নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

আজ ঐতিহাসিক ৭ মার্চ

০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪

আজ ঐতিহাসিক ৭ মার্চ,

আজ এই দিনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান :---

বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের অনন্যসাধারণ ও অবিস্মরণীয় একটি দিন। দীর্ঘ আপসহীন আন্দোলনের একপর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।





পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারি কয়েকটি ভাষনের অন্যতম সেরা ভাষণ -
১৯৭১ মার্চে এক উত্তাল বিকেলে একটি জাতিকে স্বপ্ন দেখিয়েছিল.!

তোমাদের কাছে আমার অনুরোধ রইল,-
প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে,
এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে।

সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবে না।
প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়,প্রত্যেক মহল্লায়
আওয়ামীলীগের নেতৃত্তে সংগ্রাম পরিষদ গড়ে তোল।
আমি যদি হুকুম দিবার নাও পারি,
তোমাদের যার যাকিছু আছে,তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো।
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবুও এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ্।
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাঙলা।

সেই ডাকে প্রাণ বাজি রেখেছিল বাংলার সাধারণ কিন্তু ভীষণ সাহসী সন্তানরা।
তাঁর স্বাধীনতার ডাক ও সশস্ত্র সংগ্রামের প্রস্তুতির নির্দেশে পাল্টে যায় সারা দেশের চিত্র।

আর যদি একটা গুলি চলে -
২৫ মার্চ কালোরাতে প্রথম গুলিটি ফায়ার হওয়ার সাথে সাথে আর কারো নির্দেশের দরকার হয়নি।

৭ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ - এখানে

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪১

তারেক_মাহমুদ বলেছেন: আজকের এইদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা, যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম। নেতা তোমায় স্যালুট।

আপনাকে ধন্যবাদ হাসান ভাই এই মহান নেতাকে নিয়ে লেখার জন্য।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ তারেক_মাহমুদ

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা, যার জন্ম না হলেও হয়তো আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম। তবে অনেক দেরি হত।

হত্যাকারিরাও আমাদের সামাজিক ও ইকোনমিক উত্থান পিছিয়ে দিয়েছে।
১৫ই আগষ্ট ১৯৭৫ পর দির্ঘ ২১ বছর টিভি বা রেডিওতে বঙ্গবন্ধু নামটি একবারও উচ্চারিত হয় নি।
৭ই মার্চের ভাষন তো দুরের কথা, ৭ই মার্চের ঘটনাবলিও স্মরন করা হত না।

২| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জয় বাংলা!!


জয় বাংলা!!

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইতিমধ্যেই ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা-– ইউনেসকো।
এতদিন যে ভাষণ ছিল বাঙালির জাগরণ ও আত্মপ্রত্যয়ের বাণী, এখন তা বিশ্বসম্পদ।

৩| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড


জয় বাংলা :)

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত "জয় বাংলা" স্লোগানটি সার্বজনিন ছিল।
সবাই বলতো সব দল সব পক্ষই কোন হ্যাসিটেশন ছাড়াই বলতো।
জিয়াউররহমান পর্যন্ত অটোগ্রাফ দিলে "জয় বাংলা" শব্দটি আগে লিখতো তারপর সাইন করত।

কিন্তু ১৫ই আগষ্ট ১৯৭৫ পর দির্ঘ ২১ বছর টিভি বা রেডিওতে 'বঙ্গবন্ধু' বা 'জয় বাংলা' শব্দটি একবারও উচ্চারিত হয় নি।
প্রায় দুইযুগ ধারাবাহিক অপপ্রচারে 'জয় বাংলা' কে সার্বজনিন করতে পারেনি ক্ষমতায় এসে আওয়ামীলীগও।
২০১৩ শাহাবাগ গণজাগরন "জয় বাংলা" স্লোগানটি অনেকটা সার্বজনিন ও জনপ্রিয় করতে পেরেছিল।

৪| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু।

০৮ ই মার্চ, ২০১৯ ভোর ৪:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
সত্যই। বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু।
সেদিন রেসকোর্স ময়দানে লক্ষ জনতা মিছিল রেসকোর্সের দিকে যাচ্ছিল।
আমি তখন খুবই ছোট, তবে অনেক কিছু এখনো মনে আছে।

সবাই উত্তেজিত হয়ে বসেছিল মুজিব স্বাধীনতা ঘোষনা করবেন, ডাকসু ছাত্রলীগ ইতিমধ্যেই স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে স্বাধীনতার জন্য বদ্ধপরিকর ...... আমি হাতিরপুলের কাছে দেখলাম মিছিলে বহু মানুষের হাতে বৈঠা-লাঠি। আমি ছোট থাকলেও সেই জনতার অভিব্যক্তি চোখমুখের ভাষা অনুধাবন করতে ভুল করিনি। …. সেই উত্তপ্ত পরিস্থিতিতে সবাই ধরে নিয়েছিল মুজিব স্বাধীনতা ঘোষনা করবেন।

এছাড়াও সেদিন মুজিব সরাসরি স্বাধীনতা ঘোষনা করেন কিনা বিদেশী সংবাদমাধ্যম উৎসুক হয়েছিল।
এপি, রয়টারস, ইউপিআই, এনবিসি, সিবিএস, এবিসি নিউজ, টাইম, নিউইয়োর্ক টাইমস, টেলিগ্রাফ ইত্যাদির শতাধিক সাদাচামড়া সাংবাদিক ইন্টারকনের লবি সাদা করে ফেলেছিল। তারা ঐদিন রেসকোর্সে উপস্থিত ছিলেন। তারা পুরো ভাষন রেকর্ড করেছিলেন অনেকের হাতে ভারি ফিল্মি ক্যামেরাও দেখেছি। সম্পুর্ন ভাষন বিবিসি আর্কাইভে এখনো সংরক্ষিত আছে। নিউইয়র্ক টাইমস ও অনান্য বিদেশী পত্রিকায় মুজিবের মুল বক্তব্য ফলাও করে পরদিন প্রকাশিত হয়েছিল।

৫| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১:১৫

মাগুরগিয়াসাইবারফোর্স বলেছেন: ভাল পুসট

০৯ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৫

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.