নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

সেনাবাহিনীকে উষ্কানি দিয়ে লাভ হবে না

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮

১০মিনিটের একটা ডকুমেন্টারি ভিডিও এরপর এটা সেটা দিয়ে ১ঘন্টা বানিয়ে, কয়েকটি পুর্বপ্রকাশিত ঘটনাকে দিয়ে, আর নুরা-ফুরার ভুল ইংরেজি ভিডিওটিকে আবর্জনা বানিয়ে ফেলেছে।

দেশের আভ্যন্তরীণ চিহ্নিত অপশক্তিকে উষ্কে দেয়া বা সেনাবাহিনীকে বিপথগামী হতে উৎসাহ দিয়ে লাভ হবে না।
জোসেফ আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত ছিলনা, একজন যাবৎজীবন জেল দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন,
২২টি বৎসর জেল খাটা। সাধারণত ১৪ বছর একটানা জেলে থাকার পর পরে ভাল আচরন করা যাবৎজীবন জেল দন্ডপ্রাপ্ত আসামীরা মুক্তির আবেদন করতে পারে। ২০২০এ সুপ্রিম কোর্ট অবস্য যাবৎজীবন ও আমৃত্যু কারাদন্ড নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে।
জেলে খেটে ২০১৮ সালে জেলকোডের পর্যাপ্ত প্রক্রিয়া অনুসরণ করে নিজেকে মুক্তিযোগ্য করে তিনি রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার আবেদন করেছিলেন!
জেলকোড বা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে সমালোচনা হতে পারে, সেই সময়েও ব্যাপক সমালোচনা হয়েছিল, ওপেনলি।
কিন্তু বাগরম্যান আল জাজিরায় এই পুরাতন প্রসঙ্গটেনে বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্র বলছে।
জোসেফ কি মুক্তির পর আবার হানাহানি করেছে? না রিজভিকে হুমকি দিছে?

আমাদের দেশে গণতন্ত্র আছে কি নেই সেটা তোরা কি বুঝবি?
তোরা যেই দেশে বসে আলুজাজিরা চালাস সেই দেশে কোন ভন্ডতন্ত্র চলে রে?
যেখানে তোদের প্রতিবেশী আরবিভাষি ভাতৃপ্রতীম সব দেশে তোরা নিষিদ্ধ।
বিশ্বের কোন মুসলিম প্রধান দেশে বাংলাদেশের চেয়ে বেশী গণতন্ত্র, বেশী বাকস্বাধীনতা আছে?
পৃথিবীর (৩য় বিশ্বের) কোন দেশে ৩০টি চ্যানেল লাইভ টকশোতে রাতজুড়ে যা ইচ্ছে তা বলে সরকারের মুন্ডুপাত করতে পারে, শুনি?

বার্গম্যান ক্যাডম্যানদের ফরমায়েসি মিথ্যাচার নতুন কিছু না।
২০১৩ তে শাহবাগ মুভমেন্ট বানচাল করতে পেশাদার গুজব বিসারদ বার্গম্যান ক্যাডম্যান উলংগ মিথ্যচারে আল-জাজিরা ভাসিয়েও লাভ হয় নি।
ফাঁসি বন্ধ করতে পারেনি।
এরপর এই ডেভিড বারগম্যান, ক্যাডম্যান আর আল জাজিরার মিথ্যা প্রচারনা দেখেছিলাম শাপলাচত্তরে কথিত ৩০০০ নিহত নিয়ে বানোয়াট একটি ভিডিও।
একটি কবরস্তানে এক কর্মিকে দিয়ে বলাচ্ছে এই কবরস্থানে হাজার হাজার হেফাজতিদের লাশ কবর দেয়া হয়েছে!
মিথ্যাচার হাতেনাতে ধরা খাওয়ার পরও লাজ্জা নেই এই আল-জাজিরার।

সেনাবাহিনীকে উষ্কানি দিয়ে লাভ হবে না, হিরোইজমের পরিনতি কি হয় সবাই জানে।
লিবিয়া থেকে কিছু বছর পরেই বহিষ্কৃত হয়েছিল পরে স্থান হয়েছে নাম পরিচয় গোপন করে দক্ষিন আফ্রিকার বস্তিতে বা পাকিস্তানে লাদেনের মত গোপন আশ্রয়, দুজন কোনভাবে আমেরিকা কানাডায় আশ্রয় জোটাতে পারলেও আধা বন্দি অবস্থা। গোপন অবস্থান সারাক্ষন দরজা বন্ধ রাখে। এখন বিএনপিও এদের খবর রাখে না।

বর্তমানে নতুন কেউ আকাম করলে পৃথিবীর কোথাও আশ্রয় পাবেনা। সিরিয়াতেও পাবে না
পশ্চিমবংগের জামাত-তৃনমুল অবস্য আশ্রয় দিবে, নাম পরিচয় গোপন করে। তবে বাকি জীবন রিসালদার মুসলিমুদ্দিনের মত হিন্দু হয়ে বাকি জীবন কাটাতে হবে, এরপর চিতায় দাহ।


মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ভাইয়া, আপনি কি আওয়ামী লীগ করেন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এল গ্যাস্ত্রিকো সাহেব।
আমি কোন দল করিনা, পেটের দায়ে চাকরি করি।
আওয়ামী লীগের বহু নেতা নিউইয়র্কে থাকে, আমি কাউকেই চিনি না।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৬

সড়কযোদ্ধা বলেছেন: সড়কে প্রতিদিন গরে ৬৪ জন হত্যাকাণ্ডে র শিকার কিন্তু মাত্র একজন ঘাতককেও ধরা হয়না, কেন? শত কোটি টাকা পরিবহন চাদা - ধর্মঘট সহ বহু কাহিনি - তাই সড়ক ঘাতক মানে #জামাইআদর

আল জাজিরার প্রতি আবেদন, অবাধ সড়ক হত্যা নিয়ে - হত্যাকাণ্ডের মুল উতঘাতন করুন

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

সাসুম বলেছেন: এইসব চলে এগুলা সবাই জানে, এইসব তং তামাশা করে দুনিয়া রে দেখানোর কিছু দেখিনা।

এইসব করে আমাদের কে সিরিয়া আর লিবিয়া করা যাবেনা। আমরা আমরাই থাকব এগুলা আজ জাজিরা বা বিবিসি রা বুঝবেনা।

ট্রাম যেমন সারাক্ষন ফেক নিউজ কইত, আমাদের ও এখন ফেইক নিউজ ই কইতে অইব

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ফালতু নাটক, কোন নতুন ইনফো নেই।
একজনের জন্য জাল ডকুমেন্ট বানানো ছাড়া আর কোন ইনফোই সেখানে সলিড না।
জাল ডকুমেন্ট বানাতে সেনাপ্রধান লাগে নাকি? নাকি মাফিয়া হতে হয়?
যেখানে সামান্য রহিংগা ফহিংগারা টাকা দিয়ে জাল ডকুমেন্ট পাসপোর্ট নিয়ে আরবে চলে যাচ্ছে।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫

এম ডি মুসা বলেছেন: পোস্ট দেখে চলে গেলাম

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১১

সড়কযোদ্ধা বলেছেন: পাবলিক বুঝে কোনটা ফে ই ক আর কোনটা সঠিক কিন্তু ভয়ে কিছু কইবার পারে না !! মন্তব্ব বা সত্য বলতেও সাহস লাগে

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮

আমি সাজিদ বলেছেন: উস্কানিতেও লাভ নাই। সবাই আওয়ামী এখন।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২

ঢাবিয়ান বলেছেন: আপনি কিন্ত সবাইকে উস্কানি দিয়ে এই ভিডিও দেখতে আগ্রহী করছেন =p~ । যাক আপনার পোস্ট পড়ে দেখে আসলাম মুভিটা।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আসলে জাজিরা আওয়ামীলীগের উপকার করেছে।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০০

রানার ব্লগ বলেছেন: সিরিয়াল টা মচৎকার !!!

খাটি জি বাংলা সিরিয়াল !!! ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক মত দিলেই মজে যেত !!!

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫

নেওয়াজ আলি বলেছেন: প্রান্তিক জণসাধারণ এইসব দেখবেও না জানবেও না

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথম যখন আল জাজিরা আত্মপ্রকাশ করে তখন মুসলমানদের স্বপ্ন ছিল তাদের একটা আন্তর্জাতিক মানের চ্যানেল হল।কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের খবরের ধরন দেখে অনেকের স্বপ্ন ভঙ্গ হল।এখন তারা প্রকাশ্যেই ধর্মীয় উগ্রগুষ্ঠির পক্ষে কথা বলে।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পুরা ডকুমেন্টারির সারবস্তু ১০ মিনিটের বেশি হওয়ার নয় - এটাকে টেনেটুনে ১ ঘন্টা করা হয়েছে।
বাংলাদেশে দুর্নীতিবাজ ও লুটেরাদের সংখ্যা সহস্র এমনকি লক্ষাধিক হওয়ার কথা। সেখানে মাত্র একজনকে নিয়ে একটি গোটা ডকুমেন্টারি তৈরীর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই মনে হয়। আর সাধারণ জনগণ ভালো করেই জানে কোথায় কি হচ্ছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
ওনার ভাইরা দুর্নীতিবাজ ও লুটেরা বা সরকারি ক্রয়ে জরিত ছিল, এমন কোন প্রমান এই ভিডিওতে দেখা যায় নি।

বড় মোচ রাখলেই গ্রুপ ছবির সবাই গ্যাংস্টার! এই ধারনা থেকে বের হয়ে আসতে হবে।

বাংলাদেশে বহু ফ্যামিলি আছে যাদের কোন না কোন ভাই গুন্ডামি করে, কম আর বেশী।
অন্য ভাইরা ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব। অতচ এক ভাই আধা লেখাপড়া করে পাড়া মহল্লার ত্রাস,
এরকম ফ্যামেলী আপনার গ্রামে বা আপনার এলাকায় প্রচুর পাবেন।
আপন ভাইকে তো ফেলে দেয়া যায় না।

সেনাপ্রধানের এক ভাই দুর্ভাগ্যক্রমে খুনের মামলার আসামী হয়ে ২২ বছরের জেলে ২০ বছর ছিল।
বাকি দুইভাই দীর্ঘ ২৫ বছর জাবত ইওরোপে থাকে। জোসেফও বিদেশ চলে গেছে।
এরা তো কোন বড় অপরাধে জরিত হয় নি। বাংলাদেশের কোন ক্ষতি করছে না।
অজ্ঞাত লোককে টেলিফোনে বাগাড়ম্বর করা ধমক দেয়ার ঘটনা কৌশলে ভিডিও করে এডিট করে একটি ভিতিকর প্যাকেজ নাটক বলা যায়। আর কিছু না।

ফেক তথ্য না দিয়ে থাকলে শুধু নাম পরিবর্তন করা আমি কোন দোষ দেখছি না।
একজনের নাম যে কেউ চেইঞ্জ করতে পারে, এটা তার অধিকার।
লেখক শিল্পি একটু ফেমাস হলেই নাম পরিবর্তন করে। সেটা সাবানা ববিতার কথা বাদই দিলাম, হালে জেমস, মাইকেল জ্যাকসন, স্টিবি ওয়ান্ডার ... একুশে টিভির অনেক সাংবাদিক টিভিতে আসার আগে নাম পরিবর্তন করেছে।
মোল্লারাও অনেকেই নাম চেইঞ্জ করেছে। যেমন দেলু হোসেন থেকে দেলোয়ার হোসেন সায়েদী, সাথে আল্লামাও আছে।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আসেন আমরা বিএনপি করি।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৯

রিফাত হোসেন বলেছেন: দোষ গুণ নিয়েই মানুষ। এটা কেউ মানুষ ও দল অস্বীকার করে থাকে বা অন্ধ হয়ে থাকে! তাহলে আর কিছু বলার ভাষা নাই।

তবে এটা সঠিক যে, স্বল্প সময়ের তথ্যকে গণমাধ্যম টেনেটুনে দীর্ঘ করে, কাটতি বাড়ানোর জন্য! এটা তাদের চিরাচরিত অভ্যাস, নতুন কিছু দেখছিনা।

সড়কযোদ্ধা বলেছেন: পাবলিক বুঝে কোনটা ফে ই ক আর কোনটা সঠিক কিন্তু ভয়ে কিছু কইবার পারে না !! মন্তব্ব বা সত্য বলতেও সাহস লাগে --- পূর্ণসহমত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভয়ে কিছু কইবার পারে না?
গত দুইদিন বিনপি নেতারা সারারাত ব্যাপি লাইভ টিভি টকশোতে যা ইচ্ছে তাই বলছে, আজও বলবে।
নিলুফার মনিকে দেখলাম এখনো শাপলা চত্তরে হাজার হাজার হেফাজতি নিহত দাবি করে। সে কি ভয়ে কম বলছে?


অল দা প্রাইমমিনিষ্টারস ম্যান। নামটা বাহারি।
কিন্তু ডকুমেন্টরিতে ১৯৮৯ তে মোহম্মদপুরে মকবুলের জনসভায় হাসিনার সাথে একটি ঝাপসা ছবি বাদে আর কোন ছবি দিতে পারে নাই। তখনও হাসিনা প্রাইমমিনিষ্টার নন। সাধারন একজন।
আর ছবি থাকলেই বা কি, সাহেদ ফাহেদদের সাথে রুই কাতলা নেতাদের সাথে ছবি কি কম ছিল? সাহেদ কি বাচতে পেরেছে?
পরবর্তিতে ফারিস-ফারিসের সাথে প্রাইমমিনিষ্টারের মাফিয়াগিরি বা অপরাধের কোন যোগসুত্র দেখাতে পারে নি।
তাহলে কিসের ভিত্তিতে এদেরকে 'প্রাইম মিনিষ্টারস ম্যান' দাবি করছে?

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৩

সড়কযোদ্ধা বলেছেন: দৃশ্যটা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের। বেশ কিছু বানর একটা নদীতে পানি
খাচ্ছে। হঠাৎ একটা কুমির একটা বানরছানাকে খপ করে ধরে পানিতে না ফিরে সোজা
ডাঙ্গা বরাবর দৌড়, কিন্তু বানররা নাছোড়বান্দা। প্রায় ৪০ থেকে ৫০টি বানর একের পর
এক চড় ও কিল দিতে থাকে কুমিরটাকে। শেষ অবধি কুমির বানর শাবকটিকে মুখ থেকে ফেলে
দিতে বাধ্য হলো। কিন্তু ততক্ষণে বানরছানাটি মারা গেছে। উদ্ধারকারী একটা বানরের
একটা হাতও ভাঙল। অন্য একটা হাত দিয়ে বানর শাবকটিকে নেড়েচেড়ে দেখল, ওটা মারা
গেছে। কিছুক্ষণ পর মৃত বানরটাকে ফেলে রেখে বানরগুলো চলে গেল। কুমির বানরকে ধরতেই
পারে। কেউ হয়তো বলবেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু প্রজন্মকে রক্ষা করার পশুকুলের যে
প্রয়াস, তা মনুষ্য সমাজের জন্য একটা বার্তা বটে। উদ্ধারকারী হাতভাঙা ওই বানরটা মৃত
বানরছানার মা-বাবা, নাকি বানর গোষ্ঠীর গোত্রপ্রধান তা জানা যায়নি। তবে উদ্ধারে
কোনো ভূমিকা রাখেনি এমন কোনো বানরকে ওখানে দেখা যায়নি। দুই. উইল্স লিটল
ফ্লাওয়ার স্কুলের শিশু হামীমের বাসের চাকায় মর্মান্তিক মৃত্যুতে (৩ ফেব্রুয়ারি) বা সাত
বছরের সুমি, ফাইযা বাসের তলায় পিষ্ট হওয়া (৫ ফেব্রুয়ারি) অথবা সাইফ আহম্মদ ওরফে
অর্ণবের ট্রাকের তলায় অকালমৃত্যু বা ১১ই ফেব্রুয়ারী মেধাবি শিক্ষার্থী আদনান তাসিন
জেব্রা ক্রসিঙ্গের উপর ক্ষোভ অ আক্রোশে হত্যা করে... আব্রার, ফাইজুল, তাঞ্জিলা,
সাব্বির, আরিফ, সিল্পি, অয়াসিম, সালাউদ্দিন, লাবণ্য আআআর কত হত্যাকাণ্ড, আরো এ
ধরনের মৃত্যু শুধুই কি স্বাভাবিক? একেকটা বিচ্ছিন্ন ঘটনা? এ মর্মান্তিকতা কি এ জাতির
হৃদয়বান মানুষকে একটুও নাড়া দেয় না। অপরিপক্ব, আধাশিক্ষিত হেলপার বা চালক শামসুর
রহমানের দাম্ভিকতাপূর্ণ উক্তি লক্ষণীয়, 'আমাকে আটক রাখবার পারবেন না। মালিক আমার
কোটিপতি, দুই দিনে বাইর কইরা লইয়া যাইব গা।' সে আরো বলেছে, 'রাস্তাঘাটে এমন
দুর্ঘটনা হতেই পারে, মালিক জানলেই ছাড়িয়ে নেবেন।' সব অস্বাভাবিক মৃত্যুই এ দেশে

জেব্রাক্রসিং দিয়ে পথচারী পারাপার না হলে জরিমানা, কিন্তু জেব্রাক্রসিং দিয়ে পথচারী পারাপারা হত্যাকাণ্ডের শিকার হলে দ্বায় কার? কোন ধারা'র অপরাধ??

প্রথমে পুলিশের তদন্ত রিপোর্ট দেখুন - আর মেডিক্যাল সার্টিফিকেট দেখুন- পড়ুন! তদন্ত রিপোর্ট নাকি পরিবহন মালিকের পক্ষে সুপারিশ নামা ?? তদন্ত প্রতিবেদনে কৌশলে এড়িয়ে গেলেন যে ভিকটিমকে জেব্রাক্রসিঙের উপর প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার পর তার গায়ের উপর ঠাণ্ডা মাথায় গাড়ি উঠিয়ে দেয়... ঘাতক গাড়ি রেখে চলে যায় ...মালিক এসে গাড়িটি নিয়ে যায়, একদিন গাড়ি বসা থাকলে মালিকের অনেক লস......অথচ আজ ২ বছরেও ঘাতককে ধরা হলনা ? গাড়ির হেল্পারকে আসামী করা হলনা?? গাড়ির চালক নাকি এখনও সেই গাড়িটিই চালাচ্ছে!!! প্রতিদিন ৬৪ হত্যাকাণ্ড সড়কে - মাত্র একজন ঘাতক ধরার কি কোন নজির আছে? ধরাই যদি না হবে - বিচার হিবে কিসে? আর পুলিশ যে রিপোর্ট দিবে তার উপর বিচার হবে!! মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সড়কে হত্যাকাণ্ডের শিকার হল, সরকারি কুর্মিটোলা হাসপাতাল পুলিশ কেসের ভয়ে চিকিৎসা না করে বারান্দায় বিনা চিকিৎসায় ফেলে রাখে, আমরা ২ ঘণ্টা পর জানার পর - ঢাকা সি এম এইচ নিয়ে যাই, সিএমএইচ "লাল" কালিতে ডেড সার্টিফিকেট দেয় যেখানে লেখা "received dead body- কিন্তু পুলিশ তদন্ত রিপোর্ট দেয় যা তাদের মনের মত যেমন প্রথমেই পুলিশ বলছে, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে !!!! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন !!!! কোন হাসপাতালে ভর্তি ছিল? বা কোন হাসপাতালে চিকিৎসা দিয়েছিল? পুলিশ আরও সুপারিশ করেছে "মামলা থেকে মালিক - পরিচালকদের অব্যাহতি দেয়ার জন্য কারন হিসেবে বলেন, ভিকটিম চিকিৎসাধিন অবস্থায় মারা যায় - আমি পুলিশের কাছে জানতে চাই, কথায় আমার সন্তান ভর্তি ছিল ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়? পুলিশ আমার সাথে খারাপ আচরন করে বলে আদালতে নারাজি দিন, Adv Md Rejaul Karim
আদালনে নারাজি জমা দেয়, কিন্তু আদালত তা গ্রহন করে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.