নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

অল দা প্রাইমমিনিষ্টারস ম্যান। নামটা বাহারি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫২

অল দা প্রাইমমিনিষ্টারস ম্যান। নামটা বাহারি।

ডেভিড বার্গম্যানের নির্মিত এক ঘণ্টার এই প্রতিবেদনে মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের তার তিন ভাই-এর কার্যক্রম দেখানো হয়েছে।

কিন্তু ডকুমেন্টরিতে ১৯৮৯ তে মোহম্মদপুরে মকবুলের জনসভায় হাসিনার সাথে একটি ঝাপসা ছবি বাদে আর কোন ছবি দিতে পারে নাই। তখনও হাসিনা প্রাইমমিনিষ্টার নন। সাধারন একজন।
আর ছবি থাকলেই বা কি, সাহেদ ফাহেদদের সাথে রুই কাতলা নেতাদের সাথে ছবি কি কম ছিল? সাহেদ কি বাচতে পেরেছে?
পরবর্তিতে ফারিস-ফারিসের সাথে প্রাইমমিনিষ্টারের অপরাধের কোন যোগসুত্র দেখাতে পারে নি।
তাহলে ওরা কিসের ভিত্তিতে 'প্রাইম মিনিষ্টারস ম্যান' দাবি করছে?


ওনার ভাইরা দুর্নীতিবাজ ও লুটেরা বা সরকারি ক্রয়ে জরিত ছিল, এমন কোন প্রমান এই ভিডিওতে দেখা যায় নি।
বাংলাদেশে বহু ফ্যামিলি আছে যাদের কোন না কোন ভাই গুন্ডামি করে, কম আর বেশী।
অন্য ভাইরা ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব। অতচ এক ভাই আধা লেখাপড়া করে পাড়া মহল্লার ত্রাস,
এরকম ফ্যামেলী আপনার গ্রামে বা আপনার এলাকায় প্রচুর পাবেন।
আপন ভাইকে তো ফেলে দেয়া যায় না।
সেনাপ্রধানের এক ভাই দুর্ভাগ্যক্রমে খুনের মামলার আসামী হয়ে ২২ বছরের জেলে ২০ বছর ছিল।
বাকি দুইভাই দীর্ঘ ২৫ বছর জাবত ইওরোপে থাকে। জোসেফও বিদেশ চলে গেছে।
জোসেফ বা এরা তো কোন বড় অপরাধে জরিত হয় নি। বাংলাদেশের কোন ক্ষতি করছে না।

ব্যাবসা প্রতিষ্ঠান করা অন্যায় কিছু না। বিদেশে একজন দরিদ্র যুবক ট্যাক্সি চালিয়ে বাড়ী গাড়ী ব্যাবসাপ্রতিষ্ঠান করেছে এরকম প্রচুর উদাহরন দেয়া যাবে, আর সেনাপ্রধানের ভাইরা ২৫ বছর থেকে কিছু পারবে না?
কি এমন হাতি ঘোড়া বিজনেস করছে ওরা? একটা দর্জি দোকান, একটা চা নাস্তার দোকান, একটা ভাংগা হোষ্টেল।
বড় মোচ রাখা কিছু গ্রুপ ছবির সবাই গ্যাংস্টার! এই ধারনা শৃষ্টি করা হয়েছে কৌশলে।
অজ্ঞাত লোককে টেলিফোনে বাগাড়ম্বর করা ধমক দেয়ার ঘটনা কৌশলে ভিডিও করে এডিট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে একটি ভীতিকর মুভি বা প্যাকেজ নাটক বলা যায় এটাকে। আর কিছু না।

আর ফেক তথ্য না দিয়ে থাকলে শুধু নাম পরিবর্তন করা আমি কোন দোষ দেখছি না।
নিজের নাম যে কেউ চেইঞ্জ করতে পারে, এটা তার অধিকার।
লেখক শিল্পি একটু ফেমাস হলেই নাম পরিবর্তন করে। সেটা সাবানা ববিতার কথা বাদই দিলাম, হালে জেমস, মাইকেল জ্যাকসন, স্টিবি ওয়ান্ডার মোহম্মদ আলী ... একুশে টিভির অনেক সাংবাদিক টিভিতে চেহারা দেখানোর আগে নাম পরিবর্তন করেছে।
মোল্লারাও অনেকেই নাম চেইঞ্জ করেছে। যেমন দেলু ব্যাপারি থেকে দেলোয়ার হোসেন সায়েদী, সাথে আল্লামাও যোগ করেছে।

হারিসের মত পাড়ার মাস্তান কখনোই শেখ হাসিনার বডিগার্ড থাকতে পারে না।
হাসিনা এত কাঁচা কাজ করে না। হাসিনার বডিগার্ডরা সবাই পেশাদার দেহরক্ষী, উচ্চমানের বিদেশে প্রশিক্ষন প্রাপ্ত।
ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর দেহরক্ষীরা সবাই সরকারি বেতনভুক্ত এসএসএফ।

এমনকি তার ভাই আনিস জোসেফ টিপু ওদের কারোরই শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলো না। যে ছবিতে শেখ হাসিনার পিছনে ঝাপসা অস্পষ্ট হারিসকে দেখা যাচছে, সেটা হলো ৮৯ এর নির্বাচনী জনসভা, যখন শেখ হাসিনা মকবুলের নির্বাচনি প্রচারে মুহাম্মদপুরে এসেছিলেন তখনকার ছবি। একটা বড় নির্বাচনী ডামাডোলের মধ্যে নেতা নেত্রীদের পিছনে কারা দাড়িয়ে থাকে, কাদের ছবি উঠে; তা দেখার কি কোনো সুযোগ আছে?
যে মুস্তফা হত্যা কান্ড এখানে দেখানো হয়েছে এটা নিতান্তই মহম্মদপুর ভিত্তিক দুই আন্ডার ওয়ার্ল্ড সন্ত্রাসী গোষ্টির মধ্যে হানাহানির বহিঃপ্রকাশ। আদতে সে ছিল কুড়াল মার্কা ফ্রীডম পার্টির অস্ত্রধারি সদস্য। যারা প্রায়ই হাসিনাকে হুমকি দিত, হাসিনার গেইটে বোমাবাজি গ্রেনেড ছুড়ে মারা, এলোপাথারি গুলি করা ছিল এদের রুটিন কাজ। এই সন্ত্রাসিকে খতম করা ওয়াজিব হয়ে গেছিল।

এর পরেও হাসিনা বা হাসিনার দল এইসব হত্যাকান্ড সমর্থন করে নি, করে না, বাদল হত্যাকারি হোতাদের চীরস্থায়ি ভাবে বহিষ্কার করেছিল। হাসিনার আমলেই জোসেফকে দীর্ঘ ২২ বছর জেলদন্ড দিয়েছিল।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: জোসেফকে শামীম ওসমান পদে পিস্তল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন B-))

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২০

ভুয়া মফিজ বলেছেন: থোন ফালায়া পলিটিক্স! আমার তো এহন আপনেরে নিয়াই টেনশান হইতাছে। যেমনে উত্তেজিত হইতাছেন, হার্টের না আবার ক্ষতি হয়া যায়! দূব্বল হার্টরে কিন্তু করোনা ভালা পায়!! শান্ত হন!!! =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আলজাজিরা বা বিবিসি সিএনএন কখনো ২০-২৫ মিনিটের বেশী লম্বা প্রতিবেদন করে না বাকি ৫ মিনিট থাকে এড,বা স্পনসর সংস্থার বিজ্ঞাপন।
এত বড় ঘটনা ক্যাপিটল হামলা ট্রাম্প গেল, কোথাও আধা ঘন্টার উপরে রিপোর্টিং নেই।
কিন্তু কোন স্পনসর বা বিজ্ঞাপন বাদে এত দীর্ঘ একটা প্রতিবেদন (১ ঘন্টা ১০ মিনিটের) একটানা প্রচার করে মুল্যাবান এয়ার টাইম নষ্ট করা। কিছু বুঝলেন?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

আমি সাজিদ বলেছেন: কুল ডাউন ব্রাদার। হাছান সাহেব বলেছেন, এসব ছোট খাট চুলকানিতে কিছু হবে না। মাঝে শুধু শুধু আপনি উত্তেজিত হয়ে নিজের শরীর ও পরিবারের উপর চাপ বাড়াবেন কেন?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: অল দা প্রাইম মিনিষ্টারস ম্যান নামটা একটা ইংরেজি মুভির।
আপনি চাঁদগাজীর মতো নিরপেক্ষ নন।
একটা বিশেষ দলের প্রতি আপনার অনেক টান।

আল জাজিরা এরকম (মনগড়া, ভুলভাল) প্রতিবেদন করে অন্যায় করেছে। তারা অন্য কোনো উদ্দ্যেশে এই প্রতিবেদন করেছে। এর পেছনে অন্য কোনো কাহিনী আছে।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৭

জিল্লুর রহমান রিফাত বলেছেন: জেনারেল আজিজ আহমদের কোন ভাই নেই তিনি বাপের একমাত্র পুলা।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২০

আমি সাজিদ বলেছেন: হাসান হারিস হাঙ্গেরি আবার হাসান এরপর হাছান। সব দেখি হা এর হাহাকার। কি বলেন হাসান ভাই?

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৬

ঢাবিয়ান বলেছেন: শুনলাম এইটা নাকি পার্ট ওয়ান? আরো নাকি সামনে আসছে? :-&

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪

জুন বলেছেন: বব উডওয়ার্ড আর কার্ল বার্নেস্টাইনের রিপোর্ট বেচারা নিক্সনের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিয়েছিল। এই ঘটনা নিয়ে রবার্ট রেডফোর্ড অভিনীত ছবি "অল দ্যা প্রেসিডেন্টস ম্যান" হিট হয়েছিল মনে হয়। পল নিউম্যান ছিল কি ম্যুভিতে? তারা তো আবার মানিকজোড় সেই বুচ ক্যাসিডি থেকে #:-S

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

হাসান কালবৈশাখী বলেছেন:

সেটা ছিল হলিউডের ফুল লেন্থ ফিচার ফিল্ম , রবার্ট রেডফোর্ড ছিল নিক্সনের ভুমিকায়।
"অল দ্যা প্রেসিডেন্টস ম্যান" সত্য ঘটনা অবলম্বনে। প্রেসিডেন্ট নির্বাচনে নিক্সনের দুই নম্বরি করে ধরা খাওয়ার সেই কাহিনী।

কিন্তু অল দা প্রাইমমিনিষ্টারস ম্যানে ১৯৮৯ এর দিকের মোহম্মদপুরের কিছু গুন্ডাদের কাহিনী।
এদের সাথে প্রধানমন্ত্রীর সাথে সংস্লিষ্টতা কোথায়? ভিডিওটা কয়েক বার দেখলাম, পাই নি। আপনে দেখে পাইলে জানায়েন।
ধন্যবাদ।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: সরকারের উচিত এইটা মিথ্যা হলে প্রচণ্ডভাবে প্রতিবাদ করা এবং আইনে আশ্রয় নেওয়া । যা এখনো দেখছি না। আগামীতে আরো প্রচার হবে মোট নাকি সাত পর্ব।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রচণ্ডভাবে প্রতিবাদ করে হবেটা কি?

কথিত উন্নত দেশ এইসব পলাতক অপরাধীদের অবাধে উলংগ প্রপাগান্ডা চালাতে আশ্রয় দেয়।
যুদ্ধাপরাধি সাব্যস্ত বাচ্চু রেজাকার, বঙ্গবন্ধু খুনিদের আশ্রয় কথা বাদই দিলাম, সাধারন ছেচড়া চোর ডাকাতও সেখানে আশ্রয় পায়।
বাংলাদেশের যত টাকা চুরি পাচার হয়েছে, চুরির টাকা সহ সসম্মানে আশ্রয় পায়।
আবার দাবী করে দুর্নিতী বিহীন দেশ। আইনের শাসনে শ্রেষ্ট।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: বেছে বেছে মন্তব্যের উত্তর দেওয়া ভালো। তাতে মেজাজ ঠান্ডা থাকে।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭

নতুন বলেছেন: জামাত/বিএনপি অনেক খরচ করেই এই রিপোর্ট বানিয়েছে সেই বিষয়ে সন্দেহ নাই।

কিন্তু আপনিও অন্ধভক্তের মতন ব্লগে ফেসবুকে কমেন্ট করে যাচ্ছেন। B-))

সেনাপ্রধানের এক ভাই দুর্ভাগ্যক্রমে খুনের মামলার আসামী হয়ে ২২ বছরের জেলে ২০ বছর ছিল।
বাকি দুইভাই দীর্ঘ ২৫ বছর জাবত ইওরোপে থাকে। জোসেফও বিদেশ চলে গেছে।
জোসেফ বা এরা তো কোন বড় অপরাধে জরিত হয় নি। বাংলাদেশের কোন ক্ষতি করছে না।


আসলেই জোসেফ, আর ঐ ভাই দূভাগ্য কর্মে মামলায় ধরা পরে জেল খেটেছে :(


ব্যাবসা প্রতিষ্ঠান করা অন্যায় কিছু না। বিদেশে একজন দরিদ্র যুবক ট্যাক্সি চালিয়ে বাড়ী গাড়ী ব্যাবসাপ্রতিষ্ঠান করেছে এরকম প্রচুর উদাহরন দেয়া যাবে, আর সেনাপ্রধানের ভাইরা ২৫ বছর থেকে কিছু পারবে না?
কি এমন হাতি ঘোড়া বিজনেস করছে ওরা? একটা দর্জি দোকান, একটা চা নাস্তার দোকান, একটা ভাংগা হোষ্টেল।
বড় মোচ রাখা কিছু গ্রুপ ছবির সবাই গ্যাংস্টার! এই ধারনা শৃষ্টি করা হয়েছে কৌশলে।
অজ্ঞাত লোককে টেলিফোনে বাগাড়ম্বর করা ধমক দেয়ার ঘটনা কৌশলে ভিডিও করে এডিট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে একটি ভীতিকর মুভি বা প্যাকেজ নাটক বলা যায় এটাকে। আর কিছু না।


আসলেই বাংলা ছবিতে অনেক নায়ক ঠেলা গাড়ী, বেবী টেক্সি চালিয়ে মিলিওনিয়ার হয়েছে নায়িকার বাবার সব ব্যবসা কিনে নিয়েছে :) =p~ =p~ =p~ =p~ =p~ =p~


আর ফেক তথ্য না দিয়ে থাকলে শুধু নাম পরিবর্তন করা আমি কোন দোষ দেখছি না।
নিজের নাম যে কেউ চেইঞ্জ করতে পারে, এটা তার অধিকার।
লেখক শিল্পি একটু ফেমাস হলেই নাম পরিবর্তন করে। সেটা সাবানা ববিতার কথা বাদই দিলাম, হালে জেমস, মাইকেল জ্যাকসন, স্টিবি ওয়ান্ডার মোহম্মদ আলী ... একুশে টিভির অনেক সাংবাদিক টিভিতে চেহারা দেখানোর আগে নাম পরিবর্তন করেছে।
মোল্লারাও অনেকেই নাম চেইঞ্জ করেছে। যেমন দেলু ব্যাপারি থেকে দেলোয়ার হোসেন সায়েদী, সাথে আল্লামাও যোগ করেছে।


আসলেই আয়ামীলীগ সমর্থন করে এমন কেউই নাম পরিবর্তন করলে কোন সমস্যা নাই। কিন্তু খালেদা জিয়া জন্মদিন পরিবর্তন করলেই সমস্যা। B-)) B-)) B-)) B-))

দলীয় নাম ভাঙ্গিয়া সবাই খাচ্ছে। সেটা সম্পূর্ন বন্ধ করা যায় না। কিন্তু সরকারের উচিত সত্যিকারের ভালো কাজ করা। ভালো সাজা না।

যদি এরা কোন অন্যায় করে থাকে সেটার বিচার করতে শুরু করুক। যদি আল জাজিরা মিথ্যা কথা বলে তবে তাদের বিরুদ্ধে মামলা করুক।

কিন্তু আপনি বেশি টেনশন নিয়েন না। আয়ামীলীগ মানুষকে ভোট দিতে যেতে দেয় নাই তাতেই কিছু হয় নাই। এই রকমের নিউজে কি হবে??

৩০ শে মে, ২০২২ রাত ৩:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
'অল দ্যা প্রাইম মিনিস্টার'স ম্যান' নাকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পুরস্কার পেয়েছে!

কিন্তু এটি আসলে কে বা কারা তৈরি করেছে এবং আল জাজিরার সঙ্গে এর সম্পর্ক কি - তা কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়।
ফটোশপে এডিট করা কিছু ডকুমেন্ট, স্টিং অপারেশন ও সত্য-মিথ্যা মেশানো গল্পের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে কুশীলবরা জবাবদিহির ঊর্ধ্বে রয়ে গেছে। আওয়ামী লীগ ও সরকারের জন্য এরচেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না! অনেক পদক্ষেপ নেয়া যেতো কিন্তু প্রচলিত প্রতিবাদ ছাড়া কিছুই হয় নি। পদক্ষেপ নেয়ার মতো ক্ষেত্রগুলোর কয়েকটি উল্লেখ করছি:
১. বিতর্কিত ভিডিওর সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কি তা কি কোনোভাবে প্রতিষ্ঠা হয়েছে?
(ভিডিওটি যে বানোয়াট তা তথ্য প্রমাণসহ লিখেছিলাম)
২. ভিডিও রিলিজের পর একমাত্র খালেদ মহিউদ্দিন কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উত্থাপন করেছিল। তখন তাসনিম খলিলের ভাষ্য ছিল - সে এ বিষয়ে তেমন কিছু জানে না। নেত্র নিউজের কিছু ফুটেজ তারা ব্যবহার করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রোডাকশন টিমের অন্যতম একজন ছিল সে। এছাড়া শহীদ খানের কথোপকথন বিক্রি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
৩. সামিকে উপস্থাপন করা হয়েছে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে। সেই সামি অ্যামনেস্টি থেকে পুরস্কার গ্রহণ করে কিভাবে? আল জাজিরা কি শুধু ডিস্ট্রিবিউটর ছিল? তাদের তদন্ত কি থার্ড পার্টি করে?
সামিউল আহমেদ খান ওরফে সামির বিরুদ্ধে কিশোর বয়স থেকে নানা ধরণের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জাল সার্টিফিকেট দিয়ে সেনাবাহিনীতে ভর্তি কারণে তাকে বিএমএ থেকে বের করে দেয়া হয়। কয়েকবার গ্রেফতার হওয়ার কারণে নাম পরিবর্তন করে জুলকারনাইন সায়ের হিসেবে আবির্ভূত হন তিনি। নতুন নাম ও পিতার নাম আংশিক পরিবর্তন করে শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্য হয়ে হাঙ্গেরি পাড়ি দেন।
আল জাজিরার ফিল্মে সামির ভূমিকা ছিল একজন সোর্সের। এখন কোন যোগ্যতা বলে সে নিজেকে সাংবাদিক দাবি করছে? যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কার্টেসি জানে না, যাকে তাকে ট্যাগ দেয়, অসভ্যের মতো কে, কবে, কি পোস্ট দিল - সেদিকে ওঁৎ পেতে থাকে এবং অবিরাম প্রাইভেসি ভঙ্গ করছে - এমন একজন অর্ধশিক্ষিত "ফর্মা" কিভাবে আল জাজিরার আই ইউনিটের সদস্য পরিচয় দেয় - এই প্রশ্ন কি আল জাজিরাকে করা হয়েছে?
৪. সরকারি কর্মকর্তাদের বায়োডাটা বা সরকারি কিছু নথি জোগাড় করা কঠিন কোনো কাজ নয়। অনলাইনেই সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট সহ অনেক তথ্য পাওয়া যায়। সামির সরবরাহ করা নথিগুলি যে টেম্পারিং করা ছিল তা যাচাই করার মতো মেধাবী সাংবাদিক/গবেষক আল জাজিরা বা অ্যামনেস্টিতে নাও থাকতে পারে। কিন্তু সরকার তো এগুলো যথাযথভাবে উপস্থাপন করে জবাব চাইতে পারতো!
৫. নেত্রীর এওয়ার্ড নিয়ে সামি যে মিথ্যাচার করেছে শুধু সেই ইস্যুতেই সামিকে হাঙ্গেরির আদালতে তোলা যায়।
সামি বিশিষ্ট জনদের সঙ্গে পরিচিত হয়েছে, টাকার মুখ দেখেছে হারিছকে পার্টনার বানিয়ে এবং সরলতার সুযোগ নিয়ে তার অর্থ আত্মসাৎ করে। হারিছের সূত্রে উপস্থাপন করা অনেক ডকুমেন্টই টুইস্টেড ছিল। এমন কি টুজি মোবাইল যুগের ডিভাইসকে ২০১৮/১৯ সালের বলে দেখানো হয়েছে।
৬. হারিছকে বড় ব্যবসার লোভ দেখিয়ে আল জাজিরার ফিল্মে যা দেখানো হয়েছে সেটা ছিল একটি স্টিং অপারেশন। স্টিং অপারেশনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযুক্ত ব্যক্তিই কোনো আদালতে দণ্ড পায় না। সুইডেন সহ অনেক দেশে স্টিং অপারেশন কেন্দ্রিক সাংবাদিকতা নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের টাইমস সহ বড় বড় সংবাদমাধ্যমের নীতি হচ্ছে - পরিচয় না জানিয়ে বা সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়ে অডিও/ভিডিও ধারণ করা যাবে না। সরকার চাইলেই এ ভিডিও নিয়ে, এমন কি এ পুরস্কার নিয়ে তাদেরকে আন্তর্জাতিকভাবে হলুদ সাংবাদিকতার অভিযোগে অভিযুক্ত করতে পারে।
৭. আল জাজিরার পুরস্কার গ্রহণ করতে পারে এজেআই ইউনিটের ফিল রীস বা তাদের প্রতিষ্ঠানের কেউ। আই ইউনিটের একজন "ফর্মা" ও বিতর্কিত ব্যক্তি কিভাবে পুরস্কার গ্রহণ করে? এছাড়া একজন আন্ডারকভার রিপোর্টার যদি নিজের পরিচয় দিয়ে বেড়ায় তাহলে অনুসন্ধান হয় কিভাবে?

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

অপু তানভীর বলেছেন: :D

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৩

অক্পটে বলেছেন: নতুন বলেছেন "আয়ামীলীগ মানুষকে ভোট দিতে যেতে দেয় নাই তাতেই কিছু হয় নাই। এই রকমের নিউজে কি হবে??" আওয়ামীলীগের বিরুদ্ধে যায় এমন কোন কথা বলাইত দেশদ্রোহিতা।

আওয়ামীলীগের চন্ডালদের বুঝা উচিত ছিল যে ও বিটিভি নয়, ওটা হল আলজাজীরা।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫২

অক্পটে বলেছেন: কাদির কাকা বলেছেন, "গণতন্ত্র বিকাশে প্রধান বাধা বিএনপি"
আপনারওতো তাই মনে হবার কথা।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০২

নতুন বলেছেন: @অকপটে যেই দল এই ডকুমেন্টরি বানিয়েছে তারাও বড় ডাকাত =p~

তারা ক্ষমতা পাচ্ছেনা বলেই এতো সব করা। এরা ক্ষমতায় আসলে অন্যরা এই সকল ম্যানদের স্থানে বসে একই কাজ করবে। :(

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন। সেটা জানতে।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২১

স্প্যানকড বলেছেন: আবার আসিবে ফিরে হাওয়া
এই নিয়ে গান গাওয়া
ধানসিঁড়ির দেশ
পলিটিক্স এ শেষ !

চলছে সার্কাস
চলতে থাক
জাজিরা পাজিরা
খুশিতে নাচতে থাক।

( সার্কাস )

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আল জাজিরার প্রতিবেদন নিরপেক্ষ নয়,
একটু সচেতন মানুষই বুঝতে পারবে ।
তবে একেবারেই যাহা মিথ্যা ঘটনা তাও সবাই বলবেনা ।

...................................................................................................
একটি ভালো ঘটনা বা আলোচনার টিভি সময় পা্ওয়া যায় না , এখানে
এক ঘন্টার উপর প্রতিবেদন, অবশ্যই মনের কোনে প্রশ্নের উদয় হয় ।
এটুকু বলা যায় ইতিহাস কাউকে ক্ষমা করেনা ।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৮

জিকোব্লগ বলেছেন:



প্রামাণ্য চিত্রে যে সব অভিযোগ উত্থাপিত হয়েছে, তা একজনের বরাতে তিনি হলেন সামি। চাতুর্যের সঙ্গে তার পুরো নাম এবং পরিচয় গোপন করা হয়েছে সামির। সামির পুরো নাম সামিউল আলম। ২০০২ সালে ইউরোপ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গিয়াস উদ্দিন আল মামুনের (খাম্বা মামুন) অন্যতম বিজনেস পার্টনার। হাওয়া ভবনে তারেক রহমানের অন্যতম সহযোগী। ২০০৭ সালে ওয়ান-ইলেভেনে মোষ্ট ওয়ানটেড দুর্নীতিবাজদের অন্যতম।তার বক্তব্যেই এই প্রামাণ্য চিত্রের মূল উপজীব্য।

তিনি নিজেই একজন জালিয়াত এবং দুর্নীতিবাজ। এই প্রামাণ্যচিত্রে দুজন বক্তব্য রেখেছেন একজন বিতর্কিত নেত্র নিউজের তাসনিম খলিল। অন্যজন যুদ্ধাপরাধীদের এজেন্ট এবং তারেক রহমানের বেতনভুক্ত উপদেষ্টা ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান।

এদের বক্তব্য থেকেই বোঝা যায়, এরা সরকারবিরোধী প্রোপাগান্ডা মিশনে নেমেছে। এই প্রামাণ্য চিত্রে আরো একজনের কণ্ঠস্বর শোনা যায়, যিনি তার চেহারা দেখাননি, তিনি হলেন কনক সারওয়ার। কনক সারওয়ার সরাসরি তারেকের কর্মচারী। লন্ডনে পলাতক আসামি তারেক রহমানের নির্দেশেই নির্মিত এই প্রামাণ্য চিত্রটা দেখলেই বোঝা যায়, এই প্রোপাগান্ডার মূল লক্ষ্য বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।

তারেক রহমানের অনুগতরা মিলে এটি বানিয়েছে।

- somoynews.tv

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাল কথা মনে করিয়ে দিছেন -

তাসনিম খলিল। ফেক নিউজ নির্মাতা যুদ্ধাপরাধীদের এজেন্ট
সামির পুরো নাম সামিউল আলম।
ইউরোপ বিএনপির সাংগঠনিক সম্পাদক। খাম্বা মামুনের অন্যতম বিজনেস পার্টনার। হাওয়া ভবনে তারেক রহমানের অন্যতম সহযোগী। ২০০৭ ওয়ান-ইলেভেন সরকারের মোষ্ট ওয়ানটেড দুর্নীতিবাজদের অন্যতম।

এরা দুজনই সব মিটিংএ অলওয়েজ দাবী করে হাসিনা সরকারে অত্যাচারে দেশত্যাগ করেছে।
বাস্তবতা হচ্ছে তত্তাবধয়ক সরকারের হুলিয়ার ভেতর ভুয়া নামে পাসপোর্ট করে এরা দেশত্যাগ করে ২০০৭এ, তারেক ধরা খাওয়ার পরপরই্‌,



২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৫

রানার ব্লগ বলেছেন: পুরা ভিডিও টাই হাস্যকর!!! আর্মির জেনারেল এর থেকে অনেক বড় দুর্নীতি করার সামর্থ রাখেন সেই সব বিষয় কথা না বিলে তিনি তার ভাইদের নিয়ে কোথায় কোথায় গেছেন তার ছেলের বিয়েতে কি ভাবে নেচেছেন কে কে অতিথি ছিলেন এর হাস্যকর বিবরন। আসলে এই ক্লিপ দেখে একমাত্র যারা সরকারি কোটায় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যাদের গাত্রদাহ ছিলো তারা খুশিতে আত্মহারা।

কেউ যদি বলে বাংলাদেশের সব আমার হাতের মুঠয় ধরলাম সে আর্মি জেনারেলের ভাই ওমনি বাংলাদেশ তার হাতের মুঠোয় চলে গেলো। তারেক চোরাও তো এমন ভাবছিলো তার অবস্থান এখন কোথায়, ডাস্টবিনে!! কোন দেশ বা রাস্ট্র ব্যাবস্থা কেউই হাতের মুঠোয় নিয়ে বসে থাকতে পারে না। এই গুলা কাচা বাংলায় ফাপরবাজি। আর এই ফাপরবাজির একটা ক্লিপ দেখে যদি বাংলার আধা পাগল নেচে ওঠে তাইলে কিছুই বলার নাই। বার্গ ম্যান ব্যটা তুই সার্থক জামাই। শশুরের আপমানের বদলা নিয়ে বাংলাদেশ নাচাইলি। আমার মবে হয় বর্তমান জেনারেলের হাতে তারেক উত্তম মধ্যম বেসগি খেয়েছিল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
পার্ফেক্ট মন্তব্য।

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশ এগিয়ে যাচ্ছে এটাই বড় কথা।
কে কখন কি বললো তাতে কিইবা এমন
আসে যায়। দিনকে কেউ বললে রাত
আলো কি তার কমে যায় !!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ নুরুভাই।
শুনেছিলাম অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন?
ভাল থাকবেন ভাই।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: ব্লগার দাসত্ব কে মনে আছে আপনার?
একদম জামাত শিবির ছিলেন? তাকে চাঁদগাজী বহুবার সাইজ করেছেন।

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩০

আল ইফরান বলেছেন: আমার নিজের কাছে মনে হয়েছে বড়জোর ১০ মিনিটের একটা রিপোর্ট হতে পারে এইটা।
আর এইখানে বড় ইস্যুগুলো নিয়ে কেউ কথা বলছে নাঃ প্রথমত আইডেন্টিটি ফর্জারি (যেইটা রোহিংগারা এক যুগ ধরে করে আসছে) আর দ্বিতীয়ত সম্ভাব্য মানি-লন্ডারিং (এইটা নিয়ে কথা বললে অধিকাংশ এমপি-মন্ত্রীর ইজ্জত নিয়ে টানাহেচড়া হবে)।
হারিসকে আমার মনে হয়েছে মেন্টালি ইনস্ট্যাবল একজন ব্যক্তি হিসেবে (সুস্থ বুদ্ধিসম্পন্ন যে কেউ এই লোকের কথা-আচার-আচরনের অস্বাভাবিকতা ধরতে পারবে)।
যারা খুশীতে বগল বাজাচ্ছেন যে অনেক কিছু হয়ে যাবে এই রিপোর্টের মাধ্যমে, আসলে কিছুই হবে না।
আজিজ সাহেবকে আর্মি চীফ হিসেবে আনাটাই প্রাইম-মিনিস্টারের ভুল সিদ্ধান্ত ছিলো।
মাঝখান দিয়ে আমাদের সাধারন সোলজার এবং অফিসারদের ইউএন মিশনের ডেপ্লয়মেন্ট কমে যেতে পারে।
এই বিষয়ে ব্লগার পারভেজ একটা ইন্টারেস্টিং এনালিসিস দিয়েছেন।

অফ দ্য টপিকঃ শিক্ষিত মানুষ হিসেবে আপনার অন্ধ দলীয় আনুগত্য (যেইটা কেবল জাশির ব্রেইনওয়াশড ছেলেপেলেদের মধ্যেই দেখেছি) খুবই দৃস্টিকটু ঠেকে।

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৩

এভো বলেছেন: নীচের লিংকটা দেখুন এবং জনাব নিঝুম মজুমদারে বিশ্লেষণটি শুনুন এবং তারপর অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে , ধন্যবাদ

আল জাজিরার ডকুমেন্টারি এবং আমার সমস্ত প্রশ্ন

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৬

অক্পটে বলেছেন: আজীজ আহমেদ ভাল, তার ভাইয়েরা ভালো, শেখ হাসিনা নিজে ভাল এবং তিনি সেনাবাহিনীর পদে একজন ভাল লোক নিয়োগ দিয়েছেন। আমরাই হলাম খারাপ রাস্ট্রদ্রোহী, আমরা যারা আল জাজিরা দেখেছি আমরা সকলে পাপ করেছি।

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৩০

জগতারন বলেছেন:
তারেক হাড়ামী আর জামাত মুনাফাখোর’রা কত্ত হাজার কুটী ৳ ৳, $ $ বা পাউণ্ড
আল-জাঊড়া’দের দিয়েছে তা কী কেউ প্রমান করায় সাহসী হবে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.