ্যায়িত হবে।

আবারো বলছি, মার্কেটিং এবং এডভার্টাইযিং ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসেবে এসব কার্যকলাপ আমার কাছে অপমানজনক এবং মূর্খতার মনে হয়।

আরে ভাই মক্কেল চাইলে কি হাগামুতারেও একটা খাবার জিনিস হিসেবে দেখায় দেবার ব্যবস্থা করতে হবে নাকি?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

নতুন বলেছেন: আমাদের দেশে সব কিছুই প্রচার করা যায়... কেউতো দেখার নাই..

এখানে ৫ কোটি টাকার ফরসা হবার চ্যালেন্জ দেয়...
দুধের শক্তি বাড়াইতে হয়....
হালাল সাবান বিক্রিহয়....
দুনিয়ার সেরা সাবান বিক্রি হয়.... ( কিন্তু গ্রেড-২ প্যাকেটে লেখা থাকে)
দেওয়ানবাগী পীরের বিঙ্গাপন টিভিতে দেয়... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.