নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘের নাম ভাংগিয়ে জাজিরা এখানেও মিথ্যাচার করেছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৯



ডুজারিক হছে ইউএন সেক্রেটারি জেনারেলের স্পোক্সপার্সন
একটি হলে সারা দিনে জাতিসংঘের কাজকর্মের ফিরিস্তি দেয়াহয়, স্পোক্সপার্সন লিখিত বক্তিব্য দেন। সংক্ষিপ্ত বিবরনি শেষে কেউ থাকলে প্রশ্ন করলে জবাব দেয়া হয়। কোন বড় ইশু না হলে হল ফাঁকাই থাকে।
প্রেস ব্রিফিং পরবর্তি হয় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নউত্তর পর্ব।

এক ছাগু সাংবাদিক, জনৈক মুশফিকুল আনসারী ছিল খালেদার এক প্রেস সেক্রেটারির ব্রিফকেস বহনকারি। সে কোনমতে নিউইয়র্কে ঢুকে বাংলাদেশের একটি নাম সর্বস্ব 'যাষ্ট নিউজ' নামক অনলাইন পত্রিকার সাংবাদিক কার্ড যোগার করেছে, সেই পত্রিকার কথিত জাতিসংঘ প্রতিনিধী বনে গেছে।




তার প্রধান কাজ হচ্ছে নিউইয়র্কের জাতিসংঘের হেডকোয়াটারের বারান্দায় হাটাহাটি করা। প্রেস ব্রিফিং পর্বে বসে।
সে প্রেস ব্রিফিং শেষে প্রশ্নউত্তর পর্বে বিষয়বহির্ভুত প্রশ্ন অযাচিত ভাবে বাংলাদেশ নিয়ে আজেবাজে প্রশ্ন জিজ্ঞেস করা। এর আগে যুদ্ধাপরিধী ফাসি নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছিল, কিন্তু লাভ হয় নি।
মাঝে মাঝে বাধ্য হয়ে ডুজারিককে কিছু একটা বলতে হয়।
কৌশলে জিজ্ঞেস করেছিল ফোনকল ট্যাপ করে গোয়েন্দা নজরদারি যন্ত্রপাতি জাতিসংঘ বাহিনীর লাগে কিনা? ওদের এসব লাগবে কেন?
জবাবে সে যা বলার বলেছে। বলেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ বা কোন দেশের শান্তিরক্ষী সৈন্যদল সেরকম কোন সরঞ্জাম ব্যাবহার করে না। এসব অনিয়ম, শান্তিরক্ষী সৈন্যদল ঐদেশের আইন মেনে চলে, জাতিসংঘের আইনও মেনে চলে।
অতচ জাজিরা এই প্রশ্নউত্তর পর্বের এই খন্ডিত অংশ জোড়াতালি দিয়ে বিশাল এক ফিরিস্তি দিয়েছে। বাংলাদেশেকে নাকি জাতিসংঘ কৈফিয়ত তলব করেছে?

বাস্তবতা হচ্ছে এসব নজরদারি যন্ত্রপাতি ব্যাক্তি অধিকার বিরোধী, মানবধিকার বিরোধী, সেটা সত্য। এসব সারা বিশ্বেই বেআইনি নিষিদ্ধ। এসব বিক্রির জন্য রেডি থাকে না, ক্রেতার অর্ডার অনুযায়ী সে দেশের টেলিকম সিস্টেম অনুযায়ী কাষ্টমবিল্ট করে তৈরি করা হয়। যারা কিনে আন্তর্জাতিক কালোবাজার থেকেই অর্ডার মারফত কিনে।
সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের অধিকার আছে সর্বচ্চ ব্যাবস্থা নেয়ার, এরজন্য যত উন্নত সব যন্ত্রপাতি কেনার, যত দাম হোক সবচেয়ে ভালটা, সেটা যে দেশেই তৈরি হোক, যে দেশই এভেলেবল হোক। সেটাই কিনবে।

আইএসপিআর এর উচিত হয় নি এত দ্রুত রিএক্ট করা, বিবৃতি দেয়া। কিছুই বলা দরকার ছিল না।

আলজাজিরা বরাবরই একটা এজেন্ডাধারী এসোসিয়েশান। তাদের এই থার্ড ক্লাস রিপোর্টের মাধ্যমে তারা বলেছিল জাতিসংঘ নাকি বাংলাদেশকে তলব করেছে, আলজাজিরা রিপোর্ট দেখে কৈফিয়ত তলব করেছে।

জাতিসংঘ চালায় জাতিসংঘের সদস্য দেশ সমুহ। সদস্যদের চাদায়, বাংলাদেশও একটি সদস্য দেশ।
কোন দেশ কোন প্রস্তাব উত্থাপন করলে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়। সেসবই দিনশেষে ব্রিফিং হয়।
জাতিসংঘের পেয়াদা বা কর্মচারিরা কোন রাষ্ট্রকে তদন্তের নির্দেশ বা এসব বলার বা কৈফিয়ত তলব করার এখতিয়ার রাখে না।
জাতিসংঘের নাম ভাংগিয়ে জাজিরা এখানেও মিথ্যাচার করেছে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২০

জগতারন বলেছেন:
তারেক হাড়ামী আর জামাত মুনাফাখোর’রা কত্ত হাজার কুটী ৳ ৳, $ $ বা পাউণ্ড
আল-জাঊড়া’দের দিয়েছে তা কী কেউ প্রমান করায় সাহসী হবে ???

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
যত টাকা দিক, এসব ফালতু রিপোর্ট নিয়ে কোন রাষ্ট্রই গুরুত্ব দেয় না।
আমেরিকান সেনাবাহিনী নিয়ে এজাবৎ কম ভুয়া কাহিনী তৈরি হয়েছে, রাশিয়ান, বাহিনী নিয়ে কম কাহিনী হয়েছে?

আফিম চাষ করে, গোপন অস্ত্র তৈরি করে মাটির তলায়, কত্তো কাহিনী, আমেরিকা বসেই তৈরি করা। চন্দ্র গমন ভুয়া প্রমান করতে হাজার হাজার ভিডিও তৈরি হয়েছিল, ফক্স টিভি পর্যন্ত ফান পর্বে এসব প্রচার হয়েছিল।
এরপরও চন্দ্রগমন ভুয়া প্রমান করতে পারেনি, আমেরিকা বা আমেরিকান বাহিনীকেও দাগ লাগাতে পারে নি। সরকার বা আমেরিকান বাহিনীও এসবে সিরিয়াস হয়ে তদন্তে নামেনি।
বাংলাদেশ মাফিয়া রাষ্ট্র নয়। উদিয়মান উদার গণতান্ত্রক রাষ্ট্র। এসব আবর্জনা নিয়া চিন্তাই করা উচিত না।


২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৮

রিফাত হোসেন বলেছেন: উদিয়মান উদার গণতান্ত্রক রাষ্ট্র। .............. :|

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশ একটি উদিয়মান অর্থনীতির দেশ।
পৃথিবীর অল্প কিছু দেশ দারিদ্র দূর করে দ্রুত প্রগ্রেস করছে, সে রকম গতিশীল অন্যতম দেশ বাংলাদেশ।

বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র। আশ্চর্য হওয়ার কিছু নেই।
৩য় বিশ্বে ভারত বাদে যে কয়টি দেশে গণতন্ত্র,বাক স্বাধিনতা, প্রেসস্বাধীনতা বিদ্যমান তার প্রথম সারিতে বাংলাদেশ।
আর মুসলিম প্রধান দেশের ভেতরে বাংলাদেশের গণতন্ত্র,বাক স্বাধিনতা, প্রেসস্বাধীনতা সবচেয়ে বেশী, সবচেয়ে উদার। সবচেয়ে স্টেবল।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৪

নূর আলম হিরণ বলেছেন: আলকায়েদা, তালেবান, বকোহারাম গর্তে চলে যাওয়ায় এদের হট নিউজের সংখ্যা কমে গেসে তাই কিছু একটা করে তো চ্যানেলকে আলোচনায় রাখতে হবে।।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: বিএনপির মতোন জাজিরার কোমর ভেঙ্গে দেওয়া দরকার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪২

হাসান কালবৈশাখী বলেছেন: ভিডিওতে আলাজাজিরা যেসব প্রিন্টেড ডকুমেন্ট ভাউচার দেখিয়েছে তার বেশীরভাগই ভুয়া।
ফটোশপ, সেখানেও ডেট ভুল করেছে।
ভিডিও স্থির করে ''ডি এইচ এল রিসিপ্ট' এ ভুল 'পরস্পর বিরোধী তারিখ' ধরা পড়েছিলো। এটা নিয়ে শোরগোল শুরু হলে জাজিরা তাদের অফিসিয়াল ভিডিওটি র সেই অংশ এডিট করে কালো করে দেয়।
জালিয়াতি নাহলে এডিট করলো কেন?
এতেই তো জাজিরা ভুয়া প্রমানিত।
নুরায় বলেছিল আলাজাজিরার একটা ভুল বের করতে পারলে ফাসি মেনে নিবে। এখন ছাগলটারে কবে ফাসি দিবেন?

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: ওরা হঠাত আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি জামাত গং যে বিপুল পরিমান অর্থে এই প্রপাগান্ডা মেশিনের পিছে ব্যয় করেছে,
লাভের কিছুই হয় নি,
মাঝখান দিয়ে বিএনপি জামাতে'র অর্থায়নে শেখ হাসিনার জনপ্রিয়তার ভাল একটা একটা জরিপ হইয়া গেল!
৩.৫ কোটি খারাপ কি?

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯

কলাবাগান১ বলেছেন: ৩.৫ কোটি খারাপ কি? এটা কিসের ভিত্তিতে

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:

এটা একটি পরিসংখান।
আফটার জাজিরা, ফেবুতে হাসিনার সমর্থনে গণহারে যারা প্রফাইল পিক চেইঞ্জ করেছিল, সেই সংখা।
আরো বেশী হওয়ার কথা আমি সহ অনেকেই করি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.