![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা খরচ করে ফালতু বিদেশী চ্যানেল এনে দেখানোর কোন মানে হয় না।
আবার দেশের বৈদেশিক মুদ্রা (প্রতি বছর হাজার কোটি ডলার) খরচ করে এসব ফালতু বিদেশী তথা ভারতীয় চ্যানেলে দেশী বিজ্ঞাপন প্রচার করা মুর্খ বিলাসিতা।
দুটি বিজ্ঞাপনি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ যথেষ্ঠ নয়। যে সব কম্পানীর বিজ্ঞাপন সেসব কম্পানীকেও কঠিন জরিমানা করতে হবে।
পৃথিবীর প্রতিটি দেশ নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের প্রডাক্টকে সুরক্ষা দেয়।
ইন্দোনেশীয়া ও মালয়েশীয়া পাশাপাশী দেশ, প্রায় একই ভাষা হওয়া সত্তেও ইন্দোনেশীও চ্যানেল মালয়েশীয়া দেখায় না,
মালয়েশীও চ্যানেলও ইন্দোনেশীয়ায় নেই। বিজ্ঞাপন তো আরো দূরের ব্যাপার।
বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের সিদ্ধান্তে কঠোর থাকবে, বলেছে সরকার।
সরকার সম্প্রতি টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘন করে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করায় দুটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
পৃথিবীর প্রতিটি দেশ নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের প্রডাক্টকে সুরক্ষা দেয়।
কিন্তু দেখবেন, আমাদের আদালত দিবে উলটে। কেউ একটা রিট করলেই
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১১:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
চার-পাচ বছর আগে হিন্দি চ্যানেলগুলো একবার বন্ধ হয়েছিল।
কিন্তু আদালতের রুলে সেই প্রচেষ্ঠা ভেস্তে গেছিল
ভারতীয় ফালতু সিরিয়ালগুলো বিশেষ করে যেগুলো পারিবারিক শান্তি ভঙ্গে প্রভাব বিস্তার করে সেগুলো অবশ্যই বর্জন করা উচিৎ।
২| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিদেশি কোনো চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়নি: তথ্যমন্ত্রী
পোস্টের বক্তব্যের সাথে একমত। কিছু বিদেশি চ্যানেল শর্ত সাপেক্ষে এদেশে সম্প্রচার করা যেতে পারে, কিন্তু দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো চ্যানেল সম্প্রচার জরুরি ভিত্তিতে, যে কোনো বাধা অতিক্রম করে বন্ধ করে দেয়া উচিত।
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ সোনাবীজ ভাই
কিছু বিদেশি চ্যানেল অবস্যই শর্ত সাপেক্ষে এদেশে সম্প্রচার করা যেতে পারে।
সি এন এন, বিবিসি, আলজাজিরা, এন্ডিটিভি, ন্যাশানাল জিওগ্রাফিক (ভারতীয় নয়, বাংলাদেশী পক্ষে, না পারলে আমেরিকান) ডিস্কোভারি, হিষ্টরি চ্যানেল।
ইংরেজি ভাষায় ডিজনি, নিকি চ্যানেল কার্টুন নেটওয়ার্কের মত চ্যানেলগুলো দেখানো যেতে পারে।
হিন্দি চ্যানেলগুলো সবগুলো বন্ধ করা দরকার।
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন:
স্পোর্টস ও মুভি চ্যানেলগুলিও থাকা উচিত।
৩| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১১:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: নিজের দেশের স্বার্থকে বা জাতির স্বার্থকে সুরক্ষিত করাটা বা ভাবনাটা সমস্ত কিছুর উর্ধ্বে। এমনটি করতে পারলে কর্তাব্যক্তিরা নিঃসন্দেহ অভিবাদন যোগ্য হবেন।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ পদাতিক ভাই।
নিজের দেশের স্বার্থকে বা জাতির স্বার্থকে সুরক্ষিত করাটা বা ভাবনাটা সমস্ত কিছুর উর্ধ্বে থাকা উচিত।
কিন্তু আমাদের এখানে উল্টোটা।
বিদেশে দেখেছি একজন অবৈধকেও এলাও করে না সে যেই হোক।
আমাদের এখানে ১১ লাখ রহিংগা এলাও করা হলো,
৪| ০৩ রা এপ্রিল, ২০১৯ ভোর ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
২৬ লাখ মানুষ প্রশাসনে কাজ করেন, এরা সকলেই মোটামুটি লিলিপুটিয়ান
৫| ০৩ রা এপ্রিল, ২০১৯ ভোর ৬:৪৮
রাজীব নুর বলেছেন: সরকার বোকা। বোকা বলা ঠিক না। বলা উচিত নির্বোধ।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হবু রাজার গবু মন্ত্রী। চ্যানেল বন্ধ করেনি, শুধু বিজ্ঞাপন বন্ধ করেছে। অনেকটা সিগারেটের বিজ্ঞাপন বন্ধ করার মতো। সিগারেটের তামাক উৎপাদন করা যাবে, সিগারেট উৎপাদন করা যাবে, খাওয়া যাবে, ব্যবসা করা যাবে, শুধু বিজ্ঞাপন দেখানো যাবে না। কী বুদ্ধুমান আমলারা! হাঃ হাঃ হাঃ।
০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ আবুহেনা ভাই।
আমলারা বেকুব ঠিক আছে। এখানে ব্যাপারটা সেরকম না।
সরকার এসব চ্যানেল বন্ধ করেনি, সরকার কখনো এসব চ্যানেল চালু করতেও বলেনি। এগুলো স্যাটেলাইট চ্যানেল।
কেবল অপারেটররা ডলার খরচ করে এসব চ্যানেল কিনে এনে চালায়, আর প্রান, ওয়াল্টন প্রভৃতি কম্পানী গত দুবছর জাবৎ ডলার খরচ করে এসব ভারতীয় টিভিতে বিজ্ঞাপন দিচ্ছিল। এটা এলাও করা যায় না।
সরকার তার মুল্যবান ফরেন কারেন্সি এহেন মচ্ছব চলতে দিতে পারে না।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯
ব্লগার_প্রান্ত বলেছেন: কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে বহুদিন কোন ভালো সিরিয়াল বানানো হয়না। এসব চ্যানেল বন্ধ করে দিলে মহিলারা সারাদিন মোবাইল চালাবে, পেট ভরবে ফেসবুকের।
ধন্যবাদ
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
পর্যাপ্ত স্পনসর ও আর্থিক নিরাপত্তা পেলে অনেক উচুমানের নাটক বা মুভি বানানো সম্ভব।
ভাল মানের সিরিজ নাটক আমাদের দেশে আগে অনেক হতো, পরে ডিস টিভি আসাতে দর্শক বিভক্ত হয়ে যায়, স্পনসর ব্যাকিং কমে যায়।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
গরল বলেছেন: সহমত আপনার সাথে।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:১৫
ল বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১০:২৪
ভুয়া মফিজ বলেছেন: পৃথিবীর প্রতিটি দেশ নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের প্রডাক্টকে সুরক্ষা দেয়.....আমাদের দেশ কেন দেয় না? ভারতীয় চ্যানেল এদেশে বন্ধ করা তো বহু পুরানো দাবী, কারন তারা আমাদের চ্যানেল সম্প্রচার করে না। তারপরও সরকার কিন্তু এগুলো বন্ধ করেনি।
দেখুন view this link