নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়াসঙ্গি

মুহাম্মদ খোরশেদ আলম

মুহাম্মদ খোরশেদ আলম

চাইল্ড সাইকোলজিস্ট, শিশু বিকাশ কেন্দ্র, এস,এস,এম,সি মিটফোর্ড হাসপাতাল।

মুহাম্মদ খোরশেদ আলম › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার বেলা

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

ওগো বিদেশিনী,

কি শোনালে তুমি আসবে না!

বলব না -

মস্তিকের এলোমেলো হয়ে যাওয়া স্বপ্ন,

চোখের কোণের জমে উঠা শিশির বিন্দু,

রক্তের অনিয়মিত সঞ্চালনে, ভারি নিশ্বাস-প্রশ্বাসে,

বুকের মাঝে তৈরি হওয়া বিজলির বিচ্ছুরণের,

একটি অপরিচিত দীর্ঘ আর্তনাদের কথা ।



শুধু বলব, অপেক্ষা করছি।



তারি সাথে অপেক্ষায় আছে তপ্ত দীপ্ত সূর্যটি

ভেসে যাওয়া কাশবনের শুভ্র মেঘমালা।

অপেক্ষা আছে দোলা দেয়া বাতাস

চারিপাশে রঙিন ফুলকুঁড়ির আভায় সেঁজে

অপেক্ষায় আছে আমার ভালবাসার বন্ধুরা।



সবার মাঝে অলৌকিকে গড়ে উঠা,

আশাকে হতাশার ঘূর্ণন পেষণে কাঁদিও না

যার সৃষ্টি হয়েছে আদি কিছু অনুভূতি থেকে।

আমাকে কষ্ট দাও, বাধা দেব না

দিও না কষ্ট তাদের, আমারি মতো করে

যারা তোমার মনের স্পন্দনটি বুঝবে না।



অপেক্ষার প্রহর গুনতে গুনতে,

একটি আধবেলা বিকেলও ফুরিযে গেল,

খবর এসেছে সিধুঁর রাঙা আকাশে,

সূয্যিমামা যাচ্ছে ডুবে চাঁদ আসবে বলে।



নিয়তির নিষ্ঠুর পরিহাস খেলেছে আরেকবার

উড়ে যাওয়া বাঁদুরের ঝাঁক জানিয়ে গেল

আজি অমাবস্যার হয়ে গেল শুরু।



আমার আবারি হল শুরু

অপেক্ষার প্রহর,

শুধু বলব, অপেক্ষা করছি।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১

জুয়েল০০১ বলেছেন: ভাল লাগলো আপনার অপেক্ষার বেলার কিছু কথা

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

মুহাম্মদ খোরশেদ আলম বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.