নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

অকারনে কেউ কাউকে গুলি করে না

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৮

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান
সাবেক সেনা কর্মকর্তা, এখনো বিয়ে করে নি, এত কম বয়েসে অবসরপ্রাপ্ত? নাকি বর্খাস্ত?
কি কারনে চাকরি ছাড়লো বা চাকরি গেল কেউ জানে না। মিলিটারি সিক্রেট।
সে সেনাবাহিনি থেকে পেষনে এসএসএফ ট্রান্সফার হয়েছিল। তুখোর না হলে কেউ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এলিট বাহিনী এসএসএফে ঢুকতে পারে না। সে হয়তো কিছু একটা করেছে বা ব্যাকগ্রাউন্ড চেকে সমস্যা হয়েছে। তাই সে এসএসএফ না একেবারে সেনাবাহিনী ছাড়তে হয়েছে। নইলে ক্যারিয়ারের সুরুতে লোভনীয় চাকুরি ছেড়ে দেয় না কেউই।
কিছুই জানা যাবে না। মিলিটারি সিক্রেট। অবস্য পরিবারের এক সদস্য বলেছে ইউটিউব ভিডিও বানাতে উনি চাকুরি ছেড়ে দিয়েছে। হা হা হা .. হাস্যকর অযুহাত।

সেনাবাহিনী ছেড়েদিয়ে সেনা গেঞ্জি গায় দিয়ে অহংকারী! উনি যেই হোন না কেন, বর্তমানে অবসরপ্রাপ্ত সাধারন একজন। এরপর অস্ত্রনিয়ে ঘোরাফেরা কি কারনে? অবস্য দেশে এরকম অব সেনা কর্মকর্তার অভাব নাই।
যাই হোক। সে টেকনাফে তার গাড়ি চেক আপ করতে দিবে না। রাতদুপুরে নিজের সাবেক পদের অহংকারটা দেখানো!
এই করোনার ভেতরের এমনিতেই টুরিষ্টশুন্য, জনশুন্য সি বিচ, সব হোটেল মোটেল খা খা করছে। কক্সবাজার হলে কথা ছিল, এই করোনার ভেতরে নাজুক জনমানবশূন্য টেকনাফে! কি কাজ? মানুষ নাই কিসের শুটিং? যেখানে এমনিতেই সিনেমা নাটক সব সুটিং বন্ধ ৩মাস জাবৎ। এই অন্ধকার রাতে কোথায় যায়?
এত নাজুক মাদক সাম্রাজ্যে অস্ত্র বহন করে কে কি কারনে কোথায় যায়? কামটা কি?
চেকপোষ্টে পুলিশের সন্দেহ হয়েছিল। সন্দেহ হওয়ারই কথা।

টেকনাফ থেকে কক্সবাজার দেশের সবচেয়ে বড় মাদক পাচার রুট। মানব পাচার রুট। রহিংগা পাচার রুট। এই রাস্তায় দিনেই ডজন ডজন বিডিআর ও পুলিশ চেকপোষ্ট। আর্মিরও চেকপোষ্ট আছে। আর এত রাতে যত বড় ভিআইপি হোক জিজ্ঞাসাবাদ চেক হবেই। যাওয়া ও আসার রেকর্ড যাত্রি সংখা গাড়ীর নাম্বার পর্যন্ত মিলিয়ে দেখা হয়। অন ডিউটিতে না থাকলে ইউনিফরমধারি হলেও সুষ্ঠ সন্তোষজনক জবাব, কারন দেখাতে না পারলে তাকে থামানোর অধিকার আছে চেকপোষ্টে কর্তব্যরতদের।


কিন্তু এই সাবেক কর্মকর্তা ও দুজন সহকারি তার গাড়ি চেক আপ করতে দিবে না। উলটো পুলিশের দিকে অস্ত্র উচিয়ে (অব) মিলিটারি মেজাজ দেখালে কর্তব্যরত পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষবে না। অস্ত্রের জবাব অস্ত্রই।
উন্নত বিশ্বেও চেকপোষ্ট বাদই দিলাম, পুলিশ কাউকে থামালে সে সহযোগিতা না করলে শক্তি প্রয়োগ হবে।
পিস্তল বের করলে সে যেই হোক হত্যার উদ্দেস্যেই অস্ত্রধারিকে গুলি করা হবে।

পুলিশের করা মামলায় উল্লেখ করা হয়েছে, রাতে চেকপোষ্টেগাড়ী চেক করতে গাড়ীর আরোহিরা উদ্ধত আচরন করে গাড়ী চেক করতে বাধাদান, একপর্যায়ে ‘সিনহা মো. রাশেদ হঠাৎ করে তাঁর কোমরের ডান পাশ থেকে পিস্তল উচিয়ে গুলি করার জন্য উদ্যত হলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী নিজের এবং সঙ্গে থাকা অফিসার ফোর্সদের জানমাল রক্ষার জন্য চারটি গুলি করেন।’
অকারনে কেউ কাউকে গুলি করে না। অকারনে কেউ কাউকে মেরে ফেলে নিজের অকারন বিপদ ডেকে আনে না।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




টেকনাফে বারবার রেড এলার্ট জোন ঘোষণা করা হয়। দায়িত্বরত পুলিশ সঠিক কাজ করেছেন। পুলিশ একাডেমীতে ট্রেনিংকালে শেখানো হয় অস্ত্রধারী আক্রমণকারীকে পরপর তিন বা ততোধিক গুলি করতে হবে। খালিহাতে আক্রমণকারীকে পরপর দ্রুতগতিতে তিনটি বক্সিং দিতে হবে, ডান গালে - বাম গালে ও থুতনিতে আপারকাট তারপরও আক্রমণকারী টিকে থাকলে হাটুতে ও বুকে লাথি।

দায়িত্বরত পুলিশ অফিসার পরপর চারটি গুলি করেছেন - বলতে হবে তিনি পুলিশ একাডেমীর ট্রেনীং এখানো যথেষ্ট ভালো মনে রেখেছেন। গুড জব।

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ঠাকুরমাহমুদ ভাই।
পত্রিকাওয়ালারা যা যানে না, একজন অভিজ্ঞ হিসেবে আপনি সঠিকটা জানবেন।
পত্রিকাগুলো ঢাকায় বসে বানোয়াট কাহিনী শুরু করেছে, যেহেতু পাবলিকে খায়।

২| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার সমস্যা, হাসান সাহেব, আপনি অনেক জাজমেন্টাল। এখনও তদন্তই শুরু হয়নি বলতে গেলে। আগে তদন্তের ফলাফল আসুক, পড়েন, বুঝেন, তারপর লিখেন। লাফ দিয়ে কোনোকিছু লিখে ফেলাটা বালখিল্যতা। এছাড়া যেকোনো ঘটনায় আপনি বড্ড একচোখা লিখেন এবং মানবতাবিরোধী ঘটনায়ও খুশি হন, ঘটনা আপনার পক্ষে গেলেই হলো।

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সঠিক তদন্ত হলে সমস্যা ছিল না।
ডিজিএফআই অলরেডি হস্থক্ষেপ শুরু করে দিয়েছে।
সেনাবাহিনী ছেড়েযাওয়া একজন সাধারন নাগরিকের জন্য ডিজিএফআই হস্থক্ষেপ কেন?
মিলিটারি ইনটেলিজেন্সের কাজ শত্রুদেশের মিলিটারি চক্রান্ত উদ্ঘাটন। মূল বাদ দিয়ে পুলিশি তদন্তে কি কারনে?

৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৫৩

ডার্ক ম্যান বলেছেন: [link| Click This Link রাশেদ
এটার ব্যাপারে কিছু বলুন। এটা কিভাবে ফাঁস হল

৪| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুলিশ যদি আত্মরক্ষার জন্য গুলি করে থাকে সেক্ষেত্রে ঘটনা ভিন্নখাতে যেতে পারে। কিন্তু সেরকম কিছু প্রমাণ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর বাংলাদেশ পুলিশের প্রতিবেদনের উপর আপনার এত আস্থা দেখে আমি বিস্মিত হয়েছি। বন্দুক যুদ্ধের খবর তো কম আসে না পত্রিকায়। ঐ এলাকাতেও অনেক বন্দুক যুদ্ধ হয়েছে। সেনা কর্মকর্তা বিয়ে করেছেন কি করেন নি এটা অনেকটাই অপ্রাসঙ্গিক এই ঘটনার ক্ষেত্রে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:১০

ঢাবিয়ান বলেছেন: মন্ত্রীদের কথাবার্তার মত আপনার পোস্ট মানেই ব্লগে বিনোদন =p~ =p~ কোমরের পাশ থেকে পিস্তল বের করে পুলিশকে গুলি করতে উদ্যত হয় =p~ =p~ =p~ =p~ =p~

মেজর কি মাতাল না পাগল ?

৬| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি ইয়াবার কথা বললেন না কেন??

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই আপনি অকারনে উত্তেজিত হয়ে আছেন।
করোনা বিস্তারের প্রেডিক্সান জানুয়ারি মাসে কেউ করতে পারেনি। ডাব্লিউএইচও মার্চ পর্যন্ত বার বার ভুল প্রেডিক্সান দিচ্ছিল।
মার্কিন প্রেসিডেন্ট সয়ং ভুল বক্তব্য দিয়েছেন, চীন থেকেও ভুল তথ্য এসেছিল একাধিক বার। এখনো আমেরিকা সহ অনেক দেশে ভুলের মচ্ছব চলছে।
সেখানে আমি নগন্য একজন সেই জানুয়ারী মাসে চীনে করোনার শুরুতে কি ভেবেছি, কি বলেছি সেসব নিয়ে মাথা গরম করে ভুল বুঝবেনা প্লিজ।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ইয়াবা কেন?
একটা দুর্ঘটনা ঘটে গেল। তার সাথে পুর্বশত্রুতা ছিল না, পুলিশ তো অবস্যই ইচ্ছে করে মারে নি। কেন মারবে? মোটিভ কি?
প্রাণ বাচাতেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর সবাই হতবুদ্ধি ... তখন মাথামোটা পুলিশ যা করার তাই করেছে।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অকারণে কেউ গুলি করেনা !! কথা সত্য !!
কিন্ত কোন কারনে লিয়াকত আলী মেজর (অবঃ)
সিনহার বুকে একে একে তিনটি গুলি ছোড়েন
তার কারণ খতিয়ে দেখেছেন? তাকে অন্যভাবে
নিরস্ত্র করে বিচারের আওতায় আনা যেতো। হাতে
পায়ে গুলিও করা যেতো !! হত্যার উদ্দেশ্যেই তার
বুকে পর পর তিনটা গুলি !! সব গুলিয়ে ফেলছে !!

বিয়ে করেনাই এটাও কি তার অপরাধ !!! হাস্যকর !!

৮| ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

আল ইফরান বলেছেন: আমি একজন সিভিলিয়ান হিসেবে আপনার বানোয়াট যুক্তিগুলোর অসাড়তা দেখাই, চলেনঃ

১। আপনি বলেছেন, উনি এত কম বয়সে অবসরে গিয়েছেন। মেজর হওয়ার পরের ধাপগুলি অতিক্রম করা যে খুব সহজ কাজ নয় তা এই ব্লগের অনেকেই জানেন। এই জন্য অনেকেই মেজর হওয়ার পরপরই ক্যারিয়ার সুইচ করেন। অন্যথায় চোখের সামনে নিজের কোর্সমেটরা সিনিয়র হবে, আর কয়দিন পরে তাদেরকে আপনার স্যার বলতে হবে। এই প্রমোশনের গ্যাড়াকলে পড়ে আমার ভার্সিটির পরিচিত এক ভাই আংশিক মানসিক ভারসাম্য হারিয়েছিলেন।

২। আপনি বলেছেন, চেকপোস্ট পুলিশের সন্দেহ হয়। উনি কিন্তু তার আগে একটা বিডিআর এর চেকপয়েন্ট ক্রস করে এসেছেন। এখন আপনি নিশ্চয়ই বলবেন না যে আমাদের পুলিশ বিডিআর এর চাইতে অধিক কার্যকর বাহিনী।

৩। আপনি বলেছেন, অকারনে কেউ কাউকে গুলি করে না। আপনার প্রিয় পুলিশ অফিসারটির বিরুদ্ধে গেল সপ্তাহে বিভাগীয় তদন্তের জন্য অনুরোধ গিয়েছিল। আর উনি যদি আর্মস বের করে থাকেন, তাহলে তাকে নিউট্রালাইজ করার জন্য হাতে/পায়ে গুলি করা যেত। সেইটা না করে লেথাল ফোর্স কেন ব্যবহৃত হল তা নিয়ে আপনার একবারও প্রশ্ন জাগলো না?

০৫ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সে একজন বেসামরিক লোক হয়ে সামরিক ফুল্প্যান্ট এবং সামরিক ক্যামোফ্লাজ গেঞ্জি পরিধান করেছিল।
চেকপয়েন্টে বিজিবি সেনা সদস্য দেখে ছেড়ে দিয়েছে।
তার সামরিক পোশাক পরার কারন টা কি? এই করোনার ভেতরে নির্জন টেকনাফে আকাম ছাড়া তার কাজটা কি?

চেকপোষ্টে কেউ অস্ত্র তাক করলে অস্ক্রধারিকে শুধু আহত করা আত্নহতার সামিল। একজন আহত অস্রধারি কোনঠাসা বাঘের চেয়েও ভয়ঙ্কর।
সুধু আহত করা হলে ঐ পুলিশের লাশ পড়ে থাকতো রাস্তায়।
একজন অভিজ্ঞ পুলিশ অফিসার বলেছেন, পুলিশ একাডেমীতে ট্রেনিংকালে শেখানো হয় অস্ত্রধারী আক্রমণকারীকে বিনা দ্বিধায় দ্রুতগতিতে পরপর তিন বা ততোধিক গুলি করতে হবে। তারপরও আক্রমণকারী টিকে থাকলে হাটুতে ও বুকে লাথি।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৬

আল ইফরান বলেছেন:
৪। মেজর সাহেব যদি সত্যিই এটাক মুডে থাকতেন, তাহলে অই চেকপয়েন্টে একটা না, অনেকগুলো লাশ পড়ার কথা তার দক্ষতা-যোগ্যতা ও সামর্থ্যের উপর ভিত্তি করে। এখন আবার আপনি বইলেন না যে উনি ইয়াবা খেয়ে মাতাল হয়েছিলেন।

১১| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:৪৯

অধীতি বলেছেন: এই সময়ে বসে পুলিশকে বিশ্বাস করা কতটুকু যৌক্তিক?

১২| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আশা করি খুব সহজে ছেড়ে দিবেন না। উনি অন্যায় সহ্য করতে পারেন না।

১৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৯

এইচ তালুকদার বলেছেন: অন্য সবকিছু বাদ দিলেও এসএসএফ এ সার্ভিস দিয়ে আসা একজন আর্মি মেজর(যিনি স্বভাবতই গুলি করার জন্যই পিস্তল বের করবেন,ভয় দেখানোর জন্য না)এর আগে পুলিশের এস আই পিস্তল ড্র করে গুলি করে দেবে এটা কি বিশ্বাস করার মত?

১৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১:১৭

মা.হাসান বলেছেন:


হাসান কালবৈশাখী ভাই, আপনি পিলিজ মাননীয় মন্ত্রী হাছান মামুদ সারের রুটি-রুজিতে ভাগ বসাইয়েন না।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
মা.হাসান ভাই

কি আর বলবো কি আর করবো ...
দেবতার বিরুদ্ধে লিখে এখন বিপদে .. মন্ত্রী হাছান মামুদকে ছাড়িয়ে বর্তমানে খাটি মোসলমান জামাত হয়ে গেছি

১৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ২:১১

লরুজন বলেছেন:

হাছান মাহমুদ মা হাছান

১৬| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: "ফাল" দিয়ে গাছের আগায় অনেকে উঠতে পারে বটে, কিন্তু তারপর আর নামতে জানে না

১৭| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি মেজর সিনহা সম্পর্কে গড়গড় করে অনেক অভিযোগ করে ফেললেন, তার ক্যারিয়ার, চরিত্র নিয়েও অনেক তথ্যবহুল একটি পোস্ট দিলেন। সেই সাথে একটু কষ্ট করে পুলিশ কর্মকর্তা লিয়াকতের চরিত্র, সম্পদের হিসাবসহ তাবৎ খোঁজখবর নিয়ে কিছু লিখলে আপনার লেখাটা এরকম বড্ডো একপেশে বা পক্ষপাতদুষ্ট হতো না।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
লিয়াকতের চরিত্র, অন্যান্ন পুলিশের মতই হবে। আমি লিয়াকত সমর্থক নই।


তবে এটা আমি নিশ্চিত সিনহা কোন ক্লিন ব্যাক্তি না।
সে নাকি ২০১৮ থেকে একজন মহান ইউটিউব ভিডিওগ্রাফার।
কিন্তু তার চ্যানেল খুজে পাওয়া যায় না। দুই বছর জাবৎ এই মেধাবী ইউটিউবারের মহান কির্তিগুলো কি কি শুনি?
টেকনাফের মত মাদক সাম্রাজ্যে যেখানে বর্তমানে টুরিষ্টদের প্রবেশাধিকার নেই, সেই এলাকার নির্জন মোটেলে সেনাবাহিনীর পোশাক পরিধান, সেনা প্রভাব ব্যাবহার করে অস্ত্র বহন করে ৪জন যুবক সাথে নিয়ে রাতে ঘুড়ে বেরানো! কাজটা কি?
ক্যামেরা নাই লাইটিং নাই পাহাড়ের চিপায় অন্ধকারের ভেতরে কিসের ভিডিও করে?
একটি হোটেল মটেলে কেউ গেলে সাধারনত ৩ দিন থাকে, ম্যাক্সিমাম ১ সপ্তাহ।
কিন্তু এই লোক ৪-৫ জন যুবক সাথে নিয়ে সেনা পোশাক পরিধান করে, সেনা ক্ষমতা ব্যাবহার করে অস্ত্র বহন করে টেকনাফের মত অপরাধ প্রবন মাদক ট্রায়াংগালে দেড় মাস অবস্থান করেছিল।
কি কারনে এতদিন আবস্থান করছিল? এই মরার দেশে এ নিয়ে কোন শুষ্ঠ তদন্ত দূরে থাক, কোন তদন্তই হবে না।
সবাই গদি রক্ষায় ব্যাস্ত।

১৮| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৪

নতুন বলেছেন: বাংলাদেশে আত্নরক্ষার জন্য পুলিশ গুলি করে ?

বাংলাদেশে পুলিশের উপরে কয়জন গুলি করে?

তিনি একজন মেজর ছিলেন তিনি সন্ত্রাসী না ।

মানুষ মারার পক্ষে সাফাই গাইলেন? /:)

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে পুলিশের উপরে কয়জন গুলি করে?

পুলিশ অহরহ অভিযানে দুর্ঘটনায় কম্ব্যাটে মারা যাচ্ছে। কিন্তু তেমন প্রচার নেই।
অনেকেই জানে না দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মানুষের জীবন রক্ষা করতে গিয়ে প্রতি বছর কর্তব্যরত অবস্থায় ২০০ মত পুলিশ সদস্য প্রান হারাচ্ছে।
২০১৯ সালে ডিসেম্বর ৩১ পর্যন্ত দেশে বিদেশে বিভিন্ন স্থানে দায়িত্বরত ১৭৯ জন পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মারা যায়।

মানুষ মারার পক্ষে সাফাই গাইনা।
আমি ক্রসফায়ারের বিপক্ষে সবসময়। এটা ক্রসফায়ার না। একজন আগ্রাসি বন্দুকবাজ বিদ্যুৎ বেগে অস্ত্র উচিয়ে তাক করলে এত বিপদজনক অবস্থায় জীবন বাচাতে এই দুর্ঘটনা হয়েছে।

১৯| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্ত্রী হাছান মাহমুদের রুটি-রুজিতে ভাগ বসাইয়েন না। X((

২০| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি বড়ই হতবাক। তবে অপেক্ষা করছি সঠিক তদন্তের। আপনার একটা মত থাকতে পারে কিন্তু আপনার বিচার মেনে নিব না।

২১| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৬

আমি সাজিদ বলেছেন: চ্যাতনাবাজ জাজমেন্টাল সর্ববিশারদ দালালের এনাল ক্যানেল দিয়ে স্পাইরাল বুলেট ঢুকলে বলা যেত অকারনে গুলি করা যায় কি যায় না। এনাল ক্যানেলের ভেতরে কিন্তু পেইন সেনসেশন নাই, বাইরে যা একটু আছে। তাই শুরুতে আআআ চিৎকার করে কান্না করলেও পরে ব্যাথা হজম করে ফেলবে আর পেলভিক ক্যাভিটির দফারফা করে টুপ করে মারা যাবে।

বিনা কারন বলতে আপনি কি বুঝান? আপনার চ্যাতনার সাথে না মিললেই কোন কারন বিনা কারন হয়ে যাবে? কেন মেজর অবস্থায় রিটায়ার করা যাবে না? আমি এমন অনেককে চিনি যারা অনেক নিরাপদ ও সেফ প্রফেশন ছেড়ে চলে গেছে। এইখানে অন্য কিছু নাই। তারে যদি আর্মি থেকে সরিয়েই দিতো জোর করে তাহলে তার জানাজা সামরিক মর্যাদায় হলো কেন?


সব কিছুতেই আউল ফাউল আর নিজের মতো এক্সপ্লেইন দেওয়া আপনাদের মতো লোকের স্বভাব হয়ে গেছে। তাই আপনারা করোনার চেয়ে শক্তিশালী, বন্যা নিয়ন্ত্রনে আপনারা বিশ্বের রোল মডেল। সময় যাক.... মিথ্যা একদিন শেষ হবে। পিঠে তিন পরদের গেঞ্জি পড়ে রাস্তায় বের হবেন এরপর।

আউল ফাউল কথা বলে ব্লগের পরিবেশ নষ্ট কইরেন না। আউল ফাউল কথা বলাই মত প্রকাশের স্বাধীনতা না।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সাজিদ ভাই।
ভাল গল্প লেখেন, কবিতা লিখেন কিন্তু এত নোংড়া পায়খানার রাস্তা নিয়ে এত বাজে মন্তব্য কেন?

আপনি বলছেন - "সব কিছুতেই নিজের মতো এক্সপ্লেইন দেওয়া আপনাদের মতো লোকের স্বভাব হয়ে গেছে"

আমি তো নিজের মতই এক্সপ্লেইন করবো, নাকি জনমত যেদিকে আছে তার সাথে গা ভাসিয়ে সুবিধাবাদিদের মত মন্তব্য করবো?
নাকি অন্যের কথায় প্রভাবিত হয়ে সেইমত সেসব বলবো, নাকি অন্যের মন্তব্য কাটপেষ্ট করে সরাসরি পোষ্ট দিয়ে ব্লগের শুষ্ঠ পরিবেশ বজায় রাখবো?

আমি কাউকে দেবতা বানাই না দেবতা পুজাও করি না। আমি নিজে যা সত্য ও যৌক্তিক মনে করি সেটাই ভাবি সেটাই লিখি।

আচ্ছা বলুন তো আপনাদের দেবতা টেকনাফের মত মাদক সাম্রাজ্যে কি করছিল?
যেখানে বর্তমানে টুরিষ্টদের প্রবেশাধিকার নেই, সেই এলাকার নির্জন মোটেলে সেনাবাহিনীর পোশাক পরিধান, সেনা প্রভাব ব্যাবহার করে অস্ত্র বহন করে ৪-৫ যুবক সাথে নিয়ে রাতে ঘুড়ে বেরানো! কাজটা কি? ইউটিউব ভিডিও?
ক্যামেরা নাই লাইটিং নাই পাহাড়ের চিপায় অন্ধকারের ভেতরে কিসের ভিডিও করে?
যেই পাহাড়ে আরাকানী বিচ্ছিন্নতাবাদি সন্ত্রাসীদের আস্তানা আছে বলা হয়।
সৈকতের হোটেল-মটেলে কেউ গেলে সাধারনত ৩ দিন থাকে, ম্যাক্সিমাম ১ সপ্তাহ।
কিন্তু এই লোক ৪-৫ জন যুবক সাথে নিয়ে সেনা পোশাক পরিধান করে, সেনা ক্ষমতা ব্যাবহার করে অস্ত্র বহন করে টেকনাফের মত অপরাধ প্রবন মাদক ট্রায়াংগালে দেড় মাস যাবৎ আন্তানা বানিয়ে ফেলেছিল।
কি কারনে এত দির্ঘদিন আবস্থান?

২২| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৯

মোঃ খুরশীদ আলম বলেছেন:

সবাইকে আল্লাহ হেদায়াত দিন।

২৩| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০০

জাহিদ হাসান বলেছেন: পৃথিবীতে পাওয়া যায় এমন তিনটি অত্যাধুনিক বার্গারের নাম বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.