![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন জলের পায়ে নূপুরের ছন্দে মিলিয়ে যাচ্ছে নদীর শূন্যতা
তবু তার নি:সঙ্গতা গেল না
জোয়ারে -ভাটিতে বাদামের পেটে ব্যথা বয়ে আনে
মাঝি-মাল্লারা, দূর-দূরান্ত থেকে-
যেমন কিছু আগে ম্লান আলো বিলিয়ে গেছে ষষ্ঠী চাঁদ
তারপর, বেলে অন্ধকারে মাঝির ধরা গলায় কেমন বিরহ তোলে
নিসঙ্গ বাঁশি দূরে ; বঙ্গোপসাগরের নৈশ্বদ ভেঙে
নৌকার ডরা ভরে মাছের মৃত স্বপ্নে !
-প্রান্তিক জসীম
১৮.১.১৩
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
এম জসীম বলেছেন: তেমনটা মেন হ্ওয়া স্বাভাবিক, ভাই
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
আশীষ কুমার বলেছেন: একাধিক ব্লগে প্রকাশিত
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০
এম জসীম বলেছেন: জ্বি ভাই, লেখাটা একাধিক ব্লগে প্রকাশ পেয়েছে আমার ছদ্মনামে..
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
আরজু পনি বলেছেন:
বাদামের পেটে ব্যথা বয়ে আনে
কেমন জলের পায়ে নূপুরের ছন্দে মিলিয়ে যাচ্ছে নদীর শূন্যতা
তবু তার নি:সঙ্গতা গেল না
জোয়ারে -ভাটিতে বাদামের পেটে ব্যথা বয়ে আনে
মাঝি-মাল্লারা, দূর-দূরান্ত থেকে-
যেমন কিছু আগে ম্লান আলো বিলিয়ে গেছে ষষ্ঠী চাঁদ
তারপর, বেলে অন্ধকারে মাঝির ধরা গলায় কেমন বিরহ তোলে
নিসঙ্গ বাঁশি দূরে ; বঙ্গোপসাগরের নৈশ্বদ ভেঙে
নৌকার ডরা ভরে মাছের মৃত স্বপ্নে !
-চড়ুই
১৮.১.১৩
১৮ জানুয়ারি ২০১৩, ১৯:৪৪
http://prothom-aloblog.com/posts/18/172878/
এটা কি আপনার নিজের কবিতা? যদি তাই হয় তবে পোস্টে উল্লেখ করে দিন আর কোথায় কোথায় প্রকাশ করেছেন।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
এম জসীম বলেছেন: জ্বি ভাই। এটা আমারই আইডি। প্রথম আলোব্লগে চড়ুই, আমারব্রেগ প্রান্তিক জসীম এবং এখানে স্বনামে লিখি আমি। ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
এবং ব্রুটাস বলেছেন: শিরোনাম দেখেতো খাবার বাদাম ভাবলাম