নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
এই পোলা নারী হেটার্স তো বটেই জাতীয় সঙ্গীতেরও বিরোধী
জাতীয় সংগীতের সময় একাদশের ১০ জন সবারই গাইছিল মুখ নড়ছিল শ্বাস-প্রস্বাস উপর নিচে হচ্ছিল আর ঐদিকে তানজিম সাকিব খাম্বার মতো শুধু দাড়িয়েই থাকল। আসলে সে জাতীয় সংগীত গাইতে চাচ্ছিল না। সে আমাদের জাতীয় সংগীত পছন্দ করে না এটাও দেখা গেছে তার প্রফাইলে।
বাংলাদেশ জাতীয় টিমে অবস্থান করে এসব গ্রহণযোগ্য নয়।
জেন্ডার সমতা তথা নারী-পুরুষ সমতা বাস্তবায়নে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আইনত অঙ্গীকারাবদ্ধ।
নারীর প্রতি 'বৈষম্য বিলোপ সনদ’, জাতিসংঘের ‘সিডও’, জেন্ডার ইকুইটি ‘মিলেনিয়াম সামিট’ সহ বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতা দলিলে বাংলাদেশ অন্যতম স্বাক্ষরকারি দেশ।
সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে কিন্তু বলা আছে 'কেবল ধর্ম, গোষ্ঠী,বর্ণ, নারী - পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না'।
সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা আছে, 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন'।
তানজিম সাকিব তার পোস্টে সরাসরি নারীদের অধিকার হরণ করা বক্তব্য দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের নিয়েও কুৎসিত মন্তব্য করেছেন। তার কঠিন শাস্তি দাবি করছি।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি বোকার মত কথা বললেন।
খেলায় কেউ কাউকে ছাড় দেয় নাকি? কোন নজির আছে? আর দিলেও তো সাকিব একা কি করতে পারতো।
১১ জনের দশজন প্লেয়ার যদি ইচ্ছে করে হেরে যেতে চায় এই পোলা একাই টিমকে জিতিয়ে দিত?
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৮
কামাল১৮ বলেছেন: চিন্তা চেতনায় সে একজন উগ্র ধার্মিক।সে বিপদজনক হয়ে উঠতে পারে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
ধার্মিক হওয়া বা উগ্র ধার্মিক হওয়া কোন সমস্যা না,
কে কোন ধর্ম কিভাবে পালন করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় টিমে অবস্থান করে, দেশকে রিপ্রজেন্ট করে ধর্মিয় কট্টরপন্থা প্রচার করবে! এসব গ্রহণযোগ্য নয়। শাস্তিযোগ্য অপরাধ।
জাতিসংঘের জেন্ডার সমতা তথা নারী-পুরুষ সমতা 'বৈষম্য বিলোপ সনদ’ বাস্তবায়নে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আইনত অঙ্গীকারাবদ্ধ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৮
রসায়ন বলেছেন: হ্যাঁ, তার মানসিকতা যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ আইন ও তার কাজ করা বিভাগের(ক্রিকেট) নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নীতির সাথে সাংঘর্ষিক তাই তাকে অব্যহতি প্রদানপূর্বক তার চিন্তাধারার সাথে সমান্তরাল দেশ আফগানিস্তানে পাঠানো হোক!
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৩
নূর আলম হিরণ বলেছেন: যেখানে ক্রিকেট খেলাই হারাম (হাদীস অনুযায়ী) সেখানে তার ওসব স্টেটমেন্ট হাস্যকর। মনে হচ্ছে গুয়ের উপর বসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপকারিতা বর্ণনা করা।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রচলিত ইসলামে খেলাধুলার ব্যাপারে কোন বক্তব্য নেই। অর্থাৎ খেলাধুলা করা যাবে। নারীদের কাজেও সমস্যা নেই।
কিন্তু ছোট সাকিব যে ধরনের মতবাদে বিশ্বাসি তথা মওদুদিবাদ, সালাফি-ওহাবী মতবাদে সব খেলাধুলাই নিষিদ্ধ।
ইভেন একক খেলা ঘুড়ী উড়ানোর মত নিরিহ খেলা পর্যন্ত নিষিদ্ধ।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৮
কলাবাগান১ বলেছেন: এই বিজাতীয় আরো ক্রিকেটার আছে যাকে নিয়ে আমি আগেও ছবি সহ পোস্ট দিয়েছে যে জাতীয় সংগীত গায় না। তানজিম সাকিব এর কথা শুনে যদি নারী আবিস্কারক/ডাক্তার রা ঘরে বসে থাকে, তখন দেখা যাবে অসুখ-বিসুখ হলে নারী আবিস্কারক এর কোন ঔষুধ সেবন করে কিনা..নাকি আফগানিস্হান এর থেকে তাবিজ/কবচ দিয়েই
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
কট্টর নারী নারী বিদ্বেষী কিছু অমানুষকে দেখি বৌয়ের অসুখের সময় মহিলা ডাক্তার খুজে
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৯
আমি নই বলেছেন: ছেলেটার বয়স কম, পোষ্ট গুলো ছিলো পুরনো, সে ভুল স্বীকার করে আগামিতে এমন না করার অঙ্গীকারো করেছে কিন্তু তার পরেও বুড়ো ভামগুলো যেভাবে ওর পিছনে লেগেছে মনে হচ্ছে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। সে দেশের সম্পদ, দেশের ভালো চাইলে এই ভাবে রিয়াক্ট না করে পরামর্শ দিতে পারত। (ভারত হারছে এটাই কি জ্বালা নাকি?? জাস্ট কিডিং)
ব্রো সাকিব তোমাকে বাআলে যোগ দেয়ার আমন্ত্রন জানাচ্ছি, বাআলে যোগ দিলে বুড়ো ভামগুলো এমনিতেই লেজ গুটিয়ে পালাবে।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫
ঢাবিয়ান বলেছেন: হঠাত ভারত হারার পর এই ক্রিকেটারের দুই বছর আগেকার স্ট্যটাস ভাইরাল কারা করল সেটা তদন্ত হওয়া জরুরী। খুব সম্ভবত তানজিম সাকিবকে জাতীয় টীম থেকে বিতারন করার উদ্দেশ্যে এটা করা হয়েছে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ ক্রিকেটে ভারতের সাথে খেলা হলে ইচ্ছে করে হেরে যায়?
এই যুক্তি মাথায় নিয়ে রাত্রে আপনার ঘুম আসে কেমনে? আপনার কাছে অন্তত এই যুক্তি আসা করি নি।
২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
"ক্রিকেটে ভারতের সাথে খেলা হলে বাংলাদেশ ইচ্ছে করে হেরে যায়"
এটা বাদেও আরো একটি অপপ্রচার
"ভারতকে সস্তায় ইলিশ দেয়াতে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছেনা"।
এই অপপ্রচার ব্যাপক ভাবে প্রচলিত আছে। অনেকেই বিশ্বাস করে।
দেশের ৫-৬ লাখ টন ইলিশের মাত্র কয়েক হাজার টন রফতানি অনুমতি দেয়া হয়। যা ১% মত বলা যায়। একারনে দেশে ইলিশের সংকটের প্রশ্নই আসে না। এরপরও হাস্যকর দাবি করা চলছেই।
বাস্তবতা হচ্ছে সরকার ইলিশ রপ্তানী করে না, ইলিশ রপ্তানী করে বেসরকারি কর্পোরেট রপ্তানীকারকরা। কেউ লস দিয়ে রপ্তানী করবে না।
কোন বেসরকারি কম্পানীর ঠ্যাকা পড়ে নাই যে নিজের গাইটের পয়শা দিয়ে লস দিয়ে ভারতের উপকার করবে।
এরপরও আপনাদের মত অনেক মানুষ দৃড়ভাবে বিশ্বাস করে।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৮
কলাবাগান১ বলেছেন: যে ব্লগার আমেরিকায় বসে এমন misogynistic লিখায় লাইক দিচ্ছেন, আমি সিউর নিজের প্রফেশনাল লাইফে তার নারী সহকর্মীদের সাথে সে রকম করতে পারবেন না (দ্বিচারিতা)। বলতে পারবে না তোমরা ঘরে থাকো......
ভুলে/ ফান করে একবার একবার বলেছিলাম সামান্য কথা (ল্যাব এখন থেকে পরিস্কার থাকবে, একজন নারী সাইন্টিস্ট ল্যাবে জয়েন করেছে), নিজের বাপের নাম ভুলে যাবার মত অবস্হা হয়েছিল
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪০
ধুলো মেঘ বলেছেন: ক্রিকেট খেলা সতর ঢেকে খেলা যায়, নামাজের সময় হয়ে নামাজ পড়া যায়, সেঞ্চুরি করে সেজদা নিয়ে নিজের ধর্মানুভূতি দেখানো যায় - এইজন্য কিছু স্ক্রু ডজিলা পাবলিক এই খেলায় ঢুকে পড়েছে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মোল্লাতন্ত্রের বিস্তার করার কাজে। পাকিস্তান দল তাদেরকে পথ দেখিয়েছে। তবে মোল্লাদের মধ্যে থেকেও আফগান দল এই রাস্তা থেকে নিরাপদ আছে বলেই আমার কাছে মনে হচ্ছে।
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬
নতুন বলেছেন: আমাদের দেশের ভন্ডের সংখ্যা বেশি। তাই যেই এই খেলা নাজায়েজ হইলেও যদি দাড়ী রেখে, মাঠে সেজদা করে ধর্মানুভূতি দেখানো যায় সেটার পক্ষে লাফালাফীর মানুষ অনেক।
যদি তার সত্যিই জাতীয় সংঙ্গীতে আপত্তি থাকে তবে কিভাবে সে জাতীয় দলে খেলতে চায়?
কিন্তু এই সব পুরানো ফেসবুক স্টেটাসের জন্য তাকে দল থেকে বের করে দিতে এই াবালীয় দাবী করা ঠিক না।
সাকিব সমস্যা না রোগের লক্ষন মাত্র। দেশে আমীশ গোস্টের মতন একটা দলকে রাজনিতিকরা প্রশ্রয় দিচ্ছে যারা সমাজে এই রকমের মন মানুষিকতার মানুষ সৃস্টি করছে। তাদের নিয়ন্ত্রন করা দরকার।
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
নারী বিদ্বেষ বাদ দিলেও তার অপরাধ অনেক।
জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় দিবসের প্রতি যার শ্রদ্ধা নাই, জাতীয় সঙ্গীত গাইতে যার অনীহা, সেতো আপাদমস্তক দেশদ্রোহী, সে জাতীয় দলে খেলবে কেন?
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: ধর্ম ঝেকে বসেছে কিছু মানুষের মাথায়।
এটা ক্ষতিকর। ক্রিকেটের জন্য ক্ষতিকর। দেশের জন্য ক্ষতিকর।
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার মনে হয় খোদ আফগান খেলোয়াড়রাও ওর মতো এত ধার্মিক না।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৫
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ভারতীয়দের হারিয়ে অনেক ভারতীয়দের দালালদের গাত্রদাহের কারন সে হয়েছেল। দালালেরা উঠে পড়ে লেগেছে তার অতীত ইতিহাস নিয়ে। অতীত ইতিহাস ঘাটলে এসব দালালদেরই থলের সব বিড়ালই বেড়িয়ে আসবে। বাদ পড়বে না একটি বিড়ালও।
এরকম নগ্ন দালালী কোনভাবেই মেনে নেয়া যায় না। দেশে দালাল নিরোধি আইন এখন সময়ের দাবি।