নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ডয়েচেভেলে, আল জাজিরা, সিএনএন ইত্যাদি

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৪

ডয়েচেভেলে একটি জনগনের করের টাকায় চলা জার্মান সরকারি ভয়েস।
তাদের যত অনুষ্ঠান হোক মুল ফোকাস থাকে জার্মান স্বার্থ, কিন্তু এখানে ওরা একটি প্রতিক্রীয়াশীল চ্যানেলের প্রপাগান্ডা, অশুভ স্বার্থ প্রধান্য দিল!

ইন্টারভিউ নিচ্ছে বাংলাদেশের একজন সরকারি উপদেষ্টার।
সঞ্চালোকের প্রাথমিক ফোকাস থাকার কথা বাংলাদেশ-জার্মান সম্পর্ক।, তারপর ভিন্ন কিছু।
কিন্তু প্রশ্নকর্তার সকল প্রশ্ন একটি মৌলবাদি চ্যানেলের একটি ফরমায়েসি অনুষ্ঠানকে ঘিরে, কেন?
ডয়েচেভেলের নিজস্ব কি একটি প্রশ্নও ছিলনা? প্রশ্নের জবাব দেয়ার মধ্যে বার বার বাধা, কথার মাঝে হেড়ে গলায় বাধা, জবাব শুনতেও অনিহা। প্রশ্নকর্তার বার বার জাজিরা জাজিরা করা, ইহা কি জার্মান সরকারি ভয়েস? না ভিন্ন কিছু! ব্যাপারটা কি?
সিএনএন বা সিএনবিসি কখনো ফক্স টিভির কাহিনী নিয়ে সবটা ১০০% এয়ারটাইম নষ্ট করে? বার বার ফক্স ফক্স উচ্চারন করবে?
কখনো ভিন্ন চ্যানেলের নাম এতবার নেয় সিএনএন?




প্রশ্ন ধরন দেখলে মেজাজ খারাপ হয়। -

"মুক্ত গণমাধ্যমসহ যে গণতন্ত্র বাংলাদেশে রয়েছে বলে আপনি দাবি করেছেন, তা সত্যি হলে আলজাজিরার এই অনুষ্ঠান দেশটির পত্রিকা ও টিভিতে প্রচারিত হতো। কিন্তু সেটা হয়নি"।

আশ্চর্য! জাজিরার ফরমায়েশী ভিডিওটি বাংলাদেশী টিভি চ্যানেলদের প্রচার করতেই হবে,
এত বড় কথা বলার অধিকার দিল কে সেবাসতিয়ান কে?
ইন্টারভিউ নিচ্ছে বাংলাদেশের একজন সরকারি উপদেষ্টার। ছাগলের মত প্রশ্ন করে আপনাকে তো টাকা দেয়া হয়ে সরকারি পক্ষে কথা বলতে।
রিজভি আহাম্মদের বলা উচিত ছিল আমি চাকরি করি প্রধানমন্ত্রির উপদেষ্টার, সরকারের পক্ষেই তো বলব।
কিন্তু তুই চাকরি করছ জার্মান সরকারের, গান গাছ জাজিরার, সব প্রশ্ন জাজিরার, কত ডলার ঘুষ খাইছোস?

এদের কথাবার্তা শুনে মনে হয় এই 'দুই ভাই' মনে হয় পৃথিবীর সবচে ভয়াবহ বিপদজনক আন্তর্জাতিক মাফিয়া ডন! ভয়ে সারা পৃথিবী কাপছে।
প্রথমে জাজিরা, এরপর ডয়েচেভেলেকে দিয়ে কিছু বলানো (বিবিসির কাছে মনেহয় টাকায় দরকষাকষিতে বনাবনি হয় নাই) এত কিছু বলানোর পরও যখন কেউ ক্ষেপে না। তাই সাধারণ মানুষের এসবে অনাগ্রহী দেখে তখন টাকার বস্তা হালাল করতে মরিয়া হয়ে এখন মূলধারার পৃন্টেড গণমাধ্যমকে বেছে নেওয়া হলো অপপ্রচারের হাতিয়ার হিসেবে।
সেবাস্তিয়ানের টেলি ইনটারভিউ বাংলা স্ক্রিপ্ট করে প্রথম আলো ধারাবাহিক ছাপা শুরু করলো।

দিনের পর দিন যা ইচ্ছে তা প্রথমআলোতে লিখে গেলেও সিরাজুল ইসলাম চৌধুরীরা বলে - দেশে বলার লেখার স্বাধীনতা নেই "মানুষ কেবল যে অসন্তুষ্ট, তা নয়, অধিকাংশ মানুষই বিদ্যমান ব্যবস্থার বিপক্ষে, নতুন ব্যবস্থার পক্ষে"।

নতুন ব্যাবস্থাটা কি? খাম্বা-জাসি না আদার্স? অন্য কেউ হলে নামটা বলেন শুনি। (ওনার পকেটে মনে হয় পরিসংখান আছে)
এত কিছু লিখতে পারে, লিখে, এরপরও ফস করে বলে ফেলে "এদেশে বলার লেখার স্বাধীনতা নেই গণমাধ্যম স্বাধীন নয়"।


আর বিদেশ থেকে দু এক ব্যক্তি ভিডিও ছেড়ে নিরন্তর এমনভাবে কথাবার্তা বলছে যাতে মনে হয় এক্ষুনি সেনাবাহিনী নেমে যাবে। এত্তো সহজ?
মানুষজন আগে ইউটিউব— ফেসবুকের এসব কথাবার্তায় চমকিত হতো, এখন হাসে।
ওদের ক্লান্তিহীন উসকানি দেখে সাধারণ মানুষ হাসতে হাসতে ক্লান্ত। সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে এদের আলাপচারিতা দেখে গ্রামগঞ্জের চা দোকানে কেউ একটু জোরেই বলে ফেলে ‘ছাগল’।


কোন বড় বিরোধিতা ছাড়াই আওয়ামী লীগ সরকার টানা ১২ বছর ক্ষমতায়।
এই সময়ে আওয়ামী লীগ কিছু স্মার্ট এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি হলো গণমাধ্যম, (টিভি প্রিন্টেড) মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ না করা। আওয়ামী লীগ সরকার যত যাই করুক জনগণের ওপর আস্থা রেখেছে।
বেশিরভাগ জনগণ সব জানে এবং বোঝে।

ভাড়াটেদের দেশ-বিদেশের অপপ্রচারে ক্ষুব্ধ হয়ে দমন নীতি, নিষিদ্ধ করার নীতি গ্রহণ না করে বিচারের ভার সাধারণ নাগরিকের ওপর অর্পণ করেছে ডায়নামিক আওয়ামী সরকার। উসকানি দিয়ে দেশের মানুষকে যে বিভ্রান্ত করা যায় না এ উপলব্ধি হাসিনার আছে। দেশবাসিও এসব অপপ্রচারকে পাত্তা না দিয়ে কর্মমুখি হয়ে স্বস্তিদায়ক অবস্থানে আছে।


মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ সরকারের পলিসি সম্পর্কে আপনি যতটুকু জানেন, শেখ হাসিনা এর সিকিও জানে না, মনে হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আলজাজিরার ফালতু জিনিষটা নিয়ে আজও প্রথমআলো লিখে যাচ্ছে, আজ ৪ দিন জাবৎ ধারাবাহিক ভাবে।
কিছু বুঝেন?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



বিদেশী মিডিয়া বাংলাদেশ সরকারের কিছু লোকের কিছু কার্যকলাপের উপর একটা প্রতিবেদন বের করেছে, সরকার কি করে, দেখেন; আপনি সরকার থেকে বেশী করে ফেললে, শেখ হাসিনা কি করবেন, বেকার বসে মুরগী পোলাও রান্না করবেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
হারিস আনিস বহু আগের রাস্তার সন্ত্রাসি, সরকারের কেউ না, লীগের কেউ না। আর জোসেফ বহু আগে ছাত্রলীগে ছিল। আর সেনা প্রধানের চাকরি আছে মাত্র ২ মাস।
এসব সাধারন ব্যাপার, পুলিশ আদালতের ব্যাপার, সেখানেই সমাধান আছে।
বিরামহীন অপপ্রচার চলছে, আমার সহ্য হয় না। তাই সময় পেলে কিছু লিখি।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



প্রথম আলো যদি শেখ হাসিনাকে ভয় না পেয়ে থাকে, আপনি কিছু করতে পারবেন? শেখ হাসিনাকে ভয় পায় না, সেই রকম বাংগালী এখন মিডিয়ায় নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
শেখ হাসিনা ভয় পাওয়ার প্রশ্নই আশে না। ভয় পেলে কুপির আলোরে নিষিদ্ধ করে জেলে ভরতো।

শেখ হাসিনাকে জ্ঞান দেয়ার মত বিদ্যা আমার নেই, দেশে একজন প্রকৌশলী হলেও এই দেশে আমি দিনমজুর, ঘন্টায় বেতন।
কাজে না গেলে বেতন নাই, টাইম পাইলে কিছু লিখি।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২১

এমেরিকা বলেছেন: আল জাজিরা তো প্রধানমন্ত্রীর কাপড় ধরে টান দেয়নি, ন্যাংটো করেছে সেনাপ্রধানের ভাইদেরকে। তাতে অসুবিধা কি হয়েছে?

জনগণ অনাগ্রহী না আগ্রহী, সেটা প্রবাসী বাঙালিদের ফেসবুক কমেন্ট এবং দেশে থাকা অতি সাহসী বাঙালিদের ইউটিঊব চ্যানেল দেখেই বুঝা যায়।

যেহেতু মানুষের প্রতিবাদ করার ক্ষমতা, ক্ষমতা পরিবর্তন করার ক্ষমতা, মুক্তচিন্তা/মুক্তমত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাই আপাত দৃষ্টিতে এই ব্যাপারটা নিয়ে কোন 'তোলপাড়' হয়নি। মানুষ মেনেই নিয়েছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এবং রাখতে যারা প্রধান ভূমিকা পালন করেছে, আল জাজিরা কেন, ভারতের কোন টিভি চ্যানেলও তাদের নিয়ে প্রতিবেদন করলে তাদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারো নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
সেনাপ্রধানের ভাইদের ব্যাপারটা কি একটি বড়সড় আন্তর্জাতিক সমস্যা?

জোসেফ খুনি ঠিক আছে, যদিও খুনটা করেছিল জোসেফের ভাড়াটে এক বিহারি খুনি।
কিন্তু জোসেফের ভাইরা কি খুনি?

শ্রেফ জোসেফের ভাই হিসেবে নাম মামলায় নাম ঢুকে গেছে। জোসেফ যুবলিগ করলেও ভাইরা রাজনীতি করত না। ওনারা তখন বিদেশে থাকায় মামলার রায় একতরফা হয়েছে। তখন মামলা লড়লে তখনি খালাস পেত।
তার রাজনীতির লিঙ্ক থাকলে চার্জই আনা হতো না।
মামলা হয়েছে আওয়ামীলীগ আমলে, আপিলে ফাইনাল রায়ও হয়েছে আওয়ামীলীগ আমলে।
রাজনিতির লোক হলে বা হসিনার লোক হয়ে থাকলে, আইনের মাধ্যমে তখনই ইজিলি ছাড়া পাইয়ে দিত।
জোসেফের দুই ভাই এখন যেখানেই থাকুক, পরবর্তি ৩০ বছরে কোন মাস্তানি মারামারিতে জড়াইছে? আগে পরে তাদের নামে কোন মামলা ছিল? তাহলে কেন তারা সারা পৃথিবীর জন্য বিপদ?

হাসিনার লোক হয়ে আনিস হারিসের বুদাপেস্টে একটা সামান্য মুদিদোকান?
হাঙ্গেরিতে এত কষ্ট করে মুদি দোকান আর কম খরচের হোটেল ব্যবসা চালাতে হবে কেন? তিনি তো সেখানে রাজকীয়-জীবন যাপন করার কথা। যেমন লন্ডনে করেন তারেক জিয়া এবং লন্ডনে পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত যুদ্ধাপরাধীরা । ফ্রান্সেও হারিছের যে ব্যবসার কথা বলা হয়েছে তা কাপড়ের দোকান ক্ষুদ্র ও কুটিরশিল্প। নিতান্তই বেঁচে থাকার চেষ্টা। মাফিয়া ডনেরা জীবন-জীবিকার জন্য দুইটাকার গেঞ্জির দোকান খুলবে? এ তো গোটা বিশ্বের ডন ও মাফিয়া সমাজকে অপমান করার শামিল। আনিস হারিছের জীবনসংগ্রাম দেখলে কানাডার বেগমপাড়ার পি কে হালদাররা, ব্যাঙ্ক ঋন আত্নসাতকারি বিচারপতি সিনহারা নিশ্চয়ই লজ্জা পাবেন।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি আর জোসেফ ভাতৃত্রয় আলজাজিরার বিষয়টি নিয়ে যতটুকু উদ্বিগ্ন আছেন তার একশতভাগের এক ভাগও শেখ হাসিনা চিন্তিত আছেন বলে মনে হয় না। খামোকা কেন দুশ্চিন্তা করে পেটে আলসার বাধানোর উপক্রম করছেন ?

আলজাজিরাকে সাইজ করার জন্য হাচান মামুদ আর মোমেন গংরাতো আছেনই। আর প্রয়োজন হলে তারা আপনার সদুপদেশও চাইতে পারে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
আলজাজিরা ও ডয়েচেভেলের গান তেমন সাড়া ফেলতে সক্ষম না হলে, অবশেশে দেশী প্রথমআলোকে দায়িত্ব দেয়া হল
চার দিন ধরে লিখছে, লিখে যাচ্ছে। আজও লিখেছে।
বিরামহীন অপপ্রচার চলছে, আমার সহ্য হয় না। তাই সময় পেলে কিছু লিখি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ডয়চেভেলে কি আগে কখনো কোন মৌলবাদি আরব চ্যানেলের বা ভিনদেশী টিভির একটি প্রতিবেদন নিয়ে অনুষ্ঠান করেছে?
জাজিরা যখন বিপদে ছিল তার ৪ সাংবাদিক মিসর ও তুরষ্কে ধরা পরে মৃত্যুদন্ড পেয়ে মৃত্যুপ্রহর গুনতে ছিল তখনো কি জার্মানি সরকারি প্রচার মাধ্যম ডয়চেভেলে জাজিরা নিয়ে কোন অনুষ্ঠান করে সময় ব্যায় করেছিল?
টকশোতে সাধারনত ভিন্ন টিভির কোন প্রতিবেদন প্রসঙ্গ এসে যেতে পারে। তখন সাংবাদিকতার কার্টেসি অনুযায়ী চ্যানেলটির নাম উচ্চারন করা হয় না, বলা হয় একটি বিদেশী একটি টিভি চ্যানেলের আলচিত বিশেষ অংশের কথা বলা হয়।
এখানে সেবাস্তিয়ান এই শোতে আলজাজিরা আলজাজিরা বলতে বলতে সবটা এয়ারটাইমই নষ্ট করে ফেললো
এসব কিসের ইংগিত বহন করে?

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "শেখ হাসিনাকে জ্ঞান দেয়ার মত বিদ্যা আমার নেই, দেশে একজন প্রকৌশলী হলেও এই দেশে আমি দিনমজুর, ঘন্টায় বেতন। কাজে না গেলে বেতন নাই, টাইম পাইলে কিছু লিখি। "

-আপনি আর নীল আকাশ কি একই প্রতিষ্ঠান থেকে ইন্জিনিয়ারিং শেষ করেছেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
একটু ভিন্ন প্রসংগ।
বাংলাদেশ ভ্যাকসিন প্রাপ্তির শুরুতে আপনার পোষ্টে কমেন্ট করেছিলাম -
জাপান থাইল্যান্ড সহ ১৫০টির মত দেশ এখনো ভ্যাকসিন পায় নি, বেশিরভাগ দেশ ৬ মাস বা বছরশেষেও পাওয়ার সম্ভাবনা নেই।

আপনে বলেছিলেন মিথ্যে, জাপানের একটি লিঙ্ক দিয়েছিলেন বক্তব্য অস্পষ্ট। নিজ দেশকে অলওয়েজ ছোট করতে চাওয়া ঢাবিয়ান ও সাজিদ আমাকে মিথ্যাবাদি বলেছিল।
আমি জবাব দেয়ার আগেই আপনি পোষ্ট মুছে ফেলেছেন। বাস্তবতা হচ্ছে আমার বক্তব্য সঠিক ছিল।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ হাসিনা ভাল করেই জানে তার পিতাকে আমেরিকাই মেরেছে।আমেরিকার অনেক প্রস্তাব শেখ হাসিনা অবজ্ঞাভরে প্রতাখান করেছে।রাজাকারদের ফাঁসির ব্যপারে সরাসরি সৌদির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনা আর আল জাজিরার একটা প্রতিবেদনকে পাত্তাদেয়ার প্রশ্নই আসে না।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩২

নেওয়াজ আলি বলেছেন:

আজও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আল জাজিরার সংবাদ জনগণ বিশ্বাস করেনি। এইসব বানোয়াট অপপ্রচার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:২৯

হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: শেখ হাসিনাকে ভয় পায় না, সেই রকম বাংগালী এখন মিডিয়ায় নেই।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৭

রিফাত হোসেন বলেছেন: দুনিয়াতে প্রক্সি বলে কিছু একটা আছে।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

আমি সাজিদ বলেছেন: হাসান ভাই। প্লিজ ব্লগে এই বিষয়ে আপনি আর কিছু লেইখেন না। আমরা সব ব্লগাররা মিলে আপনাকে এই আলোচনায় জোর করে জিতিয়ে দিচ্ছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
আর কিছু লেখারও নাই,
'প্রথম আলো' আজ সব কাহিনীর উপর ১ বালতি পানি ঢাইলা দিছে।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩

কল্পদ্রুম বলেছেন: "এখানে সেবাস্তিয়ান এই শোতে আলজাজিরা আলজাজিরা বলতে বলতে সবটা এয়ারটাইমই নষ্ট করে ফেললো
এসব কিসের ইংগিত বহন করে?"

আসলেই কিসের ইংগিত বহন করে? আপনার কি মতামত?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ইংগিত ফিঙ্গিত এখন আর বুঝবেন না।

মামলা হয়েছিল ৯৬এর আওয়ামীলীগ আমলে,
আপিলে ফাইনাল রায় জাবৎজিবন হয়েছে বর্তমান আওয়ামীলীগ আমলে।
ওরা রাজনীতির লোক হলে বা হসিনার লোক হয়ে থাকলে, আইনের মাধ্যমে তখনই ইজিলি ক্লিন ছাড়া পেয়ে যেত বা পাইয়ে দেয়া হতো।
জোসেফের দুই ভাই এখন যেখানেই থাকুক, পরবর্তি ৩০ বছরে কোন মাস্তানি মারামারিতে জড়ায়নি,
এই মামলায় আগে পরে তাদের নামে কোন মামলাও ছিল না। তাহলে গাঞ্জিরা কেন বলেযাচ্ছে তারা হাসিনার মাফিয়া সারা পৃথিবীর জন্য বিপদজনক?

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




জাহান্নামে যাক না সব - বাদ দিন। আপনি আপনার কোনো একটি দিনের ডায়েরী লিখুন। আজকের রান্না কি? আপনার রান্না কেমন মো্টামোটি চলন সই, নাকি মনে রাখার মতো রান্না পারেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আসসালামালাইকুম! ঠাকুরমাহমুদ ভাই
অনেক দিন পরে আসলেন।

আজকের রান্না ভালই, সামুদ্রিক মাছ টমেটু দিয়ে, গতকালের বাধাকপি ভাজি, ডাল, ভাত। আর মুরগির রান ভুনাও আছে, সব ম্যাডামই রাঁধে। ভোরেই রেঁধে চলে যায় চাকরিতে, আমি বের হই ৯টায়।

আমার অলওয়েজ মাছই পছন্দ। ইভেন পোলাও রান্না হলেও মাছদিয়ে খেতে ভাল লাগে।
আমি ভেতো বাংগালী রয়ে গেছি। বিদেশে এসেও মানুষ হতে পারলাম না। রান্না জানলেও সাধারণত রাঁধিনা।
কফির চেয়ে চাই আমার পছন্দ। আমেরিকান পিজা, বিফস্টেক ইত্যাদি খাবারের মজা এখনো বুঝে উঠতে পারি নি।
ভেতো বাংগালীদের যা হয়।

আর বাসার খাওয়ার পেছনে এত টাইম নষ্ট করতে রাজি না।
ঘরে কোন খাবার না থাকলে ডিমভাজা পাউরুটি, বা ভাত ডাল ডিমভাজা।
ফ্রিজে অবস্য কাটা কাচা মাছ লবন মসলা দিয়ে রেডি রাখে আমার জন্য, মন চাইলে ভাজি, নইলে ডিমভাজাই বেষ্ট। ফ্রিজে পুরানো ডাল, আমার সমস্যা নেই।
রাইসকুকারে ভাত বসায়ে দিলে ৬ মিনিটে গরম ভাত। মাড় গালার ঝামেলা নেই।
এই কোন মতে চলে যায়।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৩

জিকোব্লগ বলেছেন:



প্রথম আলো যে পানি ঢালছে তা আল জাজিরার
সংবাদ শিরোনাম কেই জোরালো করে। তবে আপার
কোনো ভুল হয় না। আপা সঠিক পথেই এগোচ্ছেন।
দ্যাশে আপা চাইলে কি না হয়! আপাকে ধন্যবাদ।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭

রক্ত দান বলেছেন: সরকার বিরোধীদের জন্য আল জাজিরা হয়ত কিছু একটা করতে চাইছে। কিন্তু সরকার এসবের কেয়ার করে না।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৫৩

অভি চৌধুরী বলেছেন: হাসান আপনার ধর্য্য আছে। এটা এখনো অলসদের দখলে,সচলদের অনেক দায়িত্ব এবং তারা করে যাচ্ছে, আপনার জন্য শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.