নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

খিচুরি খাইতে চাই

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:১২

- আমরা কোটা খাবো, আমাকে কোটা এনে দাও
- আচ্ছা, ঠিক আছে ৭ তারিখে বেতন পাওয়ার পর কিনে দেবো।
- না, আমার এখনই খেতে ইচ্ছে করছে, এখনি চাই। এনে দিতে দিতে হবে।
- এই কয়টা দিন অপেক্ষা করলে কী হয়
- না। আমার এখনি খেতে ইচ্ছে করছে..!
অবশেষে ২১ তারিখে অফিস থেকে এডভান্স নিয়ে কোটা কিনে দেয়া হল।
এখন গো ধরে বসে আছে। বলছে, কোটা খাবো না, এপিটাইজারে ৯ পদ এনে দিতে হবে। শুধু সেগুলোই খাব।
অবশেষে এপিটাইজারের ৯ পদ আনা হল।
এখন আমরা কিছু খাব না। আসলে আমরা .... ..... ।
- তাইলে এতদিন কোটা কোটা করে আমাকে এত কষ্ট দিয়ে কেন? কান্না করলা কেন?
- আসলে আমরা খিচুরি খাইতে চাই। ‘খিচুড়ি’ রান্না করতেও চাই। চাই।

সংগ্রহ -Nurur Rahman

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২০

ঋষি ভৃগু বলেছেন: এই যে ফ্যাসিবাদের গান গাচ্ছেন মুখে স্বৈরাচারের সমর্থন করছেন, মন থেকে কি স্বৈরাচারের সমর্থন করছেন নাকি বিনিময়ে অন্য কিছু পাচ্ছে না?

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

দীর্ঘ দুমাস যাবত ছলচাতুরি করে কোটা কোটা বলে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।

আসলে একটি স্বাধীনতা বিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত ছিল।
এতদিন ছলচাতুরি করে, আন্দোলনটি জমিয়ে তোলে। একপর্যায়ে কোন উস্কানি ছাড়াই অকারণ তথাকথিত শাটডাউন দিয়ে দেশের মধ্যে অরাজকতা চালায়। এবং আন্দোলনে ঢুকে শিবিরের খুনিরা গুপ্ত হত্যা করতে থাকে।
এরপর কৌশলে সব হত্যার দায় দেওয়া হয় সরকারের ঘাড়ে।

আবার ছলচাতুরি করে এই হত্যার বিচার দাবি করে রাস্তায় গন্ডগোল করতে থাকে।

ছলচাতুরি প্রতারণা মূলক কোন আন্দোলন কখনো সফল হয় না। এবং হবেও না।

২| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: মনটা ভীষণ খারাপ। একজন ক্লাসি ব্লগার জামাত শিবির ছাগু কাঠমোল্লাদের টাকা খায়ে বস্তিতে যোগ দিয়েছে।

আর একজন চেতনাবাজ ব্লগার, জিনি ভালো-মন্দ কিছু খাওয়ার দরকার হলে মেয়ে দেখতে যাওয়ার নাম করে হবু শ্বশুর বাড়িতে কব্জি ডুবায়ে খাইতেন, তিনিও দেখলাম পল্টি মারছেন। আপনি চিন্তা করবেন না আমি কিন্তু আপনাদের লোক।
জামাত শিবিরের লোকেরা পুলিশের পোশাক পরে নিজেদের লোককেই গুলি করে সরকারের গায়ে দায় চাপাতে চাচ্ছে। পাবলিক এদের ধান্দাবাজি বুঝে গিয়েছে।
তবে খারাপ লাগছে এই ভেবে যে উদিচির মত সংগঠন জামাত শিবিরের টাকার কাছে বিক্রি হয়ে গেল।

৩| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:২৬

গোবিন্দলগোবেচারা বলেছেন:

আসল খবর হলো এইটা। দেশে প্রচুর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিতরণের জন্য অনেক খাম্বা লাগবে। খাম্বার টেন্ডার পাওয়ার জন্য তারেক রহমান অনেক গুজব ছড়াচ্ছে। যাদের চেতনায় মুক্তিযুদ্ধ তারা গুজবে বিভ্রান্ত হবে না।

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬

কামাল১৮ বলেছেন: মৌলবাদের বিকাশে সবথেেকে বেশি সাহায্য করেছে এই সরকার।ফলতো কিছুটা ভোগ করতেই হবে।মুক্ত চিন্তার বিকাশেও প্রথান বাঁধা এই সরকার।

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আজকে কে বা কারা শিক্ষা মন্ত্রীর বাসায় হামলা করছে। এটার জের ধরে বিএনপির ড: শাহাদাত এর বাসায় অহেতুক গুলি করছে এখনো করছে। অহেতুক কর্পোরেশন এর লাইট অফ করে দিসে। শান্তিপূর্ণ আন্দোলন শেষে ছাত্রজনতা বাড়ি ফিরছিল ছাত্রলীগ তাদের উপর হামলা করছে। এগুলো কি অন্যায় নয়?

এই ভিডিও দেখে কি আপনার চোখে পানি আসেনি?এই ভিডিও দেখে কি আপনার চোখে পানি আসেনি?

৬| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগুর বাচ্চারা মনে মনে এই আন্দোলন ওগো মনে করে সুখ পাইতাছে। এটা বঙ্গবন্ধুর খিনি জিয়া উর ও জারজ রাজাকার দের আন্দোলন নয়। এই আন্দোলন দেশের ৯০% মানুষের।

৭| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: পরিস্থিতি জটিল হচ্ছে। ওরা আমাদেকে অফিস করতে মানা করে দিয়েছে। নারায়নগঞ্জ যুব উন্নয়ন পুড়িয়ে দেওয়া হয়েছে শুরুতেই। খিঁচুড়ি নয়রে ভাই জান বাঁচানোর টেনশন।

৮| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনাঃ
১। কেউ কোন ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।
২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোন ধরণের বিল পরিশোধ করবেন না।
৩। সকল ধরণের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।
৪। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।
৫। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরণের রেমিটেন্স দেশে পাঠাবেন না।
৬। সকল ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।
৭। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোন ধরণের পণ্য খালাস করবেন না।
৮। দেশের কোন কলকারখানা চলবেনা, গার্মেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না!
৯। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।
১০। জরুরি ব্যাক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে।
১১। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যাতিত কোন ধরণের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।
১২। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রান্জেকশন বন্ধ থাকবে।
১৩। বিজিবি ও নৌবাহিনী ব্যাতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।
১৪। আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।
১৫। বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।
★হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন-ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহণ, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহণ সেবা চালু থাকবে।
★নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে!
আসিফ মাহমুদ
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

# এসব আমার ছাত্ররা তাদের গ্রুপে দিছে। আমারে আবার গ্রুপ এডমিনও বানাইছে। কোন দিক থেকে কোন বিপদ আসে কে জানে? একদা একটা করিলাম ভিষন পণ- দেশের জন্য যে করেই হোক রাখব এ জীবন। কিন্তু বেগরে যেভাবে মানুষের জীবন যাচ্ছে তাতে কিভাবে জীবন রাখব?

৯| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১০:১৩

মিরোরডডল বলেছেন:





ভিন্ন প্রসঙ্গে কালবৈশাখীর কাছে আমার একটা প্রশ্ন ছিলো।
যেদিন শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য রাখলেন তার পিওন ৪০০ কোটি টাকার মালিক, তখন বৈশাখীর রিঅ্যাকশান কি ছিলো?

আমারতো তখন ভীষণ লজ্জা লেগেছে, shame shame!!!
যাকে এত বুদ্ধিমতী বলে জানতাম, সে কিনা বিশ্ববাসীর সামনে এসে সগর্বে বলছে তার পিওন চোর!!!
পিওনের যদি এই অবস্থা হয়, তাহলে দলের রাঘব বোয়ালদের অবস্থা কি হতে পারে, সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রধানমন্ত্রী হিসেবে এখানে যে চরম ব্যর্থতা এটা বোঝার বোধ কি ওনার নেই!!!!!

এই ৪০০ কোটি কি একদিনে করেছে?
উনি বলেছেন জানতেন না, জানার পর চাকরীচ্যুত করেছে।
Is it enough?
কেনো তাকে আইনের আওতায় এনে বিচার করা হয়নি, কেনো দলের বাকি দুর্নীতিবাজদের দেশের বাইরে গিয়ে সেটল করা হলে তারপর ক্রাইম রিপোর্ট নিউজে আসে।

নেত্রী যদি কিছুই না জানে, দুর্নীতির বিরুদ্ধে কোন ব্যবস্থাই না নিতে পারে, তাহলে উনি এই পদে কেনো আছেন?

If you don't feel to answer, please don't.
But for God's sake, দেশের এভারেজ জিডিপি কত, কি কি উন্নয়ন হয়েছে এসব বলবে না প্লীজ।
we all know these, thank you.



১০| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:০২

নিমো বলেছেন: @মহাজাগতিক চিন্তা, সারা মাস অফিসে না গেলে, মাস শেষে বেতনটা কিভাবে পাওয়া যাবে? পুরো অর্থনৈতিক কর্মকান্ড স্থবির করে সপ্তাহের একদিনের লেনদেনের টাকাটাই বা কোথা থেকে আসবে? বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে, খুবই ভালো কথা, তা এটার সাথে জড়িতরা কি না খেয়ে থাকবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে!বাহ!অর্থনৈতিক কর্মকান্ডই যদি না হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনাকাটার অর্থটা কি লন্ডন থেকে আসবে?

১১| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:২২

আদিত্য ০১ বলেছেন: @মহাজাগতিক চিন্তা আচ্ছা এই যে অসহযোগের এত এত দফা, যেইসব বন্ধ রাখতে বলছে, এগুলা কার গু ভরা মস্তিস্ক থেকে বের হইয়েছে, এগুলো বন্ধ রাখলে, বেতন দিবে কিভাবে, দেশের অর্থনীতি হাওয়ার ওপর চলবে, মানে দেশেটারে পঙ্গু এদের দিয়েই হবে, এভাব বন্ধ থাকলে কি হয় দেখবেন,

১২| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এদের কথাবার্তা শুনে মনে হয় এরা রাজনৈতিক দলের নেতা।

তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।

দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।

এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও দশের ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে । নেতায় নেতায় ভরে যাবে বাংলাদেশ।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১২:৫৭

জটিল ভাই বলেছেন:

১৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:১০

ঋষি ভৃগু বলেছেন: আওয়ামী লীগের ভোটের রাজনীতি করার ক্ষমতা নেয়। মুক্তিযুদ্ধের চেতনা বলে মুখে ফেনা তোলে কিন্তু আসলেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দল। বেনজির, আজিজ আর ৪০০ কোটি টাকার পিয়নেদের পোষা দল আওয়ামী লীগ। ছাত্ররা সাধারণ দাবি নিয়ে মাঠে নেমেছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলতে প্রধানমন্ত্রীর বাঁধলো না, এখানে শেষ না ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালালো। আন্দোলন, মিটিং মিছিল বাংলাদেশের জনগণের সাংবিধানিক অধিকার এই অধিকার ভঙ্গ করে সরকার সংবিধান লংঘন করেছে, গুলি চালিয়েছে আন্দোলনকারীদের উপর। আপনারা এখনো যারা অন্ধের দেশে চশমা বিক্রি করছেন সাবধান হয়ে যান। মনে রাখবেন অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:৪৭

সোহানী বলেছেন: ইয়ে মানে ভাই আপনি কত কোটি ট্যাকা খাইছেন এত বছরে!!!!!

মিরোডলের প্রশ্নের উত্তর দেখার জন্য বসে আছি!!!

১৬| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩

গোবিন্দলগোবেচারা বলেছেন:
আমি ইফতারি কইরা খাব, আমেরিকাতে তো রাত হয়ে গেছে আপনি এখনই খেয়ে নেন।

১৭| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: মানবতার মাতা, ক্ওমি জননীর সাথে দেশের ৯৯% লোক ছিল।
১৭ কোটি লোকের ১ পার্সেন্ট ১৭ লাখের মত হয়। এই ১৭ লাখ রাজাকারের নাতিপুতি মাইরা ফালাইলে উনি দেশে থাকতে পারতেন। ওনার দয়ার শরীর, রক্তপাত পছন্দ করেন না বলে চলে গেলেন। কিন্তু আমাদের যাদের হৃদয়ে চেতনা আছে তারা কি করে রাজাকারদের সাথে থাকবো? আমারে আমেরিকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

১৮| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪

ভুয়া মফিজ বলেছেন: সব দালালদের একটা কম্বাইন্ড পোষ্ট চাই। তাদের অনুভূতি কি জানতে মন চায়!!!! =p~

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:

তথাকথিত মেধাবিরা চারিদিকে হত্যা মুর্তি ভাংগা লুটপাট চালাচ্ছে। এখনো চলছে।
সেনারা তামসা দেখছে।

প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন,
আলোচনায় ছিলেন

জামায়াতের আমির,
বিএনপির শীর্ষ নেতা,
জাতীয় পার্টির নেতা,
আওয়ামী লীগের কেউ ছিল না।
খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক,
জোনায়েদ সাকি
ছিলেন। অধ্যাপক আসিফ নজরুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.