![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাগানবিলাসের সৌখিনতার মাঝে যে অপূর্ণতা লুকিয়ে,
খাঁচার সুখ তারই অনুরণ।
বনদেবতার আশীর্বাদপুষ্ট তরু-রাশী যেখানে তারে
ছাড়িয়ে গেছে তাচ্ছিল্লে।
সুখের আশায় যে গৃহে রুপ সাজিয়েছে,
তার দয়ায় তুষ্টির নির্বাষন।
চেয়ে দেখে, বুনোমঞ্জরীর কালো মায়ায়
অনধীনতার জয়গান সবুজ ফুলে।
জরিয়ে রাখা ব্যাকুল ব্যালকনির ছায়া,
জর্জরিত সময়ের কশাঘাতে।
অচিরকালে হারাবে যে আজন্ম আশ্রয়
পল্লব মুঁদিয়া দু-দন্ড যদি ঠায় মেলে অবনীর কোলে।
**ছোটবেলার সব স্মৃতি মলিন হয়ে আসছে ভেবেই মন খারাপ হয়। আমার শৈশব কেটেছে যে বাড়িতে ঠিক তার সামনে অদ্ভূৎ সুন্দর একটি তে-তলা সাদা বাড়ি ছিল, যার একপাশ পুরোটা জুরে আলো জালিয়ে রাখতো একরাশ গোলাপী বাগানবিলাস। সেদিন দেখলাম বাড়িটা ভেংগে গুড়িয়ে দেয়া হয়েছে...
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
মিথিলা মাহমুদ বলেছেন: ধন্যবাদ। শব্দটির মানে "কারো অধীনে না থাকা"। তবে ঠিক স্বাধীনতাও না। (আমার মতে)
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
মিথিলা মাহমুদ বলেছেন: ধন্যবাদ। অবশ্য লিখেছিলাম খুব একটা কষ্ট নিয়ে।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
মিথিলা মাহমুদ বলেছেন: ধন্যবাদ। তবে লিখেছি একটা অবেক্ত বেদনা নিয়ে।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
একজন আরমান বলেছেন:
বেশ লাগলো।
মনে হল কবি নিজেই কিছু শব্দ তৈরি করেছেন। যেমন -
অনধীনতা, অচিরকাল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
মিথিলা মাহমুদ বলেছেন: ধন্যবাদ। কিন্তু শব্দ তৈরি করার ধৃষ্টতা কবির (??) নেই। শব্দগুলো অভিধানে আছে।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
রাশেদ অনি বলেছেন: ছোটবেলায় আমারও বাগান করার অভ্যাস ছিল।ভাল লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
মিথিলা মাহমুদ বলেছেন: ধন্যবাদ।আমার বাগান করার অভ্যাসটি এখনো আছে। আশেপাশে সবুজের ছিটেফোঁটা না থাকলে অস্বস্তি হয়।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
একজন আরমান বলেছেন:
স্বল্প জ্ঞানী কিনা, তাই জানা ছিল না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
মিথিলা মাহমুদ বলেছেন: সে অর্থে আমরা সবাই স্বল্প জ্ঞানী। মাঝে মাঝে শব্দ নিয়ে খেলতে ইচ্ছে হয়, তাই খুঁজে পেতে নি একটু
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ লাগল। ++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
মিথিলা মাহমুদ বলেছেন:
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২
অনির্বাণ প্রহর বলেছেন: কবি, এই শব্দ নিয়ে খেলা ভাল লাগল
কবিতা ভাল লাগল
আর ভাল লাগল কবিতার চিন্তাটুকু।
শুভ কামনা রইল অনেক অনেক।
আরো পড়ার অপেক্ষায় রইলাম।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
মিথিলা মাহমুদ বলেছেন: উৎসাহের জন্য অনেক ধন্যবাদ
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ হোলাম +++++++ রইল।
বাগানবিলাসের সৌখিনতার মাঝে যে অপূর্ণতা লুকিয়ে,
খাঁচার সুখ তারই অনুরণ।
বনদেবতার আশীর্বাদপুষ্ট তরু-রাশী যেখানে তারে
ছাড়িয়ে গেছে তাচ্ছিল্লে।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
মিথিলা মাহমুদ বলেছেন: :#> :#> কিছুক্ষন আগেই আপনার গল্পটা পড়ে এলাম। ভালো লেগেছে
১০| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৫
বৃষ্টিধারা বলেছেন: মুগ্ধতা..........
লিখেন না কেন এখন আর ? আবার লিখেন ।
০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১২
মিথিলা মাহমুদ বলেছেন: সময় হয়ে ওঠেনা। আমার ব্লগে আসার জন্য অনেএএএক ধন্যবাদ
১১| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
বৃষ্টিধারা বলেছেন: সময় বের করুন ।
১২| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩
স্বপ্নস্বাধীন বলেছেন: ভালো লাগলো। কবিতায় কিছু নতুন শব্দ নতুন মাত্র যোগ করেছে..
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা ভালো লেগেছে !
" অনধীনতার " শব্দটার মানে কি ?