![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজা এবার এস এস সি শিক্ষার্থী ছিল….স্কুলের ফার্স্ট বয়…..স্কুল থেকে পরীক্ষার রেজিস্ট্রেশান কার্ড পেল...খুব খুশি...খুব আশা...প্রস্তুতিও ভাল... সে পরীক্ষা দিবে ...এপ্লাস পাবে দেশের জন্য কিছু করবে......পরীক্ষা হতে আর কিছু দিন বাকি….অবশেষে ..পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার দিনটি আসল.... রেজা অনেক আগেই কেন্দ্রের সামনে হাজির।....ভাল ভাল স্কুলের সব পরীক্ষার্খীকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে কিন্তু মধ্যমানের স্কুলেরর জন্য রেজাকে ঢুকতে দেয়া হচ্ছে না। শত চেষ্টা ...ছুটোছুটি ...করেও হচ্ছে না। রেজা কেন্দ্রের স্টাফদের সাথে কথা বলল। তারা বলল " অনেকে তো ঢুকতে পারছে ..আপনি কেন পারছেন না...চেষ্টা করুন ঢুকতে পারবেন" ছেলেটির আরে জোরে সোরে চেষ্ঠা ...আবারও বিফল....পারছেনা । আবারও কেন্দ্রের স্টাফদের সাথে কথা...আবার ওই একই কথা "অনেকে তো পারছে ..আপনি কেন পারছেন না...চেষ্টা করুন" এবার রেজা বলে উঠল ...কে পারছে ? নাম বলুন... নাম দেয়া হল। কিন্ত সেখানেও একই হাল ...যার নাম দেয়া হছেছিল সেও রাস্তা ভুলে আরেক কেন্দ্রে। এদিকে পরীক্ষার শুরু হবার দিনটি খুব কাছে এসে পরেছে ... রেজা কথা বলে পরীক্ষার বোর্ডের সাখে। সেখানে বলে " আমরা ফোনে প্রবেশপত্র দেওয়ার পারমিশান দেই না ....আপনি আমাদের চিঠি লেখেন বা অনলাইনে এপ্লাই করেন” রেজার মনে আশা এবার মনে হয় পরীক্ষা দিতে পারব !! রেজা রাত জেগে বসে খাকে অনলাইনে প্রবেশপত্রের জন্য…কিন্তু শত চেষ্ঠার পরও ব্যর্থ। …রেজা আশা নিয়ে প্রতিদিন কেন্দ্রে যায় ….কিন্তু ফিরে আসে ……রেজার মা বলে বাবা মন ক্ষারাপ করিস না …সব ঠিক হয়ে যাবে…. কিন্তু রেজা জানে তার পরীক্ষা দেয়া হবে না। মায়ের মুখে হাসি ফোটাতে পারবে না …দেশ দশের জন্য পারবেনা কিছু করতে
এত লম্বাচূড়া কথা বলার জন্য আমি দু:খিত।
### ঘটনাটির সাথে আমার সিচুয়েশানের কেমন জানি মিল খুজে পাই। গত বছর মে মাসে সকল কাগজপত্র রেডি করে আমি অস্ট্রিয়ার ইউনিভারসিটি অব ভিয়েনাতে মাস্টার্স এ আবেদন করি…এডমিশান লেটারও পেয়ে যাই ..সেপ্টেম্বরে …ক্লাশ শুরুর সময় দেয়া হয় অক্টোবরে ।সময় কম থাকার করণে সে সেমিষ্টারে এর জন্য ভিসা ইন্টারভিউর জন্য আবেদন করতে পারিনি।বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করলাম নতুন করে সময় দেয়া হল এপ্রিল ২০১৬। ভিসা ইন্টারভিউর জন্য আবেদন করতে হবে।কিন্তু এর আগে ভারতের ভিসা নিলাম।কারণ অস্ট্রিয়ান এ্যামবাসি বাংলাদেশে নেই। এবার আবেদন করার পালা। কনসুলেট থেকে একটি লিংক দেয়া হল নভেম্বরে ২০১৫। দিনের পর দিন রাতের পর রাত চেষ্টা করেও দিল্লিতে অবস্থিত অস্ট্রিয়ান এ্যামবাসিতে ভিসার ডেট নিতে পারছিলাম না।অনলাইনে সব ডেট বুক দেখাচ্ছে। এমনকি পরবর্তী তারিখও দেখাচ্ছেনা। কিন্তু অন্যদেশের সিটি ( যেমন জকার্তা, হংকং)এক্ষেত্রে ব্যতিক্রম। ইন্টারভিউ ডেটের অভাব নাই।অবশেষে এ্র্যামবাসীকে ডেট চেয়ে মোইল করলাম। গত দুমাসে অন্তত ১৫ টা মেইল করেছি। বাধ্যহয়ে কনসুলেটকে বললাম যেহেতু ভারতে ডেট শো করছেনা তাই আমাকে অন্যদেশের অস্ট্রিয়ান এ্যামবাসীতে যারার পারমিশান দিন। তারা বললেন আমাকে ভারতেই যেতে হবে। আমি উদাহরণ হিশেবে ফিনল্যান্ডে কথা বললাম।
###বললাম যারা ভারতে ফিনল্যান্ডের এ্যামবাসীতে ডেট না পেলে মালয়শিয়াতে যেতে পারে।…কিন্তু কনসুলেটের ওই একই কথা।ফোন বা দেখা করলে শুধু একই কথা অনেকে পাচ্ছে ডেট …আপনি কেন পাচ্ছেননা? এবার আমি কনসুলেটকে বললাম এমন একজনের কনটাক নম্বর দিন।নম্বর নিয়ে ফোন করলাম চিশতিয়া নামের ছেলেটিকে। ও আমাকে বলল উনি ডেট পেয়েছেন। নিজেকে অনেক বোকা মনে হল … তার পর চিশতিয়ার দেখানো লিংকে গিয়ে দেখি সে লিংকটা শুধু ভারতীয় নাগরিকদের জন্য।মানে ছেলেটির ডেটটি ভ্যলিড নয়। এদিকে ছেলেটি এয়ার টিকিট কেটে বাসায় বসে আছে। আমি ওকে কনসুলেটের সাথে কথা বলার পরামর্শ দিলাম। আমিও ফোন করে ওর কথা বললাম। কনসুলেট আমাকে বলল ভূল নাকি চিশতিয়া ছেলেটির। আমার কথা হলো , যখন ছেলেটি ডেটের কপিটি তাদের দেখাল ….তারা রিচেক না করেই ছেলেটিকে বলেদিল দিল্লিতে যাবার জন্য। তাহলে ভূলটি কার? …যখন কারো ডেট কনফার্ম হচ্চিল না তাদের দায়িত্ব ছিল পেপারসটি ভাল করে চেক করার। শেষ মেষ আমার খুব কাছের একভাই আমাকে বললেন বিষয়টি নিয়ে অস্ট্রিয়ান পররাস্ট্র মন্ত্রণালয়কে ইনফর্ম করার জন্য…করলাম কিন্তু তাদের কাছ খেকেও কোন রিপলাই নাই। প্রতিটি ক্ষেত্রে একই অবস্থা। এদিকে আমার এনরোল করতে হলে ফেব্রুয়ারী ২০১৬ এর প্রখম সপ্তাহের মধ্যেই ভিসা ফেস করতে হবে। কারন এনাদের নাকি পেপার্স প্রসেস করতে ২ -২.৫ মাস সময় লাগে। আর যে হালত দেখা যাচ্ছে এতে ভিসা ডেট কবে পাব এর কোন পসিবিলিটি নেই। আমার প্রশ্ন হলো …অস্ট্রিয়াতে আবেদন করতে হলে একজন আবেদন কারীকে পাসপোর্ট+ পেপার্স ভেরিফিকেশান-লিগেলাইজেশান (সব মিলিয়ে প্রতি পাতা ৪৫০০ টাকার বেশি)+ ভারতীয় ই টোকেন+ ভ্রমন +এ্যামবাসী ফি+ অ্স্ট্রিয়ায় একোমোডেশান সব মিলিয়ে আনুমানিক ১.৫ লক্ষ্য টাকার মত বা বেশি খরচ হয়। আর কত সময় আর পরিশ্রম হয় তার কথা বাদই দিলাম। এত কিছু করে যদি কনসুলেট আমাদের এতটুকু সাহায্য না করে তাহলে আমরা কি করতে পারি
###ভাবলাম বিষয়টি নিয়ে ফেসবুক উচ্চশিক্ষা সংক্রান্ত গ্রুপে শেয়ার করি ।অনেকে সমবেদনা দেখিয়েছেন। তবে এসব গ্রুপে বিভিন্ন এজেনন্সির দালাল আছে বলে আমার মনে হয়। এরা আমাকে ইনবক্স করা শুরু করে। বলে এনিয়ে আমার বেশি কথার ঠিক না । কথা দেথে মনে হচ্ছিল নিজে নিজে এপ্লাই করাটাই মনে হয় আমার ভূল হয়েছে। কেউ কেউ তো ইনবক্স করে এক্সক্লুসিভ ইনফরমেশান দিল (Fake info ofcourse ) যে, আমি ডেট পাচ্ছিনা কারণ সব ডেট নাকি দালালরা বুক করে ফেলেছে।সার্ভার নাকি এপ্রিল মাসে খুলবে!!!!!( কনসুলেট ও এ তথ্য জানেনা)… যেটা কখনো সম্ভব নয়। কারণ ডেট বুক করতে হলে পাসপোর্ট নম্বর এবং অফার লেটারের স্ক্যানকপি সহ নানান তথ্যের দরকার হয়।
###এখন আমি জানিনা কিকরব।উচ্চ শিক্ষার আশাই বাদ দিতে হবে। আমার সিচুয়েশান শেয়ার করলাম …যারা বেচেলর বা অস্ট্রিয়ায় মাস্টার্স করার জন্য আবেদন করছেন বা করবেন …..তারা অবশ্যই বিষয়গুলো মাথায় বেখেই করবেন। সবার জন্য শুভকামনা। দোয়া করবেন নিজের এবং দেশের মানুষের জন্য ভাল কিছু করতে পারি।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৬
কেএসরথি বলেছেন: ভাই আপনি প্রথমেই এখন যেটা করবেন, তাহলো দ্বিতীয় একটা পথ খোলা। কোনো কারনে শেষ পর্যন্ত আপনার অস্ট্রিয়া যাওয়া বাতিল হয়ে গেলে, যাতে আপনার আরো বেশী সময় নষ্ট না হয়। আমি আপনার মতো কনসুলেটের প্যাচে পড়ছিলাম। যদিও আমার প্রয়োজন টা ভিন্ন ছিল। কিন্তু একই সমস্যা। সেই তাদের ইমেইল করি। তারা উত্তর দিতে ১ মাস লাগায়। অস্ট্রিয়া কোথাও পালিয়ে যাচ্ছে না। কিন্তু আপনার জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে গেলে সেটা ফেরত পাবেন না। আপনার সময় নষ্ট হলে এই পৃথিবীর কারো ক্ষতি হবে না - এক আপনি ছাড়া।