নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

পুরাই রমরমা .. রমরমা!

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪৭

ছাত্র শিবির কোথায়?
২০১৩ এর পর শিবির সেই যে ভাগছে .. আর কখনোই সামনে আসে নি, আর মুখ দেখায় নি।
জামাত ও শিবির নামটা এত জঘন্য কেউ পাবলিকলি স্বীকার করে না। সারা ফেবু ব্লগ তন্ন তন্ন করে খুজলেও ১টা শিবির পাওয়া যায় না।
আমি কখনোই দেখিনি কারো প্রফাইলে - আমি শিবির করি, আমার নেতা গোলাম আজম, আমি মহান মৌদুদিবাদ অনুসারী।

সব শিবিরের প্রফাইলে - আমার বাপে মুক্তিযোদ্ধা ছিল, আমার চাচা আওয়ামীলীগ করে ... ইত্যাদি।

ছাত্রদলও ভেগেছে। লোক জড় করতে লোক না পেয়ে লজ্জায় আর মিছিল মিন্টিং করে না, দুচার জন নিয়ে মিছিল হয়?
তাই এখন আর ওদের টিকিও দেখাও যায় না। পেটে বোমা মারলেও আর সামনে আসবে না।

রিসেন্ট ধর্ষন অভিযোগে শিবিরের প্রধান ফ্রন্টলাইন নুরার দলও কোনঠাসা।
তেমন জোড়ালো ভাবে কিছু করতে পারছে না। মাঠেও দেখা যাচ্ছে না।

এখন ভরসা অপেক্ষাকৃত ক্লিন ছাত্র ইউনিয়ন ও বাম। এদের বেতন আগে মস্কো থেকে আসতো।
২০০০ এর পর এদের ভাতা বন্ধ হয়ে গেলে হাসিনা মানবিক কারনে বিচ্ছিন্ন ভাবে ভিক্কা দিয়া কোন মতে চালাইছে।
আধা পেটে খেয়ে কোন রকমে চলেছিল এতদিন।

বর্তমানে কিছু ঘটনা দুর্ঘটনায় এই ছাত্রইউনিয়ন ও বামপন্থিরা ভাল অবস্থায়।
শিবিরিয় মোটা অংকের মান্থলি বরাদ্দ, ডেইলি ভাতা, .. 'থোক বরাদ্দে' .. অবস্থা রমরমা। পুরাই রমরমা।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:২৬

অনল চৌধুরী বলেছেন: ১০১৩ সালে বাংলার শাসক ছিলেন পালবংশের প্রথম মহীপাল -৯৮৮–আনুমানিক ১০৩৬।
সেইদিন থাকলে তো ভালোই হতো। ভারত, পাকি, এ্যামেরিকা, চীন, বার্মা-কোনো দেশ বাংলাদেশের উপর আধিপত্য করতে পারতো না।
২০১৩ হবে।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন: এডিট করে দিচ্ছি

২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৪

অনল চৌধুরী বলেছেন: জামাতিরা নিজেদের পরিচয় দেয় বিএনপি বলে। আর তাদের জননী নেত্রী হলো চুন্নি খালেদা, যার বিরুদ্ধে কিছু বললে বা লিখলে এরা প্রচন্ড ক্ষেপে যায়।
এলাকা, বিশ্ববিদ্যালয় এমনকি এই ব্লগ-সব জায়গাতেই একই অবস্থা।

১০ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কেন অন্যের ছদ্মবেসে চলতে হবে?
বাংলাদেশের সবচেয়ে ধনাঢ্য ঐতিহ্যবাহী চালু একটা দল নিজের নাম স্বীকার করতে লজ্জা পায় কোন কারনে?

৩| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১৩

রাজীব নুর বলেছেন: গত বারো বছর ধরে শিবির মূখোশ পরে আছে।

১০ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
ভন্ড শয়তান। অকাতরে টাকা ছড়িয়ে বিভিন্ন দলে প্রভাব বিস্তার, অনুপ্রবেশ। হানাদার জল্লাদ ইয়াহিয়ার দলে পর্যন্ত ভিড়ে গিয়ে কচুকাটা সুরু করে দিছিল। এখন ভালমানুষ সাজে।

৪| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শিবিরের লক্ষ লক্ষ কর্মী আছে মাদ্রাসাগুলোতে রুহিঙ্গা ক্যাম্পে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে।তারা সময়ের অপেক্ষায় আছে।

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ঢাবি আলিয়া মাদ্রাসা, বুয়েট কাওমী মাদ্রাসা বাদ দিলেন কেন?
লক্ষ লক্ষ কর্মী, কিন্তু পরিচয় দেয় না। দলীয় নামটা বলতে এত লজ্জা কেন?

৫| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০০

জাহিদ হাসান বলেছেন: নুরের দলকে মাঠে দেখা যাচ্ছে না।

হাসাইলেন মিয়া, কোন উগান্ডায় বসে আপনি ব্লগিং করেন জানি না। খবরাখবর কিছু রাখেন না।
গতকাল বিকেলে প্রেসক্লাবের সামনে দাড়িয়ে জোর গলায় সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে-
যমুনা টিভির খবরে দেখুন এর সত্যতা
গত কাল সন্ধ্যায় নুর তার হাজার হাজার সমর্থক নিয়ে হঠাৎ করেই মশাল মিছিল করে রাস্তায় অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়েছে। আমি নিজে ফেসবুকে এর লাইভ দেখেছি। আপনি চাইলে সেই লাইভের লিংকও দিতে পারি।


তাছাড়া নুরের নামে কোন ধর্ষনের অভিযোগ নেই। মামলা তাকে ধর্ষক বলা হয়নি।
নূরের বিরুদ্ধে তো ধর্ষণের কোনো অভিযোগ নেই: ডিএমপি কমিশনার[link||view this link]
দেখুন সময় টিভির খবরে এই বিষয়টির সত্যতা। নুরের নামে অভিযোগ হচ্ছে তিনি ভিক্টিমকে হুমকি-ধামকি দিয়েছেন। কিন্তু এর কোন প্রমাণ নেই। তাই মামলা থেকে সহজেই রেহাই পেয়ে যাবেন নুর।

এবার কি বলবেন কালবৈশাখী সাহেব? আপনি তো মিথ্যাবাদী প্রমানিত হলেন। দয়া করে পোস্ট ডিলিট করে সবার কাছে ক্ষমা চান।

১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
'নুরের নামে কোন ধর্ষনের অভিযোগ নেই'
ডিএমপি কমিশনারের মুখে একটা বাক্য শুনেই মিথ্যাবাদি বলে লাফ দেয়ার কিছু নেই।
ডিএমপি কমিশনার তো আরো কিছু বলেছিল, শোনার ধর্য নেই।

নুরু ও তার চ্যালা মামলার প্রধান আসামি হাসান আল মামুন সহ ৬ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রধান আসামি হাসান আল মামুন। বাকিরা সহযোগী। মামলা চলমান।


৬| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: আমি জাহিদ হাসান ভাইয়ের সাথে একমত। বাম রাজনীতি বলেছে আদিবাসী নারী নির্যাতনের বিচার চা চায়। এই আদিবাসী কারা । বামেরা উপজাতিদের সন্ত্রাসী বনতে সাহায্য করে এবং করেছে

৭| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৮

জাহিদ হাসান বলেছেন: মামলার বিবরণে ভিক্টিম কি বলেছে তা বলেন।

সে বলেছে নুর তাকে মামলা না করতে হুমকি ও ধমক দিয়েছে। কিন্তু তার কাছে কোন প্রমান নেই। প্রমান ছাড়া নুর কিভাবে অভিযুক্ত বা আসামী হবে? মামলা আদালতে গেলে বিচারক প্রমানের অভাবে নুরকে খালাস দিয়ে দিবে। যদিও নুর সত্যিই এটা করে থাকে তবুও সে খালাস।

দেখে নিয়েন। হ
গরীবের কথা বাসি হলেও ফলে।

১১ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
নুরু ও মামলার প্রধান আসামি হাসান আল মামুন সহ ৬ জনের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রধান আসামি হাসান আল মামুন।

আইনের মাধ্যমে সঠিক ভাবে নুরু খালাস পেলে আমি অভিনন্দন জানাবো।
আইনেই আছে অভিযোগ নিরঙ্কুশ ভাবে আদালতে প্রমানের আগে অভিযুক্ত ব্যক্তিকে দোষী বলা যাবে না
বাংলাদেশের আইনেই আছে অভিযোগের প্রমানে 'বিন্দুমাত্র সন্দেহ' থাকলে আইনত সে নিরপরাধ। খালাস পাবে।

৮| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৮

ঢাবিয়ান বলেছেন: আরেকজনকে শিবির ট্যাগিং করার আগে দুইবার ভাইবেন। আপনাকেও কিন্ত মুখোশধারী শিবির বলে মনে করে অনেকেই।

১১ ই অক্টোবর, ২০২০ রাত ১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:

পোষ্ট ভালকরে আবার পড়ে দেখুন।
আমি কাউকে শিবির ট্যাগিং করিনি। ব্যক্তি কাউকে আলাদাভাবেও কিছু বলি নি।
ইভেন আমি কখনো কোন ব্লগারকে ব্যাক্তিআক্রমণ গালমন্দ করিনা, আগেও করি নি।
আমাকে অনেকেই লীগের দালাল, পেইড দালাল, লীগের পাচাটাকুত্তা, মিথ্যেবাদি, ইভেন জামাত ও বলেছে। এরপরও আমি আজপর্যন্ত কাউকে বাজে কিছু বলেছি বলে মনে পরে না।
ব্লগে নীলআকাশ ও নুরুভাইয়ের সাথে ধর্মনিয়ে অনেক বেশী কঠিন বিতর্ক হয়েছে, আজপর্যন্ত শ্রধ্যেয় নুরু ভাইকে বা কাউকে কোন মন্দ কথা বলি নি।
আমি নিজে যা সত্য ও যৌক্তিক মনে করি সেটাই ভাবি, টাইম পেলে সেটাই লিখি।

পোষ্টে আমার মুল বক্তব্য পরিষ্কার -
বিএনপি, লীগ, জাপা, জাসদ কমুনিষ্ট হেফাজত গণফোরাম সবাই গর্বিত ভাবে নিজেদের পরিচয় দেয়,
একমাত্র জামাত-শিবির নিজেদের পরিচয় দেয় না। পরিচয় দিতে লজ্জা পায়।
নামটা এতই ঘৃনিত যে সোশাল মিডিয়াতে নিজ নামে এমনকি ছদ্মনামেও সমর্থকরা নিজ দলীয় পছন্দটি প্রকাশ করতে পারে না।

৯| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ২:৪৫

অনল চৌধুরী বলেছেন: জামাত দেশে কোনোদিনও এতো শক্তিশালী হতো না যদিনা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি সেজে আর চেতনার ব্যবসা করে কিছু লোক আড়াল থেকে তাদের মদদ দিতো।
আমাদের পল্টন থানা এলাকা জামাতিদের বিরাট ঘাটি।
সব জামাতি চেতনাধারীদের প্রকাশ্য সমর্থন পায়। তারা নিজ দলের সদ্যেদের বিরুদ্ধে গিয়েও অনেক সময় জামাতিদের পা চাটে, কারণ তারা প্রায় প্রত্যেকেই শত-হাজার কোটি টাকার মালিক।
জামাতিদের পা চেটেই মুক্তিযুদ্ধের পক্ষশক্তি নামধারী অনেক ছিচকে নেতাদের সংসার চলে, যারা শান্তিনগর বাজার রোডে থাকে।
এরা ১৩ নং ওয়ার্ডের বিরাট নেতা !!!!!!
প্রতিদিন এরা জোনাকি সিনেমা হলের বিপরীত দিকে জামাতিদের ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে তাদের সাথে বসে আড্ডা দেয়।
এরা জানে না, এভাবে টাকার লোভে এদের শক্তিদশালী করার ফল কতোটা বিপদজনক হতে পারে।
সুযোগমতো জামাত আবার ছোবল দেবে

১২ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪১

হাসান কালবৈশাখী বলেছেন: - পার্ফেক্ট বলেছেন।

১০| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৬

জাহিদ হাসান বলেছেন: বাংলাদেশে ডোডো পাখির চাইতে বেশি জনপ্রিয় এমন তিনটি পাখির নাম বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.