নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো

মিঠি

লিখতে ভালবাসি

মিঠি › বিস্তারিত পোস্টঃ

তুমি ডাক দিলে - হেলাল হাফিজ

০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২১

একটা প্রিয় কবিতা..........





একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,

কত হুলুস্থুল অনটন আজন্ম ভেতরে আমার |



তুমি ডাক দিলে

নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে

শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো

পরিণত প্রণয়ের উংসমুল ছোঁব

পথে এতটুকু দেড়িও করবো না

তুমি ডাক দিলে



সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হবো,

তুমি রাজি হলে

যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো |



একবার আমন্ত্রণ পেলে

সব কিছু ফেলে

তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল,

অভয়ারণ্য হবে কথা দিলে

লোকালয়ে থাকবো না আর

আমরণ পাখি হয়ে যাব – খাবো মৌনতা তোমার|

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮

খলিল মাহমুদ বলেছেন: আমারও খুব প্রিয় হলো আজ থেকে, আগে পড়া হয়নি।

০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২

মিঠি বলেছেন: দলে আরেকজন হল.ধন্যবাদ

২| ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৫

সুদীপ চৌধুরী বলেছেন: প্রিয় কবির প্রিয়তম কবিতা

৩| ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫২

শত রুপা বলেছেন: একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,
কত হুলুস্থুল অনটন আজন্ম ভেতরে আমার |

৪| ০৮ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৮

রিসাত বলেছেন: ধন্যবাদ সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য+

৫| ০৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:০৯

আশরাফ মাহমুদ বলেছেন: আগে পড়া হয়নি। দারুণ কবিতা।

বানান ভূলগুলো শুধরানো উচিত।

৬| ০৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪১

সুখী মানুষ বলেছেন: হেলাল হাফিজ সবসময়ই ভালো লাগে।

৭| ০২ রা মে, ২০১০ সকাল ১১:১৩

ওসিরিস টিমোন বলেছেন: যতবার পড়ি ততবার প্লাস দিতে মন চায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.