![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কৃষক যখন সারাদিন মাঠে কাজ করে ঘরে ফিরে দেখে চাল নেই। বৌ-ছেলে-মেয়ে সবাই মিলে উপোস থাকে সেই অসহায় মানুষগুলো কোন দিন কিছু পায়না।
অবনীল বিকেলের আকাশ দেখে; পরিচিত এক ঝিলের উত্তর পাড়ে,
যেখানে শ্রাবনী কোন এক প্রানহীন ক্ষণে বলেছিল-তার চাকরিটা নেই।
সেই দিন দু’টো পাথর চোখে প্রেম গেল পুড়ে।
অবনীল ক্লান্ত এখন; বুকে তার ভাষা নেই।
শুনেছি বার্ধক্যের অসুখে মা পড়ে আছেন বিছানায়,
ছোট ভাইটার পড়ার খরচ বন্ধ আছে।
তবুও সমস্ত দিনের ব্যস্ততা শেষে শ্রাবনীকে দেখা যায়
নির্ঘুম রাতে মুখোমুখি বসে থাকে হারানো স্মৃতির কাছে।
অবনীল একুল ওকুল ভাবে, হাজার প্রশ্ন জাগে মনে,
হয়ত সে ভাল নেই; কষ্টের প্রহর কাটে কোন এক নির্জনে।
অথবা একটা অসমাপ্ত গল্পের শেষ রেখা টানে।
----- ০০০ -----
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২
মোঃ কবির হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই।
২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:১৪
সোহাগ সকাল বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৪
মোঃ কবির হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই।
৩| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৩
মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভালো লাগা ।।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৫
মোঃ কবির হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া।
৪| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
প্লাস রইল । +++++
২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:১২
মোঃ কবির হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ-আবার দেখা হবে।
৫| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: শেষ প্যারায় চার লাইন হলে অন্তর্মিলটা ভাল হত।
কবিতা ভাল লেগেছে।
৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৪
মোঃ কবির হোসেন বলেছেন: প্রিয় নাজিম ভাই সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগলো:++++++++++
অনেক দিন পর দেখা....।আশা করি আল্লাহর অপার মহিমায় ভালো আছেন।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !