নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

৪০ শতাংশ পাকিস্তানি পাইলটই ভুয়া লাইসেন্সধারি

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৯

৪০ শতাংশ পাকিস্তানি পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বছরের পর বছর বিমান চালাচ্ছিলেন।
খবরটা গত মাসের। কিন্তু কোন বাংলাদেশী বড় মিডিয়াতে এই খবরটা দেখা যায় নি। সোশাল মিডিয়াতেও দেখা যায় নি।

এমন ঘটনা ভারতে বা বাংলাদেশে ঘটলে অবস্য ভিন্ন রকম হত।
জনসংখার বড় একটি অংশ বাংপাকি। এদের চটিয়ে টেলিভিশন ইটিপি, পত্রিকা বিক্রি বিজ্ঞাপন, পাঠক দর্শক হারানোর ঝুকি কোন শালা নিবে?

যে ভাবে জানা গেল।
গত ২২ মে ভয়াবহ বিমান দুর্ঘটনা। পিআইএ একটি এ-৩২০ মডেলের বিমান করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনে করতে ব্যার্থ হয়ে একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ৯৯জনের ভেতর ৯৭ আরোহী নিহত হন।
বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না এবং পাইলটরাও সুস্থ ছিলেন। বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে দুর্ঘটনাগ্রস্ত প্লেনের ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করা হয়েছে। তা থেকে জানা গিয়েছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের তরফে পাইলটেদের তিনবার জানানো হয় যে অবতরণের জন্য উড়ানের উচ্চতা অনেকটাই বেশি। কিন্তু ককপিটের পাইলটরা করোনা নিয়ে খোসগল্প করছিলেন। একসময় পাইলট বলেন, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। রানওয়ের পাঁচ নটিক্যাল মাইল আগে ল্যান্ডিং গিয়ার বন্ধ করে (চাকা উঠিয়ে ফেলা) দিয়েছিলেন পাইলটরা। পরে অবস্য সংশোধোন করেছিলেন, যা বিপদজনক আনাড়িপনার শাক্ষ্য বহন করে।





দির্ঘ তদন্তে পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পাইলটদের সার্টিফিকেট ও লাইসেন্স নিরিক্ষা করে দেখা যায় ২ পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালাচ্ছিলেন। এরপর সকল পিআইএ পাইলটের (৮৬০ জন) লাইসেন্স চেক করে ২৬২ জন পাইলটই ভুয়া লাইসেন্স প্রমানিত হয়।

ঘটনা জানাজানি হলে এভিয়েশন জগতে বেশ আলোড়োন শৃষ্টি হয় প্রকৃত ঘটনা জানার জন্য সংসদে দাবি উঠে।
এরপর তদন্ত প্রতিবেদনে প্রকাশের সময় পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার জানান, তার দেশের ৪০ শতাংশ (৮৬০ জনের মধ্যে ২৬২) পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালাচ্ছিলেন।

পাইলটদের জাল লাইসেন্স ইস্যুতে এরপর একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়ছে পাকিস্তানি পাইলট ও পাকিস্তান এয়ারলাইন্সের বিমানগুলো।
ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে শুরু। ইউরোপীয় ইউনিয়নের অ্যাভিয়েশন সেইফটি এজেন্সি (ইএএসএ) সদস্য রাষ্ট্রগুলো পিআইএ পাকিস্তানি পাইলট চালিত বিমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের পদাঙ্ক অনুসরণ করে (পিআইএ) ফ্লাইট ও পাকি পাইলট চালিত বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরিবহন দফতরের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ভিয়েতনাম মালয়েশীয়া ও যুক্তরাজ্যের বিভন্ন এয়ারলাইন্সে কর্মরত পাকিস্তানি পাইলটদের গ্রাউন্ডেড /সাসপেন্ড করে রাখা হয়েছে। কাতার আমিরাত সৌদিয়া ইত্যাদি এয়ারলাইন্সেও অনেক পাকি পাইলট আছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব পাকি পাইলটই গ্রাউন্ডেড। পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনেও পিআইএ ফ্লাইট ও পাকি পাইলটদের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন দফতরের পক্ষ থেকে বলা হয়, ফেডারেল আভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের(এফএএ) পাকিস্তানের পাইলটদের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন ওঠার পর নিরাপত্তার কারনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: মানুষের জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলেছে এতকাল! শতভাগ নিশ্চিত হবার পরেই কেবল এদেরকে প্লেন নিয়ে অন্য দেশে নামার অনুমতি দেয়া যেতে পারে, এতে যতই সময় লাগুক!

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
পিআইএ ফ্লাইট অবস্য দুবছর জাবত বাংলাদেশে আসছে না। যাত্রি অভাবে ও আমিরাত কাতারের আগ্রাসি মার্কেটিং কারনে
পাকিস্তানি ভুয়া পাইলটদের নিয়েও আমার তেমন মাথা ব্যাথা নেই।
আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশী মিডিয়াগুলো এই হট খবরটা হাইড করলো কেন?
শুধু সমকালে ও কালের কন্ঠে ভেতরের পাতায় ছোট করে এসেছিল।

২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: হায় হায়-----

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৪

হাসান কালবৈশাখী বলেছেন: হায় হায়?

না ওদের সবটাই ভুয়া না।
পাইলটদের অনেকেই বিমান বাহিনী থেকে আসা, কিন্তু কঠিন কমার্শিয়াল ফ্লাইং লাইসেন্স পরিক্ষায় ২ নম্বরি করেছেন।
নিজেরা পরিক্ষায় উপস্থিত ছিলেন না, অন্যের মাধ্যমে পরিক্ষা দিয়েছিলেন।

৩| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এ রকম একটা লাইসেন্সের ব্যবস্থা করতে পারলে বাংলাদেশ বিমানে পাইলট হওয়ার জন্য আবেদন করতাম।

৪| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমাদের দেশের পাইলটদের রিপোর্ট কি ?? জানার উপায় আছে?

১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আমাদের দেশের পাইলটরা অনেক দক্ষ।
এক্সিডেন্ট ঘটনা কম।

৫| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৭

নেওয়াজ আলি বলেছেন: ঘৃণিত ।

৬| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩২

আল ইফরান বলেছেন: যেই দেশে এক্স প্লেবয় ক্রিকেটার (যদিও অক্সফোর্ড পিপিই গ্র‍্যাজুয়েট) প্রধানমন্ত্রী হয়, সেই দেশে এর চাইতে ভালো কিছু ঘটবে এইটা আশা করা অনুচিত। আমার এক পাকি পুলিশ অফিসার ক্লাসমেইট এর কথা বলি সে কিংস কলেজ, অক্সফোর্ড আর মিনেসোটাতে তিনটা মাস্টার্স করছে, কিন্তু তার লেখার বহর আর শেখার অনাগ্রহ দেখলে আমি নিজেই আতংকিত অনুভব করি তাদের দেশের দুরবস্থার ভেবে। সে নিজেই বলে যে তোমরা ৭১'এ বের হইয়া গিয়ে সবচাইতে ভালো কাজ করছো।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকায় বাংগালী অধিবাসিরা প্রতিবছর ১ বার হলেও দেশে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু পাকিস্তানি সহকর্মিরা ১০-১২ বছরেও দেশে যায় না। কোন আগ্রহই নেই দেশের প্রতি।

৭| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

নিরীক্ষক৩২৭ বলেছেন: উগান্ডায় দুর্নীতির খবর যে কারণে আমাদের মিডিয়া প্রচার করে না সেকারণেই মনে হয় পাকিস্তানের খবর প্রচার করে নাই।

৮| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:


অর্থাৎ এটি কোনো mayday ছিলো না।
হিন্দুস্থান ও পাকিস্তানের মদদপুস্ট বঙ্গস্থানের মিডিয়া সারা জীবন তাদের চাটুকারিতা করেছে। হিন্দুস্থান ও পাকিস্তানের যে কোনো নেগেটিভ নিউজ বঙ্গস্থান মিষ্টি মনে করে খেয়ে নেয়। থার্ড ডিগ্রি রিমান্ড দিলেও গাঞ্জাখোর মিডিয়া আর মুখ খুলবে না।

খবরের বাইরে বলে রাখছি: হিন্দুস্থান ও পাকিস্তানের যে কোনো পাতানো ক্রিকেট ম্যাচ দিয়ে বঙ্গস্থানে গৃহযুদ্ধ লাগানো সক্ষম বলে আমি ব্যক্তিগতভাবে বিস্বাস করি - কারণ আমাদের আছে ঘরের শত্রু বিভীষণ তথা বঙ্গস্থান মিডিয়া!

পিআইএ ফ্লাইট সারা বিশ্বের সাথে প্রতারণা করেছে তাদের international aviation law তে বিচার হওয়া জরুরী। হাসান কালবৈশাখী ভাই আপনার কাছে অনুরোধ পিআইএ’র কি বিচার হবে/হয়েছে তা আপডেট পোস্ট দিয়ে আমাদের জানাবেন।

৯| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি সঠিক বলেছেন - থার্ড ডিগ্রি রিমান্ড দিলেও গাঞ্জাখোর মিডিয়া আর মুখ খুলবে না।

১০| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১

জাহিদ হাসান বলেছেন: পৃথিবীতে থাকা এমন তিনটি দেশের নাম বলুন যার শুরুতে প আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.