নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

সৌজন্য বোধ ও ভদ্রতার রাজনীতি।

৩০ শে জুন, ২০২২ ভোর ৫:৩৭



সংসদ ভবনে অধবেশন চলাকালে, একটি ছবি
সৌজন্য বোধ ও ভদ্রতার রাজনীতি। রাজনীতিতে এমটাই হওয়া উচিত।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা রাজনীতিবিদ বেগম রওশন এরশাদ আজ দীর্ঘ দিন পর জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ মতিয়া চৌধুরী ওনার সিটের সামনে এসে তার শারীরিক অবস্থার খোজ খবর নেন।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ ভোর ৫:৪৯

বিষন্ন পথিক বলেছেন: বাছাই করা রোগীর সাথে সৌজন্যবোধ :D

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:

এটা সংসদ ভবনে অধিবেসন চলাকালে একমাত্র একজনই সাংসদ অসুস্থ ছিলেন।
বাছাই করার কিছু নেই।

২| ৩০ শে জুন, ২০২২ ভোর ৫:৫১

সোনাগাজী বলেছেন:



জেনারেল এরশাদ, রওশান এরশাদ, জেনারেল জিয়া, বেগম জিয়া, এই ৪ জনের কি আমাদের পার্লামেন্ট প্রবেশাধিকার থাকা উচিত? কি কারণে শেখ হাসিনা জেনারেল এরশাদের বউকে গণতন্ত্র গণতন্ত্র ব্যবসা করতে দিচ্ছে?

ঝাঁটা মারার দরকার এসব সৌজন্যবোধকে

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার সাথে সম্পুর্ন একমত
জেনারেল এরশাদ,
রওশান এরশাদ,
জেনারেল জিয়া,
বেগম জিয়া,
খুন খারাপি বন্দুক কামান ব্যাবহার করে ভয় ভিতি দেখিয়ে ক্ষমতা দখল, পাকিস্তান থেকে পলাতক জামাতকে ফিরিয়ে এনে নাগরিকত্ত দিয়ে ক্যান্টোনমেন্টে বসে বিভিন্ন দলথেকে চোর চোটা ভাগিয়ে এনে অবৈধ ভাবে রাজনৈতিক দল গঠন। অবৈধ দলের এই ৪ জনের পার্লামেন্ট প্রবেশাধিকার থাকা উচিত ছিল না।

৩| ৩০ শে জুন, ২০২২ সকাল ৭:৪৪

তানভির জুমার বলেছেন: এই সৌজন্য বোধ বিরোধী দলীয় কোন নেতার সাথে দেখালে ভালো হত।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:

ম্যাডাম খালেদা জিয়ার কথা বলছেন?
হ্যা ওনার সংগেও একাধিকবার সৌজন্য বোধ দেখানো হয়েছিল। কিন্তু কোন রিটার্ন পাওয়া যায় নি।

৪| ৩০ শে জুন, ২০২২ সকাল ৯:২৯

বিটপি বলেছেন: নিজের গোয়ালে পালা গাইগরুর জ্বর হলেও গৃহস্থ একটু হাতিয়ে হাতিয়ে দেখে - এতে সৌজন্যবোধের কিছু নেই।

ওনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ অনেক দিন ধরেই অসুস্থ - এই অবস্থায়ও তার নাম নিতে মুখ চোখ শক্ত হয়ে যায় - টুস করে ফেলে দিতে ইচ্ছে করে।

ঝাঁটা মারি এই সৌজন্য বোধ আর মেকি ভদ্রতার।

৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:

ওনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ আপনাদের ম্যাডামকে বহুবার সৌজন্য বোধ দেখানো হয়েছিল

উনি সবসময়ই সৌজন্যবোধ দেখিয়ে গেছেন সারা জীবন। ২০১৩ শেষের দিকে উনি বিরোধী দলের নেত্রী তথা আপনাদের ম্যাডামকে ফোন করেছিলেন আলোচনার আহ্বান জানিয়েছিলেন কিন্তু উনি ফোন ধরতে চান নি, উনার বেডরুমের ফোন ধরেছিল একজন পুরুষ কন্ঠ, পরে দেহরক্ষি চিফ মাধ্যমে ওনাকে ফোন দেওয়া হলে উনি প্রচণ্ড ভাবে দুর্ব্যবহার করেন এবং প্রত্যাখ্যান করে।

তারও বেশ আগে সাবজেলে থাকতে হাসিনা নিজের হাতে রান্না করে খালেদার কাছে পাঠিয়েছলেন, কিন্তু খাবার খেয়ে খাবার কেমন হলো বা কোন কিছু উনি কোন জবাব দেননি। পরে মুক্ত হয়েও তিনি এ ব্যাপারে আর কথা বলতে চাননি। কোন কথা বললে তো হাসিনা বড় হয়ে যায়।

সবচেয়ে সৌজন্নতা ২০১৪ তে এখন কোকো মারা যায়। উনি শোকসংতপ্ত খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে ছলেন, হাসিনা দরজায় উপস্থিত হলে তার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয় এরপর ফোন দিলেও ফোন ধরা হয় না এরপরেও শেখ হাসিনা পাঁচ মিনিট অপেক্ষা করে চলে যান। পরবর্তীতে কল ব্যাক করুন পর্যন্ত করা হয়নি।
বাংলাদেশ পাকিস্তান রাজনীতির ইতিহাসে কোন রাজনৈতিক নেতার উপর এতটা সৌজন্যবোধ দেখানো হয়নি কখনো।

৫| ৩০ শে জুন, ২০২২ সকাল ১০:২৮

বাংলার এয়ানা বলেছেন: সংসদের বাহিরে থাকা অবস্তায় কতবার খোজ খবর নিয়েছেন? ৩৩০ জান সংসদ সদস্যেকে সাক্ষি রাখার সুজগকি হাত ছাড়া করা যায়? সব মিডিয়াবাজি।

৬| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:০৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: “ বাংলাদেশ বলে বেচে গেল হারামজাদা। পুটিনের দেশে এরকম হলে ইউনিচ্চারে কলার ধরে সাইবেরিয়ার বরফ পানিতে চুবাইতো।”

— আর এ হচ্ছে আপনার সৌজন্যবোধ।

০১ লা জুলাই, ২০২২ সকাল ৭:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ইউনুসকে মানুষ বলা যায় না। একটা হারামির বাচ্চা।
১৯৮৩ থেকে ২০০৬ পর্যন্ত উনি সঠিক পথে ছিলেন, তখন উনি ধর্মনিরোপেক্ষ বাম ঘেসা, দারিদ্র বিমোচনে নারীদের ক্ষমতায়নে কাজ করে মুলত হাসিনার পক্ষেই কাজ করে যাচ্ছিলেন, ছিলেন ধর্মান্ধদের জামাতিদের চোখের বালি। ইনকেলাবে তার বিরুদ্ধে বিষদগার লেখা হোত। উনি জাফর ইকবাল সুফিয়া কামালদের সাথে চলতেন। হাসিনাকে মোবাইল ফোন অবমুক্ত করার ধারনা উনিই দেন। সেই হিসেবে ইউনুসকে পল্লী ফোন, ও জিএসেম গ্রামীন ফোন, সেবাকে ঢাকার বাইরে টেলুলার লাইসেন্স এবং বিএনপি এম্পি ব্যাবসায়ী একে খান কে একটেল কে জিএসএম লাইসেন্স দেয়া হয়। কোন লাইসেন্স ফি বাদেই।
ওনার গ্রামীনফোনকে অনেক বেশীসুবিধা দেখা হয়েছিল। সদ্য ইন্সটল করা দেশব্যাপি রেলওয়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক গ্রামীনফোনকে বিনামুল্যে ব্যাবহার করার সুযোগ দেন হাসিনা, যুক্তি ছিল সমগ্র দেশে ইন্টারনেট সম্প্রসারন হলে দেশেরই উপকার।

কিন্তু এতকিছু পেয়েও ইউনুস নেটের মুল্য কমান নি, ফোনের বিল কমান নি, এমনকি পল্লি ফোনের গলা কাটা বিল ১ পয়শাও কমান নি, পল্লি ফোনের ১০টাকার সিম ২০,০০০টাকায় বিক্রি করে গেছেন।
২০০৬ এ নোবেল পুরষ্কার পাওয়ার পর পক্ষ ত্যাগ করে বিম্পি-জামাতের কাছে মাথা বিক্রি করে ফেলেন।


৭| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:২১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রওশন এরশান প্রধানমন্ত্রীর একজন। এখানে বেগম জিয়া হলে সৌজন্য বোধ ও ভদ্রতার রাজনীতি থাকতো কিনা সেটা ভাবতে হবে। প্রাকটিস টা ভালো।

৮| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: সোঁনাগাজী বলেছেন, ঝাঁটা মারার দরকার এসব সৌজন্যবোধকে ।

আমার আর কিছু বলার নাই।

০১ লা জুলাই, ২০২২ সকাল ১১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:

আপনি কমেন্টটি পড়েন নি।

ওনার সাথে সম্পুর্ন একমত হয়েছি।

খুন খারাপি বন্দুক কামান ব্যাবহার করে ভয় ভিতি দেখিয়ে ক্ষমতা দখল, পাকিস্তান থেকে পলাতক জামাতকে ফিরিয়ে এনে নাগরিকত্ত দিয়ে ক্যান্টোনমেন্টে বসে বিভিন্ন দলথেকে চোর চোটা ভাগিয়ে এনে অবৈধ ভাবে রাজনৈতিক দল গঠন। অবৈধ দলের এই ৪ জনের পার্লামেন্ট প্রবেশাধিকার থাকা উচিত ছিল না।

৯| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৩৮

রায়হান চৌঃ বলেছেন: আহাহা...... ডঃ ওয়াজেদ সাহেবের প্রতিক্রিয়া টা যদি দেখার কোন সুজোগ থাকতো

১০| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু। গ্রেট শেখ হাসিনা অনেকদিন দেশের প্রধানমন্ত্রী থাকুক। ছাগু গুলো জাহান্নামে যাক।

১১| ০২ রা জুলাই, ২০২২ রাত ২:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মন্তব্যের জবাব দেন নি কেন?

০২ রা জুলাই, ২০২২ রাত ৩:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ গোফরান ভাই । মনে কিছু নিবেন না।
সময়ের অভাবে অনেক মন্তব্যের জবাব দিতে পারি না। আপনার পোষ্ট পড়ি।
আর আপনি তো আমাদেরই লোক, আমাদের পক্ষের। আর আপনার মন্তব্যটিও সেই রকম সুন্দর। ইতিবাচক।

আর আরেকটা ব্যাপার আমি বাসার বাইরে থাকলে সামুর মোবাইল ভার্শন ব্যাবহার করি, সেটাতে কমেন্ট করা যায় কিন্তু জবাব দিতে গেলে মোবাইলের ফুলভার্শন ব্যাবহার করতে হয়, লগ আউট হয়ে যায়। যে কারনে ভেজালে যাই না। জবাব দিতে অফিসের ডেক্সটপে বা বাসার ল্যাপটপের কাছে যেতে হয়।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.