নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ছবির সুত্র- beingwoman.org
ক্যাপ্টেন মোনিকা খান্না। ভারতীয় এয়ার লাইন্স 'স্পাইসজেট' এর এক দক্ষ পাইলট।
গতকাল দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমানে মাঝ আকাশে পাখির আঘাতে আগুন লেগে যায়।
এক বিবৃতিতে স্পাইসজেট জানায়, স্পাইসজেটের Boeing 737-800 বিমানটির এক নম্বর ইঞ্জিনে পাখির আঘাতে ইঞ্জিন থেকে স্ফুলিঙ্গ বেরুতে দেখে পাইলট মোনিকা ইঞ্জিনটি বন্ধ করে দেয়, এবং জরুরি অবতরনের জন্য নিকটবর্তি বিমানবন্দরকে প্রস্তুতি নিতে অনুরোধ করেন। দুঃসাহসী পাইলট ক্যাপ্টেন মোনিকা খান্না শুধুু একটি ইঞ্জিনের সাহায্যে বিমানটিকে পাটনা বিমান বন্দরে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।
২১ শে জুন, ২০২২ দুপুর ১:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
মাঝারি সাইজের একটি বিমান, বয়িং ৭৩৭
১৮৫ জন যাত্রী ৪ জন ক্র্ সবাই নিরাপদ।
ধন্যবাদ নুরু ভাই।
২| ২১ শে জুন, ২০২২ সকাল ৮:৩৩
বিটপি বলেছেন: কেন যেন বেশিরভাগ মহিলা পাইলটের মৃত্যু হয় দূর্ঘটনায়। মনিকা সেদিক থেকে খুব ভাগ্যবান।
২১ শে জুন, ২০২২ দুপুর ২:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে হয় না বেশিরভাগ মহিলা পাইলট দূর্ঘটনায় পতিত হয়।
বেশিরভাগ মহিলা পাইলট দূর্ঘটনায় মৃত্যুও হয় না।
যদিও ইদানিং প্রচুর মহিলা পাইলট দেখা যাচ্ছে, বিশেষ করে আমেরিকায় ডমেষ্টিক এয়ার লাইন্সে
এমনিতেই বিশ্বে বিমান দুর্ঘটনা অনেক কমে এসেছে (এয়ারলাইন্সের বড় বয়িং বা এয়ার বাস)
২০২১ ও ২০২২ মাত্র ২টি বিমান দুর্ঘটনায় পরে। এদের পাইলট কেউ মহিলা নয়।
ইন্দোনেশীয়ান বিমানটি খারাপ আবহাওয়ায় বিধ্বস্ত হয়, পাইলট ছিল প্রাক্তন বিমান বিমান বাহিনীর।
চায়না ইষ্টার্ন এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কারন এখনো জানা যায় নি, পাইলট হারামজাদা সম্ভবত সবাইকে নিয়ে আত্নহত্যা করেছে, ধারনা করা হচ্ছে।
৩| ২১ শে জুন, ২০২২ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর খবর
২১ শে জুন, ২০২২ রাত ১১:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ ছবি আপা।
৪| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: স্যলুট মনিকা।
৫| ২১ শে জুন, ২০২২ দুপুর ২:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: শেয়ার করায় আপনাকে ধন্যবাদ হাসান ভাই।
৬| ২১ শে জুন, ২০২২ দুপুর ২:৪০
রানার ব্লগ বলেছেন: খান্না আপা কে ধন্যবাদ সাহসিকতার সাথে মানুষের জীবন বাচানোর জন্য !!!
৭| ২১ শে জুন, ২০২২ বিকাল ৩:০৯
মিরোরডডল বলেছেন:
Well done Monica.
২১ শে জুন, ২০২২ রাত ১১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন: - Yes. She is Great!
৮| ২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশ সহ অনেক দেশের পাইলটই এ ধরনের জরুরী অবতরণ করে প্রশংসা কুড়িয়েছেন। আপনি এরকম কপি পেস্ট পোস্ট দেয়ার হেতু কী বুঝলাম না...
২১ শে জুন, ২০২২ রাত ১০:৪৫
হাসান কালবৈশাখী বলেছেন:
এটি মোটেও কপিপেষ্ট পোষ্ট নয়। আমার একযুগে সামুতে মাত্র ৪৫৬ টি পোষ্ট, একটিও নকল নয়।
ভারতের বিভিন্ন ইংরেজি মিডিয়া এসব খবর প্রকাশ করেছিল, সেখানে পাইলটের পরিচয় বা ছবি দেয়া হয় নি।
বাংলাদেশেও সব মিডিয়াতে খবরটি এসেছে, খুব সংক্ষিপ্ত ভাবে ছবি বাদেই।
বিইং ওমেন নামের একটি ভারতীয় পেইজে এই পাইলটের ছবি দিয়ে প্রসংসা করা হচ্ছে দেখলাম, তাই ভাবলাম ব্যাপারটা জানানো দরকার । আর ভুয়ার মন্তব্যটিও ভুয়া না। পাইলটের চেহারা-ছবি ভালো, সেটাও একটা কারন।
৯| ২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
ভুয়া মফিজ বলেছেন: পাইলটের চেহারা-ছবি ভালো। মারা গেলে দুঃখ পাইতাম। যাই হোক, এইটা এমন কোন ইস্পেশাল সাহসের বিষয় না।
এইটা দেখেন, According to FlightDeckFriend, a twin-engine aircraft is able to fly perfectly well on a single-engine. In fact, it can even "continue the take-off and then safely land with just one engine". The website goes on to say that "the loss of one engine in flight is not usually a particularly serious problem and the pilots are given extensive training to deal with such a situation".
হঠাৎ ভারতীয় নারী পাইলটের প্রশংসা! ঘটনা কি!!!
২১ শে জুন, ২০২২ রাত ১১:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার সাথে একমত।
আগে ৪ ইঞ্জিন থাকলেও বর্তমান আধুনিক যাত্রিবাহী বিমানগুলো উচ্চক্ষমতা সম্পন্ন দুই ইঞ্জিনের।
এক ইঞ্জিন নষ্ট হলে আরেকটি ইঞ্জিন দিয়ে নিরাপদে চলতে পারে, সেভাবেই তৈরি করা হয়েছে।
জরুরী অবতরণের ঝামেলা অনেক, নামার আগে ১৫ মিনিট চলার মত রেখে বাকি সব তেল ফেলে দিতে হয়, জনবসতির বাইরে দূরে গিয়ে ফেলতে হয় বিপদ আরো বাড়ে।
বিমান বন্দরের সব কাজ বন্ধ, অন্যান্ন বিমান অন্য এয়ারপোর্টে ডাইভার্ট করে দেয়া ইত্যাদিতে ফ্লাইট শিডিউল বিপর্যস্ত হয়, অনেক ব্যায়বহুল একটি জরুরী অবতরণ।
যে কারনে আমেরিকায় ডমেষ্টিক এয়ার লাইন্স গুলো এক ইঞ্জিন নষ্ট হলে (আগুন বা বিপদ নাহলে) এখন আর জরুরী অবতরণ করতে বলে না।
১০| ২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৮
ভুয়া মফিজ বলেছেন: আপনে বরং এই আর্টিকেলটা পড়েন। সাহসের ব্যাপারে আপনের ভুল ধারনা ভাঙ্গবে।
১১| ২২ শে জুন, ২০২২ রাত ১২:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা ইঞ্জিন যথেষ্ট। আগুন ধরে না গেলে এটা বড় সমস্যা না।
১২| ২২ শে জুন, ২০২২ ভোর ৬:২৩
অগ্নিবেশ বলেছেন: একে তো মহিলা, তার উপর আবার ভারতীয় @লু, এডা কোনো খবর হইল??? এই পোস্ট বয়কট করা হোক।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২২ ভোর ৬:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভিনন্দন মোনিকা খান্না!
বিমানে কতজন্ যাত্রী ছিলো?