নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
১৯৫ জন পাকি (সেনা যুদ্ধপরাধি) ছেড়ে দেয়া হলে রেডক্রসের বিমানে পাকিস্তানে ফিরে যায়।
এরা জেনেভা কনভেনশনের কথা বলে ভারতীয় পাইলটকে মুক্তি দিয়েছে ?
১৯৭১ এ যুদ্ধ শেষে বন্দি শিবিরে ৪ লাখ বাংগালী আটকে রেখেছিল দির্ঘ ৩ বছর, তখন কোথায় ছিল জেনেভা কনভেনশন?
১৯৭১ এ ধৃত ৯০হাজার পাকিসৈন্য কিছুদিনের মধ্যেই ছেড়ে দেয়া হলেও পাকিস্তানে প্রায় ৪লাখ আটক বাংগালীর (সেনা, পুলিশ, সরকারি স্টাফ, ছোট বড় দোকানদার ব্যাবসায়ী সকল সম্পদ ক্রোক করে জেনেভা কনভেনশনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে বন্দি শিবিরে আটকে রেখেছিল দির্ঘ ৩ বছর। যুদ্ধ ইতিহাসে এত বিপুল সংখক বেসামরিক এত দীর্ঘ সময় বন্দি করে রাখা নজিরবীহিন।
নিরুপায় বাংলাদেশ ১৯৭৩ এ ১৯৫ জন পাকি (সেনা যুদ্ধপরাধি) কে ছেড়ে না দেয়া পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি।
১৯৭৪ এ তাদের ছাড়া হয়।
বিস্তারিত জানতে এই লেখাটি পড়ুন - view this link
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:০০
হাসান কালবৈশাখী বলেছেন: পাকি-ভারত যা খুশি করুক, আমার কি?
আমার কিছুই না। কিন্তু যে হারে হাজারে হাজারে পাকি বন্দনামুলক পোষ্ট আসা শুরু হল , তাই ভাবলাম পুর্ব ইতিহাস কিছু জানা উচিত।
৭১এ আমাদের পররাষ্ট্রনীতিতে দুর্বলতা খোজা বোকামি।
ধ্বংশস্তুপের ভেতর দেশটা মাত্র স্বাধীন হল, বুদ্ধিজীবিওদের লাশের স্তুপ, শুন্য রাজকোষ, মুজিব তখনো আটক,
পেটে নাই ভাত! এর ভেতর পররাষ্ট্রনীতিতে দুর্বলতা খোজাখুজি?
ক্ষতিপূরণ তো ৪৬ বছর .. আজও আদায় করা সম্ভব হয় নি।
যুদ্ধ শেষে জেনেভা কনভেনশন অনুযায়ী উভয় দেশের বেসামরিক নাগরিক দের ছেড়ে দেওয়ার কথা, সে অনুযায়ি বাংলাদেশ অবিলম্বেই বেসামরিক নাগরিক (সামরিকদের পরিবার পরিজন সহ) ছেড়ে দেয়।
পরবর্তিতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ জন অফিসার-সৈনিক বাদে বাকি ৯৩ হাজার সৈন্য ছেড়ে দেয়া হয়।
কিন্তু বর্বর পাকিস্তানিরা তাদের ১৯৫ জন যুদ্ধাপরাধ অভিযুক্ত সৈন্য ফেরত না আসা পর্যন্ত কোন বাঙ্গালিকে ছাড়া হবেনা বলে হুংকার দেয়।
কিন্তু আবার এদিকে আটক ভারতীয়দের ছেড়ে দেয় পাকিরা। পশ্চীম ফ্রন্ট এ পশ্চিম পাকিস্তানে আটক ভারতীয় সৈন্য এবং বিধ্বস্ত বিমান পাইলট সহ সকল ভারতীয় দের দ্রুতই ছেড়ে দেওয়া হয়।
কিন্তু বাংগালীসেনা বা বেসামরিক কাউকেই ছাড়েনি।
পাকিস্তানে চাকুরিরত বাংগালী ২০ হাজার সেনাসদস্য, নৌ ও বিমান বাহিনী, আধাসামরিক রেঞ্জার্স শিমান্তরক্ষী এবং পুলিশ সদস্য। এছাড়া সরকারি-আধাসরকারি সংস্থায় চাকুরিরিত ১৫-২০ হাজার কর্মকর্তা-কর্মচারি, ছাত্র। দোকান, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অগনিত বাঙ্গালি সহ মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার বাঙ্গালি পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। এদের অনেকেই দির্ঘদিন স্থায়ীভাবে বসবাস করছিল।
এই চার লাখ হতভাগ্য বাঙ্গালিদের ৭১ সাল থেকে ৭৪ সাল পর্যন্ত পাকিস্তানে প্রায় তিন বছর যাবত যুদ্ধবন্দির মত জিম্মি করে রাখা হয়েছিল এই ১৯৫ জন পাকি যুদ্ধাপরাধির বিপরিতে।
২| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
এখন পাকিস্তানে কি পরিমাণ বাংগালী কাজ করছে?
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীর এমন কোন দেশ নাই যে বাংগালী নেই।
বাংলাদেশ পৃথিবীর সবচাইতে ঘনবসতি দেশ, প্রাকৃতিক কারনেই দেশ ছাড়ার প্রবনতা।
৭১ এর পর খাদ্যভাব ও বিভিন্ন কারনে ভারতে ৫ -১০ লাখ, ভারতের ভেতর দিয়ে পাকিস্তানে ১ লাখের মত গেছে।
৩| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
মাহমুদুর রহমান বলেছেন: একটা মুক্তিযুদ্ধ অন্যটা স্বাধীনদুদেশের মধ্যে যুদ্ধ।পার্থক্য রয়েছে।আজ যদি পাকিস্তানের সাথে আমাদের বর্ডার থাকতো তাহলে কাশ্মীরীদের মতো অবস্থা আমাদের ও হতো।আলহা'মদুল্লিলাহ আমরা স্বাধীন হয়েছি।
তবে কেন জানি মনে হচ্ছে আমরা আজও পরাধীন। ভারত যে আচরন করছে,সীমান্তে মানুষ হত্যা করছে নির্যাতন করছে এটা সতিই আমাকে ভাবায়।
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
চাঁদগাজী আপনার একটি পোষ্টে মন্তব্য করেছেন
চাঁদগাজী বলেছেন: আপনি অনেক কিছুই মনে করেন, আপনাকে পাকিস্তানী নাগরিক বলে মনে হয়।
৪| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: এত পুরান প্যাচাল। আজ কেন?
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
সঙ্গত কারনেই পুরান প্যাচাল।
এক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেয়া হলে প্রথমআলো পত্রিকা যে হারে পাকি বন্দনামুলক হেডলাইন করছে
আর সোসাল মিডিয়ার কথা আর কি বলবো, ইমরানরে নুবেল দিতে কয়।
তাই ভাবলাম পাকিদের পুর্ব ইতিহাস কিছু জানা উচিত।
৫| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: এত পুরান প্যাচাল। আজ কেন?
৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১২:০৮
মাহমুদুর রহমান বলেছেন: যার যার চিন্তাভাবনা। আপনারও কি তাই মনে হয়?
০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
যার যার চিন্তাভাবনা।
বাট রিসেন্ট পাকি-ভারত দ্বন্দে বাংলাদেশে একদল বাংপাকি ল্যাঞ্জা ভালমতই আউট হচ্ছে।
৭| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪০
গরল বলেছেন: কথায় আছে না - শক্তের ভক্ত নরমের যম
৮| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩০
মাগুরগিয়াসাইবারফোর্স বলেছেন: পোচা পসট
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাক-ভারত যা খুশি করুক, আমার কি!
৭১এ আমাদের পররাষ্ট্রনীতিতে দুর্বলতা ছিল। ৯৩হাজার পাকি সেনাদের এমনিতে ছেড়ে না দিলেও চলতো। ওই সালাদের কাছ থেকে কিছু ক্ষতিপূরণ তো আদায় করা যেত, নাকি???