নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
বাসগুলোকে ফ্রাঞ্চাইজি করে ৬টি বাস কোম্পানিতে পরিণিত করা হচ্ছে।
হলেও খুব একটা লাভ হবে না।
কারনটা ট্রাফিক জ্যাম। দরকার পৃথক বাস লেন।
দেখি গাড়ী বাস সবই থেমেই থাকে। অল্প একটু চলে আবার থেমে থাকে। জ্যাম।
পৃথক বাস লেন থাকলে অন্তত একটি শ্রেনির গাড়ী (পাবলিক ট্রান্সপোর্ট বাস) গতি বাড়বে। জটে পড়বে না।
আমেরিকার শহরগুলোতে মাঝে মাঝে বাংলাদেশের চেয়েও বড় জ্যাম হয়, কিন্তু পৃথক লেন থাকায় বাস সার্ভিস জ্যামে পড়ে না।
ঢাকায় সিটি বাস সার্ভিস ৬টি কোম্পানিকে দেয়ার এত ইচ্ছা থাকলে দেক। কিন্তু বাসগুলো লেন ভিত্তিক চলার ব্যাবস্থা করুক।
আর বাসগুলো অবস্যই বড় দোতালা বাস হতে হবে।
ছোট ও মিনিবাস ঢাকায় নিষিদ্ধ করতে হবে। এই বাসগুলোই বেপরোয়া প্রতিযোগিতা, অকারন ওভারটেক আর এলোপাথারি চলে।
দোতালা বাস এভাবে বেপরোয়া চলতে পারবে না।
বাসগুলো অবস্যই বড় দোতালা বাস হতে হবে, বিআরটিসিকেও ৬টি বাস কোম্পানির ভেতর রাখতে হবে।
আমেরিকার মতো দেশেও নগর পরিবহন ১০০% সরকারি, সেবামুলক, অলাভজনক।
বেশিরিভাগ নগরের পাবলিক ট্রান্সপোর্ট যাকে ট্রানজিট বলে ডাকা হয় সেটা সিটি কর্পোরেশনের আওতায় শতকরা একশতভাগ সরকারি। সরকার মানে সিটির সরকার, ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সরকার না, স্টেটের সরকারও না। সিটি অথারিটি সিটির মেয়র দায়বদ্ধ। সেই ট্রানজিট সিস্টেমে বাস তো থাকেই, মেট্র রেলও থাকে, জমি-আকাশ-পাতাল সব রেল সিটির মালিকানা। শহরের জমির মালিক বড় শহরের বেলায় সিটি কর্পোরেশন আর ছোট শহরের বেলায় টাউন।
অলাভজনক তাই প্রাইভেট সেক্টর এই কাজ করতে পারলে সবার আগে মার্কিন দেশেই সেটা হতো।
বাংলাদেশ এক আজব দেশ, এত দুর্বল সিটি সরকার সেজন্য সিটির হাতে পাবলিক ট্রান্সপোর্ট নেই। সিটির হাতে পানি, সুয়ারেজ, স্টর্ম সুয়ারেজ, ভূমির মালিকানা, কিছুই নেই। রাস্তার বাল্ব পরিবর্তন, মশা মারে, আর রাস্তা ঝাড়ু দেয় মাত্র।
তবে ৬ বাস কোম্পানি বা যাই হোক, দোতালা বাস হোক। হোক পৃথক বাস লেন।
বাস লেন ও যানজট কমাতে এবং এই ব্যাপারে বিস্তারিত জানতে ছবি সহ আমার আগের লেখাটি পড়ুন।
নাগরিক চলাচল ভোগান্তি কমাতে আমার নিজস্য কিছু ভাবনা
২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ঢাকা বিকেন্দ্রিকরন করা দরকার অবস্যই। তবে সময় দরকার।
আপাতত সচিবালয়, বাংলাদেশব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের হেডকোয়াটার ঢাকার বাইরে সরিয়ে নিলে অনেকটা চাপ কমে যাবে।
পৃথিবীর কোথাও শহরের ভেতর ক্যান্টনমেন্ট নেই, আর পিলখানা বর্ডার গার্ড বাহিনী বর্ডার ছেড়ে ঢাকার মাঝখানে কি কাম?
সামরিক বাহিনী ঢাকা ক্যান্টনমেন্ট ও পিলখানা খালী করে দিলে রাজধানীর সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেখানে পরিকল্পিত ভাবে ভাড়া দিয়ে সরিয়ে নিলে ঢাকা শহর অনেকটাই হালকা হয়ে যাবে। পর্যাপ্ত যায়গা পেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন হবে। আওয়ামী সরকারের সেই সাহস হবে কিনা সেটা চিন্তার বিষয়।
তবে দেশের স্বার্থে সব মহল থেকে চাপ দিয়ে এ ব্যাপারটাতে অগ্রসর হওয়া উচিত।
২| ২১ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি যদি আমেরিকার যাতায়াত ব্যবস্থা নিয়ে একটি পোস্ট দিতে তাহলে কিছু শিখতে পারতাম। আমাদের শেখা দরকার। আমরা অনেকেই শিখতে চাই না।
২২ শে মার্চ, ২০১৯ রাত ১:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
নিউইয়র্ক লসএঞ্জেলসের মত বড় শহর গুলো বাদে অন্যান্ন এলাকায় প্রধান বাহন গাড়ী, নিজস্য গাড়ী।
আমেরিকার যাতায়াত ব্যবস্থা নিয়ে বিস্তারিত একটি পোস্ট দিবো একসময়।
৩| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩৫
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ একটা গরীব দেশ। এই দেশের সাথে আমেরিকার সাথে মিলালে হবে?
পৃথক লেন করার মতো প্রশস্ত রাস্তা ঢাকা শহরের নেই।
২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথক লেন করার মতো প্রশস্ত রাস্তা ঢাকা শহরের নেই?
অবস্যই আছে। সেই লেনের যায়গা গাড়ীওয়ালারা অবৈধভাবে পার্কিং করে দখল করে রাখে। রাস্তার উপর বসা হকার, মুরগীওয়ালা মাছওয়ালাদের উঠিয়ে দিলে এমনিতেই বাস লেনের যায়গা হয়ে যায়। বাস থামার যায়গা বাস স্ট্যান্ডেরও সমস্যা হওয়ার কথা না।
৪| ২১ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সদিচ্ছা থাকলে এখনও সম্ভব ঢাকার যানজটকে সহনীয় পর্যায়ে রাখা। আমি বুঝলাম না, সরকারের চেয়ে কীভাবে শক্তিশালী হয় বাস মালিক, সুবিধাভোগী নেতা, এমপি রা?
২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
সরকারের চেয়ে কীভাবে শক্তিশালী হয় বাস মালিক, সুবিধাভোগী নেতা, এমপি রা?
সরকার পারেনা এমন কোন কাজ নাই।
মাত্র একটি ঘোষনা দিয়ে ঢাকা শহরের ১০ হাজার টুস্ট্রোক বেবিট্যাক্সি উচ্ছেদ করে দিতে পেরেছিল।
সদিচ্ছা থাকলে এটাও পারবে।
৫| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৭
আমি মুক্তা বলেছেন: সদিচ্ছা এবং সঠিক তত্ত্বাবধান থাকলে এটা কোন ব্যাপারই নয়। ১০০% সহমত পোষ্টে।
২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
একদম সঠিক কথা বলেছেন।
সদিচ্ছা এবং সঠিক তত্ত্বাবধান থাকলে এটা কোন ব্যাপারই নয়। কোন ব্যায়বহুলও নয়। শুধু সড়কের বাম ঘেষে ৮ফুট রেখে একটা সাদা দাগ দেয়া। এরপর ক্যামেরা মনিটরিং।
বাস চালাবে অন্যরা। বাসের মালিক পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) ও বিআরটিসি।
ক্যামেরা মনিটরিং। আউটসোর্সিং করে করাই ভাল হবে। নইলে এই বালের ক্যামেরা কিনতে দেড় হাজারের ক্যামেরা ২৫ হাজারে কিনে দুর্নিতি করবে, আবার দুদিন পর নষ্ট।
এমনভাবে 'টার্নকি টেন্ডার' করতে হবে, ক্যামেরা কেনা লাগানো, মেইটেনেন্স, রিপ্লেস যা যা লাগে সকল দায়িত্ত ঠিকাদারের। যাতে একটা ক্যামেরা বন্ধ হলে রিপ্লেস করতে দেরি হলে প্রতি মিনিটে ১ হাজার টাকা জরিমানা।
সিটি ট্রাফিক অথারিটি শুধু সকল ফুটেজ সংরক্ষন করবে।
৬| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: ভাই এদেশ এমন একটি দেশ যেখানে জিনিস পত্রের দাম একবার বাড়লে তা আর কমে না তাহলে আইন যা একবার ভঙ্গ হয়েছে তা পুনরায় তার অবস্থানে ফিরে আসবে বলে মনে হয় না আমার।
আল্লাহ সবাইকে হেফাযত করুন।
৭| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
আকতার আর হোসাইন বলেছেন: আমি বাস চাপায় মরতে চাই, আমার নামে ব্রিজ হবে।
৮| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
ইনাম আহমদ বলেছেন: সব ডাবল ডেকার? ইহা বঙ্গদেশ, ইংল্যান্ড নহে।
আর ডাবল ডেকার চালানো সাধারণ বাসের চেয়ে বেশী হ্যাঁপা। শিখাবে কে? ওই দায়িত্বও সরকারের ওপরেই ফেলার প্ল্যান করছেন?
২২ শে মার্চ, ২০১৯ রাত ১২:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
জ্ঞ্যানি মানুষ, কি বলেন?
ডাবল ডেকার চালানো কঠিন বা হ্যাঁপা হবে কেন?
ঢাকা শহরে একটানা ৬০ বছর জাবত ডাবল ডেকার বাস চলছে। গাড়ী চালানো বাস চালানো শেখা কি খুব কঠিন?
আমেরিকা-কানাডার বেশিরভাগ স্কুল বাস, ফেডেক্স, ইউপিএস ডেলিভারির বিশাল বিশাল ট্রাক মহিলারা চালায়। স্কুল বাসের ড্রাইভার এদের কয়েকজন বাংগালি মহিলা।
সিটি বাস সার্ভিসের বড় বড় বাসেও মহিলা ড্রাইভার দেখেছি।
৯| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: দোতালা বাস এবং পৃথক লেন দরকার। আপনার কথাগুলোর সাথে সহমত। সরকার চাইলে সবই সম্ভব কিন্তু তারা সমস্যার সমাধান চায় না। কারণ তাহলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। এইতো কিছুদিন আগে রাস্তার ফুটপাতে টাইলস বসানো হলো আর দুইদিন আগে দেখলাম, একটা কলাম উঠিয়ে ফেলেছে...... তাহলে প্রশ্ন, আগে কেন কাজটি করে পরে টাইলস বসানো হলো না.....!!
১০| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৭
তীর্থক বলেছেন: এই ব্যক্তি ত অন্যদের পোষ্টে যেয়ে না পড়েই নিজের মত কমেন্ট করে উজবুকের মত!
২২ শে মার্চ, ২০১৯ রাত ১:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
অজাচিত ভাবে কাউকে উজবুক বলাটা কোন ধরনের ভদ্রতা?
অন্যদের পোষ্টে যেয়ে না পড়েই?
আপনার বালপোষ্ট পড়ার কি আছে, পোষ্ট ওপেন না করেই তো পুরো পোষ্ট দেখা যাচ্ছিল।
আপনার পোষ্টটি ছিল মাত্র দেড় লাইনের, ইমো সহ মাত্র দেড় লাইন।
এই দেড় আঙ্গুলের পোষ্টে ৩ বার ছিল পাকিস্তানের নাম, ১ বার ছিল বাংলাদেশের নাম।
আপনার পাকি বন্দনামুলক দেড় লাইনের প্রতিবাদে আমি মাত্র ৩ লাইন লিখেছি, এতেই আপনার গা জালা শুরু হয়ে উজবুক-ফুজুবুক বলা শুরু ...
১১| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ৩:২৯
তীর্থক বলেছেন: হা হা হা! যে ব্যক্তির মুখের ভাষা এত সুন্দর তার মনটা না জানি কত সুন্দর তা অজাচিত ভাবে কাউকে পাকিস্তানে চলে যেতে বলাটা কোন ধরনের ভদ্রতা গুরু
পাকিস্তানের নাম ৩ বার ছিল তাই আমাকে পাকিস্তানে যেতে হবে? আপনি ত দাদু একটা খনি তা দাদু পাকিস্তানের নাম ৩ বার কোথায় পেলেন একটু বলবেন কি? আমার জানা মতে পাকিস্তানের নাম ২ বার ছিল! নিজেই প্রমান করলেন যে পোষ্ট না পড়ে উজবুকের মত কমেন্ট করেছেন )
আমার পোষ্টে পাকিস্তানের বন্দনা ছিল? আসলে দাদু ভারতের জুতার তলা চাটতে চাটতে আপনাদের জ্বীহবার ছাল এমনভাবে উঠে গেছে যে ভারতের বিরুদ্ধে কিছু বললেই জ্বীহবায় ঝাল লেগে যায় আর আবোল তাবোল বলা শুরু হয়ে যায়। দালালি করতে ইচ্ছা করলে দুরে যেয়ে করেন, আমার পোষ্টে দালাল আর রাজাকারদের কোন জায়গা নাই।
লেখাটা ভারতের বিরুদ্ধে ছিল! আপনার যেহেটু গায়ে লেগেছে আপনাকে কি তাহলে পাকিস্তান চলে যেতে বলব
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৯ ভোর ৫:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, দেশে প্রয়োজনের চেয়ে অনেক বেশী মানুষ। আপনার প্রস্তাব ঠিক আছে।
তবে আমার নিজের একটি প্রস্তাব হচ্ছে- ঢাকা কেন্দ্রিক বাদ দেয়া দরকার। সব কিছু ঢাকায় হতে হবে এটার কোন মানে নেই।
আর সব মানুষকেই কেন ঢাকায় থাকতে হবে?
সুযোগ সুবিধা সারা দেশে সম্প্রসারণ করা দরকরা।