নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহাদ রেজোয়ান২০১৩

ফাহাদ রেজোয়ান২০১৩ › বিস্তারিত পোস্টঃ

আধুনিক টিভি এবং ক্যাবল চ্যানেল (পর্ব ১)

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২


টিভি এবং তার সাথে চ্যানেল বিষয়টি একে অন্যের সাথে জড়িত। একসময় এমন ছিল যখন টিভি বলতে সাদাকালো এবং বিনোদনের একমাত্র চ্যানেল বিটিভি। আর বরজোর ভারতীয় ডিডি ন্যাশনাল । মানুষের অন্যান্য চাহিদার পাশাপাশি বিনোদনের মাধ্যমের ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন আমরা শুধু চ্যানেল দেখি না বরং এ নিয়ে গবেষণাও করি। একসময় এমন ছিল সিআরটি টিভি নিয়েই চিন্তা করতাম কিন্তু এখন সিআরটি টিভি থাকাটাই যেন বোঝা। এখন আমরা আস্তে আস্তে স্লিম জিনিসে বিশ্বাসী হয়ে যাচ্ছি। যেখানেই দেখি সেখানেই যেন স্লিমের কথা। আলপিন থেকে শুরুকরে এ্যারোপ্লেন পর্যন্ত।

যাইহোক যা বলছিলাম, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমরা অনেকই অতি আগ্রহী হয়ে নামী দামী বা লোকাল ব্যান্ডের এলসিডি বাএলইডি টিভি কিনেছি। আমিও সেটার ব্যাতিক্রম নই। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম একটা এলইডি এইচ ডি টিভি কিনব । হাতে কিছু টাকাও ছিল কিন্তু আম্মুর বকাবকির ভয়ে আর কেনা হচ্ছিল না । হঠাৎ একদিন এলাকার এক ছোটভাই দামী ব্যান্ডের এল ইডি টিভি সস্তায় কেনার একটা উপায় বলল। আর তার কিছুদিন পর শুরু হচ্ছিল ফুটবল বিশ্বকাপ। একেতো নাচুনি বুড়ি তার উপর আবার ঢোলে বারি:D । যেমন চিন্তা তেমন কাজ চলে গেলাম মার্কেটে আর কিনে আনলাম সাধের টিভি। আর বাসায় এসে খেলাম বাশঁ।:((যাইহোক টিভি অন করার সাথে সাথে খেলাম আর একটা বাশঁ। :((

অন করে দেখি সব চ্যানেল ঘোলা হয়ে গেছেX(( ... কি করি ! কি করি ! কথা বললাম এক এলইডি বিক্রেতার সাথে। যা জানতে পারলাম তা হল - আমাদের ক্যাবল অপারেটররা যে ধরনের চ্যানেল প্রচার করে সেটার পিকচার কোয়ালিটি শুধু মাত্র সি আরটি টিভির জন্য ভাল। এলইডি তে এ চ্যানেল গুলো হয় ঘোলা হয়ে যাবে আর না হয় ফেটে যাবে। :-*

তখন নেট-ফেট ঘেটে দেখলাম কিছু চ্যানেল প্রভাইডার আছে যারা ফুল এইচ ডি চ্যানেল প্রভাইড করে। যেমন টাটা স্কাই, ভিডিওকন, ভিশটিভি ইত্যাদি । এধরণের কোম্পানিকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে রিসিভ করা যায় । তবে শুধু মাত্র টাকা দিলেই হবে না পে চ্যনেল রিসিভ করার জন্য বিশেষ যে রিসিভার তা উক্ত Network প্রোভাইডার কোম্পানির কাছ থেকেই কিনতে হবে। Network প্রোভাইডার কোম্পানি গুলো প্রতিটি পে চ্যানেলের জন্য মুল্য নিদ্দিষ্ট করে দেয়। ফলে যার যে পে চ্যানেল দেখার ইচ্ছা সে শুধুমাত্র সে চ্যানেল দেখার জন্য পে করে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় টাকা খরচ হয় না। কিন্তু ডিস অপারেটরের লাইনে এমন অনেক চ্যানেল থাকে যা আপনি কখনও দেখেন না কিন্তু আপনাকে তার জন্যও পে করতে হয়।

এর জন্য যা যা প্রয়োজন হবেঃ (সংগৃহীত)
১. এইচ ডি Receiver (আবশ্যক) (মূল্য- ৩৫০০-৫০০০টাকা)
২. Ku(2 Feet) Band Dish (আবশ্যক) (মূল্য- ৫০০-৬০০টাকা।)
৩. Ku Band LNB (আবশ্যক) ( মূল্য- ৩০০ টাকা)
৪. Co-axial Cable (আবশ্যক) ( প্রতি মিটার ২৫ টাকা ভাল মানের)
৫. এইচ ডি এম আই Cable (আবশ্যক) (Receiver এর সাথে ফ্রী থাকে)
৬. Receiver এর Remote (আবশ্যক) ( Receiver এর সাথে ফ্রী থাকে)
সর্বমোট ৬-৭ হাজার টাকা খরচ হতে পারে।সাধারণত যেখান থেকে আপনি রিসিবার কিনবেন তাদের ম্যাকানিক থাকে। সর্বোচ্চ ৫০০ টাকা দিলে আপনার বাসায় এসে ফিটিং করে দিয়ে যাবে।:P একবার দেখলে আপনি নিজেও লাগাতে পারবেন।B-)

এই পদ্ধতির সুবিধা সমূহঃ(সংগৃহীত)
১। শুধুমাত্র পে চ্যানেল গুলোর জন্য পে করতে হয়, ফ্রী চ্যানেল গুলোর জন্য পে করতে হয় না।
২. সেটআপ করা ফ্রী টু এয়ারের থেকে সহজ।
৩।আলাদা আলাদা চ্যানেলের জন্য ডিসের পজিশন পরিবর্তন করতে হয় না।
৪. অনেক গুলো চ্যানেলে মাল্টি অডিও ফিড থাকে যার ফলে উক্ত চ্যানেলের ভাষা পরিবর্তন করা যায়। যেমনঃ ডিসকোভারি চ্যানেলে মাল্টি অডিও ফিড থাকায় ভাষা রিমোট কন্ট্রোলার ব্যবহার করে ইংরাজী বা হিন্দি করা যায়।
৫. সব পে চ্যানেলে EPG (Electronic Programming Guide) থাকে যার মাধ্যমে সেই চ্যানেলের আগামী 7 দিন পর্যন্ত সকল অনুষ্ঠানের সময় সূচী জানা যায়।
৬. দিনের যে কোন সময় খবর, আবহাওয়া, খেলার হাইলাইটস দেখা যায়।
৭. ডিভিডি কোয়ালিটির ছবি এবং সিডি কোয়ালিটির শব্দ উপভোগ করা যায় যা ডিসের লাইনে অসম্ভব।
৮. নিজের পছন্দ মতো পে চ্যানেল দেখা যায় এবং সেই হিসাবে বিল প্রদান করতে হয়।
৯।এটাতে ডিভিডি কোয়ালিটির ছবি , সিডি কোয়ালিটির সা্উন্ড পাওয়া যায়
১০।কোন ঝিরঝির নাই , ঘ্যাস ঘ্যাস শব্দ নাই
১১।ইলেকট্রিসিটি না থাকলে বাসার আই পি এস দিয়েই দেখা যায় ।
( কোন খেলা মিস হবে না )

এই পদ্ধতির অসুবিধা সমূহঃ
১. প্রিপেইড সিস্টেমে বিল দিতে হয় অর্থাৎ চ্যানেল দেখার আগেই বিল প্রদান করতে হয়।
২. Ku Band Dish এর ক্ষেত্রে খুব জোরে বৃষ্টি আসলে কিছু সময়ের জন্য সিগনাল কমে যায় ফলে কয়েক মিনিট চ্যনেল বন্ধ থাকে। তবে একটু বড় ডিস ব্যবহার করে এ ঝামেলা থেকে বাঁচা যায়।
৩. বিল না দিলে সময় শেষ হওয়া মাত্র ফ্রী সহ সকল পে চ্যানেল বন্ধ হয়ে
যায়।
৪। বাংলাদেশী কোন চ্যানেল দেখা যায় না। তবে কোলকাতার চ্যানেল দেখা যায়।

প্রতি মাসের খরচাপাতি:
খরচ সর্বনিম্ন ৩০০ টাকার মত ।আর সর্বচ্চ ১২০০ টাকা।প্যাকেজের ভ্যালিডিটি ৩০ দিন , তারপর আবার রিচার্জ করতে হবে ।

প্যাকেজ লিস্ট নেটে দেখে নিতে পারেন
আমদের দেশে বসেই রির্চাজ করতে পারবেন
এরা ১ রুপি সমান ২ টাকা হিসাবে ধরে ।
টাটাস্কাই:http://www.tatasky.com/wps/portal/tatasky/channelpackages/truchoicepackages
ভিডিওকন:http://www.videocond2h.com/WSC/packages.aspx

আমার অভিজ্ঞতা :
আপনি কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন:

১।এখানে দুটি বিষয় আছে। প্রথমটি হল সিগনাল আর ২য়টি হল চ্যানেল। আপনি যদি কম টাকায় ( আনুমানিক ৯৫০ টাকা) ৪০০ চ্যানেল দেখতে চান তাহলে ভিডিওকন এইচডি সবচেয়ে উপযোগী। তবে সিগনাল কোয়ালিটি মটেও ভালনা। সমান্য বৃষ্টি হলে সিগনাল চলে যায়।

আর আপনি যদি সিগনাল কে গুরুত্ব দেন তাহলে টাটা স্কাই বেস্ট (আমি ব্যাবহার করি) টাটা স্কাই তে আপনি ১২০০ টাকায় ২৩০টি চ্যানেল দেখতে পাবেন।

২। কেনার সময় অবশ্যই আপনার আইডি নম্বর আর পাসওয়ার্ড জেনে নিবেন। সাধারণত বিক্রেতারা আইডি আপনাকে বলে দিবে কিন্ত পাসওয়ার্ড বলতে চায় না । কারণ পাসওয়ার্ড আপনাকে দিলে -আপনি যেকোন জায়গা থেকে দামাদামি করে রিচার্জ করতে পারবেন। আমাকেও দেয় নাই কিন্তু আমি গুটি করে পাসওয়ার্ড পেয়েছি :P সেটা নিয়ে না হয় আরেকদিন বলব।

৩। পাসওয়ার্ড থাকলে আপনি অনলাইন থেকেই আপনার চ্যানেল প্যাকেজ পরিবর্তন করতে পারবেন।

৪। চেষ্টা করবেন কোন অভিজ্ঞ এবং পুরাতন দোকান থেকে কিনতে এতে আপনার কোন টেকনিকাল সমস্যা হলে দ্রুত সমাধান পাবেন। সাধারণত বায়তুল মোকাররম মার্কেট ও হকি স্টেডিয়াম মর্কেটে এধরনের অনেক দোকান পেয়ে যাবেন।

৫। টাকা রিচার্জ করার ক্ষেত্রে বিশ্বস্ত কোন দোকান থেকে করাই ভাল। বিক্রয় ডট কম বা ওলেক্স সাইটে অনেক বিজ্ঞাপন পাবেন সেগুলোর সাথে লেনদেন না করাই ভাল।

৬।মনে রাখবেন Subscriber ID , Password ছাড়া আপনি Recharge, Package Change করা, Extra Channel Add করতে পারবেন না। এমনকি দীর্ঘ সময় বন্ধ রাখার পর Channel চালু করার জন্য Subscriber ID , Password প্রয়োজন। এ ক্ষেত্রে জানিয়ে রাখি Subscriber ID , Password ছাড়া Receiver গুলো সাধারনত অবৈধ বা চোরাই ভাবে বাংলাদেশে আসে যা পরবর্তীতে চ্যানেল কমে যাওয়া, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, বিল বেশি কাটার মতো অসুবিধা সৃষ্টি করে।

সবশেষ কথা, আমি এখন এইচডি চ্যানেল দেখছি । এককথায় অসাধারণ । ১০০ % পয়সা উসুল। ডিশ সর্ম্পকে এই দীর্ঘ আলোচনা আপনাদের কোন উপকারে আসলে নিজের কষ্ট সার্থক মনে করব।
পরবর্তী পর্বে আলোচনা করব টাটা স্কাই এবং অনান্য চ্যানেল প্রভাইডারে বিভিন্ন প্যাকেজ এবং কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন তা নিয়ে।
আরও কিছু জানার থাকলে আমাকে ই-মেইল করতে পারেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৩

ঢাকাবাসী বলেছেন: দারুণ জিনিসের কথা লিখেছেন তো! খুব ভাল লাগল। চেস্টা করব। তবে লোকাল ডিশ কোম্পানীগুলো ব্যাবসায় ক্ষতি হবার কথা বলে আবার মারবে টারবে নাকি?

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

ফাহাদ রেজোয়ান২০১৩ বলেছেন: আপনি তো আর ডিশের ব্যবসায় করতে যাচ্ছেন না । তাই নো চিন্তা । কিনে ফেলুন । আরো কিছু জানতে চাইলে আনন্দিত হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.