নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

darkak

কাকরা সব কিছু দেখছে

কাকচক্ষু

কাকা সেই পাথি যে সবার আগে ঘুম থেকে উঠে আমাদের জানিয়ে দেয় । এখন জেগে ওঠার সময় হয়েছে।

কাকচক্ষু › বিস্তারিত পোস্টঃ

টিভি চ্যানেল গুলো হিন্দু কথাটা বলতে এখন লজ্জা বোধ কর

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫



জানি না কেনো। হঠাৎ করে সব টিভি চ্যানেল থেকে হিন্দু শব্দটা বাদ দেওয়া হয়েছে এর বদলে সব জায়গাতে সনাতন শব্দটি প্রচার করা হচ্ছে । সনাতন শব্দটির মানে কি বাংলা অভিধানে এর মানে নিত্য চিরস্থায়ী, চিরন্তন, বর্তমান, শাশ্বত, প্রভু প্রাচীন, প্রাচীনপন্থি বা হিন্দু ধর্মাচারে আস্থাবান । এখন বলুন শব্দ গুলো কি মানুষের মনে প্রশ্ন সৃষ্টি করে না। প্রাচীন ধর্ম কি সেটা কি আমরা জানি ? আমরা মুসলিমরা জানি সেটা ইসলাম। সেটা একমাত্র একজন সৃষ্টিকর্তাকে উপাসনা করা। তাহলে মোটা মাথার টিভি চ্যানেল গুলো কেন সনাতন শব্দটি ব্যবহার করছে যেখানে ভারতেও সনাতন শব্দটি ব্যবহার করা হয় না।

আমি যতদূর জানি হিন্দু ধর্মপালন কারীরা নিজেদের কে হিন্দু বলতেই গর্ব বোধ করেন । টিভিতে বলা হয় সনাতন ধর্মপালনকারীদের অনুষ্ঠান । তাদের দেবতাদের নাম উল্লেখ করার ক্ষেত্রে এই শব্দ বিপত্তি ঘটাবে কি বলবে তারা সনাতন দেবতার অনুষ্ঠান ! আমার হিন্দু ধর্ম পালন কারী বন্ধুর সংখ্যা কম নয় তাদের কে কি বলা যায় সনাতন ধর্ম পালন কারী । আমার এক হিন্দু বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম সে এ বিষয় হেসেই উড়িয়ে দিয়েছে, বলেছে বাদ দেত সব ফাউল। হিন্দু সমাজ কি বলেছে আমাদের হিন্দু না বলে সনাতন বলতে হবে নাকি সরকার থেকে এটা জারি করা হয়েছে । ধর্ম নিরপেক্ষতার নামে আমরা ইতিহাসই বদলে ফেলতে চাইছে কেউ কেউ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২

ঘুমন্ত আমি বলেছেন: ভালো বিষয় নিয়ে লিখেছেন ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

এনাম হক বলেছেন: tik e Ase , its not india (hindus stan ) , dhormo ta hindu na hobe sonaton bujhlen .... Noile indian shokol dhormor manush Hindu dhormer hoito ?

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
সনাতন আলাদা একটি ধর্ম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.