নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কৃষক যখন সারাদিন মাঠে কাজ করে ঘরে ফিরে দেখে চাল নেই। বৌ-ছেলে-মেয়ে সবাই মিলে উপোস থাকে সেই অসহায় মানুষগুলো কোন দিন কিছু পায়না।
"ভাই, আবার কবে আসবি বল্!"
হাজার অব্যক্ত কথা আনন্দির বুকে,
চোখে এক সমুদ্র জল।
ধ্রুবনীল বারেক তাকায় বোনের অসহায় চোখে।
ইদানীং বড্ড ভয়, তবু আশা রাখে-
আনন্দি যেন সুখে থাকে।
অতঃপর কেটেছে দশটি বছর
শুনেছি বাড়ির পাশে হিজল তলায়
বহুদিন অশ্রু ঝরেছে তার।
ধ্রুবনীল খোঁজ রাখেনি সময় কেটেছে হেলায়
আর বেহিসেবে জীবনের ডায়রীটা ভরে আছে।
একদিন খবর এলো-আনন্দি মরে গেছে।
ধ্রুবনীল এখন কী যেন খোঁজে জীবনের অন্য পাতায়
আর কিছু কষ্ট অহেতুক ভরে থাকে বিষন্ন হৃদয়।
জানুয়ারী/২০১৩
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
মোঃ কবির হোসেন বলেছেন: প্রিয় ফয়সাল হুদা ভাইকে ধন্যবাদ ভালোলাগার জন্য।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
এসএমফারুক৮৮ বলেছেন: ধ্রুবনীল বারেক তাকায় বোনের অসহায় চোখে।
ইদানীং বড্ড ভয়, তবু আশা রাখে-
আনন্দি যেন সুখে থাকে।
ভাল লাগলো কবির ভাই।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
মোঃ কবির হোসেন বলেছেন: প্রিয় ফারুক ভাই অনেক ধন্যবাদ।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লিখেছেন কবির ভাই।প্রথম ভালো লাগা দিয়ে গেলাম।সেই সাথে সহস্র শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।++++++ কেমন আছেন??
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
মোঃ কবির হোসেন বলেছেন: বাঁধনহারা ভাই ধন্যবাদ আপনাকে। আর এই একুশে বই মেলায় আপনার কোন বই বেড় করেছেন কিনা জানাবেন। ধন্যবাদ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
বোকামন বলেছেন: আপনার লেখার মান ভালো ভাই ........ সত্যি
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
মোঃ কবির হোসেন বলেছেন: ভাই সত্যি বলছি আপনার মন্তব্যটা আমাকে অসম্ভব রকম নাড়া দিল। এর আগে আপনাকে কখনো মন্তব্য করেছি বলে মনে পড়ে না-এ জন্য স্বাগত জানাচ্ছি। উজ্জীবিত হলাম-ধন্যবাদ।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
আমি বাঁধনহারা বলেছেন:
প্রিয় কবির ভাই,বেকার মানুষ।বই প্রকাশ করার সামর্থ্য আমার নাই।যদি কোনদিন নিজেকে প্রমাণ করতে পারি।তাহলে অবশ্যই বই প্রকাশ করব এবং আপনাকে জানাব।আপনার জন্য শুভ কামনা নিরন্তর।স্বর্গসুখে উদ্ধাসিত হোক তব অন্তর।
বসন্তের শুভেচ্ছা রইল...।
‘‘ফুল ফুটেছে,ফুল ঝড়েছে
মন হয়েছে উদাস।
চারিদিকে বইছে দেখ
ফাগুনের বাতাস।”
-বাঁধনহারা
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মোঃ কবির হোসেন বলেছেন: বাঁধনহারা ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দিন পরে জবাব দিলাম দুঃখিত।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পেলাম।
অসাধারণ লাগলো।
৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আজ কবিতাটা আবার পড়লাম। অনেক দিন পর। আমি অবাক হইনি যখন দেখলাম কবিতাটি পড়ে এখনো আমার ভালো লাগার অনুভূতি হচ্ছে।
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
মোঃ কবির হোসেন বলেছেন: ভাই কর্মব্যস্ততার কারনে সময় দিতে পারিনা। আপনাকে অনেক মনে পড়ে-আপনি অনেক দূর এগিয়ে যান সে কামনা করছি। ভাল থাকেন সব সময়। ধন্যবাদ।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১
এসএমফারুক৮৮ বলেছেন: কবির ভাই অনেক দিন ধরেই দেখছি আপনি লিখছেন না,কিন্তু কেন ?
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪
মোঃ কবির হোসেন বলেছেন: এসএমফারুক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লক্ষ্য করেছেন কিনা যে, আমাদের এই ব্লগে কেমন যেন লেখা লেখির মধ্য দিয়ে রেশারেশি চলছে। অধিকাংশ লেখাই পক্ষে বিপক্ষে অথবা কোন ব্যক্তি বা গোষ্ঠিকে খোচা দিয়ে লেখা এবং তা নিয়ে মন্তব্যের ঘরে ক্যাচাল। এসব কারনে একানটায় কেমন যেন মন বিগড়ে যায়। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
ফয়সাল হুদা বলেছেন:
দারুণ
১ম ভালোলাগা রইল