নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়াসঙ্গি

মুহাম্মদ খোরশেদ আলম

মুহাম্মদ খোরশেদ আলম

চাইল্ড সাইকোলজিস্ট, শিশু বিকাশ কেন্দ্র, এস,এস,এম,সি মিটফোর্ড হাসপাতাল।

মুহাম্মদ খোরশেদ আলম › বিস্তারিত পোস্টঃ

ভাঙ্গাকুলা

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০১


দোস্ত, তোমার মনে আছে, তোমার সাথে আমি আমার প্রিয় আকাশের গল্প করেছিলাম।
এই সেই শরতের আকাশ। আমার অফিসের জানালায় দাঁড়িয়ে যার সাথে আমার ভাব বিনিময় হয়। তবে কিনা বাচাল স্বভাবের আকাশটা সুযোগ পেলেই জানো, তার বুকে ভেসে বেড়ানো মেঘমালার লুকোচুরির গল্প শোনায়। সত্যি বলছি, আমার একটুও খারাপ লাগে না। বরং প্রায় সময়েই আমি বিভোর হয়ে সেই গল্প শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই।
আর তখনি বুড়ো ঐ ডাবগাছটি আমার এই ঠায় দাঁড়িয়ে থাকাকে ভেংচি কাটে।
তুমিই বল, আমি কি ওর মত অসাড় নাকি যে দিনের পরে দিন অপেক্ষমান থাকব?
শেষ-মেশ বলে এসেছি, “বুড়ো, আমি কি তোমার মত নিঃসঙ্গ নাকি? দেখ না, কত মানুষ আমার আশেপাশে! প্রতিদিনই কেউ না কেউ আমায় ফোন করে কত কথা বলছে!”
আমার এই কথা শুনে গাছটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।
“আচ্ছা শিক্ষা দিয়েছি” বলে পিছন ফিরে কাজে ব্যস্ত হওয়ার ভান করি। পাছে আমার ছল ছল করা চোখ দেখে বুঝে ফেলে, আমি তার চেয়েও বড় নিঃসঙ্গ।
বুড়োটা’তো জানে না যে, আমার মোবাইলের রিংটোনটা কারো প্রয়োজন ছাড়া বাজে না...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.