নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

darkak

কাকরা সব কিছু দেখছে

কাকচক্ষু

কাকা সেই পাথি যে সবার আগে ঘুম থেকে উঠে আমাদের জানিয়ে দেয় । এখন জেগে ওঠার সময় হয়েছে।

কাকচক্ষু › বিস্তারিত পোস্টঃ

শিবির ছাত্রলীগ ভাই ভাই।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬



একটা গল্প আছে দুই ভাই বাপের এক সম্পত্তি গাছ ভাগ করলো বড় ভাই চালাক ছোট ভাই বুদ্ধু । বড় ভাই চালাকি করে গাছের আগা নিলো আর ছোট ভাইকে দিলো গোড়া। ছোট ভাই গাছের গোড়ায় পানি দেয় ঘাস কাটে আর বড় ভাই খায় ফল । একদিন ছোট ভাইএর বুদ্ধি হয় বড় ভাই যখন গাছের আগাই উঠে ফল পাড়তে তখন সে তার গোড়া কাটতে শুরু করে । বড় ভাই একি করছিস হারামজাদা । ছোট ভাই বলে আমি আমার গোড়া কাটছি তোর কি তুই তোর আগাই থাক । আমাদের এখানে একই অবস্থা শিবির গাছ কাটছে আর সেই গাছ নাকি বিক্রি করেছে ছাত্রলীগ !!!! একজন নিয়েছে আগা মানে টাকা আর একজন নিয়েছে মামলা ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

jotejoy বলেছেন: ভাল।

২| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

রওনক বলেছেন: :) , :))

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.