নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বর্তমান যুগে সামরিক বাহিনী ক্ষমতা দখল এত সহজ না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১০



বর্তমান যুগে সামরিক বাহিনী ক্ষমতা দখল এত সহজ না।
মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর ১ দিনও শান্তিতে থাকতে পারে নি।
মিয়ানমারে সামরিক জান্তার কঠোর দমননীতি সত্ত্বেও দেশটিতে শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সামরিক শাসনের বিরুদ্ধে আজ বুধবার ফের রাজপথে নেমেছেন দেশটির বিক্ষোভকারীরা।
মিয়ানমারে গণতন্ত্র থাকলেও ছিল সীমিত।
২০০৮ সালে সামরিক শাসনের সময় গায়ের জোরে বিতর্কিত সংবিধানটি তৈরি হয়েছিল - তাতে সামরিক বাহিনীকে বিনা নির্বাচনে পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন পায়।


মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর গতকাল মঙ্গলবার ছিল সবচেয়ে সহিংস দিন।
এদিন রাজধানী নেপিডোতে প্রবল বিক্ষোভে গুলি চালায় দেশটির পুলিশ।
গতকালের সহিংস ঘটনার পর আজ সকালেই নেপিডোর রাস্তায় নেমে পড়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা 'সামরিক একনায়কতন্ত্রের অবসান চাই' বলে শ্লোগান দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া যুবনেতা এস্টার জে নাও বলেন, সামরিক বাহিনীর বেআইনি ক্ষমতা দখল মেনে নেয়া আয় না। ‘আমরা চুপ থাকতে পারি না।
গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের অসহযোগের ডাকে সাড়া দিয়ে শত শত সরকারি কর্মচারী রাজধানীতে মিছিল করেছেন। এতে যোগ দিয়েছেন চিকিৎসক, শিক্ষক, রেলকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

চিকিৎসকেরা বলছেন, গতকালের ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ছোড়া রাবার বুলেটে তাঁরা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারের রাজধানী নেপিডো ছাড়াও অন্যান্য শহরে বিক্ষোভ হয়। অন্যান্য স্থানের বিক্ষোভেও শক্তি প্রয়োগের খবর পাওয়া গেছে। সেসব জায়গায়ও বিক্ষোভকারীরা আহত হয়েছেন।



মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে বিক্ষোভের কথা চেপে গেলেও পুলিশের আহত হওয়ার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশ আহত হয়েছে।


সেনাবাহিনীকে উষ্কানি দিয়ে লাভ হয় না, হিরোইজমের পরিনতি কি হয় সবাই জানে।
লিবিয়া থেকে কিছু বছর পরেই বহিষ্কৃত হয়েছিল পরে স্থান হয়েছে নাম পরিচয় গোপন করে দক্ষিন আফ্রিকার বস্তিতে বা পাকিস্তানে লাদেনের মত গোপন আশ্রয়, দুজন কোনভাবে আমেরিকা কানাডায় আশ্রয় জোটাতে পারলেও আধা বন্দি অবস্থা। গোপন অবস্থান সারাক্ষন দরজা বন্ধ রাখে। অন্যকে দিয়ে বাজার করায়, মসজিদেও দেখা মিলে না। বর্তমানে বিএনপিও এদের খবর রাখে না।
বর্তমানে নতুন কেউ আকাম করলে পৃথিবীর কোথাও আশ্রয় পাবেনা। নিশ্চিত। সিরিয়াতেও পাবে না।
পশ্চিমবংগের জামাত-তৃনমুল অবস্য আশ্রয় দিতে পারে, তবে নাম পরিচয় গোপন করে। তবে বাকি জীবন রিসালদার মুসলিমুদ্দিনের মত হিন্দু হয়ে বাকি জীবন কাটাতে হবে, এরপর চিতায় দাহ।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

মুফরাদ বাঙ্গালী বলেছেন: সহমত

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৮

এম ডি মুসা বলেছেন: মুসলিমু্দ্দিন হিন্দু হয়ে মারা গেছে

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এর আগে পলাতক একটারে ভারত থেকে ধরে এনে ফাঁসি দেয়ার আগে পিটিয়ে মুসলিমু্দ্দির ঠিকানা বের করা হয়েছিল।
ধরার জন্য লোক পাঠিয়ে দেখা যায় কিছুদিন আগেই স্বাভাবিক মৃত্যু হয়ে চিতায় ভষ্ম হয়ে গেছে।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪১

অক্পটে বলেছেন: সেনাবাহিনীর ক্ষমতা দখল এখন আর সহজ নয় সত্যিই।
ভোট চোর মাফিয়াদের ক্ষমতা থেকে সরাতে হলে জনগণের শক্তির উপর কোন শক্তি নেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
আগে জনমত তৈরি করেন, তার পর একটি রাজনৈতিক দল রেডি করুন।
রাজাকারদের নেজুড়বৃত্তি করা দলের জন্য জনগণ কখনো আসবে না, অকাতরে টাকা ছড়ালেও আসবে না।



এরা বাংলাদেশের স্বাধীনতা মানে না, সংবিধানের ৪ মূলনীতির ৩ টি মানে না
মুক্তিযুদ্ধে নিহতের সংখা মানে না
মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতাকে মানে না, নামটা পর্যন্ত সঠিক উচ্চারন করে না।
মুক্তিযুদ্ধের প্রধান স্লোগানটাও মানে না। ভুলেও উচ্চারনও করে না অযু নষ্ট হওয়ার ভয়ে।
পতাকাও পরিবর্তন চায়।
জাতীয় সংগিতও মানে না, হারাম মনে করে।
এই হচ্ছে দেশের একটি দল বাদে বাকি রাজনৈতিক দ্ল সমুহের অবস্থা।
এদের কাছে নির্বাচনের সুষ্ট পরিবেশ হচ্ছে 'বঙ্গবন্ধু হত্যা পরবর্তি পরবেশ। জিয়া আমলের মত খুনখারাপি কার্ফিউ, ... সেরকম নির্বাচনি পরিবেশ তৈরি করলে ফেয়ার ইলেকসান হবে। এরপর নিশ্চিত জয়।

এইসব বাংলাদেশ বিরোধি রাজাকারদের জন্য মানুষ কখনো রাস্তায় নামবে না।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আরে কাকা এত টেনশন নিয়েন না। খাওয়ার আধা ঘন্টা আগে গেশটিকের টেবলেট খাবেন, ঘুমানোর এক ঘন্টা আগে পেসারের অসুদ। দুনিয়া ফকফকা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৯

হাসান কালবৈশাখী বলেছেন: সেনর .. গ্রাসিয়াস।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩০

এম ডি মুসা বলেছেন: আপনার কথা বুঝিনি , কথার মূল গল্প আগাগোড়া জানিনা আপনি কি বলছেন সেটা
কোথায় থেকে বলেছেন আপনি জানেন, মন্তব্য করার জন্য দুঃখিত

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
না বোঝার কিছু নেই।
বর্তমান যুগে সামরিক বাহিনী ক্ষমতা দখল বর্তমানে এত সহজ না।
মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর ১টা দিনও শান্তিতে থাকতে পারে নি।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০

নেওয়াজ আলি বলেছেন: আমাদের দেশে সেনাবাহিনী আর ক্ষমতা দখল করবে বলে মনে হয় না। রাইট।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমানে সেনাবাহিনী আর ক্ষমতা দখল করতে পারবে না।
কামান মেশিনগান এক গুদামে, গুলি গোলা আরেক গুদামে, আগের মত যখন তখন অস্ত্র নিয়ে বের হওয়া সম্ভব না।
বিডিআর বিদ্রহের পর সবকিছু কঠিন করে ফেলা হয়েছে।
সেনা প্রধানও পারবে না।
পদাধিকার বলে রাষ্ট্রপতি সব বাহিনীর কমান্ডার ইন চিফ।
আর প্রধানমন্ত্রী ৩ আর্মড ফোর্সেস এর চিফ এক্সিকিউটিভ। প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রীও উনি নিজেই।
যে কোন হটকারি কাজকর্ম ওনার দফতরের অজান্তে সম্ভব নহে।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১

অক্পটে বলেছেন: সংবিধানতো আপনারাও মানেন না। স্বাধীনতার চেতনা দিয়ে ব্যবসা করেন। ভোট পর্যন্ত রাতের আধারে চুরি করতে হয়।

আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, প্রকৃত জনপ্রতিনিধির মাধ্যমে দেশ শাসন, (আ.লীগে কি কোন প্রকৃত জনপ্রতিনিধি আছে?) মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমন, সম্পদের সুষ্ঠু বণ্টন, অসাম্প্রদায়িকতা। এগুলোর কোনটা আপনার দল মেনে চলছে।

মাফিয়া নীতির উপর চলছে দেশ। ওটার জন্য আপনার মতোদেরই সাফাই গাওয়া চলে। আপনারা ভোট ডাকাতি করেন, মানুষের সম্পদ লুট করেন, অত্যাচার-নিপীড়ন করেন আর নির্বাচনে এলেই লিখে দেন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, এরপরও আপনি মুক্তিযুদ্ধের চেতনাধারী হয়ে গেলেন? এসব না মানলেই মানুষ রাজাকার হয়ে যায় তাইনা? মানুষও এত ঠগি হয় আপনার দলের মতো? একবার পরীক্ষা করে দেখুন জনগণ আপনাদের চায় কিনা। এত শক্তিধর হাসিনা জনগণের কাছে ভোট চাওয়ার সময় বিলাই হয়ে যায় কেন? একটাই কারণ, চুরি ছাড়া কোন উপায় নাই বলে।

জাতীয় সঙ্গীত কে মাননা, জামাত। আপনাদের দলে কোন জামাতী রাজাকার নেই বলছেন!! ষোলআনা বেকুব হলেই হয়তো বলা যায় যে আমাদের দল জামাতমুক্ত।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযুদ্ধে নেতৃত্ব্ব দিয়ে দেশ স্বাধীন করা বাদ দিলেও আওয়ামী লীগ একটি প্রাচীন তৃনমূল থেকে গড়ে ওঠা দেশের সর্ব বৃহৎ একমাত্র রাজনৈতিক দল।
দেশের একমাত্র নিয়মতান্ত্রিক গণতন্ত্র মানা রাজনৈতিক দল।
বর্তমানে দেশে এখন এমন কোন রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের চেয়ে বেশী গণতন্ত্র মানে?
কোন দল আওয়ামী লীগের চেয়ে বেশী গণতন্ত্র ধারণ করে? দলের নামটা বলেন লিখে রাখি।

নিম্ন পর্যায়ে দুএকটা ছদ্মবেশী রাজাকার ঢুকে গেলে সব মিথ্যে হয়ে যায় না।
কোন আন্দোলন করতে বা টিকে থাকতে আওয়ামী লীগের অন্য কোন ছোট লেজুর দলের দরকার হয় না। জামাতের মত ঘাতক দল দরকার হয় না।
এমনকি পাঞ্জাবীদের সাথে লড়াই করে দেশ স্বাধীন করতেও কোন ছোট দল সাথে নেয়ার দরকার হয় নি।

ঘটনা হচ্ছে আওয়ামী লীগ হরতাল ডাকলে একই দিনে জামাতও হরতাল ডাকতো, এতেই কি আওয়ামী জামাত জোট হয়ে গেল?
সে সময়ে আওয়ামী লীগের সাথে জামাতের সম্পর্ক ভাল থাকার কথা না । কারন তার কয়েক মাস আগেই আওয়ামী লীগ ও হাসিনার সমর্থনে ঘাদানীক গোলাম আজমের বিরুদ্ধে তীব্র গনআন্দোলন গড়ে তুলে।
গণআদালত গঠন করে গোলাম আজমকে ফাঁসির রায় দেয়।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৩

আমি সাজিদ বলেছেন: ভয়ে ভয়ে নিজেদের নিজেরাই বুঝ দিচ্ছেন। তবে সত্যি, আসলেই সারানো যাবে না। তবে হাসান ভাই, আপনি ভালো কিছু লিখলেও আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না কেন যেন!

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বিশ্বাস অবিশ্বাস করার আগেই তো বলে ফেলেছেন - ..

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪

আমি সাজিদ বলেছেন: আপনির জায়গায় আপনারা হবে।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী আসতেছেন, এই পোষ্টে মন্তব্য করতে। তার চেয়ে ভালো মন্তব্য এই পোষ্টে আর কেউ করতে পারবে না।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিএনপি-পন্হি মিলিটারীদের থামায়েছিলেন, এরশাদ পন্হিদের হাতে রাখার জন্য এরশাদকে হাতে রেখেছিলেন; এখন মিলিটারীর সাথে উনার কি সম্পর্ক উনি পরিস্কার করছেন না; তবে, উনার প্রশাসন যেভাবে চলছে, ইহা মিলিটারীর কাছাকাছি; জে: জিয়া ও জেনারেল এরশাদ দেশে গলাকাটা ক্যাপিটেলিজম চালু করেছিলো, তিনি সেটাই চালিয়ে যাচ্ছেন।

উনার বাবাকে "বাকশাল" করার জন্য হত্যা করা হয়েছিলো, উনি বাবার পথ অনুসরণ করেননি।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেনাবাহিনী দালাল জোগাড় করে ফেলবে ।
দালাল মন্ত্রিসভা গঠিত হবে ।
তারা ক্ষমতায় থাকবে কমপক্ষে দশ বছর।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
ঠিক বলেছেন। বার্মিজ জান্তা দালাল জোগাড় করে ফেলতে পারে।

সে কথা থাক। শুনেছিলাম অসুস্থ ছিলেন। এখন ভাল?
মালয়েশীয়াতে টিকা দান শুরু হয়েছে?

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪২

ডাব্বা বলেছেন: বাংলাদেশে সেনাবাহিনী লেলিয়ে দিতে যারা আগ্রহী তাদের দেখে করুণা হয়।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫২

ঢাবিয়ান বলেছেন: এই দেশে জোসেফ, হারিসদের ভাই সেনাপ্রধান হয়। তাই আপনাদের এত টেনশনের কিছু নাই ।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২

অক্পটে বলেছেন: এই জীবনে আর আওয়ামীলীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবেনা চ্যালেঞ্জ। এই মাফিয়া দলটিকে ক্ষমতায় আসতে হলে বার বার ভোট চুরি করেই আসতে হবে।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৭

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশ ভিত্তিক ইউটিউব যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেস্টা হচ্ছে, দেখে মনে হয় রাজনৈতিক ভাবে ফেইল করে একন অপরাজনীতির পথ দিয়ে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে 'এরা'

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখনকার শাসন পছন্দ নাহলে আরেকটু কড়াকরলে অনেকের পছন্দ হবে।এখন আছে দৌড়ের উপর তখন থাকবে গৈড়ের উপর।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

কবিতা ক্থ্য বলেছেন: যেই বল অফ স্ট্যম্পের ১ হাত বাইরে দিয়া ওয়াইড হয়, আমরা ঐ বল লেগএ টাইনা নিয়া সিংগেল নিতে ওস্তাদ।
চালাও কুদস্‌।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.