নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
কথিত আছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাভারের আশুলিয়ায় মাছ চুরির মামলা করেছিল সরকার।
শুনে মনে হবে উনি মাছ বাজার থেকে মাছ চুরি করেছেন।
প্রকৃত তথ্য হচ্ছে মামলা করেছিল সরকার নয়। এক ব্যক্তি।
ভুয়া বাটোয়ারা দলিল বের করে গণস্বাস্থ্য কেন্দ্রের জমির একটি অংশ দাবি করছিল। মাছ চুরি অভিযোগ এরই অংশ।
রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ঠিকানাধারি কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি ডা. জাফরুল্লাহকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় মামলাটি করেছিল। সাভারের মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রে বংবন্ধুর দেয়া (দীর্ঘ মেয়াদি লিজ গণস্বাস্থ্য কেন্দ্রে) কিছু অংশ ১৯ দশমিক ৬৩ শতাংশ জায়গার নিজেকে কথিত মালিক দাবি করেন কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি।
২০১৮ তে দায়ের করা মামলার বিবরনে ‘তার দাবি, দীর্ঘদিন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ অবৈধভাবে সেই জমি দখল করে জমিতে অনধিকার প্রবেশ করে ব্যাবসা করে আসছেন। জাফরুল্লাহ চৌধুরী লোকজন দিয়ে চাঁদাবাজি এবং (গণস্বাস্থ্য কেন্দ্রের) জমিতে একটি পুকুরে থাকা মাছ চুরি করিয়েছেন বলেও অভিযোগ তার।
এই ভুয়া মামলার আর কোন অগ্রগতির খবর পাওয়া যায় নি।
১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
মনে হয় না সরকারি দলের কেউ।
নিশ্চিত ভাবেই অন্যকেউ। সরকারি দলের লোক হলে জমি ও পুকুর এতদিনে দখল পেয়ে যেত।
২| ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৮
শেরজা তপন বলেছেন: অনেকদিনবাদে আপনার লেখা দেখতে পেলাম।
ডঃ জাফরুল্লাহর বিরুদ্ধবাদীরা এমন অনেক জঘন্য অবপবাদ দিয়েছেন এই গুণী মানুষটার বিরুদ্ধে
১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বছরের পর বছর মাছ চুরির মত মিথ্যা অপবাদ দিয়ে সরকারকে গালমন্দ করা হচ্ছিল। টকশোতে হাজারবার বলেছিল মহারথিরা।
কিন্তু চতুর মিডিয়া কখনোই সত্যটা তুলে ধরে নি।
৩| ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মামলা হয় অতি হাস্যকর বিষয় নিয়ে। যেমনঃ
গরু জমিতে ঢুকে গেছে- মামলা।
গাছের পাতা উঠানে পড়েছে- মামলা।
কুকুর পায়খানা করেছে মামলা।
১৩ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
এই মামলাটাও অনুরুপ একটি হাস্যকর বিষয় নিয়ে।
নাম মাত্র মামলা। সরকারের কোন একশান নেই।
৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: আহারে যুক্তি, যুক্তির মাইরে বাপ!
সরকার না চাইলে এই লোকের সাহস হয় কি করে!
সেই সময়ে সরকার ইচ্ছা করেই এই লোক দিয়ে এমন করেছে, তখন তিনি সরকারের বিরুদ্ধে বেশী কথা বলতেন।
আপনার যুক্তি শুনলে একটা বেগ এসে যায়, যাচ্ছি, ওয়াস্রুমে!
১৩ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
অবস্যই সঠিক যুক্তি
মামলা সরকারি দলের লোক করে থাকলে জাফরুল্লাহ গ্রেফতার হত। লোকটাও জমি ও পুকুর এতদিনে দখল পেয়ে যেত।
যেমনটা গ্রেফতার হয়েছিল মোনতাসির মামুন ও সাবের হোসেন চৌধুরী। সামান্য প্লেট চুরি মামলায়।
মিডিয়া বর্তমানে সত্য বলে না।
বছরের পর বছর মাছ চুরির মত মিথ্যা অপবাদ দিয়ে সরকারকে গালমন্দ করা হচ্ছিল। টকশোতে হাজারবার বলেছিল মহারথিরা।
কিন্তু চতুর মিডিয়া কখনোই সত্যটা তুলে ধরে নি।
রিজার্ভ গেলো রিজার্ভ গেলো বলে যারা চিল্লাচ্ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে হয়ে গেছে এই সেই হেন তেন হবে যারা গুজব ছড়িয়ে নেতাদের ল্যাংটা করে দৌরানি দেয়ার স্বপ্ন দেখাচ্ছিল এখন ওরা কোথায়?
এভাবে আন্দাজে দেশের অর্থনৈতিক অবস্থা মিথ্যা নেগেটিভ বক্তব্যগুলো দেশী বিক্রয় নির্ভর প্রতিষ্ঠান গুলোর কতটুকু ক্ষতি করে তা কি আহাম্মক অপপ্রচারকারী মিডিয়া জানে?
সামান্য রাজনৈতিক সুবিধার জন্য কোটি কোটি মানুষের পেটে লাথি মেরে রুটিরুজি নষ্ট করতেও তাদের বাধে না।
দুই বছর জাবত বাংলাদেশকে দেউলিয়া করতে মিথ্যা সংবাদ প্রচার করে গেছে।
নিজের দেশ বাংলাদেশের ধ্বংশ চেয়ে মোনাজাতে বসার উলটো ফল হয়েছে।
আব্বার দেশ পাকিস্তানের রিজার্ভই শুন্য হয়ে গেছে। উচিৎ শিক্ষা।
৫| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ২:০৬
আমি নই বলেছেন: সরকার নিজে করবে কেন?? কত ওয়ে আছে..... তবে যত যুক্তিই দ্যান না কেনো, কামটা কার এটা পাবলিক ঠিকই বুঝে।
১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
সরকার নিজে করবে কেন?
আপনি বোকা নাকি?
সরকার ইনভলব হলে উনি আগে গ্রেফতার হইতো, তারপরে মামলা হইতো।
যেমনটা হয়েছিল প্রথমআলো সাংবাদিক। নিজামি, কাদের মোল্লা, সফিক রেহমান।
এরা আগে গ্রেফতার। পরে মামলা হয়েছিল।
এখানে যাষ্ট একটা মামলা হয়েছে, খুবই দুর্বল হাস্যকর মামলা, যে কারনে মামলা এক ইঞ্চিও আগায় নাই।
সরকার কখনোই এত দুর্বল মামলা করে না।
৬| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৭
নতুন বলেছেন: এই সব কিছু ছোট মামলা করে রাখতে হয়, যাতে দরকার হলে পুরানো এই মামলা দিয়ে গ্রেরেপ্তার করা যায়।
ভাই আপনি অন্ধআয়ামীলীগার আপনি এইসব বুঝতে পারবেনা না।
আর আপনি যতই বলেন না কেন ব্লগের পাবলিক ঠিকই বোঝে...
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম্ভবত সরকার বিরোধী অবস্থানের কারণে সরকারের অতি উৎসাহী কেউ এটা করিয়েছে...