নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
এখনো যথেষ্ঠ নৈতিক মনবল অর্জন হয় নি যে সরকার পতনের দাবি জানাবে।
আপাতত এখনো কোট সংস্কার দাবী। আলোচনাও চায়।
দাবিটা তো বড় কোন দাবি না।
একটা মামুলি ছোট একটা দাবি। মেনে নেওয়ার মতো সাধারণ একটা দাবি। সরকার অনেক আগেই বলেছে কোটা কমাবে।
কিন্তু এই আন্দোলনে অপশক্তি ঢুকে গেছে এটা পরিষ্কার।
কারণ মেট্রোরেলে বা বিটিভি ভবনে পেট্রোল যোগার করে আগুন লাগানো কমলমতি দের কাজ হতে পারে না।
সরকার ইচ্ছা করলেই একটু বেশি শক্তি প্রয়োগ করে থামাতে পারতো।
কিন্তু পারছে না।
কারণ সব হামলাকারীদের সাথে রাখা হয়েছে কিছু ছাত্র পিঠে স্কুলব্যাগ ইউনিফর্ম ধারি কোমলমতি। কোমলমতি মানব ঢাল। তাই অগ্নিসংযোগকারি সন্ত্রাসীরা নির্ভয়ে নির্বিঘ্নে যা ইচ্ছা করতে পারছে। পিঠে ভারি স্কুল ব্যাগ কেন, স্কুল খোলা নাকি? দামড়াগুলোর পিঠেও স্কুল ব্যাগ উইনিফর্ম সহ।
হামাস, বা আইএস জঙ্গিদের মত, মানব ঢাল ব্যাবহার করছে এরা। এদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নিতে গেলেই মারা পড়ে নারী শিশু।
তাই সরকার/পুলিশ সর্বশক্তি ব্যাবহার করতে পারছেনা।
আন্দোলনকারি নেপত্থ্যের চালিকাশক্তির প্রস্তুতি ছিল বহু আগে থেকেই বোঝা যায়। বিটিভি ভবন ও মেট্রোরেলে হামলা যে ভাবে কমান্ডো স্টাইলে হয়েছে, একদম সামরিক প্রশিক্ষন বা জঙ্গি প্রশিক্ষন ছিল বোঝা যায়।
তবে আন্দোলনকারি বা আন্দোলন নেপত্থ্যের চালিকাশক্তির এখনো সেই নৈতিক মনবল অর্জন হয় নি যে সরকার পতনের দাবি জানাবে। এখনো পর্যন্ত বক্তব্যে আলোচনা চাছে।
এই কারনে আন্দোলন বেশীদিন হালে পানি পাবে না। যতক্ষন না পর্যন্ত সরকার পতন দাবি উত্থাপনের মনবল অর্জিত হয়।
২| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৬
নতুন বলেছেন: আপনি মানুষের লাশ না দেখে সব জামাত শিবিরের লাশ দেখেন। উল্লাষ করুন কিছু শিবির মরেছে।
আমারা মানুষ না ভাই আয়ামীলীগ।
ঐ আন্দোলনে আমার ভাগিনা আছে, ২টা বৃত্তি পাইছে, সেন্টগ্রগরি, নরটডেম থেকে পাশ করে এখন ঢাবি তে পড়ে।
আপনি শিবির দেখবেন আমেরিকা থেকে। দেশের জনগন জানে রাস্তায় কারা।
নিজেকে আর অমানুষ প্রমান করতে যাইয়েন না প্লিজ। সর্বমোট কতজন শিবির মেরেছেন আপনার দলে এপযন্ত????
২০ শে জুলাই, ২০২৪ সকাল ৮:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি আমার পোষ্টে লাশ নিয়ে কিছু বলিনি, উল্লাস করার প্রশ্নই আসে না।
আপনি মনেহয় বেশি উত্তেজিত
আমি যা বলতে চেয়েছিল।
ওদের দৃশ্যমান দাবিই তো নেই। কোটা দাবি তো মামুলি ব্যাপার। যেটা অলমোস্ট ডান।
আর কোন দাবী আছে?
এত ধ্বংশযজ্ঞ চালাচ্ছে যারা ওদের কোন মুখপাত্র নেই, নেই কোন দৃশ্যমান নেতা। হাওয়ার উপর অস্পষ্ট দাবির আন্দোলন তো বেশিদিন টিকার কথা না।
আসিফ নজরুল অবস্য মিন মিন করে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
এখনো ওদের নৈতিক মনোবল হয়নি যে শেখ হাসিনার পদত্যাগ দাবি করবে।
৩| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১১:২১
কামাল১৮ বলেছেন: @ নতুন,আপনি ভালোই মন্তব্য করছিলেন।এখন দেখি ব্যক্তি প্রচারে লেগে গেছেন।দেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে মৌলবাদী ছাত্র গড়ে উঠছে না।শিবির পরিকল্পনা করে এগুচ্ছে।সাবধানে রাখবেন ভাগনাকে।তারা ভালো ছাত্রদের টার্গেট করে।
৪| ১৯ শে জুলাই, ২০২৪ রাত ১:০৫
নতুন বলেছেন: @কামাল ভাই এটা বলছি ক্ষোভে যেমন টা ছাত্ররা স্লোগান দিয়েছে আমি রাজাকার।
শিবির আর ছাত্রলীগ একই কয়েনের দুইপিঠ মাত্র। এরা একই রকমের কট্টরপন্হি। হিংস্র তায় শিবির মনে হয় একটু বেশি জজবা দেখাবে।
শিবির চেস্টা করছে কিন্তু দেশের পোলাপাইনেকে বিভ্রান্ত করতে পারবেনা। বাংলেদেশে ইসলামী দেশে রুপন্তর করার স্বপ্ন তাদের কখনোই পুরন হবেনা।
কিন্তু আয়ামীলীগের এমন কাজ গুলির কারনে অনেক সময় মানুষ আয়ামীলীগকে ঠটিয়ে কলাগাছ আনতেও মরিয়া হয়ে উঠবে।
তখন কিন্তু জামাত/শিবির তাদের ধর্মীয় কার্ড খেলে ধমান্ধগোস্ঠির কাথে ভর করে ক্ষমতায় আসার চেস্টা করবে।
৫| ১৯ শে জুলাই, ২০২৪ ভোর ৫:২৩
রিফাত হোসেন বলেছেন:
৬| ১৯ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২১
রাসেল বলেছেন: দেশ স্বাধীনের সুবিধা আমিও ভোগ করছি। তাই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান মুক্তিযোদ্দাদের প্রতি। কিন্তু যে দেশের এক স্বনামধন্য মুক্তিযোদ্দা দেশ স্বাধীনের পরদিন থেকেই নিয়োগ বানিজ্য করে, সেসব মুক্তিযোদ্ধার দেশ স্বাধীনের লক্ষ্য কি তা সহজেই বোঝা যায়।
আমাদের ভিতর নৈতিকতা বলে কিছু নাই, যে কারণে আমরা অন্যায়ের পক্ষে কথা বলতে পারি। আমরা ভাবি না, মারা গেলে অর্থ সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না। সেই অর্থ সম্পদের জন্যই মিথ্যা বলি, অন্যায় আধিপত্য করি, পক্ষ অবলম্বন করি, চেহারা পরিবর্তন ইত্যাদি ইত্যাদি করি এবং অবশেষে নিজেকে নিষ্পাপ প্রচার করি।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৪
রবিন_২০২০ বলেছেন: আপনি বুঝি ডালাস বসেই সব খবর পেয়ে যাচ্ছেন। আপনার কি ধারণা দেশের বাকি সবাই ঘাস খান তাই জ্ঞান বিতরণ করতে এসেছেন।
বুড়া ফাজিল কোথাকার।