নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কৃষক যখন সারাদিন মাঠে কাজ করে ঘরে ফিরে দেখে চাল নেই। বৌ-ছেলে-মেয়ে সবাই মিলে উপোস থাকে সেই অসহায় মানুষগুলো কোন দিন কিছু পায়না।
রজব আলী, একজন কৃষক নিত্য দিনের মত বেলা শেষে ঘরে ফিরে; বড় মেয়ে সুলেখার বয়সটা ইদানীং বড্ড বেশীই মনে হচ্ছে তার কাছে। বাবার চোখে অনেক সুন্দর, মায়াবী মুখখানি মেয়েটার – তবুও কেন যেন বিয়েটা হচ্ছে না! সংসারে সকলের সাথে আধা পেট রাতের খাবার শেষে জীর্ণ বিছানায় শুয়ে পড়ে রজব আলী। ছোট ছেলেটার স্কুলে কত মাসের বেতন জমে আছে তার হিসেব নেই, সকলের পরনের জামা কাপড়গুলো অনেক পুরনো, নোংরা কিংবা ছেড়া, ঘরে চাল নেই – পরের দিন কোথা থেকে খাবার আসবে তাও জানা নেই। অহর্নিশি রজব আলীকে হয়ত এ সবকিছুই হজম করতে হয় অথবা কিছুই ভাবতে হয়না অনুভূতিহীন পাথরের মূর্তির মত অথচ দূর থেকে তার নাক ডাকা নিঃশ্বাসের শব্দ শোনা যায় – সেই কখন শান্ত শিশুর মত ঘুমিয়ে পড়েছে একজন রজব আলী।
—– ০০০ —–
২৮ মে,২০১৩
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৪
মোঃ কবির হোসেন বলেছেন: প্রিয় মামুন রশিদ ভাই অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
২| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন রশিদ বলেছেন: আপনার লেখা সহজ সরল আর সুন্দর । ক্ষুদ্র গল্পটি সত্যিই ভালো হয়েছে । এইরকম কয়েকটি ক্ষুদ্র গল্প মিলিয়ে একটা পোস্ট দিলে পাঠকের তৃপ্তি মিটবে ।
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫
মোঃ কবির হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ আবার মন্তব্য করার জন্য।
৩| ২৯ শে মে, ২০১৩ রাত ১:১৪
ঘুড্ডির পাইলট বলেছেন: ছোট গল্প হলেও ভালো লেগেছে
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫
মোঃ কবির হোসেন বলেছেন: অশেষ ধন্যবাদ।
৪| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০
আমি বাঁধনহারা বলেছেন:
আপনার লেখায় সতত সমাজের নিষ্ঠুর বাস্তবতা খুঁজে পাই
তাই আপনার লেখা যতই পড়ি ততই পড়তে ইচ্ছে হয়...!!!!
++++++++++++++++
আশা করি আল্লাহর অপার মহিমায় ভালো আছেন
আমি মন থেকে দো'য়া করি সতত ভালো থাকেন।
সংগত কারণে:সামুতে আর নিয়মিত লিখি না!!!তবুও কথা দিচ্ছি:অবসর পেলে নিয়মিত দেখা হবে....!!!
ভালো থাকবেন
মনে রাখবেন!!!!
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মোঃ কবির হোসেন বলেছেন: প্রিয় বাঁধনহারা ভাই এখন কোথায় লিখছেন বা কেন অনিয়মিত থাকছেন বিস্তারিত জানালে ভাল লাগতো। অনেক ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:২৯
মামুন রশিদ বলেছেন: আপনার লেখা সহজ সরল আর সুন্দর । ক্ষুদ্র গল্পটি সত্যিই ভালো হয়েছে । এইরকম কয়েকটি ক্ষুদ্র গল্প মিলিয়ে একটা পোস্ট দিলে পাঠকের তৃপ্তি মিটবে ।