নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মমার

আসুন আমরা আল্লাহ ও আল্লাহর রাসুেলর েদখােনা রাস তায় চলী।

মমার › বিস্তারিত পোস্টঃ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দেলানকারীদের ওপর এসিড নিক্ষেপ

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

রংপুর ব্যুরো

নতুন বার্তা ডটকম

রংপুর: নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি, আত্মীয়করণ, স্বেচ্ছাচারিতা, পীরগঞ্জীকরণ ও দলীয় করণের অভিযোগে রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বৃহস্পতিবার বেলা ১০ টায় ছাত্রলীগ হামলা ও এসিড নিক্ষেপ করেছে। এতে দুই শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।



এছাড়াও ছাত্রলীগ আন্দোলকারীদের দুর্নীতি বিরোধী মঞ্চ দখল করে নিয়ে মাইক ভাঙচুর করেছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মধ্য রাতে অস্ত্র সস্ত্রে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে প্রশাসন ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের গড়ে তোলা দূর্নীতি বিরোধী মঞ্চ দখল করে নিয়ে ব্যানার ছিড়ে ফেলে।



আন্দোলকারীরা বেলা ১০ টায় একাডেমিক ভবন ৩ এর সামনে মাইক লাগিয়ে ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন শুরু করলে ভিসিপন্থী ছাত্রলীগ নেতা শিশির গ্রুপের নেতৃত্বে বহিরাগত শতাধিক ছাত্রলীগ কর্মীরা সেখানে হামলা চালায়।



এসময় তারা মাইক ভাঙচুর করে এবং মাইকের ব্যাটারির এসিড আন্দোলনকারীদের ওপর ছুড়ে মারে। এতে বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. মতিউর রহমান সহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত দু শিক্ষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।



এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ দু টি ককটেল ফাটিয়েছে। ছাত্রলীগ লাঠিশোঠা নিয়ে মহড়া দিচ্ছে। যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



আন্দোলকারী শিক্ষকদের অন্যতম ড. হাফিজুর রহমান জানান, প্রক্টর ফেরদৌস রহমানের উপস্থিতিতে ছাত্রলীগ ক্যাডাররা মঞ্চ দখল মাইক ভাঙচুর ও এসিড ছুড়ে মেরেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষ-শিক্ষাথীদের ওপর এসিড ছুড়ে মারার ঘটনা পৃথিবীতে বিরল। তিনি অবিলম্বে ভিসিসহ প্রক্টর, ট্রেজারার, রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেন।



গত শনিবার থেকে আন্দোলনের কারণে অচল শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। প্রক্টর ফেরদৌস রহমান বলেন, মাইক ও ব্যাটাবি ভাঙচুরের সময় এসিডে শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হয়েছেন। তার উপস্থিতিতে হামলা ও এসিডের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।



নতুন বার্তা/জাই

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

আকাশ৮৬ বলেছেন: ভাই ,অ্যাসিড নিক্ষেপটা বাকি ছিল , ছাত্রলীগ তাও করে দেখালো ... জয়তু ছাত্রলীগ...পাকি হানাদের যোগ্য উত্তরসুরী ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.