নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

darkak

কাকরা সব কিছু দেখছে

কাকচক্ষু

কাকা সেই পাথি যে সবার আগে ঘুম থেকে উঠে আমাদের জানিয়ে দেয় । এখন জেগে ওঠার সময় হয়েছে।

কাকচক্ষু › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের নদীতে সাগরের উত্তাল ঢেউ আর ব্লাক হোলের মতো গভীর কেন ?

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২



ন্যাশনাল জিওগ্রাফিতে প্রায় দেখি সমুদ্রের উত্তাল গভীরে ডুবুরিরা পর্যটন করে বেড়াচ্ছে. তুওে আনছে কত সব জিনিস । বিজ্ঞানের কল্যানে সমুদ্রের কয়েক মাইল নিচ থেকে সম্পদ তুলে আনছে মানুষ । অথচ আমাদের দেখে নদীর কিনারে বাস পড়ে অথবা টলার ডুবে যায় সেটা আমরা উদ্ধার করতে পারি না !!! হায়রে বাংলাদেশ । ধন্য তুমি । নদীর কিনারে কতই বা গভীর হবে ২০ হাত ও হবে না আর স্রোত বাংলাদেশের নদীতে যে কি স্রোত তা আমরা সবাই জানি। অথচ বরিশালে জেটি থেকে বাস নদীর কিনারে পড়ে গেছে আমাদের প্রশাসন গভীরতা আর স্রোতের কারনে সেটা তুলতে পারছে না !!!! ভেসে যাক লাশ গুলো তারপর না হয় সেটা তোলা যাবে । দু তিনটা ট্রাকের সাথে বেধে টান দিলেই সেটা উঠে আসবে এর জন্য আমাদের চিন থেকে কোটি টাকা দিয়ে কোন বিমান কিনতে হবে না। করতে হবে না কোন রান ওয়ে। কিন্তু আমাদের দেশ তা পারে না আমাদের রাষ্ট্র তা পারে না। ধন্য তুমি বাংলাদেশ । ধন্য এদেশে জন্মে কাকরা ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

জাহাঙ্গীর জান বলেছেন: অনেকটা মোশা মরতে কামান ধাঁগানোর মতো আর কি এটাই সোনার বাংলা, ভাই । চিন্তা শক্তির অভাব আমাদের পুর্ব প্রস্তুতি বলতে কিছুই নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.