নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

১১ জনের দলে ৪ জন নিয়ে ক্রিকেট খেলতে রাজী হবেন?

৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৯

উপস্থাপক ও ডা. আব্দুন নুর তুষার মাশরাফিকে....... লম্বা চিঠি।
প্রিয় ম্যাশ, মাশরাফি!
১১ জনের দলে ৪ জন নিয়ে ক্রিকেট খেলতে রাজী হবেন? হাসপাতাল চলবে কিভাবে?

আরে মিয়া সেই সবেধন ৪ জনের ভেতর সাড়ে ৩ জনই যদি অনুপস্থিত থাকেন, তাইলে কি? আবার লম্বা চিঠি লম্বা কাহিনী শুরু করছেন।

১১ জনের দলে ৪ জন নিয়ে ক্রিকেট খেলা যায়, জিতিতে না পারলেও ঘন্টার পর ঘন্টা ঠেকিয়ে রাখা যায়।
৩ ব্যাটসম্যান ২০০র উপরে রান করে দলকে জিতিয়ে দিয়েছে, এরকম বহু রেকর্ড আছে।

১৫ জন ডাক্তারের ভেতর ১৪ জনই অনুপস্থিত।

হাসপাতালের বেতন নিয়ে অফিস টাইমে বাইরের ক্লিনিকে কাজ করা কোন ধরনের নৈতিকতা?
আপনি পারবেন আপনার অফিস টাইমে দির্ঘ সময় অনুপস্থিত থাকতে?

কশাইগুলো হেন কাজ নেই যে করে না। ঔসধ কম্পানি থেকে কমিশন খেয়ে যতেচ্ছ ভাবে এন্টিবাওটিক প্রেস্ক্রাইব করে জীবানূ গুলোকে সুপারবাগে পরিনত করেছে। আর দরিদ্র রোগীকে অযথা এই টেষ্ট সেই টেষ্ট দিয়ে কমিশন বানিজ্য তো আছেই।

দুইদিন আগেও যে সব লোক সরকারী হাসপাতালে ডাক্তার না থাকা, প্রাইভেটে প্র্যাক্টিস ল্যাব টেষ্ট কমিশন নিয়ে সোচ্চার ছিলেন, তিনি আজকে হঠাৎ করে মাশরাফীকে টার্গেট করে বিশাল বিশাল লেখা প্রসব করছেন।

একজন খাম্বা সমর্থক জাতিয়তাবাদী পোষ্ট দিয়েছে যেহেতু অবৈধ ভোটে নির্বাচিত অবৈধ এম্পি, তাই কিছু বলা যাবে না।
খাম্বাচোরা ও জাশিরা জয়লাভ না করা পর্যন্ত সব নির্বাচন অবৈধ, সব সরকার অবৈধ।
তাই যে যা ইচ্ছা তাই করবে। কাউকে কিছু বলা যাবে না।


কেউ কেউ বলছে মাশরাফি হাজার কোটি ব্যাঙ্ক লোপাট ও দেশের অন্যান্ন দুর্নিতি নিয়ে কথা না বলে ডাক্তারদের পিছে লাগলো কেন?

দুর্নিতি নিয়ে কথা বলতে হলে তো মামলা করতে হবে, দুর্নিতি প্রমান করতে হবে। এসব করবে দুদক, পুলিশ, উকিল ও আদালত। এসব মামলা এখনো চলমান অনেক সময় সাপেক্ষ।
৩০০ বেডের হাসপাতালে ১৮০০ রোগী ভর্তি করলে, ডাক্তার নার্স কেন ছয়গুন বেশী নিয়োগ দেয়া হয় না?
ফালতু প্রশ্ন
মফস্বলের এক এম্পির সেইধরনের কোন ক্ষমতাই থাকে না।

মাশরাফির ব্যাপারটা তো সিম্পল।
অফিস টাইমে ডাক্তারগন অনুপস্থিত। হাসপাতালের বেতন নিয়ে কাজে না এসে প্রাইভেট ক্লিনিকে।
জনপ্রতিনীধি কেন? যে কেউ সাধারন একজনও প্রশ্নটা করতে পারে।

* ব্রেকিং নিউজ -
মাশরাফির অনুরোধে অবশেষে ফাঁকিবাজ, ক্লিনিকবাজ চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার করা হয়েছে!
এটাই আমাদের মাশরাফি। এরমাধ্যমে আরও বড় হলেন ম্যাশ। ফাঁকিবাজ ডাক্তারদের লজ্জা আরও বাড়লো। যে সব ডাক্তার মাশরাফিকে অকথ্য গালিগালাজ শুরু করেছিলেন তাদের গালে পড়লো চড়।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৪৯

ভুয়া মফিজ বলেছেন: পক্ষে-বিপক্ষে কথা বললে এসব কথার কোন শেষ নাই। নুর নিজে একজন ডাক্তার, সে ডাক্তারদের পক্ষে কথা বলবে.....এটাই স্বাভাবিক। দু-একজন ব্যাতিক্রমী ডাক্তারের কথা এখানে বলা হচ্ছে না। সামগ্রিকভাবে দেশের ডাক্তারদের চেহারা, কার্যকলাপ আমরা সবাই জানি।

মাশরাফি যা করেছে......ঠিকই করেছে। আমি কেন, দেশের বেশীরভাগ মানুষ তাই বলবে। সব সমস্যার সমাধান একদিনে যেমন সম্ভব না, তেমনি সব সমস্যা মাথায় নিয়ে বসে থাকাও কোন কাজের কথা না। মাশরাফি একটা সেক্টরে একটা সমস্যা দেখিয়েছে, বাকীরা এটা কন্টিনিউ করুক। সমালোচনা হওয়া উচিত গঠনমূলক। দলের চেয়ে দেশকে বড় করে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে।

ভালো লিখেছেন। সহমত।

৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১০

হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ।
এখানে আমেরিকাতে ডাক্তারদের জীবন বাংলাদেশী ডাক্তারদের মত নয়। ঘন্টা হিসেবে বেতন।
প্রতিটি মিনিট হিসেব রেখে তারা কাজ করেন। একদিকে রোগীর সেবা অন্যদিকে কম্পিউটারে ডকুমেন্টেশন। চেয়ার থাকলেও বসার টাইম নেই। কম্পিউটারগুলো উচু যাগায় বসানো। দাড়িয়েই এন্ট্রি করতে হয়। পরে রোগিকে ফোন করেও নানাবিধ জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয় তাদের। থাকে রোগীর সন্তুষ্টি (রেটিং) অর্জণের প্রশ্নও।
বাংলাদেশের ডাক্তারদের মত অধিকাংশেরই কর্মক্ষেত্রে একটি একক রুমও নেই। গণরুমে আছে শুধু কএকটি কম্পিউটার, ফোন, চেয়ার, এবং টেবিল। তবে সর্বক্ষণই তারা থাকেন হাঁটাহাঁটির উপর। হাঁটাহাঁটি না বলে যাকে বলা যায় দৌঁড়ের ছোটভাই --একদিকে রুমে ডকুমেন্টেশনের কাজ করা আর ছুটে ছুটে গিয়ে রোগী দেখা।
ডাক্তারের রুমে রুগি যায় না। রুগি রুমে বসে থাকে। ডাক্তার হেটে এসে দাঁড়িয়েই রুগির সাথে কথা বলে। দাঁড়িয়েই কম্পিউটারে প্রেসকিপশান।

২| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৫১

নতুন বলেছেন: ৬মাস যদি সরকারী অফিসে এই রকমের সারপ্রাইজ ভিজিট এবং জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে তবে সরকারী অফিস সোজা হয়ে যাবে....

৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ২:২৫

বিলুনী বলেছেন: জনপ্রতিনিধি মাসরাফি সঠিক কাজটিই করেছেন ।
চরম ফাকিবাজ একজন ডাক্তারের সাথে যেমনটি করা উচিত ছিল তিনি তেমনটিই করেছেন ।
ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথার মারপেচে ফাকিবাজ এর পক্ষাবলম্বন করে একটি কথা বলাও কারো জন্য শুভন নয় ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন নেয়াটা এখন অনেক সরকারি হাসপাতালে রেয়াজ হয়ে দাঁড়িয়েছে । এই বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে ? মাশরাফি ঠিক সেই কাজটাই করেছেন । মাশরাফি বৈধ বা অবৈধ যেপ্রকারেরই নির্বাচনে জয়ী হয়ে এমপি হন না কেন, তাই বলে তার এলাকাবাসীর সুখদুঃখ দেখার জন্য কেউ থাকবে না এটা বিরোধী দলের সমর্থকরা ভাবছেন কেন ?

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা উপস্থিত না থেকে বেতন গ্রহণ করবেন এটা কারোই সমর্থন করা উচিত নয়। বাংলাদেশের গোটা অর্থনীতি টিকে আছে যে দরিদ্র কৃষক, শ্রমিকদের পরিশ্রমের উপর । তাদের ও তাদের পরিবারের সদস্যসহ জনগণের সেবা দেয়ার জন্যই এদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে ওই সকল হাসপাতালে - কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন নেয়ার জন্য নহে । দুর্ভাগ্যজনকভাবে এই চিকিৎসকদের গ্রূপ অনেক শক্তিশালী - আর্থিক এবং প্রভাব প্রতিপত্তিতে । তাই এদের সাথে মাশরাফিকে শেষে আপোষ করতেই হলো - তাদের ক্ষমা করার মাধ্যমে । এতে আমাদের উৎফুল্ল্য হওয়ার কোনো কারণই নেই |

০২ রা মে, ২০১৯ সকাল ৭:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
ফাঁকিবাজ ডাক্তারদের সুবিধা হলো কিছু হলেই ধর্মঘট। রুগী দেখা বন্ধ। প্রাইভেট প্রাক্টিস বন্ধ। দরকার হলে হাসপাতাল বন্ধ করে দেবেন।
এদের সাথে পরিবহন শ্রমিক বা লঞ্চের খালাশিদের সাথে কোন তফাত নেই।
আর সারাক্ষন অজুহাত দেবেন এটা নেই সেটা নেই শুধু নাই নাই অযুহাত।
তাদের একটা বড় সুবিধা তাদের পক্ষে লেখার লোক অনেক। এদের পক্ষে স্বাচিপ-ড্যাবের মত পরস্পর বিরোধীরাও একত্র হয়ে যায়।
এদের বাগে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার ব্যর্থ হয়েছেন। স্বাস্হ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন।
এবার অসৎ ডাক্তারদের কুরুচিপূর্ন আক্রমণের মুখে পিছু হটেছেন বাংলাদোশের গণনায়ক মাশরাফিও।
অসৎ ডাক্তারদের দাপটে বাংলাদেশের ভালো সৎ ডাক্তারদের ত্যাগের সঠিক মূল্যায়ন হচ্ছেনা।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


মাশরাফি যা করেছে ঠিক হয়েছে; ব্লগার "ঢাবিয়ান" সাহেব অবশ্যই প্রশ্নফাঁস জেনারেশনের সুপার ভাবুক।

তবে, একজন এমপি'র যে দায়িত্ব থাকে, সেটা মাশরাফি হয়তো কখনো জানবেন না।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫১

ঢাবিয়ান বলেছেন: আব্দুল নুর তুষারকে স্যলুট ভন্ডটার ভন্ডামি একেবারে হাতেনাতে ধড়িয়ে দেবার জন্য। তুষারের ডাইরেক্ট হিটে বোল্ড হয়ে এখন পুরোপুরি স্পচীলেস ।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১২

বলেছেন: আপনার লেখাগুলো সবসময় বিশ্লেষণধর্মী ও যত্ন করে লেখা।
সরকারি হাসপাতালে হোক আর সরকারি বিদ্যালয়ে হোক কর্মকর্তা কর্মচারীদের অনুপস্থিত কাম্য নয়।


ডাক্তারদের ক্ষেএে আইনের কড়া নজরদারি প্রয়োজন।



৮| ০৩ রা মে, ২০১৯ রাত ৮:৫৬

ফয়সাল রকি বলেছেন: এমন সারপ্রাইজ ভিজিট সবজায়গায় হওয়া উচিত।

৯| ০৫ ই মে, ২০১৯ রাত ২:৫৫

ওসেল মাহমুদ বলেছেন: আমি নিজে একজন ডাক্তার ! শুধু ভূক্তভোগী হওয়ার কারনে আর্কিটেক্ট বাদ দিয়ে ডাক্তারী পড়েছিলাম ! ১০ বছর প্রায় বিনা পয়সায় মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ প্রত্যন্ত গ্রামান্চলে ও স্বপরিবারে গিয়ে ২৪/৭ থেকে চিকিতসা দেয়ার ও সততার সাথে জীবন যাপনের চেস্টা করেছি ! ছেলেকে মফস্বলের স্কুলে পড়িয়েছি ,ঢাকা শহরের অভিজাত পরিবেশ ও আত্মীয়স্বজনদেরকে ফেলে রেখে সস্ত্রীক গ্রামে থেকে চিকিতসা সেবা দিয়েছি শুধু দেশ আর দেশের মানুষ কে ভালোবেসে ! কিছুঅসৎ ডাক্তারদের দাপটে বাংলাদেশের ভালো সৎ ডাক্তারদের ত্যাগের সঠিক মূল্যায়ন হচ্ছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.