নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য

মোঃ কবির হোসেন

একজন কৃষক যখন সারাদিন মাঠে কাজ করে ঘরে ফিরে দেখে চাল নেই। বৌ-ছেলে-মেয়ে সবাই মিলে উপোস থাকে সেই অসহায় মানুষগুলো কোন দিন কিছু পায়না।

মোঃ কবির হোসেন › বিস্তারিত পোস্টঃ

অথচ তুমি নেই

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫০

গ্রীষ্মের প্রান্তরের শূন্যের মত
অথবা
অন্ধকারের স্রোতে দূরে শূন্যে
অন্তহীন নৈরাশ্য থাকে, আর দীর্ঘশ্বাসেরা-
যেন শব্দহীন শোরগোল দৈনিক ঘটনার মতো।
অথচ
একটাই আকাশে তুমি থাকো
আমি থাকি।
=== ০০০ ===

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৪

মানবী বলেছেন: বেশ সুন্দর কবিতা!
ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ মোঃ কবির হোসেন

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

মোঃ কবির হোসেন বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে উজ্জীবীত হলাম। ধন্যবাদ।

২| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১

অপ্‌সরা বলেছেন: একটাই আকাশে তুমি থাকো
আমি থাকি


অনেক অনেক ভালো লাগা!

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

মোঃ কবির হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯

খায়রুল আহসান বলেছেন: খুব চমৎকার একটা চরণ দিয়ে শুরু করেছেন কবিতাটাঃ
গ্রীস্মের প্রান্তরের শূন্যের মত -- যেটা পড়ে গ্রীষ্মের (এটাই শুদ্ধ বানান, আশাকরি সম্পাদনা করে নেবেন) একটা বিস্তীর্ণ প্রান্তরের শূন্যতার ছবি চোখের সামনে ভেসে উঠলো। ধূ ধূ প্রান্তর, মাঝে মাঝে দমকা হাওয়া, মাঝে মাঝে কুন্ডলী পাকানো, শুষ্ক তৃণ, পত্রপল্লব উড়িয়ে নিয়ে যাওয়া হাওয়ার কথা মনে পড়লো।
আর কবিতার সমাপ্তিটাও চমৎকার দুটো চরণ দিয়েঃ
একটাই আকাশে তুমি থাকো
আমি থাকি।

কবিতায় ভাললাগা রেখে গেলাম। + +

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

মোঃ কবির হোসেন বলেছেন: ভুলটা ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আপনার কাছে কবিতাটি ভাল লেগেছে তাই আরো বেশি উজ্জীবীত হলাম। ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটাই আকাশে তুমি থাকো
আমি থাকি।
শেষের লাইন দুটি খুব সুন্দর।

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:০১

মোঃ কবির হোসেন বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ছোট হলেও খুব সুন্দর হয়েছে ভাই ।


শুভ কামনা রইলো ।

২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

মোঃ কবির হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.