নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
একজন মা তার ছেলের সাথে ক্রিকেট খেলছে, খুব সুন্দর দৃশ্য।
এটা নর্মালি মাঠে খেলারত কারো হঠাৎ তোলা হলে সমস্যা ছিল না।
বোর্খা কোর্তা ধুতি বা যে কোন ড্রেস পড়ার স্বাধীনতা ধর্মপ্রাণ নাগরিক সহ সবার আছে।
কিন্তু এটা তো খেলা না। এটা বিজ্ঞাপন।
নারীদের বিভৎস বস্তাবন্দিত্ব প্রমট করার একটি কর্পোরেট তালেবানি বিজ্ঞাপন।
যা জানা গেছে - এটা এস ইউজুয়াল কোন ছবি নয়। কিংবা খেলছিল, কেউ একজন হঠাৎ ছবি তুলেছে। এটি সেরকম কোন ছবিও নয়।
এটা কর্পোরেট মিডিয়া গ্রুপের পূর্বপরিকল্পিত তালেবানি হিজাব মার্কেটিং। বস্তার বিজ্ঞাপন।
ইহা মামুলি মা তার ছেলের সাথে হঠাৎ ক্রিকেট খেলা নয়, সময় নিয়ে, অভিনয় শুটিং সম্মতি সাইন নিয়ে দির্ঘ সময় নিয়ে পেশাদার ফটো জার্নালিষ্ট দিয়ে শুটিং করে, এডিট করে বিজ্ঞাপনটি ডেইলি স্টারের মত ইংরেজি দৈনিকের প্রথম পাতায় ছাপানো হয়েছে। আর সবাই না বুঝেই লাফাচ্ছে। না জেনে না বুঝেই সবাই এটাকে মা ছেলের ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে প্রচার করেছে। এর পিছনে যে কি ভীষণ নোংরা একটা পলিটিক্স জড়িয়ে আছে কেউ অনুধাবন করছে না।
দেশের কর্পোরেট মিডিয়া হাউসগুলো মোটা অর্থের বিনিময়ে একদশক জাবৎ খুব কৌশলে তালেবানি সংস্কৃতির ঘৃনাবাদ অন্ধকার বাদ চাষবাস করে যাচ্ছে।
সাবান, শ্যাম্পুর মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো টিভি এড দেয়ে শ্যাম্পু মডেলকে দিয়ে বলায় '' আমার হিজাব আমার চয়েজ ''
বিবিসি বাংলা, যুগান্তর কালের কন্ঠ ইত্যাদি অনেকদিন জাবৎ উলঙ্গভাবেই ঘৃনাবাদ কৌশলী জঙ্গিবাদ প্রচারনা চালাচ্ছে। ডেইলি স্টারের মত ইংরেজি পত্রিকা এই ছবিগুলো দিয়ে কি বার্তা দিতে চায় ? আমরা তো বুঝি।
এই শক্তিশালী কর্পোরেট জঙ্গিবাদ চক্র হলি আর্টিজানের জঙ্গিদের ভেতরে ঘুরে ঘুরে সহযোগিতা করা ও জেহাদী হামলায় সরাসরি হত্যাকারী তাহমিদ ও টাকলা হাসানাতকে বিশাল মোটা অর্থের বিনিময়ে শেষ পর্যন্ত ছুটিয়ে নিয়েই এদের ক্ষমতা প্রমাণ করে গেছে।
অনেকেই বলছে এরা নাকি গণতন্ত্র বাকস্বাধীনতা ফিরিয়ে দিবে?!
তালেবানি আইন চালু বা আংশিক চালু হলেও "আমার হিজাব আমার চয়েজ" থাকবে? গণতন্ত্র বাকস্বাধীনতা থাকবে?
নারে ভাই থাকবে না। থাকবে না।
বস্তায় না ঢুকলে তালেবানদের মত পাথর দিয়ে বা গুলি করে মারবে বা পাকিস্তানের মত গণপিটুনিতে বা আর অনার কিলিং নামে গুপ্তহত্যা হবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু নারীবাদী খারাপ কিছু বলে নি।
কুলাঙ্গাররা যেভাবে বলছে তার ১%ও বলেনি। তারা মুলত বলতে চাইছে এই ছবিতে বাংলাদেশী মার ছবি খুজে পাই নি,
অনেকে বলছে জাহানারা সালমারা সুন্দর, এ ছবিটি সুন্দর নয় কারন মানুষটিকে চেনা যাচ্ছেনা।
সামাজিক মাধ্যমে কে কি বললো সেটা এত বেশী গুরুত্বপুর্ন নয়। বরং কর্পোরেট দুর্বৃত্তরা পেশাদারি অপকর্ম করছে, সেটা অনেক বেশী নিন্দনিয় ও শাস্তিযোগ্য।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩
রানার ব্লগ বলেছেন: আমাদের দৃষ্টিভঙ্গি তে অনেক সমস্যা আছে। বাংগালী শিক্ষিত হয়তো হয়েছে কিন্তু সুশিক্ষা পায় নাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২
হাসান কালবৈশাখী বলেছেন: সেটাই বলতে চেয়েছি।
বাংলার মুসলমানরা পৃথিবীর সবার চেয়ে বেশি ধর্মীয় বয়ান, জুম্মার খোতবা ওয়াজ নসিহত শোনে।
কিন্তু এত কিছুর পরও তারা অপরাধ প্রবন দুর্নিতি প্রবন। নিজেদের মানবিক মুল্যবোধ একটুকুও বাড়াতে পারে নি।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
কোনটা নর্মাল খেলা কোনটা স্পন্সর্ড অভিনয়, চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিলেও লাভ হবে না। বুঝতে চেষ্টাও করবে না
ফেবু ব্লগ বা অন্যান্ন মিডিয়াতে বিপুল সহমত দেখে যা মনে হচ্ছে ...
শিক্ষিত বুঝদার মানুষরাও নিজেদের মগজ হারিয়ে ফেলছে।
বুদ্ধি বিবেক সব হারিয়ে একটা কেন্দ্রীয় মগজের অধীনে সবাই পুতুলের মত নেচে চলেছে।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: অতি সামান্য একটা বিষয়। অথচ আমরা ত্যানা প্যাচাচ্ছি। প্যাচিয়েই যাচ্ছি।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
এটি মোটেই সামান্য একটা বিষয় নয় রাজীব ভাই।
মা তার ছেলের সাথে হঠাৎ ক্রিকেট খেলা নয়,
কর্পোরেট বেনিয়াদের তৈরি।
মাকে অভিনয় শুটিং সম্মতি সাইন নিয়ে পেশাদার ফটো জার্নালিষ্ট দিয়ে শুটিং করে, এডিট করে একটি ময়লা বোর্খার বিজ্ঞাপন।
প্রচারনা বিজ্ঞাপনটি হিট হয়েছে।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৪
রানার ব্লগ বলেছেন: বাংলার মুসলমানরা পৃথিবীর সবার চেয়ে বেশি ধর্মীয় বয়ান, জুম্মার খোতবা ওয়াজ নসিহত শোনে।
এই সব বয়ানে কি আসলেই শিক্ষনিয় কিছু থাকে ?
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১
হাসান কালবৈশাখী বলেছেন: এই সব বয়ানে শিক্ষনিয় কিছুই থাকে না
এদের ধর্মীয় বয়ানে তালেবানি সংস্কৃতির ঘৃনাবাদ অন্ধকার বাদ চাষবাস হয়।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০
সত্যপীরবাবা বলেছেন: আপনার মূল ধারনার সংগে একমত। এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত। যদিও লাফ দিয়ে জঙ্গিবাদে যেতে রাজি না।
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
সাদাচোখে জঙ্গিবাদ দেখা না গেলেও হলি আর্টিজানের পর সময় এদের কার্যকলাপ বিবেচনায় নিলে এটি জঙ্গিবাদ। মানবতাকে অন্ধকারে নেয়ার কৌশলী জঙ্গিবাদ।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: উনি একদম ঠিক কাজ করেছে । শালীন ভাবে সন্তানকে ভালোবাসা দিয়েছে
১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আমিও প্রথমে সেই রকমই ভেবেছিলাম।
পরে দেখলাম ফরমায়েসি নাটক। কর্পোরেট বেনিয়াদের তৈরি মা ছেলেকে দিয়ে অভিনয় করিয়ে নারীকে বস্তা বন্দি প্রমট করার বিজ্ঞাপন।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩
সাগর শরীফ বলেছেন: বিষয়টার নির্ভরযোগ্য কোন তথ্যসূত্র ছাড়া এটাকে জঙ্গিবাদী পলিসি হিসবে মেনে নিতে পারছি না স্যার। আপাতদৃষ্টিতে এটা আমার কাছে সহজ সুন্দর একটি বিষয়। এই বিষয়টি নিয়ে আমার পোস্টেও আমি ধর্মকে প্রশ্রয় দেইনি। আমি সেখানে তথাকথিত কিছু নারীবাদী প্রতিনিধির নোংরা ভাষায় মতামত প্রদর্শনকে তুলে ধরেছি। আপনি সেখানে জঙ্গীবাদী পলিসি নিয়ে মন্তব্য করেছেন। হয়ত আপনার কথা ঠিক। কিন্তু বললাম যে আমার চোখে তথ্যসূত্র ছাড়া এই অভিযোগ ভিত্তিহীন বলে মনে হয়েছে। বিরূপ মন্তব্যের জন্য মাফ করবেন। ধন্যবাদ।