নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
হাটহাজারি চলছে গাড়ী। ওয়েলকাম টু হাটহাজারি!
যে হারে ভাঙচুর চালাইছে দেখলাম তাতেতো কিছুই আস্ত থাকার কথা না।
লাইট ফ্যান, দরজা জানালা, পুস্তকের র্যাক সব চুরমার, সিলিং ফ্যান চুরমার না করতে পেরে ফ্যান ব্লেড বাঁকা করে দিচ্ছে। জিহাদি জোশের সামনে কোরান হাদিসও তুচ্ছ। সেই ৫ই'মে ১৩ শাপলা চত্বরে হাজার হাজার লাশের খোঁজ না পাওয়া গেলেও শতশত পোড়া আধাপোড়া পবিত্র কোরআন পাওয়া গিয়েছিল।
সরকার জমি দেয়, ভাতা দেয়, টাকা দেয়, বড় বড় সেনা কর্তা, আমলা, ব্যাবসায়ীরা অবৈধ আয় হালাল করতে প্রতি বছরে ডোনেশন দেয়, নিউইয়র্ক টরন্টো লন্ডনের মসজিদে প্রতি শুক্রবার কথিত রহিঙ্গাদের মসজিদ করার নামে যে মিলিয়ন মিলিয়ন ডলার উত্তোলন করা, মধ্যপ্রাচ্যের দেশ গুলো থেকে প্রতি বছর আসে মোটা মোটা অনুদান। সবমিলে টাকার পাহাড়!
যেখানে দখল, ও ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি হয় সেখানে সততা নাই, ট্রান্সপারেন্সি নাই, সেখানে ইসলাম নেই।
আছে দুর্নীতি আর মেরে খাওয়া। যারা সরকারি উৎকোচে বশিভুত হয় তাদের আবার আদর্শ কি? ইসলাম কি?
প্রথম দেখায় মনে হতে পারে ইহা হাটহাজারি মাদ্রাসার আভ্যন্তরিণ ব্যাপার, কিন্তু ব্যাপারটি আরো গভীরে।
যেখানে জাশি প্রবেশ করে, বন্ধুত্ত করতে নয়, দখল করতেই যায়।
সেখানেই অবস্থা বুঝে দখল পোক্ত করতে অর্থ খরচ করে। ভেতরের লোকজনদের ছাত্রদের হাত করে,
এরপর জিরো আওয়ারে সর্বাত্নক হামলার অপেক্ষা। দু বছর আগে তবলিগিদের বিশ্বএস্তেমার মূলনেতৃত্ব এভাবেই হটাতে সক্ষম হয়েছিল।
শত শত মাইল দূরে থেকে হঠাৎ শিবির চক্রের মুখপত্র নুরারা যখন সরকারকে হস্তক্ষেপ করতে মানা করে হুমকি দেয়, তখন বুঝতে হবে এর মূল কলকাঠি হাটহাজারি থেকে অনেক দূরে।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
ক্ষুর কিনে রগকাটার কারখানা অলরেডি সব যায়গায় খুলে রেডি রাখছে। শুধু হুকুমের অপেক্ষা।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: কক্সবাজারী মাদানী তেতুল ঘুম সব একাকার
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
কক্সবাজারী মাদানী তেতুল হুজুরদের সেদিনের মিথ্যা আর ষড়যন্ত্রের আঁতুড়ঘর হাটহাজারী আজ লন্ডভন্ড।
এখন ফ্রন্টলাইনে শিবির।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নুরু তারেক জিয়ার ডান হাত।তারেক জিয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছিল বিএনপি জামাত এক মায়ের পেটের দুই ভাই।
হাসিনা নিজের কবর নিজেই খোড়ছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
তারেইক্কার কথা আর বইলেন না।
তারেক জিয়াকে কোন নেতা বলা যায় না।
নেতা হতে হলে স্পিকিং পাওয়ার থাকতে হয়। কিছু বলার ক্ষমতা থাকতে হয়, উনি জনসমক্ষে কিছু বলেন না, মিডিয়ার সাথেও কিছু বলেন না।
মাঝে মাঝে লন্ডনের ছাগু সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন, কাগজ বাদে কিছুই বলতে পারেন না।
২০০৮ এ তারেক লন্ডনে গেলে বিবিসি সহ বিদেশী সংবাদ মাধ্যম তার আত্নপক্ষ সমর্থ্নে তার বক্তব্য জানতে চেয়েছিল।
উনি বিদেশী সংবাদমাধ্যম তো দুরের কথা, দেশী মিডিয়াতেও কিছু বলেন না।
বহু বছর লন্ডনে কাটিয়ে এই জীবনে একবারও লাইভ সাংবাদিকদের মুখোমুখি হয়নি। লন্ডনে বিবিসি ও আলজাজিরা টিভি বার বার খাম্বার সাক্ষাৎকার নিতে চেয়ে পায়ে ধরার মত চেয়েও পায়নি। আলজাজিরা পর্যাপ্ত সম্মানিও দিতে চেয়েছিল। বিবিসি বাংলা বহুবার তাকে কথা বলাতে চেয়েছে, উনি এমনকি ফোনেও সাক্ষাৎকার দিতে চায়নি, কথা পর্যন্ত বলতে চায় না।
সাংবাদিকের সামনে বা ফোনেও কোন কথাই বলতে চায় না এই আবাল নাকি দেশের হবু প্রধানমন্ত্রী! ছাগল!
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১১
আমি সাজিদ বলেছেন: আপনি কি এককালে আওয়ামী লীগের রাজনীতি করতেন? যদি লগি বৈঠা দিয়ে ঢাকা অচল করে দেওয়া হয়, মানুষ পুড়িয়ে হরতাল দেওয়া হয় তবে নুরু করতে দোষ কি?
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে ঢাকা অচল করেছিল একটা বৃহত্বর স্বার্থে,
নিজস্ব রাজনীতির অংশ হিসেবে নিজেরাই লগি বৈঠা হাতে তুলে নিয়েছিল। অন্য কারো হয়ে ভাড়া খাটেনি।
জামাত শিবির মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা নৃশংসতার সহযোগী ভূমিকার কারনে গ্রহনযোগ্যতা নেই, নেতারা কখনোই মিডিয়ার সামনে আসে না। জনসম্মুখে তারা মুখ দেখায় না। নুরা বা বিএপির ঘাড়ে চড়তে হয়। অন্যের হয়ে ভাড়া খেটে ঢাকা অচল করার ডাক দিলে কেউ আসবে না।
মদি বিরোধিতা করে গত বছর চেষ্টা করেছিল, আট দশ জনের বেশি নামাতে পারেনি।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪৩
এ.এস বাশার বলেছেন: দেশটা এখন আর সাধারনদের নেই..... অসাধারনদের রাজত্ব চলছে........
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৪
শাহ আজিজ বলেছেন: আমরা চুপচাপ ঘরে বসে দেখছি তেতুলের ছিনিমিনি খেলা । বাবুনগরি এগিয়ে রইল তাহলে । কিন্তু নুরুর কি স্বার্থ এখানে , ও চিল্লায় ক্যান ?
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
নুরা ছাগল একটা।
হাটহাজারি ওয়ালারা বার বার বলছিল এটা মাদ্রাসার আভ্যন্তরিন ব্যাপার, মফস্বলের একটা মাদ্রাসার ঘটনায় নুরার ঢাকা অচলের ডাকে অনেক নুরা সমর্থকও অবাক হয়েছিল।
মাদ্রাসা তান্ডবের আগে মিডিয়াকে মোটা অংকের ঘুশ দিয়ে দূরে পাঠিয়ে দেয়, দুদিনের ভয়াবহ তান্ডবে মিডিয়ার টিকিও দেখা যায় নি। পুলিশকেও ঘুষ দিয়ে নিউট্রাল রেখেছিল। ঢাকায় জামাত ভয়ে ছিল পুলিশ ঢুকলে সব ভন্ডুল হয়ে যাবে, তাই নুরাকে দিয়ে ভয় দেখিয়েছে।
বাস্তবতা হচ্ছে নুরায় এখন হাজার চেষ্টা করলেও ঢাকা অচল করার লোক পাবে না। সেই গ্রহণযোগ্যতা অনেক আগেই হারিয়েছে সে।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: দেশের অবস্থা ভালো না। চারিদিকে করোনা। পেঁয়াজ এর দাম বেড়ে গেছে। মানুষের চাকরি নাই। এর মধ্যে নুরু লাফাচ্ছে কেন? নুরু মানুষ ভালো নয়।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
নুরা লাফাক, যত ইচ্ছা লাফাক।
আট দশটা লোক নিয়ে সারাদিন লাফিয়েও রাস্তার একপাসও জ্যাম লাগাতে পারবে না।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৩
মা.হাসান বলেছেন: কওমি সন্তানদের উচিত হয় নাই আইন নিজের হাতে তুলে নেয়া। তাদের উচিত ছিল কওমি জননী কে তাদের সমস্যার কথা জানানো। যাহোক আশাকরি কওমি জননী এখন সব জেনে গিয়েছেন , সব সমস্যার সমাধান করে ফেলবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
জননীকে না জানালেও জননী সবকিছু মনিটর করছিলেন। সরকারী গোয়েন্দা ছাড়াও ইনসাইডে নিজস্ব ইনফরমার ছিল। একপর্যায়ে পুলিশ ঢুকিয়ে ব্যবস্থা নেয়ার প্ল্যান ছিল।
মন্ত্রিরা মতামতে পুলিশি ব্যাবস্থা নেয়ার জোরালো দাবি ছিল। সফিপুত্রও জননীর কাছে বার বার আবেদন জানিয়ে যাচ্ছিলেন।
কিন্তু জননীর হিসেব পরিষ্কার। পুলিশি বাধা না দিয়ে 'পট পরিবর্তন' হয়ে গেলে উনি হিসেব করে দেখেছেন, ভালই হবে।
শফি গংকে কিনতে যেই চড়া মুল্য দিতে হয়েছিল, মাসে মাসে ভাতা, সুবিধা দিতে হচ্ছিল। পট পরিবর্তনে নতুন বিভক্ত গ্রুপটি আরো সস্তায় বিক্রি হবে, ইভেন ফ্রীতেও পাওয়া সম্ভব হবে, যাষ্ট হাড্ডি চিবাইতে দিলেই যতেষ্ঠ।
এখন তেতুল বাবার মৃত্যুতে শাপে বর হয়েছে হাসিনার।
নতুন গ্রুপটিকে বাবা হত্যার দায় বহন করে যেতে হবে আরো দশ বছর। পুলিশের হত্যা তদন্তে দৌরের উপর থাকবে।
হাটহাজারি কেন্দ্রিক একটা বিশাল শক্তি, বিপদের উটকো ঝামেলা থেকে অবশেষে মুক্তি।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫
কলাবাগান১ বলেছেন: শিবির এর বিরূদ্ধে স্লোগানে নুর সাহেবের আপত্তি কেন বুঝলাম না!!!!
উপরের একজন শুধু মাত্র শেখ হাসিনাকে কটাক্ষ করে 'কওমি জননী' বলার জন্যই কমেন্ট করেছেন। পোস্ট এর ব্যাপারে আসলে কোন কমেন্ট উনার ছিল না।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
শিবির এর বিরূদ্ধে স্লোগানে নুর সাহেবের আপত্তি, কারন নুর এখন জাশির প্রতিনিধিত্ব করছেন।
নুর নিজে শিবির না হলেও তার দুই সহযোগি কট্টর শিবির সদস্য।
উপরের জন আমার মতাদর্শের সম্পুর্ন বিপরিত মতাদর্শের মানুষ। জিয়া ভক্ত, ইসলাম ভক্ত।
তবে রাজনীতি বাদ দিলে উনি সচ্ছ সজ্জন একজন মানুষ। লেখেন ভাল।
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৪৭
কসমিক রোহান বলেছেন: মনুষ্য মগজ ফেলে দিয়ে গো-মগজ স্থাপন করলে যা হয়, এ পোস্ট তার জীবন্ত প্রমাণ
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আবোল তাবল কথাবার্তা না বলে পোষ্টের কোন অংশ আপনার আপত্তিকর সেটা বলুন।
বা নিজস্ব আলাদা বক্তব্য থাকলে সেটাও বলুন।
আমি কিন্তু আপনাদের অপকর্মের অনেক কিছুই এড়িয়ে গেছি।
বইয়ের র্যাক থেকে কিতাবসমুহ ফেলেদিয়ে ভাংচুর বেপরোয়া ভাবে কোরান ছিড়েফেলা কোরানের পাতা পদদলিত করার মত জঘন্য কাজগুলো করেছেন
একজন বয়বৃদ্ধ লোকের সাইন নিতে সবগুলো রুম ভাংচুর করা লাগে নাকি। নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান এভাবে কেউ ধ্বংশ করে?
সবচেয়ে বড় অপকর্ম করেছেন ওনাকে ৩ দিন ওনাকে অবরুদ্ধ করে রেখেছেন খাদ্য পানীয় ঔসধ বাদে।
খুনের দায় এড়াতে পারবে না হাজার খানেক নেতা।
১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪০
আমি সাজিদ বলেছেন: আপনি ভেতরের খবর কিভাবে জানেন? আপনি কি এনএসআই এর কেউ? বা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গোয়েন্দা দলের মেম্বার? একটা অটোগ্রাফ দিবেন স্যার?
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি প্রধানমন্ত্রীর গোয়েন্দা হব কিভাবে।
আমি থাকি আমেরিকায়, বাংলাদেশে আমি একজন প্রকৌশলি হলেও আমেরিকায় আমি 'দিন মজুর' ঘন্টা হিসেবে বেতন।
ছেলের লেখাপড়ার কথা ভেবেই আর্লি রিটায়ারমেন্ট নিয়ে চলে আসা, ছাত্রজীবনেও রাজনীতি সচেতন থেকেও ছাত্র রাজনীতিতে নাম লেখাই নি। নিউইয়র্কে অনেক নেতার সাথে দেখা হয়, পরিচয়ও দেই না, কথাও না বলার চেষ্টা করি
প্রধান মিডিয়াগুলো খবর চেপে গেলেও সোশাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও এসেছিল। মানবজমিন পত্রিকা একটু ডিটেইল লিখেছে।
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:২১
নূর আলম হিরণ বলেছেন: নূরুকে যারা আগামীর প্রধামন্ত্রী ভাবে এরা এর মধ্য কি এমন দেখে এটা ভাবে আল্লাহ মালুম। নুরু ইডিয়েট টাইপের পোলা, এর কাছে আসা অর্থের উৎস বের করে সেটা বন্ধ করলেই সে থেমে যাবে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
ওনার গুনধর ছাত্রদের নৈতিকতা শিক্ষা না দিয়ে সহিংসতা চাপাতি বিদ্যার তালিম দিয়ে গেছিলেন। তার ফল হাড়ে হাড়ে পেলেন সফি হুজুর।
এজিদ শিমার স্টাইলে খ্যাদ্য পানীয় ঔসধ বিহীন নিজ বিধ্বস্ত অফিসরুমে অবরোধ করে, ৩ দিন ফেলে রেখে মেরে ফেলা হলো।
দখল পোক্ত করে অবরোধকারি হত্যাকারিদের নাটের গুরু জামাত শিবির চক্র সেই লাশই কাধে নিয়ে ভন্ডামি।
ছবিতে ভণ্ড নাটের গুরু রা -
১,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২.ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সালাউদ্দিন আইয়ুবী।
৩. চট্টগ্রাম জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৩
আমি সাজিদ বলেছেন: @হিরণ ভাই কেন? প্রধানমন্ত্রী কি বাবা ও স্বামী আর পরিবার লিংক দিয়ে হবে এই দেশে? নূরু প্রধানমন্ত্রী হোক বা না হোক সে একটা কথা বলেছে, গোল সেট করেছে, সাধারন নাগরিকের ছেলে দেশ চালাবে৷ আমি নূরুকে সকাল বিকাল গালি দেই৷ আমি জানি তার ম্যাচুরিটি নাই। কিন্তু বিশ বছর আগের আজকের প্রাইম মিনিস্টারের কথা ( এনার ক্ষেত্রে ১০ বছর আগেও চিন্তা করলে হবে) বা সাবেক বিরোধী দলীয় নেত্রীর কথা চিন্তা করেন। এনাদের কি কোন বলার বা চলার ভুল চোখে পড়ে নাই? একজনকে এখন মাদার তেরেসা থেকেও বড় কিছু প্রচার করা হয়, এই আদালতই কিন্তু তাঁকে একসময় রং হেডেড বলেছিল, সেগুলো মানুষ সময়ের সাথে ভুলে যায়।
আমি এমন দেশের স্বপ্ন দেখি, যেখানে চাষার ছেলে নিজের যোগ্যতায় দেশ চালাবে। নূরু যত হারামজাদাই হোক সে এই কথাটা আর এই সাহসটা সামনা সামনি দেখাতে পেরেছে। বলা যায় না আমি আপনি আর আওয়ামী লীগ ত্যাগ করে হাসান সাহেব একসময় নতুন দল বানিয়ে ইলেকশনে জিতেই যেতে পারে! এখন হোক বা বিশ পঞ্চাশ বছর পরে হোক।
১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৬
আমি সাজিদ বলেছেন: বলেছি - আমি এমন দেশের স্বপ্ন দেখি, যেখানে চাষার ছেলে নিজের যোগ্যতায় দেশ চালাবে। নূরু যত হারামজাদাই হোক সে এই কথাটা আর এই সাহসটা সামনা সামনি দেখাতে পেরেছে। বলা যায় না আমি আপনি আর আওয়ামী লীগ ত্যাগ করে হাসান সাহেব একসময় নতুন দল বানিয়ে ইলেকশনে জিতেই যেতে পারে! এখন হোক বা বিশ পঞ্চাশ বছর পরে হোক।
এর জন্য নতুন প্রজন্মকে সেলফি, হাতুড়ি, নেশা বাদ দিয়ে গঠনমূলক চিন্তা করতে হবে। এটাই। কিন্তু তিনটাই সহজলভ্য। কেন জানেনই তো?
১৫| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৯
জাহিদ হাসান বলেছেন: পৃথিবীতে বাংলাদেশের চাইতে সস্তা ফুচকা পাওয়া যায় এমন তিনটি দেশের নাম বলুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১১
চাঁদগাজী বলেছেন:
নুরুকে এখন না থামালে, সে রগকাটার কারখানা সব যায়গায় খুলবে।