![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন আঙ্গিকেই ইংল্যান্ড টিম কে ছোটো করে দেখার কোন সুযোগ নেই। কি বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং এ। ক্রিকেটের জনক তারা এবং নিঃসন্দেহে বিশ্বমানের একটা ক্রিকেট দল। তবুও এই বিশ্বকাপের শুরু থেকেই ঠিক যেন ছন্দ খুজে পাচ্ছিল না বৃটিশ রা। ব্রড, এ্যন্ডারসনের মতো বোলার কেন যেন জ্বলে উঠতে পারছিলো না। বেল, মরগ্যান, রুট এর ব্যাট ও ঝলসাাচ্ছিল না কি অজানা কারণে। কিন্তু যত যাই হোক কাগজে কলমে বিস্তর শক্তির ফারাক ক্রিকেটীয় জনক আর নবীন টাইগারদের মাঝে। এ্যজ ইফ কোথায় রাণী ভবাণী, কোথায়...................। তার ওপর নব্য বাংলা বিদ্বেষী রমিজ রাজা (কার) দের কল্যাণে ক্রিকেট বিশ্বে নমঃ শুদ্রের (তথাকথিত মিনোস দের) পর্যায়েই আছে টাইগার রা এখনো।
যাই হোক গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার দের সামনে ব্রিটিশ সিংহ। চরম পাড় টাইগার সমর্থক (আমি ছাড়া) ও সাহস করে বলতে পারেনি- ম্যাচ শেষে উঠবে লাল সবুজের জ্বয়দ্ধনি!! ইংলিশদের জন্য "ডু অর ডাই" ম্যাচ। না জিতলে ইজ্জতে হাত, বিশ্বকাপ শেষ!!
তবে মাঠে আজ দামাল ছেলেরা বিশ্বকে জাত চেনালো নতুন করে। রিয়াদের সেঞ্চুরি, মুশফিক আর সৌম্যের পরিনত ব্যাটিং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে তুচ্ছ তাচ্ছিল্য করার দিন শেষ। সু নিয়ন্ত্রিত বোলিং আর সাহসী ও বুদ্ধিদীপ্ত কাপ্তানী দিয়ে কিভাবে ব্যাটিং স্বর্গে ২৭৫ এর মাঝারি পুঁজিকেও দূর্লঙ্ঘ করে তোলা যায়। অভিনন্দন রুবেল কে- ব্রড, এ্যন্ডারসনকে ছাপিয়ে আজকের ম্যাচের দ্রুততম বল টা তার হাত থেকেই বেরিয়েছে (১৪৬ কিমি)। লাইন আর লেংথ ছিল নিখুঁত।। বেবিফেস তাসকিন- তুই অনেকদুর যাবি বাছা। আর মাশরাফি- স্যালুট ম্যান।এত আঘাতের পরও বার বার ফিরে আসা, সত্যিকারের এক অদম্য যোদ্ধা, সুনিপুন সেনাপতি!
আজকের ম্যাচে আরেকটা প্রাপ্তি আছে। তামিম - সাকিবের মতো বড় খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া যায়নি কোন উল্লেখযোগ্য অবদান। ওরা ছাড়াও যে দলীয় প্রচেষ্টায় আমরা অনায়াসে জিততে পারি, তার এক অনবদ্য বিঞ্জাপন ছিল এই ম্যাচটা।
পরিশেষে ইচ্ছা ছিলো বড় কোন মণীষীর প্রাসঙ্গিক কোন উদ্ধৃতি দিয়ে রূপক অর্থে লেখাটা শেষ করব। কিন্তু সেইরাম কিছু না পেয়ে গতকাল রাতে (মার্চ ৮, ২০১৫) ফেসবুকে সুহৃদ Rezaul Karim এর স্ট্যাটাস এ দেয়া আমার নিজেরই একটা কমেন্ট দিয়ে দিলাম। উনার স্ট্যটাস ছিলো- " আগামীকাল বাংলাদেশের ইংলিশ পরীক্ষা"। উত্তরে আমি লিখেছিলাম- "how about ইংলিশ দের বাংলা পরীক্ষা?? we have nothing to lose, on the other hand they have everything on the stek.....!! ফেল করলে শাস্তি- হিউমিলিয়েশন বা স্প্যাংকিং ইন বাংলা স্টাইল...."
জানতাম আমরা জিতবই। যা ব্যাটা বেনিয়ার দল- পেঁদিয়ে একেবারে কাঁদিয়ে ছাড়লাম!! এবার বাড়ি যা।
©somewhere in net ltd.