নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
শিক্ষক ভদ্রমহিলা নাকি ছাত্রের চুল কেটে দিয়েছেন!
১ জন দু জন না, ১৬ জন বিশ্ববিদ্যালয় ছাত্রের চুল কেটে দিয়েছেন।
কাউকে জোরপুর্বক চুল কেটে দেয়া কি সম্ভব?
হাত পা বেধে দু তিনজন চেপে ধরেও কারো চুলকাটা সম্ভব নয়। কাঁচি চালানোর আগে মাথা নাড়িয়ে কাটতে বাধা দিবে, মাথা ধরতে আরেকজন লাগবে।
হ্যা। একাও একজনকে চুল কেটে দেয়া যায়। সেটা বন্দুকের মুখে। বন্দুক তাক করে ট্রিগারে হাত রেখে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মিডিয়ার যে প্রতিবেদক খবর সংগ্রহে গেছিলেন উনি ৭১ টিভিকে বলছিলেন, উনি খবরটা ফেসবুকে দেখেছেন,
আর অন্য ছাত্ররা কেউ নিজচোখে দেখেনি, শুধু শুনেছেন।
প্রতিবেদক শিক্ষকদের কাছে যান নি, ফোন করলে ওনারা কেউ জানেন না বলেছেন। আর পিয়ন দারোয়ানরাও কেউ দেখেনি বা জানে না বলেছেন।
তবে আন্দোলনরত ছাত্রদের কয়েকজনকে মাথা ন্যাড়া অবস্থায় দেখা গেছে। এটাই নাকি প্রমান।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৬
নাহল তরকারি বলেছেন: চুল কাটা কি অপরাধ??
৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
হিন্দি ভাষায় বলা হলে অবস্য ...। ..
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: এখানে ব্যাপারটা ভাই মনে হয় জোরের নয় দাবী শাসন ও শিক্ষার।
হ্যা,একজন শিক্ষক চাইলে এটা করতে পারেন তার ছাত্রদের শিখানোর জন্য তবে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় এটি একটি বিপদজনক পদক্ষেপ শিক্ষকের জন্য (কারন যে কোন সময় তারই আদরের ছাত্ররা চুল না কেটে সরাসরি তাকেই কেটে ফেলতে পারে) আর দেশের প্রচলিত আইনের চোখেও তা সমর্থন করেনা যদিও নীতি-নৈতিকতার প্রশ্নে একজন শিক্ষক তা করতে পারেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
নো। আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ায় একটু চাপ দিলে বা পরিক্ষার তারিখ ঘোষনা করলে কিছু বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা শৃষ্টি হয়,
বা ঝামেলা শৃষ্টি করা হয়।
একপর্যায়ে পদত্যাগ দাবি করে আন্দলোন। পুরাই ফালতু।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আজকে দেখলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে মহিলার এই অন্যায় কাজের প্রমাণ পেয়েছেন তারা। আমার ধারণা সে নিজে হয়তো কাটে নাই। কিন্তু তার আদেশের কারণে হয়তো কাটাতে বাধ্য হয়েছে। এই দেশে স্কুলের অধ্যক্ষ বালিশের নীচে পিস্তল রেখে ঘুমায়, অশ্লীল গালিগালাজ করে, মারধোরের হুমকি দেয়। তাই এই দেশে সবই সম্ভব। চুল কাটার ঘটনায় হাইকোর্ট ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে। ঐ মহিলা এই ঘটনায় ধরা খেয়ে যাবেন মনে হচ্ছে।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৭
এপোলো বলেছেন: চুল কেটে দেয়া খুব সম্ভব।
পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষন আগে গেটের সামনে দাঁড়িয়ে পরীক্ষার হল এ ঢুকতে না দেয়ার হুমকি ট্রিগার এ হাত রেখে বন্দুক তাক করে রাখার মতনই সমান ভয়ঙ্কর। তদন্ত রিপোর্ট আসার আগে কোন কিছু না জেনেই যদি কারো পক্ষ নিতে হয়, তাহলে আমি ১৬ জন মানুষের অভিন্ন অভিযোগকেই সত্য বলে ধরে নেবো । তার উপর অভিযুক্ত এর ইতোমধ্যে বিভিন্ন পদ থেকে অব্যাহতি অভিযোগের সত্যতা ইঙ্গিত করে । লেখক নিশ্চিত কোন গোপন খবর এর ভিত্তিতেই অভিযুক্তের পক্ষ সমর্থন করছেন । নাহলে উনাকে সমর্থন দেয়ার কোন কারণ দেখছি না।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১২
ঢাবিয়ান বলেছেন: উন্নত বিশ্বে ছাত্রছাত্রীদের গায়ে ফুলের টোকা দেয়াও সম্ভব না কিন্ত বাংলাদেশে সব সম্ভব। প্রভাবশালী শিক্ষক যদি কোন ছাত্র/ ছাত্রীর উপড় অষন্তুষ্ট হয় তাহলে তিনি সেই ছাত্র ছাত্রীর জীবন ধংশ করে দেয়ার ক্ষমতা রাখে, জোড় পুর্বক চুল কেটে দেয়াতো সেখানে কিছুই না ।
লেখক বাংলায় লিখলেও মনে হয় বিদেশেই জন্মেছেন, তাই বাংলাদেশে সম্পর্কে তেমন কিছু জানেন না ।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২১
জাতিস্মরের জীবনপঞ্জী বলেছেন: ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাধারণ শিক্ষার্থীদের পেছনে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল। পোষা গুণ্ডারা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অস্ত্রের মুখে লাইব্রেরিতে আটকে রেখেছিল সন্ধ্যা পর্যন্ত। একজন শিক্ষকও এগিয়ে আসেনি। এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৭
লিখন২০১৬ বলেছেন: যার ইচ্ছা চুল বড় রাখবে যার ইচ্ছা ছোট। এই যুগে এসে কেউ কাউকে বাধ্য করতে পারে না। ভদ্রমহিলা কি করেছে জানিনা। তবে যতটুকু করেছেন তার চাইতেও ফাঁদে ফেলানো হচ্ছে মনে হয়েছে।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: আমি সিসিতিভির ফুটেজ দেখলাম , কম করে হলেও মাস্টারনি সহ আরও দুজনের হাতে কাচি । এবার আর সন্দেহ রইল না ।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: স্কুলে থাকতে একবার এক ম্যাডাম আমার চুল কেটে দিয়েছিলেন।
ভীষন লজ্জা লেগেছিলো। খুব অপমান বোধ করেছিলাম।
১১| ০১ লা অক্টোবর, ২০২১ ভোর ৪:২০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: করোনার কারণে স্যালুন বন্ধ ছিল অনেক দিন। বাধ্য হয়ে মেশিন কিনে কন্যাকে দিয়ে চুল কাটিয়েছি। ইচ্ছেমতো সে আমার কান ধরে চুল কেটে দিয়েছে (তার ছোটবেলার প্রতিশোধ ও নেয়া হয়ে গেলো এই সুযোগে)। সেই তুলনায় শিক্ষিকা যদি কান ধরে বিনা পয়সায় চুল কেটে দেয় সেটা মন্দ কি ? আর শিক্ষিকা যদি সুন্দরী হয় তবে তো আপনি আমি সবাই কান, গলা সব বাড়িয়ে দিবো চুল কাটার জন্য - হাজার হলেও আমরা সুন্দরের পূজারী !
১২| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৮
লেখাজোকা শামীম বলেছেন: সিসিটিভি ফুটেজ আছে। ওর চেয়ে আর বেশি কি প্রমাণ লাগে ?
১৩| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ বিশ্ববিদ্যালয়য় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ঐ মহিলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঐ মহিলার সাথে আরও কয়েকজন ছিল মনে হয়। টিভিতে সিসিটিভি ফুটেজও দেখাচ্ছে।
১৪| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৭
নতুন বলেছেন: @হাসান ভাই। আজ একটা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে টিভি তে সেখানে দেখে বলুন যে উনি কাচি হাতে পরিক্ষার হলের সামনে কি করছিলেন?
আপনি অবশ্য বলতে পারবেন শিক্ষক পরিক্ষার হলের সামনে কাচি দিয়ে কি কি কাজ করতে পারেন? চুল কাটা ছাড়া অন্য কি কি করতে পারেন উনি।
শিক্ষক ভদ্রমহিলা নাকি ছাত্রের চুল কেটে দিয়েছেন!
১ জন দু জন না, ১৬ জন বিশ্ববিদ্যালয় ছাত্রের চুল কেটে দিয়েছেন।
কাউকে জোরপুর্বক চুল কেটে দেয়া কি সম্ভব?
হাত পা বেধে দু তিনজন চেপে ধরেও কারো চুলকাটা সম্ভব নয়। কাঁচি চালানোর আগে মাথা নাড়িয়ে কাটতে বাধা দিবে, মাথা ধরতে আরেকজন লাগবে।
হ্যা। একাও একজনকে চুল কেটে দেয়া যায়। সেটা বন্দুকের মুখে। বন্দুক তাক করে ট্রিগারে হাত রেখে।
আরেকটা বিষয় আমি বুঝি না। মাঝে মাঝে আপনি কিছু জিনিস বুঝতে পারেন না।
আপনি কি সত্যই বুছতে পারেন না? না কি বুঝতে চান না?
০১ লা অক্টোবর, ২০২১ দুপুর ১২:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা। মাঝে মাঝে আমি কিছু জিনিস বুঝতে পারি না।
এখন শিক্ষক ভদ্রমহিলার সমর্থনে কেউই নেই। এতদিন যারা বলেছিল আমরা সেখানে উপস্থিত ছিলাম না, তাই কিছু জানিই না।
এখন ওরা শাখ্য দিচ্ছে "আমরা দেখেছি চুল কাটতে। সিসি ভিডিওতে কাচি হাতে দেখা গেছে, তবে চুল কাটা বা চুল কাটা চেষ্টা করার কোন ফুটেজ দেখা যায় নি।
সম্ভবত মূল সমস্যা শিক্ষক ভদ্রমহিলার ছোট চুল।
চুলের বিদ্রুপকারি ছাত্রদের কাচিহাতে একটু ভয় দেখিয়েছেন, এটাই হবে।
তবে এখন আর সঠিক তদন্ত হবে না। রাজনীতি ঢুকে গেছে। এখন ওনাকে সত্যমিথ্যা অপবাদ দিয়ে বর্খাস্ত করবে, বর্খাস্ত করলেই তো লাভ। নতুন নিয়োগ বানিজ্জ হবে, ছাত্রদের খুবএকটা লাভ হবে না।
১৫| ০১ লা অক্টোবর, ২০২১ দুপুর ২:৫০
নতুন বলেছেন: এখন ওরা শাখ্য দিচ্ছে "আমরা দেখেছি চুল কাটতে। সিসি ভিডিওতে কাচি হাতে দেখা গেছে, তবে চুল কাটা বা চুল কাটা চেষ্টা করার কোন ফুটেজ দেখা যায় নি।
সম্ভবত মূল সমস্যা শিক্ষক ভদ্রমহিলার ছোট চুল।
চুলের বিদ্রুপকারি ছাত্রদের কাচিহাতে একটু ভয় দেখিয়েছেন, এটাই হবে।
তাহলে আপনার ভুল ধারনা কি একটু পাল্টেছে? যে শিক্ষিকা কি চুল কাটতে পারেন কিনা? তিনি কাচি হাতে অপেক্ষা করছিলেন। আপনি তো এটাও বিশ্বাস করেত পারেন নাই যে তিনি এই কাজ করতে পারেন। আর যিনি পরিক্ষার হলের সামনে কাচি নিয়ে অপেক্ষা করতে পারেন তিনি চুল কাটতেও পারেন এটা একটু বিশ্বাস করেন।
তবে এখন বুঝতে পারছেন যে কাচি পরিক্ষার হলের সামনে শিক্ষিকার হাতে ছিলো? তার মানে উনি চুল কাটতে ও পারেন তাই না?
অবশ্য একজন মহিলা ঝাড়ু হাতে ঐ খানে গিয়েছিলেন এটা কি দেখেছেন? হয়তো তিনি চুল গুলি ফ্লোর থেকে ঝাড়ু দিয়েছিলেন?
আমাদের দেশে শিক্ষকেরা বড় চুল দেখতে পারেনা তারা বড় চুলকে বেয়াদবীর সাথে মিলিয়ে নিয়েছে। আমাদের পুলিশও কিছুদিন আগে এমন করেছিলো। তারা সেলুনে নিয়ে চুল ছোট করে দিয়েছিলো।
আর অবাক হইলাম কোন মানুষ এমন ভাবে সিসিটিভি ক্যামেরা লাগায়? কি মনিটরিংএর জন্য সিসিটিভি লাগিয়েছে তারা?
১৬| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৭
নগরবালক বলেছেন: ভিসিকে একটু খুশী করে দিলেই উনি আবার নিয়োগ পাবেন।
১৭| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৪
নতুন বলেছেন: ১০. ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫০০
রাজীব নুর বলেছেন: স্কুলে থাকতে একবার এক ম্যাডাম আমার চুল কেটে দিয়েছিলেন।
ভীষন লজ্জা লেগেছিলো। খুব অপমান বোধ করেছিলাম।
আমাদের রানু ভাইয়ের বিষয়ে আপনার বক্তব্য কি? উনাকেও কি ম্যাডাম কাচি দিয়ে একটু ভয় দেখিয়েছিলেন?
১৮| ২৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৯
সপ্তম৮৪ বলেছেন: ছাগুপ্রধান দেশে যেখানে সিনেমার নায়িকা, গানের শিল্পিরা হিজাব পরে থাকেন সেখানে এরকম বয়কাট নারী শিক্ষক আমরা কেন বরদাস্ত করবো। প্রয়োজনে নিজের মাথা ন্যাড়া করে ফেলবো, আত্মহত্যা করবো তবু বয়কাট ওয়ালা নারী বরদাস্ত করবো না। এরকম শিক্ষক থাকলে ছেলেরা তো দূর মেয়েরাও উচ্ছনে যাবে। অতয়েব যে কোনো মূল্যে তাকে উচ্ছেদ করা চাইই চাই।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৬
জমীরউদ্দীন মোল্লা বলেছেন: উনি আমার টিচার ছিলেন। রাগি মানুষ। এখন প্রত্যক্ষদর্শী ছাড়া আমরা বলতে পারবো না আসলে কিছু হয়েছে কিনা। এমন করে থাকলে অথরিটি ব্যবস্থা নেক আর না করে থাকলে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হোক।