![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মনে অনেক দুঃখ নিয়ে লিখতে বসেছি। দুঃখগুলো আসলে আজকের নয়, অনেক দিনের জমিয়ে রাখা দুঃখগুলোর সমন্নয়। যারা আমার মত নিজেকে আন-স্মার্ট মনে করেন তারা লিখাটা পড়তে পারেন। আর যারা স্মার্ট, তারা হয়ত আমার লেখাটা পড়ে ভাল লাগবে না। তবে এই লেখাটার জন্য আমি তাদের কাছে দুঃখিত নই।
আমি একটা নামকরা ভার্সিটির ছাত্র, হলে থাকি। হলে প্রায় তিনশত ছেলের সাথে বসবাস। এবার আসি আসল কথায়, কেন নিজেকে আন-স্মার্ট মনে করি????
১। কারন আমি কমনরূমে পত্রিকা পড়ার সময় অথবা টিভিতে খেলা দেখার সময় সিগারেট্টা ঠোটে নিয়ে ভাব মেরে দু-চারটা টান দিতে পারিনা। আর আমি পারবও না। কিভাবে আমি একজন এতজনের বিরক্তের কারন হতে পারি!!!!!
২। খেলার মাঠে কখনো ব্যর্থ হয়ে “ফাঁক” শব্দটা বলতে পারিনা!!!! আমি স্মার্ট হব কী করে।
৩। জুনিয়র ছেলেদেরকে র্যাগ দিতে পারিনা, বরং ওরা আমাকে ভাই-ভাই করে কাধে হাত রাখে, জরিয়ে ধরে। এভাবে চলতে থাকলে তো স্মার্ট হওয়া যায় না।
৪। কী করব বলেন, ঠিক মত ভাবও নিতে পারিনা। সবাই যা বলে তা-ই শুনি, রেস্পন্স করি। কিন্তু স্মার্ট ছেলেদের তিনটা কথা বললে একটা উত্তর দেয়, ভাব নিয়ে বসে থাকে।
৫। নিজের টিউশনির টাকা দিয়ে কোন রকম মাস পার করে দেই। আর্থিক স্বচ্ছলটা থাকা সত্তেও মা-বাবা থেকে টাকা নেই না। তাই হাতে ঢাতব বালা কিংবা গলায় চেইন লাগানোর মত টাকা আমার হয় না। আর ভু-ভু করে পালসার চালিয়ে ইচ্ছা মত হর্ন বাজিয়ে পথচলা তো দুরের কথা। পালসার ছাড়া কীভাবে স্মার্ট হব?
৬। আমি পারবনা ছোট-খাট টি-শার্ট পরে পেন্টা নিচে নামিয়ে সবাইকে আন্ডার-ওয়্যার দেখিয়ে রাস্তায় হাটতে।
৭। পারবনা জিন্সের পেন্টাকে পায়ের মুড়ার নিচে দলিয়ে গোলগাল একটা ছিদ্র তৈরী করতে যা তে ৫০ গ্রাম অপবিত্র ময়লা লেগে থাকবে।
৮। কাজসেরে টয়লেটে ভাল ভাবে পানি না ঢেলে চলে যাওয়ার কথা ভাবতেই পারিনা!!!
৯। আমার কোন গার্ল-ফ্রেন্ড নাই। তাই শেইভ করে তারাহুরা করে বেসিন্টাকে অপরিষ্কার রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।
তারপরেও ওপরের কারেক্টারের পাব্লিকরা মানুষদের কাছে খুব ভাবের পাত্র। সমাজে এরাই স্মার্ট হিসেবে পরিচিত হচ্ছে!!! তবুও আমি আন-স্মার্টই থাকতে চাই
০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৯
ইঞিঃ মশিউর রহমান বলেছেন: কার মুখ দিয়ে শুনতেছেন সেটাই আসল ব্যাপার-------> সহমত।
তাইতো আমি আন-স্মার্টই থাকতে চাই।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৮
saifulchowdury বলেছেন: আমিও একজন আন-স্মার্ট ছেলে ...।।
০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৯
ইঞিঃ মশিউর রহমান বলেছেন:
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৪
রুচি বলেছেন: আমার মনে হয় আপনি আসলেই একটু........... নিজের প্রফাইলে লিখে রেখেছেন সাদা মনের মানুষ,, এভাবে নিজের ঢোল পিটালে লোকে তো ক্ষ্যাত বলবেই
০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৪
ইঞিঃ মশিউর রহমান বলেছেন: অন্যান্য ব্লগারের মত ইবলিশ, ভুদাই, দা-লর্ড, বজ্রাহত ইত্যাদি লিখিনাই, আমি যা শুধু তা-ই লিখেছি। তাছাড়া অই যায়গাটা নিজেকে নিয়ে লিখার জন্যই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৫
অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ বলেছেন: তবুও আমি আনস্মার্ট হবো , এটাই আমার এম্বিসান।
০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
ইঞিঃ মশিউর রহমান বলেছেন: সফলতা কামনা করি।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৯
নতুন বলেছেন: যারা বিড়ি খায়... তাদের কমন্সেন্স >> একটু আন কমন হয়...
০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৬
ইঞিঃ মশিউর রহমান বলেছেন: ঠিক ধরেছেন। যা তোদের বিড়ি টানতে ইচ্ছা হইসে, টানগিয়া। আমাদের সামনে কেন???
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৫
বিতর্কিত বিতার্কিক বলেছেন:
বাইচা থাকলে আরও ম্যালা কিছু দেখবেন ।
সব কিছুরে গুরুত্ব দেওয়ার দরকার নাই ।
আপনার দর্শনকে কেউ অপছন্দ করতে পারে কিন্তু অসম্মান করার অধিকার কারও নাই ।
Follow your heart.
ভাই কোন ভার্সিটির ?
০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৮
ইঞিঃ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৫
মাহবু১৫৪ বলেছেন: কে কি করলো বা বললো তা একদমই চিন্তা করবেন না। আপনি আপনার মত এগিয়ে চলুন।
নিজের মন যা বলে তাই করে যান।
শুভকামনা
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৪
টুন্টু কুমার নাথ বলেছেন: আপনিই একমাত্র আনস্মার্ট ছেলে যাকে এই অসভ্য সমাজে আনস্মার্ট কিংবা ক্ষেত নামক কটুক্তি শুনতে হয়।
কিন্তু এই কটুক্তি গুলো কেন শুনতে হয় সেটা কোন ব্যাপার না.. কার মুখ দিয়ে শুনতেছেন সেটাই আসল ব্যাপার...