নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্বের বৈপরীত্য

১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭




মেঘের খেয়ায় ভেসে বেড়ানো আকাশের শূন্যতা
কখনো সখনো বুকের ভেতরেও বাসা বাঁধতে পারে, জানো!
ঝরা শিউলির মত অগনিত নক্ষত্র যেখানে
জেলে নৌকোর পিদিম জ্বলা অন্ধকার এক নদী।
ভারী পাহাড়টা তার গোড়া গেড়ে
আসন পোক্ত করে রাখে
হৃদপিন্ডের খুব কাছে কোথাও।
দূরন্ত ঝিঁ ঝিঁ পোকার গুঞ্জন যেখানে
ভাবনাতে উন্মত্ত নিরবধি।

দুইয়ে দুইয়ে চারের মত সরল গণিত হিসাবে
এমন করে আরো মেলাতে পারি-
পাহাড়ি বুক চেরা ঝর্ণার সাথে অশ্রুর স্বচ্ছ জল,
বালুকাবেলায় ঢেউয়ের গর্জনের সাথে
জমাটবদ্ধ হাহাকারের গলাফাটা চিৎকার।
লাইনের সরলরেখায় ছুটে চলা বাষ্পীয় ইঞ্জিনের মত
মাটির টানে দল বেঁধে ধেয়ে আসে ঝমঝম বরষা।
কত বিপরীত ওদের ঠিকানা, দেখেছো?
কতটা বেপরোয়া নিজেদের অস্তিত্বে।
তবুও তো মিলে যায়!

শুধু হিসাব মেলাতে পারিনা -
রূপকে,উপমায়, বাস্তবিকে অথবা কল্পনায়;
এমনকি প্রচেষ্টার সুড়ঙ্গ খুঁড়েও কেন গন্তব্য পায়না
খুব কাছে থাকা বিপরীত মেরুর দুটি মন।



ছবিসূত্র : ইন্টারনেট।

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:২২

সিগন্যাস বলেছেন: প্লাস নেন।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৭

মিথী_মারজান বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ সিগন্যাস।
শুভেচ্ছা রইলো।:)

২| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৬

তৃতীয় পক্ষ বলেছেন: ভাল লাগল। আমার ব্লগে ঘুরে আসবেন।

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ তৃতীয় পক্ষ।
সময় করে অবশ্যই যাবো আপনাার ব্লগে।
শুভ কামনা রইলো।:)

৩| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

নাজিম সৌরভ বলেছেন: শুধু হিসাব মেলাতে পারিনা -
খুব কাছে থাকা বিপরীত মেরুর দুটি মন । :((
আপনার কবিতার দুটি লাইন উদ্ধৃত করে কবিতা সামারাইজ করলাম । অনেক ভালো লেগেছে কবিতাটা।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:০২

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ নাজিম সৌরভ।
আপনার ভালোলাগার অনুভূতি জেনে আমারো ভালো লাগলো।
ভাল থাকবেন।:)

৪| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩০

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ লাবণ্য ২।
বাহ্! শেষের কবিতার লাবণ্যা!!!
ভালো থাকবেন আপু।
শুভেচ্ছা।:)

৫| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪০

কাইকর বলেছেন: বাহ.....

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৯

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ কাইকর।
কেমন আছেন আপনি?
কেমন চলছে গল্প লেখা?
শুভ কামনা রইলো।:)

৬| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাবা!! একটা সিম্পল ব্যাপার কী গোলোক ধাঁধায় না পড়ে গেছিলাম। দুই মেরু মিললোই না তাহলে। ++

কবিতায় ভালো লাগা রেখেগেলাম।


শুভ কামনা আপনাকে।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১

মিথী_মারজান বলেছেন: গোলক ধাঁধাঁর সমাধানে অভিনন্দন।
হা হা হা।
প্লাসে অনুপ্রাণিত হলাম।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্যও শুভেচ্ছা রইলো।:)

৭| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:৪০

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল কাব্য,

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি সে।
ওরে বাবা! কি দারুণ নিক!!!
কোন ভাষায় এটা? আর অর্থ কি শব্দটার?

শুভেচ্ছা রইলো।:)

৮| ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন: একটনেই কবিতাটা শেষ করলাম; আবৃতি থেমন পারি না, তারপরও মনে হল ভালই তো হয়েছে!

ভালো লাগা প্লাসগুলো+++

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ সৈয়দ ইসলাম।
আপনার ভালোলাগা আর প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকবেন আপনি।
শুভেচ্ছা রইলো।:)

৯| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩

অচেনা হৃদি বলেছেন: মিথী আপু, ব্লগে সবাই এমন সব কবিতা পোস্ট করে যার বেশিরভাগ আমি বুঝি না । কিন্তু আপনার কবিতাটার ভাষা এতো সহজ, সুন্দরভাবে বুঝেছি । এতো ভালো লেগেছে কবিতাটা যে কারণে কয়েকবার পড়লাম ।
আমি ব্লগে নতুন এসেছি । আমার ব্লগ যদি ঘুরে যান খুশি হব ।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৫

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ হৃদি আপু।
এত সুন্দর আর আন্তরিক একটি মন্তব্যের জন্য এবং কষ্টকরে কয়েকবার পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর আপু, আপনার পোস্ট তো আমি পড়েছি এবং বিভিন্ন পোস্টে আপনার সুন্দর মন্তব্যগুলোও তো আমি দেখেছি।
আমারতো মনেহয় কমেন্টওও করেছি কোন পোস্টে, আর যদি না করে থাকি তাহলে কি অফলাইনে ছিলাম! (ঠিক মনে করতে পারছিনা আপু):(
অবশ্যই আপনার ব্লগে আবার যাবো।
অনেক অনেক সুন্দর হোক সামুতে আপনার পথচলা।
শুভ কামনা আপু।:)

১০| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবির কবিতায় ভালো লাগা !
যদিও গদ্য কাব্য আমাকে
খুব একটা টাননা।
ভালো না লাগলে
মূর্খের খাতায় নাম
চলে যাবার ভয়ে
ভালো লাগা !!

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১০

মিথী_মারজান বলেছেন: আপনার মন্তব্য পড়ে অনেকক্ষণ হাসলাম নুরু সাহেব।
অতটা কট্টর বা নীচু মেন্টালিটি মনেহয় আমার নয়।
প্রত্যেকের নিজস্ব ভালোলাগাকে আমি সম্মান করি।
আর নিজে যা পছন্দ করিনা সেটার কঠোর সমালোচনা করে অন্যকে বিব্রত না করলেও আমি বরং ঝামেলা না করে তাদের পোস্ট এড়িয়ে যাই।
তারপরও মূর্খ অপবাদ পাওয়ার ভয়ে জোর করে ভালোলাগার কথা প্রকাশ করিনা কখনো।
হাহাহা।
আপনিও ইচ্ছা হলে এই পন্হা অবলম্বন করতে পারেন।
সুন্দর ভাষায় গঠণমূলক সমালোচনা করলে আমার মনেহয় কখনো মূর্খতা প্রকাশ পায়না।
আর ব্যক্তিগত পছন্দ কমবেশি সবারই আছে এতে দোষের কিছু নেই।

অনেক ধন্যবাদ লেখাটি পড়ে আপনার নিজস্ব অনুভূতি শেয়ার করার জন্য।
আপনি ভালো থাকবেন।
শুভেচ্ছা।:)

১১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

মনিরা সুলতানা বলেছেন: বিপরীতেই তো মিলেমিশে রয়-
সমান্তরাল বা এক হলে'ই তো রেললাইন।
যার কখনোই মিলন হয় না।

লেখায় ভালোলাগা মিথী
ভালোবাসা আর ঈদ শুভেচ্ছা।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৫২

মিথী_মারজান বলেছেন: বাহ্! আপু!
কি সুন্দর করে ভাবতে পারেন আপনি!
এভাবে তো আমার মাথাতেই আসেনা।

আপনাকেও অনেক ভালোবাসা আপু।
ঈদের অগ্রিম শুভেচ্ছা।:)

১২| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ সুমন ভাইয়া।
অনেক অনেক শুভ কামনা।:)

১৩| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৪৫

কাওসার চৌধুরী বলেছেন: মানুষের জীবনটা সরল অংকের ন্যায় সরল নয়। নদীর বাকের মতো বহুরুপী। এখানে আছে জীবন নদীর অসংখ্য বাঁক। মানুষের জীবনটা সমান্তরাল হলে মানুষ জীবনকে উপভোগ করতে পারতো না। এ জীবনে যত বাঁক ততো রহস্য।

অনেক ভাল লাগলো প্রিয় আপুর কবিতা পড়ে। পোস্টে লাইক দিলাম। পাশাপাশি, আপুর জন্য ঈদ মোবারক।

১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:১৫

মিথী_মারজান বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাইয়া।
এতো সুন্দর করে প্রিয় আপু বললে মন ভরে যায়।
হাবিজাবি এসব পড়েওও হাসিমুখে উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন ভাইয়া।
আপনাকেও ঈদ শুভেচ্ছা।:)

১৪| ১৫ ই জুন, ২০১৮ সকাল ৭:১৬

জাহিদ অনিক বলেছেন: আমাদের সুখের সময় কিংবা অ-বিপরীত সময় খুব অল্পই হয়। শেষদিকে যেটা বললেন ব্যাটে ও বলের স্পর্শ সেটাও এত অল্প সময়ের!

ফিজিক্সের ভাষায়, অতি অল্প সময়ের জন্য কোন বৃহত বল কাজ করলে উহাকে ঘাত বল (impulsive force) বলে।

ফিজিক্সের এই তত্ত্বীয় কথাবার্তা গুলো আমাদের জীবনেও প্রযোজ্য। সুখটাকে ধরে নেয়া যায় ঘাত বল, যা বিস্তার করে খুবই অল্প সময় অথচ এর প্রভাব অনেক। আসলে সুখের সময় অল্প বলেই সুখ এত মোহনীয়।


কবিতা ভালো লেগেছে মিথী আপু।

১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫২

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি দারুণ সায়েন্টিফিক ব্যাখ্যা।
ছোটবেলায় মাঝে মাঝে বিজ্ঞান পরীক্ষাগুলোতেও হালকা পাতলা বানিয়ে লিখতাম না!! এতদিনে মনেহয় সেই বিদ্যা একটু কাজে লেগেছে।:P
হাহা।


ফিজিক্সের এই তত্ত্বীয় কথাবার্তা গুলো আমাদের জীবনেও প্রযোজ্য। সুখটাকে ধরে নেয়া যায় ঘাত বল, যা বিস্তার করে খুবই অল্প সময় অথচ এর প্রভাব অনেক। আসলে সুখের সময় অল্প বলেই সুখ এত মোহনীয়।

খুব সুন্দর বলেছেন ভাইয়া।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার ছোট্ট ভাইয়াটার জন্য।
ঈদের শুভেচ্ছা।:)

১৫| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: পদার্থবিদ্যার বলের ঘাত আর ঘাত বল এই দুটো কনসেপ্ট বুঝতে না পারলে আপনি পাঠককে বেশ আয়েশ করে বুঝিয়ে দিতে পারবেন। এইরকম লেখাগুলোর জন্যই ব্যাস্ততা থেকে নিজেকে একটু করে কেড়ে নিয়ে ব্লগে ফিরে ফিরে আসা। কবিতার বক্তব্য অল্পতে অনেক। ঠিক একটা সুরঙ্গের দরজার মতো। অনেকখানি ভালোলাগা রেখেগেলাম.. +

১৫ ই জুন, ২০১৮ দুপুর ১:১৮

মিথী_মারজান বলেছেন: খুব ভালো লাগলো আপনাকে পেয়ে সঞ্জীব।
এত সুন্দর কমপ্লিমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার ভালোলেগেছে জেনে আমার ভালো লাগছে।
ভালো থাকুন।
সুন্দর থাকুন।
শুভ কামনা।:)

১৬| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে ভালো লেগেছে।
দশে সাত দিলাম।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মিথী_মারজান বলেছেন: বাহ্!
আপনিতো খুব ভালো টিচার হলে বেশ ভালো হতো!
মন খুলে নাম্বার দেবার জন্য থ্যংক্স।
ঈদের শুভেচ্ছা।:)

১৭| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: চমৎকার লিখেছেন আপু। লাইন গুলো খুব সুন্দর, সাথে বিষয়বস্তু।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মিথী_মারজান বলেছেন: থ্যাংক ইউ ফুলঝুরি!!!!:)
ঈদের শুভেচ্ছা ডিয়ার।:)

১৮| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ডিয়ার বন্ধু?
ও ডিয়ার বন্ধুক?:P
এসব কবিতার আগা-মাথা, গোড়া-লেজ কোনটাই আমি বুঝতে পারি না কেন?:(
কেন?
কেন?
কেন?
কবিতার সাথে কি আজীবন আমাকে বিদ্রোহ করিতে হইবেক?:(

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মিথী_মারজান বলেছেন: মাই ডিয়ার বন্ধু (বন্দুক!:P)
বুঝতে না চাইলে থাক্ না!
অত জোরের তো কিছুই নেই।
তাই বলে নো বিদ্রোহ!!!
শান্তি! শান্তি! শান্তি!!!

মাঝখানে কি কয়েকদিন ব্লগে লেন না নাকি!
দেখিনি তাই মনে মনে খুঁজেছি।:)
অবশ্য আমি নিজেই অনিয়মিত।

ঈদের শুভেচ্ছা বন্ধু।:)

১৯| ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান,



সুন্দর চিত্রকল্প ।

বিপরীত মেরু পরষ্পর আকর্ষিত হয় আয়নিত জড়বস্তুর বেলায় । মানুষ জড় নয় । তাই বাস্তবেই শুধু বিপরীত মেরুর মানুষ বিকর্ষিত হয় । সেখানে হিসেব মেলেনা ।
কল্পনায় , উপমায় বা রূপকে মনে হয় বিকর্ষিত হয়না বরং মনের রঙ মিশিয়ে সেখানে দুই বিপরীত মেরুকে জড়িয়ে রাখা যায় ! আয়নিত হওয়া যায় আদ্রতায় গলে গিয়ে ।

বৈপরীত্য আছে বলেই পৃথিবীটাকে সুন্দর বলে মনে হয় । সূর্য্যের গনগনে আগুনের পরেই চাঁদের আলোটা এতো মনোরম ।
ভালো লাগলো ।

২০| ১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মিথী_মারজান বলেছেন: কয়েকবার পড়লাম আপনার মন্তব্যটি।
বারবার কেবল পড়তে ইচ্ছা করছে।
খুব সুন্দর জীবন হিসাবের সূত্র ব্যাখ্যা করেছেন।
আপনি একজন একনিষ্ঠ পাঠক এবং গুণী সমালোচক।
আপনি ভালো বললে লেখার একটু সাহস বাড়ে।
অনেক ধন্যবাদ ভাইয়া।

ঈদের শুভেচ্ছা।:)

২১| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৭:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:০৫

মিথী_মারজান বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।:)

২২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:২১

খায়রুল আহসান বলেছেন: কবিতার চিত্রময়তায় মুগ্ধ হ'লাম। + +
শেষের স্তবকটা খুব ভাল হয়েছে।
১০ নম্বর প্রতিমন্তব্য এবং ১৯ নম্বর মন্তব্য ভাল লেগেছে। +

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান সাহেব।
আপনি আর আহমেদ জী এস ভাইয়ার মত একনিষ্ঠ পাঠক সামুতে খুব কম আছে।
মন্তব্য, প্রতিমন্তব্যগুলো পর্যন্ত আপনারা মনোযোগের সাথে নিরীক্ষণ করেন।
শ্রদ্ধা জানবেন।:)

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

নীলাদ্রী হীমান বলেছেন: অমিলের ভেতরের একটা ছন্দমিল যদি পাওয়া যায়,সে অমিল, সে দূরত্ব কি গ্রাহ্য হওয়া উচিত? কবি কি বলেন?

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

মিথী_মারজান বলেছেন: প্রথমেই বলে নেই নীলাদ্রী, কবি শব্দটা আমার নিজের ক্ষেত্রে কেউ ব্যবহার করলে প্রচন্ড লজ্জায় পড়ে যাই আমি।
আমার লেখালেখিটা শুধুই ডায়েরীতে লেখা ব্যক্তিগত অনুভূতির মত সামান্য চেষ্টা। আর ব্লগে যত্ন করে অনুভূতিগুলো গুছিয়ে রাখি মাত্র যেন কখনো হারিয়ে না যায়। এর চেয়ে এক ফোঁটাও বেশি কিছু না।
আচ্ছা, এবার প্রসঙ্গে আসি।
অমিলে মধ্যে একটা সামান্য ছন্দমিল কিন্তু বিশাল আশার একটা ব্যাপার!
তবে সবার আগে দেখতে হবে দুজনের মধ্যে ন্যূনতম ভালোবাসাটুকু বেঁচে আছে কিনা।
তাহলে এই সামান্যটুকুই অ-নেক কিছু।
আর যদি এ জায়গাটায় সামান্যতমও দ্বিধা থাকে, তাহলে কোন আপোষের প্রশ্নই আসেনা।

যা মনে এলো তাই বললাম নীলাদ্রী।
ভুল কোন ব্যাখার জন্য কতৃপক্ষ দায়ী না।:p
হা হা।

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: এই সুন্দর কবিতাটির প্রতিটি অনুভব হৃৎপিন্ডের খুব কাছাকাছি।

শুধু একটি লাইন বেমানান লেগেছে.... শেষের দিক থেকে দ্বিতীয় লাইন।

প্রথম লাইন শূন্যতা বানানটি ঠিক করে দিন।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

মিথী_মারজান বলেছেন: এমন সুন্দর করে লেখাটি অনুভব করার জন্য কৃতজ্ঞতা বিজন দা।
'শূন্যতা' বানানটি ঠিক করে দিয়েছি।
হুটহাট মাথায় ভুত চাপলে লিখতে বসা মানুষ আমি।
কি যে লিখি তখন নিজেও জানিনা।
লাইনটা আমার কাছেও তেমন ভালো লাগেনা।
সেক্ষেত্রে সুন্দর কিছু ভাবনায় এলে আমাকে সাজেস্ট করতে পারেন।
গঠনমূলক সমালোচনার জন্য আন্তরিক ধন্যবাদ।
আর প্রতিউত্তরে দেরীতে দেবার একটি কারণ হলো, আপনার এই মন্তব্যটির কোন নোটিফিকেশন আমি পাইনি।
আর গতকাল ব্লগ ঘুরঘুর করতে গিয়ে মন্তব্যটি দেখে 'শূন্যতা' বানাটি ঠিক করে যখনই রিপ্লাই দিলাম দেখলাম নেটওয়ার্ক সমস্যার কারণে রিপ্লাই পোস্ট হচ্ছিল না।
অনিচ্ছাকৃত দেরীর জন্য দুঃখিত।
ভালো থাকুন, সুন্দর থাকুন।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.