নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

জামাতকে সাথে নেয়া ভুল ছিল - অবশেষে কামালের বোধদয়

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮




অবশেষে কামালের বোধদয়। জামাতকে সাথে নেয়া ভুল ছিল।

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থী করা ‘ভুল’ ছিল বলে স্বীকার করেছেন জোটের শীর্ষনেতা ডা. কামাল হোসেন। ভোটের প্রায় দুই সপ্তাহ পর শনিবার এক সংবাদ সম্মেলনে এই ভুল স্বীকারের পাশাপাশি জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপিকে চাপ দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে নির্বাচনের মাত্র ৩ দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্নে বলেছিলেন, “আমি যদি আগে জানতাম (জামায়াত নেতাদের বিএনপি প্রার্থী করবে), তাহলে এই ঐক্যফ্রন্টের প্রক্রিয়ায় যুক্ত হতাম না।”
ভবিষ্যতে সরকারে (জামাতিদের) নেওয়া হলে, তবে আমি এক দিনের জন্যও ওদের সাথে (বিএনপি-জামাতের) থাকব না,” বলেন তিনি।

ডা. কামাল বিম্পি-জামাত প্রতিষ্ঠার এসাইনমেন্ট নিলেও জামাতের ব্যাপারে ঘৃনা আগেও লুকাননি।
জামাতের রিপ্রেজেন্টেটিভ ব্যারিষ্টার মইনুল মাসুদা ভাট্টির হাতে থাপ্পোর খেয়ে জেলে যাওয়ার পর সবাই ডা. কামালকে মইনুলের পক্ষে কিছু বলার জন্য বিম্পি-জামাত অনেক কাকুতিমিনতি করেছিল, কিন্তু ডা. কামাল তেমন কিছুই বলেন নি।
যে কারনে তাকে 'কাউয়ার্ড' আখ্যাইত করেছিল জাফরুল্লা-মইনুল। এত মাস পার হল, নির্বাচন পর্যন্ত শেষ হয়ে গেল, মইনুলের জন্য কেউ কিছু বলে না, বেচারা এখনো জেলের ঘানি টানতেছে।


মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

ভাবুক কবি বলেছেন: রাজনীতির খেলায় কতকিছু দেখবো এই জনমে। অপেক্ষা অনেক উত্তরের।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাতকে নিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার কিভাবে সম্ভব?
জামাত দলটি কখনোই গনতান্ত্রিক ছিলনা। ওদের গঠনতন্ত্রে গনতন্ত্র নেই। ছিলওনা।

জামাতি গঠনতন্ত্রে রাষ্ট্রের মালিক জনগন নয়, মালিক আল্লাহ। তথা আল্লার প্রতিনিধি জামাতের আমির।
নামকাওয়াস্তে নির্বাচন হবে কিন্তু সৌদি বাদশার মত কথিত আল্লার নামে রাষ্ট্রের মালিক হবে জামাতের আমির বা ইরানের মত আয়াতুল্লা। আয়াত্তুল্লা বা বাদশা পদটা চীরস্থায়ী ।
গনতন্ত্র তখন ঘনতন্ত্র , এর নাম জামাতি গনতন্ত্র।

তত্তাবধায়ক আমলে জামাত মুচলেকা দিয়ে নির্বাচনে এসেছিল। শর্ত ছিল ৬ মাসের ভেতর আমিরতন্ত্র ভিত্তিক গঠনতন্ত্র সংসোধন করবে, নতুবা নিবন্ধন বাতিল।
ফ্যাসিস্ট জামাত নিবন্ধন বাতিল পর্যন্ত মেনে নিয়েছে তবুও ফ্যাসিষ্ট আদর্শ বিসর্জন দেয় নি।
এরা একবার ক্ষমতায় আসতে পারলে প্রকৃত সৌদি গনতন্ত্র দেখাইয়া দিবে।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

নাইম রাজ বলেছেন: এখনো হয়ত আরো অনেক কিছু দেখার বাকি আছে সামনে ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: আসলে মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না।
পরে বুঝে। অবশ্য ভুল বুঝতে পারাটা ভালোর লক্ষন।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত বিএনপি একি মায়ের পেটের দুই ভাই।
এদের গুরু জিয়া ক্ষমতা দখল করে প্রথম কাজই ছিল পলাতক জামাতিদের পাকিস্তান থেকে ফিরিয়ে এনে ব্যাবসাপাতি দিয়ে প্রতিষ্ঠিত করা।
জামাত-শিবির বিএনপির মাঝেই লুকিয়ে থাকবে। আগে যেভাবে থাকতো পাকি হানাদারদের সাথে সংগবদ্ধ হয়ে।
কারণ তাদের উদ্দেশ্য এখনো হাছিল হয়নি।
তাদের ৫৬ হাজার বগ'মাইল জ্বালিয়ে তাদের নিজস্য ফ্যাসিষ্ট রাজতন্ত্র/আমিরতন্ত্র কায়েম না হওয়া পর্যন্ত।
চোরাগোপ্তা হামলা, বোমা মেরে হত্যা এখন তারা বিএনপির নাম দিয়েই করবে। তারা টাগে'ট নিয়েই থাকে সবসময় সুযোগ পেলে যে কোন সময়ই গুপ্ত হত্যা মিশন চালাবে। বিভিন্ন রকম গুজব উঠিয়ে তারা ভবিষ্যতে অনেক কিছুই করবে।
নীতি এবং কমিটমেন্ট বিহীন বিম্পি, অতিমাত্রায় জামাত নির্ভরশীলতা, ভীরু নেতাদের নেতৃত্ব জামাতি লেজুরিবৃত্তি আর সুবিধাবাদের রাজনীতির জন্য বিএনপি আজ না আছে সংসদে, না আছে রাজপথে !!

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

শিমুল_মাহমুদ বলেছেন: কামাল সাহেবের মিশন সাকসেসফুল, উনাকে হাসিনা আপাই পাঠিয়েছিলেন বিএনপিকে নির্বাচনে আনার জন্য।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

বাংলার মেলা বলেছেন: ভাবটা এমন যেন জামাত ছিল বলেই সরকার এরকম বাঁশটা পেছনে দিয়েছে। জামাতকে সাথে না নিলে আদর করে কোলে তুলে সিংহাসনে বসিয়ে দিত।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

অক্পটে বলেছেন: কামাল সাহেব সাকসেস হয়েছেন। হাসিনার এই খেলাটা একেবারে রাজকীয়। বিএনপিকে ভোটে এনে অবৈধকে বৈধতা দেয়ার বিষয়টার সুরাহা হলো।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

কবির১২০৩ বলেছেন: ড:কামালে হোসেনে কথা কোনো গ্রহনযোগ্য নেই।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ড:কামালে হোসেনে কথা জামাতিদের কাছে কোনো গ্রহনযোগ্যতা নেই, সত্য কথা।


আপনি তো আপনার পোষ্টে আমার সহ কোন কমেন্টেরই জবাব দেন নি।


জামাতের সাথে চরমনাইয়ের মত অন্যান্ন ইসলামি দলের মত ভাবা ভুল।
জামাত একমাত্র আন্তর্জাতিক মাফিয়া ডাকাত দলের সাথে তুলনিয়।

জামাতিরা একসময় বাড়িতে বাড়িতে কোরবানির চামড়া সংগ্রহ, ভিক্কা করে চললেও
২০০৬ এর হিসাবে জামাতিরা দেশের ৬৩ ভাগ বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠানের মালিক। প্রতিটি জামাত নেতা কোটিপতি, জিয়া ও এরশাদের ২১ বছর একটানা আশির্বাদে।

লাহোর এদের হেডকোয়াটার, লন্ডন নিউইয়র্কেও বহু অর্থনৈতিক প্রতিষ্ঠান, একাধিক টিভি স্টেশনের মালিক। এরা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে লবিষ্ট নিয়োগ করতে পারে, মাইলামদের, কংরেস/সিনেট সদস্য কিনে ফেলতে পারে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

জাহিদ হাসান বলেছেন: জামাত ও হেফাজতকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক। বিএনপি ও আওমীলীগ উভয়েরই উচিত এদের পরিত্যাগ করা। এরা হল এই দেশের উন্নয়ন ও প্রগতির সবচেয়ে বড় শত্রু। এরা ধর্মব্যবসায়ী।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাতের নিবন্ধন ইতিমধ্যেই বাতল হয়েছে, বাকিটাও হবে।
হেফাজতকে পিটিয়ে কানে ধরিয়ে তৌবা করানো হয়েছিল ২০১৩ সালেই।
বর্তমানে নেতাদের ঘুষ দিয়ে ভৃত্য বানিয়ে রাখা হয়েছে।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

হাবিব বলেছেন: জামাতকে রাজনীতিতে পুনর্বাসনকারীদের সাথে ঐক্য করাও ভুল

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪

অক্পটে বলেছেন: সরকার জনগণের মেন্ডেট নিতে ভয় পেল কেন? জামায়াত কি আওয়ামী লীগ থেকে খারাপ?

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
জনগণের মেন্ডেটে তো আপনারা বিশ্বাসি না।
তবে আগের মেন্ডেটগুলো দেখতে পারেন।

বাংলাদেশের সর্বকালের ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন ছিল ২০০৮ এ,
দেড়কোটি ভুয়া ভোটার বাদদিয়ে ছবি ও আঙ্গুলের ছাপ সহ নতুন ভোটার তালিকা ও এনআইডি, নিখুত নির্বাচন।
সেই নির্বাচনে বিএনপি পেল মাত্র ৩০টি। নাটের গুরু যুদ্ধাপরাধী নিজামি-মুজাহিদ অনেক সুবিধা নিয়েও দলটি শুন্য আসন পেয়ে ভেসে বংগপসাগরে চলেগেছিল।
আওয়ামী লীগ জোট (জাতীয় পার্টি ছাড়া) আসন পেয়েছিলো ২৩০টি। ভোট প্রদানের হার ছিল ৮৭.১৩%।

আর এবার ব্যাপক বিশাল প্রস্তুতি নিয়ে ব্যাপক একতরফা সুবিধা পেয়ে আওয়ামীলীগ ২৫৭টি।
এবার বিম্পি ২০০৮ এর চেয়ে অনেক বিপর্যস্ত। কামালের ইন্ডিয়ান এক্সপ্রেসে নেতিবাচক উক্তি, নির্বাচনের আগেই হাল ছেড়ে দেয়া, এজেন্ট, কর্মি তো দূরের কথা, প্রার্থি নিজেই উপস্থিত ছিলনা। বিধ্বস্ত লেজেগোববে অবস্থায় বিম্পি।
আগেরবারের চেয়ে এই বিপর্যস্ত বিম্পি মাত্র ২৩টি আসন কম পেয়েছে। খুব অবাক হওয়ার কিছু আছে?

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

অক্পটে বলেছেন: নিজের আচলের তলায় রাজাকার রেখে বিএনপিকে জ্ঞান দেয়া হচ্ছে জামায়াত ছাড়তে, ধরলাম জামায়াত ছাড়ল। এরপর ওরা বলবে বিএনপি ছাড়। ওরা চায় আজীবন অবৈধতাকে আকড়ে ধরে বেঁচে থাকতে। আওয়ামীলীগের একটা ফেয়ার ইলেকশান করার মোরোদ নেই চুরি ছাড়া কোন উপায় নেই সিন্দাবাদের ভুতের মতো চেপে আছে জাতির ঘাড়ে। ওরাই আবার ঘন বলছে। চুরি করা রাজ পেয়ে আশকারা অনেক বড় হয়েছে আ.লীগের।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: গণফোরামকে হাড্ডি দেয়া হয়েছে, আশা করি ডঃ কামাল সাহেব হাড্ডি চিবিয়ে চাপা শক্ত করবেন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.