![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইল্ড সাইকোলজিস্ট, শিশু বিকাশ কেন্দ্র, এস,এস,এম,সি মিটফোর্ড হাসপাতাল।
বর্ষার শেষ আকাশে রোদেলা দিনে
পাখিগুলোর নীড়ে ফেরা হয়নি এখনো
এক পশলা বৃষ্টি যখন না'য়ে দিল,
আমি বিভ্রান্ত ছিলাম!
আমার সারা শরীর ভিঁজছে
কেঁপে কেঁপে উঠছে আমার সর্বাঙ্গ,
তোমার জিজ্ঞেস করা, কি হয়েছে আমার?
আমি বিভ্রান্ত ছিলাম!
চলেছি কতটা পথ, হেঁটেছি তোমার সাথে
হাসি-কান্না, পাওয়া-না’পাওয়ার মাঝে
হিসাব কষেনি, তাতে কি আসে যায়।
শ্রাবণের মেঘে ঢাকা এক পড়ন্ত বেলায়
নতুন এক চরিত্রের আগমনে,
আমি বিভ্রান্ত ছিলাম!
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমি বিস্মিত
আমার প্রিয় নীল শাড়িতে, নীল টিপ কপালে,
কেশগুলো খেলা করছে বেলাভূমিতে
গোলাপী আভায় রাঙানো (হাস্যজ্বল) ঠোঁটে
এক তপ্ত অঙ্গার ঢেলে দিলে রমণী,
আমি বিভ্রান্ত ছিলাম!
গাছ-গাছালির ফাঁকে লুকোচুরির তালে
পাখির ছানাটির কিঁচির-মিঁচির
আম, পেয়াড়া, তেঁতুল গাছের ডালে
কত ঝগড়া, মান অভিমানের খেলায়
বিন্দু বিন্দু আবেগের ভাবে রূপান্তর
বলা হয় নি মুখটি ফুটে তোমায়,
আমি বিভ্রান্ত ছিলাম!
অবশেষে এক পশলা বৃষ্টি না’য়ে দিল
কান্নার জল নেমে গেল অঝোর ধারায়
তুমি পাশে এলে বিদায় জানাতে আমায়,
আমি বিভ্রান্ত ছিলাম!
লেখার সময়কালঃ ২০১২/১১/৩০ ইং (সময়ঃ সকাল ৮টা)
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
মুহাম্মদ খোরশেদ আলম বলেছেন: ব্যাপক খুশি হলাম আপনার ভালো লেগেছে জেনে এবং সেই সাথে জানাচ্ছি ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
জুয়েল০০১ বলেছেন: খুব ভালো লাগলো কিন্তু বিভ্রান্ত করে দিলেন বেশ কিছুদিনের জন্য
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
মুহাম্মদ খোরশেদ আলম বলেছেন: ধন্যবাদ আপনাকেও। সেই সাথে বলবো বিভ্রান্ত থেকে চটজলদি বের হয়ে আসার জন্য
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
অ্যানি বাড়ৈ বলেছেন: বেশ ভালো লেগেছে।।